বালিয়াড়িতে অসহায় আত্মসমর্পন নাও হতে পারে। সমুদ্র, নীল জল, সমুদ্র তীর, বালু তট, সুদূরে সমুদ্রকে ছুঁয়ে থাকা নীল আকাশ, ভাসমান জলযান, বিচ্ছিন্ন নয় একে অপরের। আকাশের চুম্বনহীন সমুদ্র কল্পলোকের দৃশ্যপটে অস্তিত্বহীন। নীল যে কষ্টের রঙ এমন ভাবারও কোন কারণ নেই। সমুদ্রের নীল জলে মানুষের সাঁতার, উচ্ছ্বাস, আনন্দ কেন! তবে যদি নীল হয় কষ্টের রঙ? নীল [ বিস্তারিত ]