গাড়ির পিছনে বসে আমি আর জিসানী যাচ্ছি জিসানীর অসুস্থ মাকে দেখতে। অলস সময় যখন পেলাম, পুরাতন একটি ইমো আইডি ডিএকটিভেট করার জন্য লগিন হলাম। ইমো একটিভেট করলে যা হয়, পুট পাট পুটুর শব্দে ইমো কন্টাক্ট গুলো এসে গেল। একনজর চোখ বুলালাম লিস্টে। মিনিট পাঁচেক পরে একটি ভিডিও আসলো। নিরিহ ভাবে ভিডিওটি ওপেন করলাম, প্রথম কতক্ষন কালো, কিছুই দেখা যায় না। এরপর এক আলোর ঝলক, সাথে রাগত এক নারী কন্ঠ ‘চুপ, একদম চুপ’। এত জোরে চিৎকার দিয়ে বলা যে চমকে হাত থেকে মোবাইল ছিটকে পরে গেল, জিসানীর কোলে। ‘কিসের ভিডিও? কে ধমক দিল?’ জিসানীর প্রশ্নে তার হাত থেকে মোবাইল নিয়ে আবার চালু করলাম। আবার শুনলাম ‘ চুপ, একদম চুপ’। জিসানীর মুখ থমথমে, আমার মুখ ক্যাবলা কান্তের মত। বাজ পাখির ক্ষিপ্রতায় আমার হাত থেকে মোবাইল ছো মেরে নিয়ে নিল। আবার চালু করলো সে ভিডিও, আবার, আবার, আবার। ক্রুদ্ধ কন্ঠে জিজ্ঞেস করলো ‘ হনুফা বেগম কে? বলো কে এই হনুফা বেগম? সে তোমাকে এমন ধমক দিয়ে ভিডিও পাঠালো কেন?’ অপ্রস্তুত আমি কোনমতে বলি যে আমি চিনিনা, জীবনে এই নাম এই প্রথম শুনলাম। হনুফা বেগম আমার দাদী, নানী দের আমলের নাম, এখন এই নামে কেউ থাকে নাকি? 🙂
* হাসিতে কাজ হবেনা, তোমার দাদি, নানি কবর থেকে ভিডিও পাঠায়নি। এইযে ইমোতে হনুফা বেগম তোমাকে দুইবার এই ভিডিও পাঠিয়েছে, তুমি চেন না বললেই হবে? না চিনলে ভিডিও কেন পাঠাবে?’
“” আমার কন্টাক্ট লিস্টে এই নামে কেউ নেই, দেখ কন্টাক্ট লিস্ট। (আমিই H অদ্যাক্ষরের সব নাম দেখালাম)
* তাহলে তোমার নাম্বার তার কাছে গেল কিভাবে? তার সেটে তোমার নাম্বার সেভ করা আছে। নাম্বার থাকলে থাকুক, কিন্তু ভিডিও? তাও আবার ধমক দিয়ে! তোমার সেট আমার কাছে থাক কিছুদিন। দেখতে হবে কে এই হনুফা বেগম।
“” আচ্ছা থাকুক তোমার কাছে। (এ ছাড়া আর কি বলার ছিল আমার?)
মাথা ওয়ালের সাথে টাকিয়েও হনুফা বেগম নামে কারো কথা মনে পড়ল না। কোথার কোন হনুফা বেগম আমাকে মাইনকা চিপায় ফেলে দিল 🙁
এন্ড্রয়েড মোবাইল নেয়ার পরে বিড়ম্বনার শেষ নেই। এর পূর্বে কন্টাক্ট লিস্টের সব নাম্বার সোনা হয়ে গিয়েছিল। বহু কস্টে কিছু সোনা আসল ব্রান্ডে ফিরে পেয়েছি। কিন্তু এ আবার কোন উপদ্রবে পড়লাম?
কেউ কি এই হনুফা বেগমের সন্ধান জানেন? 🙁 আল্লাহ আল্লাহ করছি, আমার ম্যসেজ পেয়ে রাগ করে আবার উত্তর না দেয় “হাই জানু, আমাকে চিনতে পারছো না! আমি তো তোমার হানী।”
৫৮টি মন্তব্য
শাওন এরিক
হাহাহাহা!! লাস্ট লাইনটা Epic ছিলো!!
