গাঙ পাড়ে জটলা
গল্পকথা, গুঞ্জন, কানাকানি
আজকের পত্রিকায় লোকটির কোনো ছবি নেই
কোথাও ছাপা হয়নি নিখোঁজ সংবাদ
অভাগা— ঋণগ্রস্থ ছিল বুঝি
ধর্ষিতা মেয়ের পিতা
কে জানে কতদিন
খাবার জোটাতে পারেনি পরিবারে
বন্যাপীড়িতও হতে পারে
সর্বহারা– নদী ভাঙনের শিকার…
অশনাক্তের কপাল কুঞ্চিত নয়
মুছে গেছে চিন্তার বিপন্ন রেখা
দারিদ্রতার উপহাস
আর লেপে দিতে পারছে না কালিমা
ভাবলেশহীন চোখে-মুখে
সম্ভবত কালরাতে
স্বেচ্ছাচার জীবনের অবসান ঘটিয়েছেন
কোনো এক বিদ্রোহী
যদিও হৃদয়ে তার তৃপ্তি ছিলো না বহুকাল
তবু দায় মুক্তির প্রশান্তি আজ নিরবচ্ছিন্ন
৮টি মন্তব্য
খসড়া
এত হতাশা! জীবনে আর আলোর সাথে কবে দেখা হবে?
সাদিক মোহাম্মদ
উত্তর জানা নেই… ধন্যবাদ… @ খসড়া…
রিমি রুম্মান
আমার প্রথম লেখাটি ছিল অনেকটা এরকমই । স্কুলে পড়াকালীন সময়ের লেখা___
কখনো বা দেখি তাকে, বাজারের থলে হাতে
কি করুন চাহনি নিয়ে, টাকা নেই, তাই দাঁড়িয়ে
হয়তো করবে কিছু ধার, কিংবা, ঘুরে আসবে বাজার
অতঃপর আসবে ফিরে, সন্তানরা দাঁড়াবে ঘিরে
কি করুন চাহনি নিয়ে, টাকা নেই, তাই দাঁড়িয়ে
সাদিক মোহাম্মদ
সুন্দর… @ রিমি রুম্মান
মোঃ মজিবর রহমান
চারিদিকে এত হতাশা
কোথায় আশার আল দেখব?
সাদিক মোহাম্মদ
অপেক্ষায় আছি @ মোঃ মজিবর রহমান
স্বপ্ন নীলা
আপনার কবিতা আমার সব সময় ভাল লাগে ——– আবার ভাল লাগার চিন্হ একে দিলাম
সাদিক মোহাম্মদ
অনেক কৃতজ্ঞতা @ স্বপ্ন নীলা…