সজনেপাতার ফাঁকে চড়ুইপাখির প্রেম কিংবা পায়রার ঠোঁটে ঠোঁটে মধুচুম্বন দেখে আমারও জাগে সাধ, গড়ি প্রণয় আর প্রেমের কাব্যসম্ভার লিখে যাই। কিন্তু "আব্বু ওঠো, কথা কও" অবুঝশিশুর কাঁদোকাঁদো আধোবোল আমায় ভীষণ ভীষণ নাড়া দেয় তাড়া দেয়, বলে- লেখো না এখন প্রেমের কাব্য কবি, এ নয় প্রেমের সময়? অকারণ বুলেট-গুলি, সূতীক্ষ্মচাকুর ফলায় হঠাৎ ঝরে যায় যে অবুঝশিশুর [
বিস্তারিত ]