
কিছু #স্বপ্ন থাকে আজন্ম ব্যাধির মতো। কিছু স্বপ্ন তো থেকেই যায় বাঁচার রশদ নিয়ে। ভেজা কদমের শরীর চুয়ে পড়ছে বর্ষার জল তুবুও সে স্বপ্নকে বুনে যায় সবুজ পাতার আড়ালে। রোদের দেখা যাদি পাই আমিও হাসবো সেই প্রত্যাশায়…
স্বপ্নকে সাথী করে পুরাকালের মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে থাকে পোড়াইট -কাঠ -পাথরের শহর।
বর্ষার জলে মুছে যায় ডাহুকী রাত।পরাজিত সময়ের সম্মুখে তবুও স্বপ্ন।
স্বপ্ন দেখতে ভুলে গেছি। অস্হির সময়ে কি স্বপ্ন দেখবো?
মৃত্যর মিছিলে মৃত্যুর স্বপ্ন ছাড়া আর কিছু ভাবতে যে পারিনা সোনেলা ব্লগ। ব্লগ বন্ধুরা আপনারা বলছেন লিখতে?
তাও হপ্পন নিয়া? একটু লিখালিখি করি কবিতার আদোলে বাট গপ্পো লিখতে বসেলে আমি শেষ।
ব্লগারগন সমবেত কন্ঠে – কেনো?আপনার লিখার হাত বেশ ভালো।
একে তো মোবাইলে লিখতে গেলে একশোটা বানান ভুল টাইপিং হয় (বজ্জাত মোবাইলের জন্য)। দুই বড় কিছু লিখবার ধৈর্য আমার কম।
তার উপর রান্দোনের কাম নিছি। রাইন্দা মানসের বাড়ি বাড়ি হোম ডেলিভারি দিচ্ছি। বোজেন তো করোনা কালিন সময়ে নিজের পেটের ধান্দা করা হলো অন্যের ও উপকার হলো। অনেক অনেক চাপ কাজের।শেখ হাসবিনা,ওবামা শাকিব আল হাসান সহ সকলের জন্য আমি নিজ হাতে রান্না করে তাদের জন্য পাঠাই। আমার খাবার ছাড়া তাদের নাকি অন্য খাবার মুখে রোচেনা😏
আমার থেকে শর্ষে তেল নিয়ে প্রাণ গ্রুপ সেই তেলে ভ্যাজাল মিশিয়ে বিক্রি করে জানেন!ব্লগে তাই আসা হয়না।
ব্লগারগন- আপনি লিখতে শুরু করেন সমস্যা নাই।পারবেন।
হ কইছে! আপনাদের মতো চ্যাতা চ্যাতা ব্লগারদের ভেতর আমার স্বপ্ন চুনাপুঁটির মতো হবে। মানসম্মান নিয়া টানাটানি।টাকাকড়ি তো পামুনা একটাও এখানে লিখে।তার উপর ব্লগে সময় দিতে পারিনা এখন একখান স্বপ্নের কেচ্ছা নিয়া হাঠাৎ হাজির হলে ইঞ্জা ভাই বলবেন -বইন লিখছেন ভালো। (পাম দেবার জন্য ) তয় নিয়মিত ব্লগে লিখা চাই আপনার।আপি প্লিজ ব্লগে একটু সময় দিয়েন। 😏
সাবিনা আপা একই কথা কইতে ছাড়বেন না। তবে আমার গল্পে বিশাল একখান প্রেরনামুলক মন্তব্য করবেনই হে। (বুদ্ধিচীবী সুন্দরী মহিলা )
জিসান সাহেব বলবেন, এইডা কোনো স্বপ্ন হইলো?
হেলাল সাহেব বলবেন – স্বপ্ন দেখে যান সফলাতা আসবে।আপনার হপ্পনের মানে টা কি বলবেন আপা?