আপনার লেখা পড়লাম প্রথমবার, ভালো লাগলো ভাই!
জিসান শা ইকরাম
স্বাগতম আমার ব্লগে,
ভাল লাগাতে পেরে ধন্য হলাম।
মোটামুটি ঝামেলাতেই আছি এই হনুফা বেগম নিয়ে।
ইলিয়াস মাসুদ
ইমো জিনিস টা আমিও ভাল বুঝি না,অটো তে আনেক মানুষ এড হয়ে যাচ্ছে আমাএ কন্ট্রাক লিস্টে অনেক কেই জীবনেও দেখি নাই জানি না, আমার তিনিও ফোন নিয়ে মাঝে মাঝে জানতে চান এই সব হনুরা কারা, ভালই হলো এখন আপনার লিখাটা দেখায়ে গা বাঁচানো যাবে
জিসান শা ইকরাম
আপনার এই মন্তব্যটিও দেখিয়ে কিছুটা গা আমিও বাঁচাতে পারবো মনে হয়,
হনুরা শুধু আমাকে নয়, সবাইকেই এমন দেয় 🙂
কিছুটা শান্তি লাগছে ভাই।
শুন্য শুন্যালয়
সক্কালবেলা এ কোন মাইনকা চিপায় আপনি আমাকে ফেলে দিলেন সেইটা আগে বলেন! ছেলে মহা বিরক্ত হয়ে চোখ না খুলেই জিজ্ঞেস করছে হোয়াই ইউ লাফিং? হোয়াটস হেপেন্ড? মর জ্বালা!
আপনার সেইসময়ের মুখখানা দেখবার খুব খায়েশ হইছে ভাইজান
:D)
আমিতো তোমার হানি? 😀 জিসানি আপনারে মাইরাই ফালাবে। মোবাইল খানা কি এখনো জব্দ করে রেখেছে? এইবার আপনার দোয়াদরুদের পরীক্ষা দেবার পালা।
কিন্তু নানী দাদীদের সাথেও আপনার ইয়ে চলে? :D)
জিসান শা ইকরাম
আমার মুখের করুণ অবস্থা কল্পনা করে আপনি হাসছেন? এত নিষ্ঠুর আপনি বুঝিনি,
ঘর পুড়ে যায়, আপনি আসলেন আলু পোড়া দিতে 🙁
দোয়া দরুদ তো পড়তেই আছি,
মোবাইল তার কব্জায়, একটু পর পর ইমোতে বিভিন্ন ম্যাসেজ আছে, আর ব্যাপক আগ্রহ নিয়া মেসেজ দ্যাখে,
ম্যাসেজ শব্দে আমার কইলজায় ধক করে ওঠে, এই বুঝি হনুফা বেগম কিনা কি লিখছে 🙁
ভাইরে আমার দাদি নানীর আমলের এই নাম বর্তমানে ক্যামনে আইল?
খাস দিলে দোয়া কইর্যেন আমার জন্য, মহা বিপদে আছি।
মারজানা ফেরদৌস রুবা
জিসান জিসানীর হাতে কট খাইছে। এই দৃশ্য মনে কইরা তো আমার হাসি থামতাসেই না, শুন্য। \|/
জিসান শা ইকরাম
রুবা, এই হচ্ছে ভাউ এর নমুনা? কোথায় দোয়া করবেন, কিভাবে এই মহাবিপদ থেকে উদ্ধার পাব, তা না করে হাসিতে নাঁচেন। 🙁
সব আমার শত্রু,
” উই আর লুকিং ফর শত্রুজ ” — বাবর ঠিকই বলেছিল।
নীলাঞ্জনা নীলা
:D) :D) :D) :D)
নানা ভালোই চিপায় পড়েছো। :D) :D)
নানীর এই রাগ দেখে আমি মহানন্দে লাফাচ্ছি। \|/ \|/
নামও কি হনুফা বেগম :D) :D)
তা এই হনুফা নানী-দাদীর বয়স কতো? 😀
এতো হাসি আমি হাসছি যে পেটে ব্যথা হয়ে গেলো। :D) :D)
হনুফা বেগম আরোও দুই/একটা ম্যাসেজ পাঠাও। আচ্ছা ওই ভিডিও দেখতে চাইইইইইইইই। ওইটা দাও নাই কেন? :@
তাড়াতাড়ি দাও। ইমো আমার ছিলো না। তোমার কথায় করেছিলাম, এরপর দেখি চিনিনা, জানিনা দুনিয়ার মানুষ এড করে। শেষে গুডবাই দিলাম মানে আনইন্সটল করলাম। ওঁম শান্তি! 😀
শুন্য শুন্যালয়
ভিডিও দেখে তুমি কি উদ্ধার করবা শুনি? তুমি কি শার্লোক হোমস। আমার তো মনে হচ্ছে এই হনুফা বেগম তুমি নইলে এতো জোরে ধমকানোর কলিজা আর কার থাকতে পারে!
