ভোর-রাত থেকেই, থেকে থেকে না, থেমে থেমেও না, দীর্ঘ-দেহের চওড়া বৃষ্টি বেশ জাঁক করেই বসেছে, ধীর-লয়ে, উন্মত্ত বৃত্তে, হারামিপনা মত। যদি একটু বিষণ্ণতা মেখে দেয়া যায়, দুর্বৃত্তের দুষ্ট-দুষ্ট খেলা। হামাগুড়ি দিয়ে লেপ্টে ধরার বায়না!! ভিন পরিচয়ে! বিঁধবে বলে; তলে তলে উচ্চকিত ঠোঁট-বিড়বিড়ে দিবাস্বপ্নের নাদান বৃষ্টির কত কিছুই-না না-জানা! ছুঁড়ে ফেলা গভীর অমসৃণতা; বান-ডাকা স্রোতের [ বিস্তারিত ]