ভাবছি লিখবো, সেই অভিমানী মেয়েটির গল্প
যে আর ফিরেনি কোনদিন, এ বিচ্ছেদ পাওনা ছিল বলে
লোকমুখে শুনা যায়, সে ফিরে___
প্রতি অমাবস্যায় বিষণ্ণতার চাদরে ঢেকে
ঝড়ো বৃষ্টির দিনে রিমঝিম ক্রন্দন হয়ে
ঘন অন্ধকারে অন্ধ আর্তনাদে
অহেতুক কড়া নাড়ে প্রিয়জনের দ্বারে ।
২২টি মন্তব্য
মরুভূমির জলদস্যু
তার ফেরার অপেক্ষায় থাকে না কেউ বুঝি!
রিমি রুম্মান
সে তো নেই ধরা-ছোঁয়া’র পৃথিবীতে …
বনলতা সেন
একদিন দরজা ঠিকই খুলে যাবে।
রিমি রুম্মান
অভিমানে আত্মহত্যা করেছে যে মেয়েটি, এটি তাকে নিয়ে লেখা।
সাইদ মিলটন
প্রত্যেকটি মানুষ ভাবে তারমতো ভালো কেউ বাসতে পারেনা, অভিমান তারটাই দামী, রাগ জিদ তারই সবচেয়ে বেশি ….. কে সারা সারা
রিমি রুম্মান
সে আর ফিরে আসেনি। যদিও কেউ কেউ বলে, মেয়েটির প্রেতাত্না আসে ঘন অন্ধকারে
জিসান শা ইকরাম
ফিরে আসুক সে- জানতে চাই তার কথা
লিখুন অভিমানীর গল্প ।
রিমি রুম্মান
মেয়েটি অভিমানে দুর্লঙ্ঘ্য এক দেয়ালের ওই পাড়ে চলে গিয়েছে। কেউ কেউ নাকি ঘোর অমাবস্যায় মেয়েটির আসা টের পায়। ভাবছি তাকে নিয়ে লিখবো।
অরণ্য
আপনার ছোট লেখা পড়ে পাঁচ লাইন মন্তব্য করতে ইচ্ছে করলো।
অভিমানীরা বুঝি এতটাই বিষন্নতা মুড়ি দিয়ে আসে? অভিমানীরা বিষন্ন হবে কেন? ওরা হবে ফুরফুরে, প্রসন্ন সর্বদা কিংবা অট্টহাসি। বৃষ্টি ওদের কান্না হবে না, সেতো তার সুদ্ধিস্নান – ময়লা, ক্লান্তি যে টুকু জমে যায় অগোচরে, তা ধুয়ে ফেলার মহোৎসব! অন্ধকার সে তো তার শক্তি – ওরাই পারে অন্ধকারে চোখ মেলে দেখতে। ওরা অহেতুক কড়া নাড়ে না। যদি এসেই যায়, লুকিয়ে আসেনা। দরজা ভেঙ্গে ঢোকার অধিকার তো তারই ছিল।
লোকমুখে না শুনে এবার নিজে শুনুন।
হাসি পেল? 🙂
রিমি রুম্মান
নাহ্ ভাবছি আপনাদের ভুল ভাঙ্গানোর জন্যে হলেও গল্পটি লিখেই ফেলবো। আত্নহত্যা করা মেয়েটির প্রেতাত্না ঘোর অন্ধকারে এসে প্রিয়জনের দরজায় কড়া নাড়ে __ এসব পড়ে আবার ভয় না পেলেই হলো । 🙂
লীলাবতী
যে আর ফিরে আসেনি,সেই অভিমানীর কথা লিখুন আপু।
রিমি রুম্মান
একটু অবসর পেলেই লিখে ফেলবো ।
প্রহেলিকা
দারুণ লেখা, লেখা ছো্ট হলেও কেমন জানি একটা ভাবনা সৃষ্টি করে, ভালো লাগে ভাবনার কিছু পেলে। কবিতার পাগল আমি এমন কবিতা পেলে খুব খুশি হই। শুভকামনা।
রিমি রুম্মান
এমন মন্তব্যে কেবলই লিখার অনুপ্রেরনা পাই। লিখতে ইচ্ছে করে। ধন্যবাদ।
স্বপ্ন
লোকমুখে নয়,আপনার মুখে শুনতে চাই অভিমানী মেয়েটির কথা।
রিমি রুম্মান
লিখেই ফেলবো, যদি সঙ্গে থাকে আপনাদের দোয়া, ভালোবাসা ।
মোকসেদুল ইসলাম
ছোট হলেও সুন্দর লিখনী। শুভেচ্ছা কবি
রিমি রুম্মান
গ্রামে গেলে সেই মেয়েটির গল্প শুনি লোকমুখে। সেই শুনা গল্প নিয়েই আসছি অচিরেই আপনাদের মাঝে।
স্বপ্ন নীলা
এযে ভীষণ সুন্দর কবিতাগো আপু — ভীষণ ভীষণ ভাল লাগা রেখে গেলাম
রিমি রুম্মান
ভালোলাগায় আপ্লুত হলেম গো …
ছাইরাছ হেলাল
অনেকদিন পর একটি কবিতা পড়লাম।
আমাদের জন্য আর একটু সময় বরাদ্দ করুণ।
রিমি রুম্মান
মনের তাগিদে, ভালোলাগার দাবিতে সোনেলায় ফিরে ফিরে আসি। বার বার আসি। আসবো প্রতিনিয়ত। ইনশাল্লাহ্