বাই দ্যা ওয়ে ভালো করেছ কিন্তু জিসানি কানে ধরে উঠবস করাইছে কিনা কে জানে!
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু আমি যদি হনুফা বেগম হতাম, তাহলে তো ধমকানিটা এদিকে নানারে দিয়া, নানীর কাছে ম্যাসেজ পাঠাতাম। 😀
ভিডিওটা দেখতে দেওনা কেন? ঘটনা কি!!! ;?
তুমি ভিডিওতে আছো নাকি? :p
নানী মনে হয় না উঠবস করাবে, তবে করালে আমি খুব নাচবো আর হাসবো। \|/ :D)
শুন্য শুন্যালয়
আমি ভিডিওতে একখান ধমক দিয়াই চুপ থাকতাম নাকি? আমারে তো চিনোনা, বাঘে ছুইলে আঠারো ঘা আর আমি ছুইলে!!
নানী নানী কইতে কইতে আসল কথা কিন্তু কইয়া ফালাইছো, পাঠাইলে জিসানীরেই পাঠানো উচিৎ তাইলেই কাজ হবার সম্ভাবনা। যেমন ধরো বিয়ের প্রপোজাল মাইয়ারে না দিয়া বাপরে দিলে ভালা হয়। 😀
তোমার কি একটুও মায়া হচ্ছেনা জিসু ভাউ এর জন্য? আমার তো হচ্ছে, বেচারা কি একটা চিপায়ই না পড়ছে, ইচ্ছা করতাছে ইমোতে আমিই এইবার একখান মেসেজ দেই, হানী মোবাইল টা কি এখনো তোমার দজ্জাল বউ এর কাছে? সত্যি সত্যি জিসানীর হাতে মোবাইল থাকলে কি হবে ভাবো একবার। :D)
নামটা কিন্তু জোস, হনুফা বেগম :D)
জিসান শা ইকরাম
আমার তো এখন সন্দেহ হচ্ছে তোমাদের দুজনের উপর,
দুইজনের একজনে শিওর এই কাজটা করেছে, আর যেমন দুজনে হাসাহাসি করছো, তাতে এটা প্রি- প্লান মনে হইতাছে।
সত্য কাহিনী বলে আমারে এই চিপা হতে উদ্ধার করো তোমরা 🙁
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু তুমি ছুঁইলে কয় ঘাঁ? আগে সেইটা বলো। 😀
নানার জন্য মায়া আমি ক্যাম্নে দেই? নানীরে মায়া দিতে পারি। বেচারীর নাই সোনেলা, নাই ফেসবুক।
ভগবান জানে কোনকালের সেলফোন নিয়া থাকে!
তবে এইবারে নানা ফান্দে পড়েছে। :D) :D)
এমন মজা হয়না,
আমি বাজাই বাজনা
নানীর হাতে ধরা পড়েছে
আমার জিসান নানা। \|/ 😀
জিসান শা ইকরাম
নীলা নাতনী, লাফাবাই তো, তুমি তো তোমার নানীরে ভাল পাও, নানীরে পাইলা কই সেটা ভুইল্যা গ্যাছো,
আমার দুরবস্থায় তুমি লাফাও?
