ভালোবাসার পরিমার্জিত সংস্করণ নিয়ে এবার এসে দাঁড়িয়েছি তোমার দুয়ারে
ঘুমহীন শহরে বিরহ অঙ্গারে পুড়ে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে যে প্রেম
এই একুশ শতকে সেই প্রেমের কাছেই তোমার সব অহংকার নুয়ে পড়বে
প্রত্যাশার ভারে নিশ্চিন্তে নির্ভীক প্রেমিকের বুকে মাথা রেখে ঘুমিয়ে যাবে।
ভালোবাসা অনন্ত যৌবনা রক্তমাখা চাঁদের আলোর মত জ্বলজ্বলে
আমার সত্তায়, চিন্তা-চেতনায় তুমি আসো নতুন রূপে
আমি শব্দশৈলী কবি বেদনার মাঝেও খুঁজে পাই সুখের মাদকতা
তরুণীর খোপার রাঙ্গা ফুলে পাই অজস্র ভালোবাসা গন্ধ।
ভালোবাসার প্রাচুর্যের অপ্রতিরোধ্য বাঁধ ভাঙা বন্যায় ভেসে যাবে তোমার সব মান-অভিমান
মরুভূমি হয়ে যাওয়া বুকে এবার বইবে আনন্দের ঝর্নাধারা
ঝড়ে সঞ্জীবিত ফুলের দলের সুবাসে খুলে যাবে তোমার মনের বন্ধ দুয়ার।
৪টি মন্তব্য
খসড়া
এত্ত ভালবাসা।
স্বপ্ন
তাই নাকি?
পুষ্পবতী
ভালবাসার কবিতা ভালো লাগলো।
সীমান্ত উন্মাদ
ইদানিং ভালবাসা আমার কাছে মনে হয় আবেগের চেয়ে লেনদেনএর হিসেবটাই বেশি। কবিতায় ভাললাগা। আর আপনার জন্য শুভকামনা নিরন্তর।