এখনও কান পেতে শুনি তাদের সেই মুখর ঝাঁঝালো মিছিল
আকাশে-বাতাসে বিকট চিৎকার
বজ্রমুষ্ঠি উঠিয়ে করে অধিকার আদায়ের দৃঢ় অঙ্গিকার।
এখনও যেন শুনি সেই অবিনাশী গান
সহ্য করবো না কোন অত্যাচার, থাকবো না আর পরাধীন।
হাতে তাদের শোভা পেত অর্ণিবানের শিখা
ছিল না তাদের অজ্ঞাত কিছু সবই ছিল জানা।
সেই বজ্রকণ্ঠ তাদের এখনও শুনি
আকাশে বাতাসে উঠিতেছে বাজি
এসো আঁধার কে দু’হাতে সরিয়ে দিয়ে আলোর পথে মোরা থাকি।
৬টি মন্তব্য
নওশিন মিশু
“এসো আঁধার কে দু’হাতে সরিয়ে দিয়ে আলোর পথে মোরা থাকি”
হ্যাঁ আমরা আলোর পথেই থাকবো….. 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
নির্ভেঝাল জীবন আমাদের কাম্য।ভাল লাগল।
অরণ্য
ভাল লাগলো আপনার লেখাটি।
মামুন
ভালো লাগল।
কৃন্তনিকা
বেশ… (y)
লীলাবতী
আমি তো ভুলে যেতে বসেছি ভাইয়া।