চলছে মানুষ প্রদর্শনী
পাশাপাশি বসে যারা গোপন অভিসারে
তাদের জন্মচেতনা ঢেকে গেছে বিয়োগান্ত মেঘের অভিশাপে
নদীর থলিতে শ্যাওলা জমে গেলে মগ্ন উচ্ছ্বাসে
ভাঙা দর্পণে কেউ কেউ দেখে স্বীয় মুখ।
এখন নদী জন্মের কথা বলি
নোঙরের দড়ি খোঁজে যে মাঝি তাঁর বুকে এখন আগুন জ্বলে
অথচ কে না জানে নদী ও নারী দুটিই সৃষ্টির প্রেরনা
বাসন্তীরাতের ঘুম কেড়ে নিলে যদি সভ্য হয় পৃথিবী
তবে আমিও দাঁড়িয়ে যাবো ধূলির নগরে
এক আজলা নদীর জল খেয়ে বন্ধ করবো মানুষ প্রদর্শনী।
৬টি মন্তব্য
ইকবাল কবীর
ভালো লিখেছেন ভাই। শুভ কামনা থাকল।
ইনজা
দারুণ লিখেছেন।
সকাল স্বপ্ন
ভালো লাগার—- তবে লিখাতা একটু ছোট মনে হচ্ছে—-
অনিকেত নন্দিনী
এক আঁজলা নদীর জল খেয়ে প্রদর্শনী বন্ধ করতে হবে কেনো? 😮
নদীর পানিতে প্রচুর রোগজীবাণু থাকে। ওই পানি খেয়ে আর কিছু করতে হবেনা, সোজা মহাখালী হাসপাতালের বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে থাকতে হবে। 😀
মৌনতা রিতু
নদী ও নারী , নারী ও নদী। এই তো মিল । নদী নিয়ে চলে স্থলের সব ময়লা ফেলতে ঐ সাগরে। নারী ও বুকে রেখে দেয় এ জীবনের যতো বেদনা।
সুন্দর লিখেছেন। শুভকামনা রইল।
নীলাঞ্জনা নীলা
ভালো লিখেছেন।