সাদিক মোহাম্মদ

কবিতা ও প্রেম ছাড়া সব অকিঞ্চিৎকর..........

  • নিবন্ধন করেছেনঃ ১০ বছর ৭ মাস আগে
  • পোস্ট লিখেছেনঃ ৪৫টি
  • মন্তব্য করেছেনঃ ১৮৩টি
  • মন্তব্য পেয়েছেনঃ ৩৬১টি

সুখফুল অন্ধকার

সাদিক মোহাম্মদ ৪ অক্টোবর ২০১৪, শনিবার, ০৯:১৫:৫২অপরাহ্ন কবিতা মন্তব্য নাই
ঠোঁটে ঠোঁটে জড়ো হয় স্বপ্ন খড়কুটোর আশ্বাসে বাবুই তার নীড় বাঁধে নতুন ঠিকানায় গল্পের দেয়ালে জুড়ে দেয় পুরনো ফ্রেমের আড়ম্বর দিনগুলো তারপর... সুদীর্ঘ পথচলা, চড়াই-উৎরাই, গড়াগড়ি আলোর আঙিনা ভুলে একদিন ঢুকে যাই ডার্করুমে দেখি ধাতু-দড়িতে শুকোচ্ছে নীল অন্তর্বাস কালো ক্লিপে ঝুলে আছে আমাদের প্রতিবিম্ব এ এক কমনীয় আঁধার আযোনি প্রসস্ত— স্বয়ম্ভর

রাশ মেলার বোষ্টমী

সাদিক মোহাম্মদ ৩ অক্টোবর ২০১৪, শুক্রবার, ০৯:৫৫:০৭অপরাহ্ন কবিতা ২ মন্তব্য
পথের প্রণয় আমাকে বাহির করেছে ধুলোর মায়া জড়িয়েছে পায় তুমি ঘর বাঁধতে বলো তিন কোশ দূরে রাশ মেলার সাথী হতে পারো না আমি পথিক গাঁদার গহনা জড়ানো বোষ্টমী চাই এক দীর্ঘসুত্রী যাত্রায়

শান্তির পথে রক্তাক্ত আলপনা

সাদিক মোহাম্মদ ২ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার, ০৯:৫৫:৩২অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
চোখের কোটরে হিংস্র আগুন শিকার কাবু করার পৈশাচিক উন্মাদনা ছড়িয়ে পড়েছে ঠোঁটের পেশী, রক্ত শিরায় পবিত্র প্রভুর নামে এবার কণ্ঠনালীতে নির্বিঘ্নে চালিয়ে দেয় শখের ড্যাগার চিক চিক উষ্ণ খুনে মাঝরাতের জোসনায় হেসে ওঠে নিপুণ ছুরি জোয়ারের জলে ধুয়ে নেয় নাপাকি, বিশুদ্ধ ধাঁর ফরজ গোসল আলো ফোঁটার আগেই ঈশ্বরের নৈকট্য প্রত্যাশী পাষণ্ড এগুতে থাকে কল্যাণের ডাকে— [ বিস্তারিত ]

আরেকটি অশনাক্ত প্রস্থান

সাদিক মোহাম্মদ ৩০ সেপ্টেম্বর ২০১৪, মঙ্গলবার, ১১:০১:২৬অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
গাঙ পাড়ে জটলা গল্পকথা, গুঞ্জন, কানাকানি আজকের পত্রিকায় লোকটির কোনো ছবি নেই কোথাও ছাপা হয়নি নিখোঁজ সংবাদ অভাগা— ঋণগ্রস্থ ছিল বুঝি ধর্ষিতা মেয়ের পিতা কে জানে কতদিন খাবার জোটাতে পারেনি পরিবারে বন্যাপীড়িতও হতে পারে সর্বহারা-- নদী ভাঙনের শিকার... অশনাক্তের কপাল কুঞ্চিত নয় মুছে গেছে চিন্তার বিপন্ন রেখা দারিদ্রতার উপহাস আর লেপে দিতে পারছে না কালিমা [ বিস্তারিত ]