বন্যা ইসলাম নো কমেন্ট ইনবক্সে নক দিয়া কইবে ভালো। এখানে ভালো তো কইলামই তয় কমেন্ট করতে পারমুনা তাউল্লা গড়ম আছে। খাড়াও পান খাইয়া আহি।😋
তৌহিদ ভাই স্বপ্নের আকাশে যাবেন হারিয়ে বলবেন আপা কি করে লিখলেন এমন স্বপ্ন?আপনি এত গভীরে ভাবেন কি করে ভাবতেই আমি তব্দা খেয়ে যাই! ভাগ্গিস বিয়ে করেছি নচেৎ…………. থাউক কইলাম না।😍
তয় আপনার সর্ষে তেল মাথায় দিয়া আমার মাথয় নতুন চুল উঠতে শুরু করেছে।
সূপর্ণা দি তো- কি ভালো কি ভালো করতে করতে
আমারে স্টার বানিয়ে দিবেন রাতারাতি।বেশম খেতেও পারেন।😛 তেলের বিজনেস শুরু করলেন শেষমেশ🤔
মমি ভাই বিড়িতে একটা টান দিয়া কইবে ও মোর খোদা আমহে গল্প না লিখে কেনো কবিতা লিখেন। দুটোতেই সমান দক্ষতা আপনার (মুই তো নাই শরমে শ্যাস)😚 আপনার রান্নার হাত বেশ ভালো সেদিনের পুঁই পাতুরীর কাব্য টা বেশ মজার ছিলো।
প্রদিপ বাবু, নিতাই বাবু – কৃঞ্চ কৃঞ্চ নাম জপে বলবেন দিদি অসাধারণ! (সব পাম)
দুই সুরাইয়া, সুপর্নাদি, আরজু মুক্তা ফুআম্মা, রেহানা বিথী উকিল আপু, নীরা সাদিয়া সহ
অন্যান্য ব্লগার যারা আছেন দু’ একজন কিছু বলে চলে যাবেন। বাকিরা ফিরেও তাকাবেনা কারন আমি নিয়মিত আসিনা ব্লগে।তাদের লিখা পড়িনা কাজেই আমার লিখা কেনো পড়বে অন্যেরা😥
ব্লগারগন সমবেত কন্ঠে -আসবেন মাঝে মাঝে ভালোইতো লিখেন।
আপনারা পাম দেন খালি। দেকমুনে।হপ্পনের গপ্প লিখার স্বপ্ন যার মাথায় আসছে হেরে আল্লায় হেদায়াত করুন।আমার মতো অলস মানুষরে হের লিখানোর বুদ্ধি ছাড়া আর কিছুই না। যতসব আজগুবি চিন্তা স্বপ্ন নিয়া গপ্পো!
ক্যান আর কিছু কি ছিলোনা। থিম হবে সাদা “সাদা হোল হোল হোন্দের মৈদ্যে হুতা ভরা” নয়তো “হোল হোল হ্যাচানো হ্যাচানো ” তা না স্বপ্ন!এত স্বপ্ন দেখে কি লাভ সেই তো সাকাল হলে রান্না -বান্না, খুন্তি- কড়াই নিয়া যুদ্ধ শুরু রাত হলে তাকিয়ে থাকি নিরবতার গলিত শব্দে।দূর জোনাকির গল্পেরা কিলবিল করে আহত সময়য়ের অনুকুলে।কতদুর দৃষ্টি নিয়ে হেঁটে যাবো স্বপনের শহরে। আমার স্বপনেরা আজ শিউলিতলা কাদামাখা মাটিতে ডানা ভেঙ্গে পড়ে আছে নিরব নিথর দেহে।
ব্লগারগন – আপা আপনার হোমডিলিভারির খাবার কবে খাওয়াবেন?
(খাবারে গন্ধে বুজ্জি পাম দিসে সবাই আসল কথা এতক্ষণ পর বোজলাম।)প্রত্যেকের জিভে জল 😋আল্লাহ!
