তুমি মানুষ হও, হৃদয়ে বপন করো মনুষ্যত্বের বীজ অবিশ্রান্ত ভাবে মাতাল হও মানুষকে কাছে পেতে, ব্রাহ্মন নও, সাধু-সন্যাসী নও ভুল কিছুটা হতেই পারে স্নেহে-প্রেমে, ভালোবাসা-সখ্যে হৃদয়ে মানবতার রঙ উঠুক ভরে। প্রাত্যহিক জীবনের রাজপথে মিছিল করো ভূখা-নাঙ্গার পক্ষ নিয়ে সত্যের ঝান্ডা উড়াও তুমি বিদ্রোহী হও, অবাধ্য স্বৈরাচারী মনকে দমন করতে সংস্কারের পক্ষ নিয়ে বিপ্লবী ইচ্ছায় সংকল্পবদ্ধ [
বিস্তারিত ]