ঠোঁটে ঠোঁটে জড়ো হয় স্বপ্ন খড়কুটোর আশ্বাসে বাবুই তার নীড় বাঁধে নতুন ঠিকানায় গল্পের দেয়ালে জুড়ে দেয় পুরনো ফ্রেমের আড়ম্বর দিনগুলো তারপর... সুদীর্ঘ পথচলা, চড়াই-উৎরাই, গড়াগড়ি আলোর আঙিনা ভুলে একদিন ঢুকে যাই ডার্করুমে দেখি ধাতু-দড়িতে শুকোচ্ছে নীল অন্তর্বাস কালো ক্লিপে ঝুলে আছে আমাদের প্রতিবিম্ব এ এক কমনীয় আঁধার আযোনি প্রসস্ত— স্বয়ম্ভর