সব লোবার গুষ্টি।
জিসান ভাইয়ের ইটভাটায় যেদিন আমরা সবাই পিকনিকে যাবো সেদিন সবাইকে পিৎজা খাওয়াবো।
তুমি এতরাতে মোবাইলে কি করো?
রিফাত- বন্যার সাথে চ্যাট করছি।(বন্যা ইসলাম)
হ আমারে সময় না দিয়া বান্ধুবীর সাথে কথা বলছো? দেখি তো কি কথা (থাবা দিয়া মোবাই টা হাতে নিয়া)ওমা!
এসব কি! রিফু, সোনা, মুনু, চুনু, জান!
কি? ওরে নিয়া তুমি আজকে ঘুরতে গেছো? আমারে বলনিত!
শাড়ি নুপুর কিনে দিসো?রিক্সায় ঘুরেছো?
আর কি কি করেছো বলো? হ কিছু করোনি বল্লেই হলো? ছি ছি! তোমার সভাব আমি জানি।
কি করেছো আগে বলো?
আমারে তো জম্মেও একটা ফিতা কিনে দাওনি।
তোমারা প্রেম করো আমি জানি তয় এতদুর যাবা আমি ভাবতেও পাড়িনি।
থাকো তোমার পিরিতের লিপিরে নিয়া। ওরে এখুনি জিগাই কেমনে মিতা হইয়া সে আমার সাথে এমন বেইমানি করলো?
বন্ধু কিসের বন্ধু?
জাানিয়ে গেলে কি হতো? আমি কি বাধা দিতাম?
এতো কিছু তলে তলে। আমার কাছে ভালোমানুষ সাজা। আজ থেকে তোমার সংসার আর করমুই না!
জোড়ে জোড়ে রিফাত কে মারছি আর বলছি তুমি কি করলা এটা। খুন করমু তোমারে আজকে আমি! হাউমাউ করে কান্তাছি। ভেতরে খুব কষ্ট হচ্ছে। এত কষ্ট জোড়ে জোড়ে চিৎকার করছি।
হঠাৎ ঘুমের ভেতের রিফাত ঠ্যালা দিয়ে জাগিয়ে বলছে এই কি হইছে মারো ক্যানো?
ঘুম ভাঙতে রিফাতকে জড়িয়ে ধরে বলি তোমার সাথে সত্যই কি মিতার বন্ধুত্ব?
রিফাত-তুমি কি স্বপ্ন দেখছো তোমার মিতারে নিয়া। এতো জোড়ে কেউ মারে? আমার নাকটাই আর একটু হলে ফাটিয়ে দিতা।
সোনেলার ব্লগারদের নিয়ে প্রথমে সুন্দর একটা স্বপ দেখেছি। সমস্ত ব্লগারগন সমবেত কন্ঠে আমার সাথে কথা বলেছে, মনে হয়েছে একটি কন্ঠ। অত্যন্ত মিস্টি সোনেলা কন্ঠ।
পরে তোমাকে আর মিতাকে নিয়ে আউলাঝাউলা স্বপ্ন দেখে তোমারে মারছি। মিতা স্বপ্নের কথা শুনলে কইবে অসতাগ ফিরুল্লাহ ও কি হপ্পন দেকলা মিতা।
হা হা হা!
