যে আর ফিরে আসেনি

রিমি রুম্মান ২২ ডিসেম্বর ২০১৪, সোমবার, ০৯:৩৯:২৫পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

ভাবছি লিখবো, সেই অভিমানী মেয়েটির গল্প
যে আর ফিরেনি কোনদিন, এ বিচ্ছেদ পাওনা ছিল বলে
লোকমুখে শুনা যায়, সে ফিরে___
প্রতি অমাবস্যায় বিষণ্ণতার চাদরে ঢেকে
ঝড়ো বৃষ্টির দিনে রিমঝিম ক্রন্দন হয়ে
ঘন অন্ধকারে অন্ধ আর্তনাদে
অহেতুক কড়া নাড়ে প্রিয়জনের দ্বারে ।

৬৮২জন ৬৮২জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