অবিনাশী গান

মোকসেদুল ইসলাম ২৭ নভেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ১০:২০:০৮পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

এখনও কান পেতে শুনি তাদের সেই মুখর ঝাঁঝালো মিছিল
আকাশে-বাতাসে বিকট চিৎকার
বজ্রমুষ্ঠি উঠিয়ে করে অধিকার আদায়ের দৃঢ় অঙ্গিকার।
এখনও যেন শুনি সেই অবিনাশী গান
সহ্য করবো না কোন অত্যাচার, থাকবো না আর পরাধীন।

হাতে তাদের শোভা পেত অর্ণিবানের শিখা
ছিল না তাদের অজ্ঞাত কিছু সবই ছিল জানা।
সেই বজ্রকণ্ঠ তাদের এখনও শুনি
আকাশে বাতাসে উঠিতেছে বাজি
এসো আঁধার কে দু’হাতে সরিয়ে দিয়ে আলোর পথে মোরা থাকি।

৪৪৭জন ৪৪৭জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