অনাদিরাতের জঠরে

সাদিক মোহাম্মদ ১৫ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ১০:০০:১৭অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
শিশুটির চোখে অনন্ত নীলিমা ছেঁড়া চাদর জড়িয়ে ঘুমে বিভোর দেহপসারিনী অবিশ্রান্ত মা পাশেই অনেকে- এবং আরও কোথাও আরও অনেকেই যথারীতি ব্রহ্মাণ্ডের দিকে মুখ করে পড়ে আছে নিশ্চল- অনাদিরাত শিশুটিও বড়ো হবে ল্যাম্পপোস্টে অসাড় হেলে থাকা মাতাল লোকটির মতো ধুকে ধুকে ফুরোবে জীবন সবশেষ নিঃশ্বাস জন্মান্ধ আকাশ দেখবে না কোনোদিন
তুলসীরা যেবার চলে গেলো ওপাড়ে বিষ্ণুদা আমাকে ডেকে নিয়ে বললেন- লেখালেখিটা চালিয়ে যাস- বর্ণ আর মিতার থেকে সাবধান থাকিস । সাংগঠনিক মেয়ে- এদের হৃদয় বড়ো নিঃসাড়, রাতজাগা চাঁদের মতো স্বভাব প্রত্যেকটি ঘুলঘুলি, জানালায় উঁকি দেয়া চাই তারপর ফুরিয়েছে কতো রাত, কতো না বসন্ত খসে গেছে জীবনের উড়ুক্কু-পালক আমি সতর্ক থেকেছি- পথের কাদা যেভাবে এড়িয়ে চলে [ বিস্তারিত ]

জনৈকা কাঁধের স্কেচ

সাদিক মোহাম্মদ ১৩ সেপ্টেম্বর ২০১৪, শনিবার, ০১:২০:১৫অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
হলুদ আলো পড়েছে পীঠে সরু কোমর, ফর্সা প্রশস্ত কাঁধ... ডানপাশে উঁকি দিচ্ছে বাদামি ব্রা’র উলেন ফিতে আটসাট, নোনা- স্বাদযুক্ত, চিকন- মসৃণ যেনো নন্দিত শিল্পীর সার্থক আঁচড় পেলব পাপড়ির গায়ে মার্জিত শুয়োপোকা দুর্লভ পোট্রেট আমি কি তাকে চিনি দেখেছি কোথাও- কোনোদিন জন্মান্তরে ? আশ্চর্য- কোনো অপরিচিতার পৃষ্ঠ এতোটা প্রিয় হতে পারে কেমন করে ! ইদানীং রাতের [ বিস্তারিত ]

আঁচড়ে মেঘরঙ

সাদিক মোহাম্মদ ৬ সেপ্টেম্বর ২০১৪, শনিবার, ০৯:৫৭:৫৫অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
নিস্তব্ধতার তরঙ্গ ছুঁয়ে যায় মন ব্যাকুল হয়ে ওঠেন আশ্রাফ কাবেরী বরাবরের মতো তিনি তাঁর ইজেল মেলে ধরেন বিমর্ষ ঘরে শুভ্ররঙ মেখে দিতেই ক্যানভাসে জেগে ওঠে শূন্যতা অভ্রনীল আসমান অস্ফুট আঁচড়ে আঁচড়ে মেঘরঙ দিগন্তসীমা অথচ ফোটে না প্রাণ জীবনের বর্ণ জানা নেই বলেই আজও শূন্য ঘরে দানা বাঁধেনি জীবন

কাঙ্ক্ষিত কম্পন

সাদিক মোহাম্মদ ৪ সেপ্টেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৯:৫৭:১৬অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
দরোজা-জানালা বন্ধ বাইরের স্বচ্ছ আকাশে প্রার্থনামগ্ন চাঁদ বিজন অন্ধকারে দু’জন হাতড়ে ফিরি চেতনার গভীরতা বিমুগ্ধ অস্তিত্বের আশ্রয় পরস্পর ঠাই আমরা ক্লান্ত আমাদের হৃদপিণ্ড প্রকম্পিত-প্রবল ঝড়ো হাওয়ার মতো প্রক্ষিপ্ত গতিবেগ... এইতো অনুভব- স্পর্শ পাচ্ছি পাতাল... হঠাৎ বৃষ্টি জলের ছাঁটে নিশ্চল ভিজে যায় দু’পাড়

একমালিকানা ঘর

সাদিক মোহাম্মদ ৩ সেপ্টেম্বর ২০১৪, বুধবার, ০৯:০১:৪০অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
কতিপয় কাঁধে ভর করে বয়ে যাচ্ছে এক জীবনের পরিণতি খসে পড়েছে মায়ার গিঁট ছায়ার আশ্বস্ত বাঁধন বুজে গেছে আঁধারশঙ্কা-চোখ সময়ের কারাবন্দী বুকে আজ মুক্তির প্রসন্ন শূন্যতা হৃদপিণ্ডে অলক্ষ্যের নির্বিঘ্ন সুখ শ্বেতফলকে খোদাই রবে শুধু কয়েদীর নাম এবং দণ্ডকাল

