তোমার মতো সবাই নয় যে ফাঁকি দিয়ে দূরে সরে যাবে
বুকের ভেতর রাখা বিশ্বাসগুলো আজও দিব্যি বেঁচে আছে বলেই
ছলনার ভারে ন্যুজ হয়েও বিশ্বাসের লাঠিতে ভর দিয়ে আবার সোজা হয়ে দাঁড়াই।
আমায় পথচ্যুত করবে বলে পথযাত্রীবেশে হৃদয়ে আসন গেড়েছিলে
কিন্তু আমি পথচ্যুত হয়নি সাময়িক বিরতি নিয়েছি মাত্র
শ্রাবণের মেঘের দিনে শিরদাড়া সোজা করে প্রবল আত্মবিশ্বাসে
আবারো নতুন উদ্যোমে পথ চলা করেছি শুরু।
স্বপ্ন শূন্যতায় তাড়িত কল্পনাবিলাসী কবি হয়তোবা ভুল করে
সুবিশাল মনের গহীনে প্রবেশাধিকার দিয়েছিল অজান্তে
যদিও নৈরাশ্য আঁধার ঘিরে রাখে কবিকে
তবুও দ্বীপ শিখার প্রভায় দৃঢ়তায় মুক্তির স্বপ্ন দেখে।
২টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
তবুও দ্বীপ শিখার প্রভায় দৃঢ়তায় মুক্তির স্বপ্ন দেখে। -{@ (y)
সিহাব
বাহ!! চমৎকার লেগেছে!! সাময়িক বিরতি..!! 😀 (y)