যদি হনুফা বেগম উল্টা পাল্টা কিছু লিখে ফেলে, অবস্থা কি হবে ভেবেছ?
ভিডিও দেখার আছে কি আর? ‘ চুপ একদম চুপ এই কথাটা আছে, একটা আলোর সাথে।
বয়স জানিনা না তো, এইডা যে কোথা দিয়ে আসলো, তাই তো বুঝতে পারছি না,
কাল থেকে আল্লাহ্ আল্লাহ্ করছি, হনুফা বেগম উল্টা পাল্টা কিছু না লেখে 🙁
দোয়া করিও নাতনী।
নীলাঞ্জনা নীলা
নানীরে কই পাইছি, ক্যাম্নে পাইছি এইটা দিয়া হইবো কি?
কথা হইলো আমার বে-ধূম মজা লাগতাছে। খালি মনে হইতাছে লাফাইয়া লাফাইয়া নাচি। বইসা বইসা নাচে মজা কম। 😀 :D) \|/ \|/
তয় হনুফা বেগমরে সামনে পাইলে $১০০ কনফার্ম দিতাম। 😀
আহা কি আনন্দ আকাশে-বাতাসে
গাছে-গাছে পাখী ডাকে
আর নানা পড়ছে মাইনকা চিপাতে
আহা কি আনন্দ আমার এই মনেতে। 😀 :D)
ছাইরাছ হেলাল
ইমোকে তীব্র নিন্দা,
এমন সিদ্ধপুরুষকে মাইনকা চিপায় ফেলে দেয়ার জন্য।
যদিও এ চিপা কোন চিপাই না।
জিসান শা ইকরাম
কোন চিপাইনা?
নন ষ্টপ চলছে প্রশ্ন বান, সামনেই যাই না আজ,
বাইরে বাইরে কাজে বিজি 🙂
অনিকেত নন্দিনী
ধমক শুইন্যা খালি মোবাইলটাই হাত থিকা পইড়া গেলো?চোখ থিকা চশমা পড়ে নাই? 😀
এইবার জিসানীর হাতে মোবাইল বন্দী থাকুক কিছুদিন। আশা করছি পরবর্তী পোস্ট ‘জিসানীর হাতে মোবাইল ও কিলিয়ে কাঁঠাল পাকানো’ ধাঁচের কিছু হইবেক। :D)
সতর্কীকরণ: অতিরিক্ত এডিটাইয়া ফুডু আপ্লোডানির কুফলের নমুনা এইডা। জানে বাঁচতে চাইলে জলদিই এরহম ফুডু আপ্লোডানি বন্ধ করেন। :p
জিসান শা ইকরাম
মোবাইল জিসানীর জিম্মায় এখন পর্যন্ত, ফেরত চাইতেও পার্ছিনা।
ভালই ক্যাসকি কলে আইটকা গ্যাছি,
কবে মোবাইল ফেরত পাবো জানি না, আল্লাহ্ আল্লাহ্ কর্তাছি 🙁
ফটুক কিন্তু এডিটাইনা,
এখন কি এডিটাইয়া কালা কুলা বানাইয়া পাবলিশ করুম?
অনিকেত নন্দিনী
মুশকিল আসান হয়নাই অহনো?
ইয়ে মানে বলছিলাম কী, যারে তারে নাম্বার দিয়া বেড়াইলে এইরহমই অইবে। :p
জিসান শা ইকরাম
মুশকিল আসান হইছে 🙂 কিভাবে হইল তাহা জানান হইবেক 🙂
খুব কম মানুষ আমার নাম্বার জানে,
ইকরাম মাহমুদ
চুপ,একদম চুপ।
😀 :D)
কেনো চুপ করতে বলল?
চুপ কেনো বলল?
চুপ বলল কেনো?
একদম চুপ কেনো বলল?
কেনো একদম চুপ বলল?
নিশ্চয়ই কেনো শব্দ দিয়ে এরকম কিছু বাক্য রচিত হয়েছে!
