আরেকটি অশনাক্ত প্রস্থান

সাদিক মোহাম্মদ ৩০ সেপ্টেম্বর ২০১৪, মঙ্গলবার, ১১:০১:২৬অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

গাঙ পাড়ে জটলা
গল্পকথা, গুঞ্জন, কানাকানি
আজকের পত্রিকায় লোকটির কোনো ছবি নেই
কোথাও ছাপা হয়নি নিখোঁজ সংবাদ
অভাগা— ঋণগ্রস্থ ছিল বুঝি
ধর্ষিতা মেয়ের পিতা
কে জানে কতদিন
খাবার জোটাতে পারেনি পরিবারে
বন্যাপীড়িতও হতে পারে
সর্বহারা– নদী ভাঙনের শিকার…
অশনাক্তের কপাল কুঞ্চিত নয়
মুছে গেছে চিন্তার বিপন্ন রেখা
দারিদ্রতার উপহাস
আর লেপে দিতে পারছে না কালিমা
ভাবলেশহীন চোখে-মুখে
সম্ভবত কালরাতে
স্বেচ্ছাচার জীবনের অবসান ঘটিয়েছেন
কোনো এক বিদ্রোহী
যদিও হৃদয়ে তার তৃপ্তি ছিলো না বহুকাল
তবু দায় মুক্তির প্রশান্তি আজ নিরবচ্ছিন্ন

৫০৮জন ৫০৮জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