পথহীন নগরপথিক

সাদিক মোহাম্মদ ২ সেপ্টেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৮:২৮:১৮অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
অবরোধ জলাবদ্ধতা খোঁড়াখুঁড়ি নোটিশ বোর্ডে নির্দেশিত ‘রাস্তা বন্ধ’ খোলা আছে কোনো পথ অন্ধগলি গোপন ঘুপচি ছায়ানিবিড় নির্জন আলপথ ? সড়ক ফুরিয়ে গেছে ধর্মধামে শ্রেণী-সংঘ রঙমহলের মায়াবী নেশায় কোথাও দখলি দেয়াল সুরক্ষিত দুর্গ খিল-আঁটা দরোজা প্রাচীর আবদ্ধ পথে অক্লান্ত ঘুরে ঘুরে শ্রান্ত পথচারী কেবল ফুরিয়েছে জীবন মেলেনি সাধের দিশা প্রত্যাশার অনিন্দ্য গন্তব্য চোখ বোজার আশ্রয় যে [ বিস্তারিত ]

সঙ্গতা প্রেম নয়

সাদিক মোহাম্মদ ২৪ আগস্ট ২০১৪, রবিবার, ১২:১০:৫৭পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
জানি সঙ্গতা প্রেম নয় আকাঙ্ক্ষার জৌবিক প্রার্থনা বিযুক্ত অস্তিত্বের পুলক মোহ কেটে গেলে বাতুল চোখের স্বপ্ন নিভে যায় বুকের শাশ্বত শূন্যতা খুঁজে ফেরে ভিন্ন পাড়ের প্রাচুর্য অধরা সুখ স্বস্তির নতুন ঠিকানা আকুতি ফুরোলে শেষে সাতনরী-প্রণয় ধীরে ধীরে গলার ফাঁস হয়ে ওঠে
সাদা কাগজে জড়ো করি স্বপ্ন গোপন খুঁতিতে জমিয়েছিলাম কিছু ভাব উপমা রূপক কথোপকথন শব্দে বাঁধি ঘর- আমাদের তবু মন ভরে না তুমি চুপিসারে আদর করে ছুঁয়ে দিলে অভিমানী পঙক্তিরা প্রজাপতি হয়ে ওড়ে বর্ণজোড়া প্রাসাদ গুঞ্জরিত হয়ে ওঠে বর্ণালি ডানায়-ডানায় সরস্বতীর দুয়ারে দাঁড়িয়ে ঘণ্টায় তুলেছি বোল তুমি না জাগলে বৃথা অর্চনা সান্ধ্য-উপোষ, অর্ঘ্যদান... আমার মন ভরে [ বিস্তারিত ]

বিষাদ ছাওয়া দিন

সাদিক মোহাম্মদ ৭ আগস্ট ২০১৪, বৃহস্পতিবার, ১১:১৪:০৯অপরাহ্ন বিবিধ ৬ মন্তব্য
দুপুরটা একেবারেই নিরুত্তাপ অনর্গল বেজে চলেছে রিংটোন একের পর এক মিস-কল আচ্ছা পাগল মেয়েতো ওর কথাও-যে অনিন্দ্য বিনোদন আকাঙ্ক্ষার অন্যতম সুখ সন্তাপের এই দিনে সুখচর্চা কী আমাদের মানায় বলো না কী করে তুলে নেই স্বস্তি বিষাদ অঞ্জলি জুড়ে-নির্বাক মুঠোয় অন্তি কী শোনেনি প্রমত্তা পদ্মার হুংকার অভাগা যাত্রীর কান্না-শেষ আর্তস্বর লঞ্চ-ডুবির করুন নিস্তব্ধতা

পরবের চিকন চাঁদ

সাদিক মোহাম্মদ ৩০ জুলাই ২০১৪, বুধবার, ১১:১৩:০৮অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
আতশবাজীর ঝলকে চমকে উঠেছে লোকালয় পথে পথে আলোর ফোয়ারা সাজবাতির সমাহার অথচ পরবের চাঁদের চিকন চুমু জোটেনি সব উঠোনে বিপন্ন শিকোয় জমা নেই দু’বেলার আহার সঞ্চিত উল্লাস দূরাগত কলের গানে করুন সুর নিপীড়িতের অশ্রুভেজা ব্যঞ্জনা নতুন জামায় রক্তছোপ বারুদের গন্ধ দিগন্ত জুড়ে অশনি-আঁধার মানবতার শতছিন্ন শামিয়ানার নিচে কতোক শুভেচ্ছাপত্র আর মোবারকবাদে কী করে জমে ওঠে [ বিস্তারিত ]

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