চলবে –
৬৫টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
হোম ডেলিভারির খাবার খাইতে বড় মন চায়রে
আপু এই করোনা কালে
যদি পাটিয়ে দেন যদি আজ আপনার স্বপ্নের ছলে।
আমি আগে অডার দিয়ে রাখলাম বলে।
আমনার রান্না খাওয়ার বড়ই স্বাধ জাগলো বলে।
সুন্দর স্বপ্ন দেখলাম আজ ভোড় সকালে।
শুভ কামনা।
শিরিন হক
বাহ আপনার স্বপ্ন সত্যি হোক। এমন স্বপ্ন বারবার দেখেন আমি বারবার আপনাকে হোমডিলিভারি দেই।
মোঃ মজিবর রহমান
পাম দিলেই তেল বাহির হইব, তাই পাম দিই যদি ফাইটা না যায়।
দিন না! প্লিজ হোম ডেলিভারি খাইয়া মরি, এই করোনা কালে। পরকালেও কইতে অয়ারুম আল্লাহ শিরিন আপুর খাবার খাইয়া আইছি।
শিরিন হক
কথা আছে পাম না দিলে কাম হয় না। পাম বলেন আর তেল সবাই দিতে ওস্তাদ।
অবশ্যই হোমডিলিভারি পাবেন কি খেতে চান জানাবেন পাঠিয়ে দিবো।শেখ হাসিনাও আমার থেকে খাবার নেয় কিন্তুু। কাজেই আমার পন্যের মান সবসময় বেষ্ট।
মোঃ মজিবর রহমান
মুই ফ্রি খাওয়নের দলে। কোয়ালিটি মেক্সিমাম হলেও চলবে। আর ভ্যালু দিলে দেব নো সমস্যা।
ভাল থাকুন, সুস্থ থাকুন।
শিরিন হক
মুই বিজনেসম্যান ভাই আত্মিয় ম্বজন চিনি কম। বাকি চাহিয়া লজ্জায় ফেলিবেন না। তয় হগোলরে একদিন একলগে খাওয়ামু কথা দিলাম। আপাতত বিজনেস রিলেশন গড়ি আপনার সাথে। ঐ যে একটা নিলে সাথে কিছু ফ্রি থাকবে সেই পন্থায় চলতে পাড়ি।
সুপর্ণা ফাল্গুনী
এডা কি হপন না অন্যকিছু!! যেভাবে সবাইরে একহাত নিলেন। শেষমেষ বন্যা আপুরে নিয়ে এমন টানাটানি হলো যে সংসার ভাঙ্গার অবস্থা 🤣🤣🤣🤣 থিম হবে সাদা “সাদা হোল হোল হোন্দের মৈদ্যে হুতা ভরা” নয়তো “হোল হোল হ্যাচানো হ্যাচানো ” তা না স্বপ্ন! 😋😋 তেলের বিজনেস করুম আপনার থেকে নিয়ে ভেজাল মিশামু প্রাণের মতো 😇😇। সাবিনা আপু সুন্দরী বুদ্ধিচীবী মহিলা, বন্যা আপুর খালি তাউল্যা গরম হয় আর পান চিবোয়, হেলাল ভাই হপনের মানে জানতে চায় , তৌহিদ ভাইয়ের খবর আছে পৌষী ভাবির কাছে- বিয়ে না হলে কি হতো বুঝাইবোনে । অসাধারণ লাগলো। হাসতে হাসতে পেটে খিল ধরলে। রান্না কইরা হাসিনা, ওবামা এগুলোরে না খাউয়াইয়া আমাগোরে তাড়াতাড়ি পাডাইয়া দেন কুরিয়ার সার্ভিস এ। নাম ধাম কম হইবো না। জিশান দাদা ভাইরে কইয়া রান্ধনের লাইগ্যা কিছু নেন। সোনেলা বহুত দোয়া করবো আপনার সংসার বাঁচানোর লাইগ্যা। নাইলে কিন্তু খবর আছে।
শিরিন হক
দিদি হপ্পনের কোনো আগামাথা থাকেনা। কখনও আকাশে কখনও বাতাসে উড়ে বেড়াই আমরা সেই চিন্তা থেকে আমার স্বপ্নের থিম।সংসার সবার টিকে থাক স্বপ্ন কখনও সত্য হয়না।
স্বপ্নের কারনে মনে কষ্ট নিয়েন না।
সুপর্ণা ফাল্গুনী
আরে নাহ। স্বপন তো স্বপন ই। সংসার টিকে থাক, সবাই ভালো থাকুক।
শিরিন হক
দিদি মজা করলাম। হা হা হা।সোনেলার সকলের প্রতি ভালোবাসা
ছাইরাছ হেলাল
প্রথমে পড়তে গিয়ে ই তো তব্দাইছি!
