শান্তির পথে রক্তাক্ত আলপনা

সাদিক মোহাম্মদ ২ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার, ০৯:৫৫:৩২অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

চোখের কোটরে হিংস্র আগুন
শিকার কাবু করার পৈশাচিক উন্মাদনা
ছড়িয়ে পড়েছে ঠোঁটের পেশী, রক্ত শিরায়

পবিত্র প্রভুর নামে
এবার কণ্ঠনালীতে নির্বিঘ্নে চালিয়ে দেয়
শখের ড্যাগার
চিক চিক উষ্ণ খুনে
মাঝরাতের জোসনায় হেসে ওঠে নিপুণ ছুরি
জোয়ারের জলে ধুয়ে নেয় নাপাকি, বিশুদ্ধ ধাঁর
ফরজ গোসল

আলো ফোঁটার আগেই
ঈশ্বরের নৈকট্য প্রত্যাশী পাষণ্ড এগুতে থাকে
কল্যাণের ডাকে— উচ্চকিত খিলানের দিকে
মুখে তসবীর ধ্বনি
দাম্ভিক পায়ে লুটছে মানবতা
বাতাসে ভেসে যায় সমস্ত প্রশংসা তাঁর

৫৫১জন ৫৪৯জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