জিসান শা ইকরাম
এর কোনো উত্তর জানা নেই ভাই,
এখনো এই বিপদ কাটেনি।
গাজী বুরহান
এই অভাগায়! ইমো,অয়াটস’আপ কি বোঝেনা (9)
জিসান শা ইকরাম
একবাঁচা বেঁচেছেন ভাই।
অভিনন্দন।
আবু খায়ের আনিছ
পুুরু ফোন বুকে দেড়শ নাম্বার নাই কিন্তু ইমুতে প্রায় হাজার মানুষ। মাঝে মাঝে কিছু ভিডিও আসে, দেখে অবাক হতে হয়। ইমুর ভিডিও শেয়ার অপশনটা খুব বাজে করেছে, কোন একজনকে ভিডিও শেয়ার করলে অন্যদের কাছেও চলে যায়।
ভালোই বিড়ম্ভনায় পড়েছেন দেখছি। আপনার বিড়ম্ভনা সোনাদের হাসির খোড়াঁক হয়েছে। কে এই হনু, সোনাদের এত আনন্দ দিতে কোথা থেকে আগমন হলো।
জিসান শা ইকরাম
ইমোতে কতযে কন্টাক্ট, হিসেব নেই কোন।
হনুফা রহস্য সমাধানের চেষ্টা চলছে। মোবাইল সেট এখনো হস্তগত হয়নি।
জিসান শা ইকরাম
হনু খুঁজে পেতে ব্যার্থ 🙁
আবু খায়ের আনিছ
বিড়ম্ভনার তাহলে শেষ নাই দেখছি।
জিসান শা ইকরাম
আজ শেষ হয়েছে,
শেষ হবারও একটি কাহিনী আছে 🙂
ইঞ্জা
হা হা হা হা জিসানী ভাবী এইবার আপনারে পাইছে এই চিন্তাই তো আমার হাসিই থামেনা। ও হনুফা বিবি আফনে আর কাম পাইলেন না, আমার ভাইজানরে ক্যাবলা কান্ত বানাইয়া দিলাইলেন। :D) :D)
জিসান শা ইকরাম
হনুফা আমারে পুরাই চিপায় ফেলে ছিয়েছে, একদিনেই জীবন চ্যারা বেড়া।
ইঞ্জা
:D)
জিসান শা ইকরাম
কাহিনী শেষ, সমস্যার সমাধান হয়েছে ভাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হা হা হা হাসলাম কিছুক্ষণ…..সেই রাতটা কেমন কেটেছিল বেগম জিসানের সাথে জানতে ইচ্ছে করছে 🙁
জিসান শা ইকরাম
ভয়ংকর মহাবিপদে যেমন থাকে অসহায় মানুষ 🙁
মৌনতা রিতু
সোনামনুর পরে এইবার এই চিপায় পড়ছেন ! তয়, মুই কিন্তু হাসি পাইলেও হাসুম না। মোর ভাই এমন বিপদে কেমনে হাসি ! তয় মুই তো সেইরম চালাক! তাই ম্যাসেন্জারই ডিলেট করছি ফোন থাইক্যা। ডাটা কানেকশন অন হলেও কোনো ম্যাসেজ আসব না।
:D) :D) :D) :D) :D) :D)
মারজানা ফেরদৌস রুবা
ওরে চালাকনি! এমুন চালাক বইন থাকতে ভাইডার এরুম বিপদ আইলু ক্যামবায়? ;(
আহারে! 🙁
জিসান শা ইকরাম
বিপদ কেটে যাবে এইবার, বোন পেয়েছি না? 🙂
জিসান শা ইকরাম
আপনি কেন হাসবেন? ভাইয়ের ছ্যারাবেরা অবস্থায় বোন হাসে? 🙂
আপনিই একমাত্র যিনি হাসলেন না।
ম্যাসেঞ্জার আমিও ডিলিট করেছি।
আজিম
হাসি থামানো মুশকিল।
ভাবি, হতেও পারে বানানো গল্প। হলেও অবদান অনেক। খুব ভাল ভাগলো ভাইয়া।
জিসান শা ইকরাম
শতভাগ সত্যি ঘটনা।
কেমন আছেন? নতুন লেখা চাই 🙂
মিষ্টি জিন
নতুন মানুষ আমি কেমনে কি কই?
