তুমি মানুষ হও, হৃদয়ে বপন করো মনুষ্যত্বের বীজ
অবিশ্রান্ত ভাবে মাতাল হও মানুষকে কাছে পেতে,
ব্রাহ্মন নও, সাধু-সন্যাসী নও ভুল কিছুটা হতেই পারে
স্নেহে-প্রেমে, ভালোবাসা-সখ্যে হৃদয়ে মানবতার রঙ উঠুক ভরে।
প্রাত্যহিক জীবনের রাজপথে মিছিল করো
ভূখা-নাঙ্গার পক্ষ নিয়ে সত্যের ঝান্ডা উড়াও
তুমি বিদ্রোহী হও, অবাধ্য স্বৈরাচারী মনকে দমন করতে
সংস্কারের পক্ষ নিয়ে বিপ্লবী ইচ্ছায় সংকল্পবদ্ধ হও।
তুমি মানুষ হও, মানুষের তরে বিলিয়ে দাও সব
বেশ্যাও যেন তোমার বুকের ছায়ায় নির্ভয়ে মাথা রাখতে পারে
নিরন্তর ভালোবাসার গন্ধ পেয়ে সবাই যেন আসে ছুটে
মনুষ্যত্বের বিবেক জাগ্রত করে ডমরুর বাজনা বাজাও হৃদয় মাঝে।
ভদ্রতার পোশাক বন্ধক রেখে তুমি উন্মাদ হও
পোকায় ধরা গলিত বিবেক-মগজ বিকিয়ে দিয়ে
পরিতৃপ্ত হাসি মুখে সবাইকে বুকে টেনে নাও।
তুমি মানুষ হও, হৃদয়ে মনুষ্যত্বের বীজ বপন করে
পরিপূর্ণ দুই পায়ের মানুষ হও।
৪টি মন্তব্য
অরণ্য
ভালো লিখেছেন। কিছু মনে না নিলে একটি জ্ঞান জিজ্ঞাসা আছে আমার। “পরিপূর্ণ দুই পায়ের মানুষ হও।” দিয়ে কি কোন স্পেশাল কিছু বোঝাতে চেয়েছেন? মানুষ হবার পূর্ণতা পেতে দুই পায়ের জরুরত্ত কতটুকু?
মোকসেদুল ইসলাম
এটা বলতে আসলে প্রকৃত মানুষ হওয়ার আহ্বান জানানো হয়েছে
মরুভূমির জলদস্যু
“ভদ্রতার পোশাক বন্ধক রেখে তুমি উন্মাদ হও
পোকায় ধরা গলিত বিবেক-মগজ বিকিয়ে দিয়ে”
-{@ -{@ -{@
মোকসেদুল ইসলাম
ধন্যবাদ