তয় হাসতে হাসতে সোফা দিয়ে নিচে পডে গেছি
ঘটনা তো কিছু একটা আছে নইলে হনুফা বেগম অত জোরে চিৎকার দেবে কেন,, আর জিসানি ই বা মোবাইল জিম্মায় নেবে কেন??
হনুফা বেগম., :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
জিসান শা ইকরাম
ভাইরে কিছুই ঘটনা নাই,
বিনা মেঘে বজ্রপাতের মত কাহিনী,
তবে আল্লাহার রহমতে সব মুশকিল আছান হয়েছে,
কাহিনী জানানো হইবে 🙂
নাসির সারওয়ার
ঐ ভিডিওতে আর কি ছিলো হা…
তা অবস্থা কতদুর গেলো! ফোনটার সর্বশেষ খবর কি!! ভাবছি হনুফা বেগম নামে একটা ইমু বানামু কিনা! মজার একখান ক্লিপ পাঠাইলে কেমন হয় এখন। আলু পোড়াটা ভালোই সুস্বাদু হবার কথা…।।
হে মহান ইমু, তুমি আর একটু এগিয়ে যাও, আমরা তোমার দৌড় দেখার অপেক্ষায় থাকলাম…।
জিসান শা ইকরাম
ঐ ভিডিওতে ধমক ছাড়া আর কিছু ছিলনা।
হনুফা বেগমের বিপদ সংকেত আপাতত চলে গিয়েছে,
আপনি হনুফা সাজলে আর কাজ হইত না, আপনার মন্তব্য জিসানী পঠন করিয়াছে 🙂
খেয়ালী মেয়ে
ভাইয়া হনুফা বেগম কি শেষ পর্যন্ত আপনার ম্যাসেজের রিপ্লাই করেছিলো?
আমাদের ভাবী কি এখন সেই জ্বালাময়ী ভিডিও র কথা ভুলে স্বাভাবিক হতে পেরেছে?
জিসান শা ইকরাম
না, হনুফা বেগম ম্যাসেজের কোন রিপ্লাইই দেয়নি, তবে সিন করেছে।
হুম, এখন নরমাল, বিপদ সংকেত নেই কোনো 🙂
খেয়ালী মেয়ে
যাক ভাবী স্বাভাবিক আছে এটা জেনে ভালো লাগলো 🙂
আর হনুফা বেগম ম্যাসেজ সিন করছে, তার মানে সে এখনো বেঁচে আছে-সো ভাইয়া সাবধান :p
জিসান শা ইকরাম
হ্যাঁ, ১২ নাম্বার মহা বিপদ সংকেত নেমে গিয়েছে।
হনুফা বেগম জীবিত থেকেও আর কিছু করতে পারবেনা, তাকে ব্লক করা হয়েছে এবং ঐ নাম্বারের ইমোই আনইন্সটল করা হয়েছে 🙂
মেহেরী তাজ
যাক অবশেষে আপনার হনুফা কাহিনী পড়া হলো………!
আগে অনেক অনেক হেসে নেই দাদা।।।।।
:D) :D) :D)
জিসান শা ইকরাম
আচ্ছা আগে হেসে নাও,
এতদিন লাগলো পড়তে!
নতুন লেখা কই? 😀
অপার্থিব
দ্রুত কাউন্টার টেরোরিজম ইউনিটে যোগাযোগ করেন । হনুফা বেগম মোসাদ এজেন্ট হবার সমুহ সম্ভাবনা !!!
শারলক হোমস টাইপের কাউকে লাগবে রহস্য উদঘাটন করতে ।
জিসান শা ইকরাম
এই জঙ্গিকে নির্মূল করা হয়েছে,
আপাতত দুশ্চিন্তা মুক্ত আছি 🙂
নতুন লেখা দিন,
তেলাপোকা রোমেন
হনুফা নামের একজনকেই চিনতাম। ক্লাসে ফার্স্ট হত 🙂
জিসান শা ইকরাম
আরে সর্বনাশ, এই কালেও তাহলে হনুফা বেগম আছে! যিনি আবার ক্লাসে ফার্স্টও হতেন?
শুন্য শুন্যালয়
হনুফা বেগম মিস ইউ। কই আফনে? আবার একটা ভিডিও পাঠান তো দেখি।