গল্প কৈ! এতো কবিতা!! নাহ্, পাম না;
পিন পিন করে এদিক ওদিক করে নানান কৈফিৎ দিয়ে উৎরে যাওয়া সহজ কাজ নয়, তবুও পটিয়ে ফেলার মতই।
আপনি মন্তব্য না করলেও এই দেখুন কত কী লিখছি মন্তব্যের মত করে।
জ্বি-না, স্বপ্নের তাফসির/তরজমা চাচ্ছি না, দিতেও হবে না।
হোম ডেলিভারিরর ফাঁকে সোনেলাকেও একটু চোখে রাখবেন।
মিতার সাথে পানা-পানি যাই করেন, রিফাত কে বিধাতা রক্ষা করবেন তা জানি।
আবার বলছি, নো পাম। আপনি ভাল লেখেন সব সময় ই।
শিরিন হক
হা হা হা আজ রিফাত সত্যই মার খেতে পারে আমার হাতে না হলেও মিতার হাতে “তোর বৌ আমারে নি কিসব স্বপ্নে দেখেছে) বলে।
স্বপ্ন এলোমেলো হয় সবসময় আমরা কখনো গুছানে স্বপ্ন দেখিনা সেই চিন্তা থেকে আমার স্বপ্নর গল্প।
ধন্যবাদ আপনাকে। আসবো সোনেলায় ইনশাল্লাহ।
নিতাই বাবু
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। যে ব্যক্তি পাম দেয়, সেই ব্যক্তিই আগে মরে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ দিদির নাম। এতো সুন্দর করে লিখলেন স্বপ্ন, অল্পতে হবে না সুনাম।
পাম দিলে বের হয় তেল, সেই তেল হয় চুরি।
গণভবনের খাবারও চুরি করে, বাড়াচ্ছে কেউ ভুরি!
স্বপ্ন কেউ দেখে কেউ দেখে না, স্বপ্ন দেখতে নেই মানা। আপনার স্বপ্নে তুলনা হয় না, এমন হপ্ন কেউ দেখে না।
শিরিন হক
হরে কৃঞ্চ। ধন্যবাদ দাদা
আলমগীর সরকার লিটন
সুন্দর লেখেছেন তবে কিছুদিন ধরে দেখছি ব্লগে লেখা কম মন্তব্য কম বুঝতেছি না
অনেক শুভেচ্ছা রইল আপু————–
শিরিন হক
ধন্যবাদ। সময় বের করতে একটু সমস্যা হচ্ছে।তবে আসি তো মাঝেমধ্যে।
বন্যা লিপি
সক্কালডা বেলা তোমার লেখা টপ্পাৎ কইরা সামনে আইলো! কিছু না লিখে তো সরেও যেতে পারছি না।
হপ্পন আর গপ্পোর আড়ালে আবডালে একহাত লইছো কায়দামতো যেমন আমারে তেমন হগ্গলরে! শ্যাষ পর্যন্ত মানইজ্জতের হাড়ি এইভাবে সোনেলার হাটে ভাঙলা?
বাসায় মেহমান, দুইদিন বিয়া বাড়ি আছিলাম, আইজ আবার সাহায্যকারি আসেনাই, তারওপর কোমড়ের পুরোনো ব্যামো বাড়ছে, তয় বোজো আমার অবস্থাডা! আবার আইতাছি তোমার হপ্পন গল্পের কেরামতি পড়তে।
শিরিন হক
আসো আমিও একটু কামসেরে আসমুনে
শিরিন হক
স্পপ্নে একটু বাতাসা আর সন্দেশ খাইলাম আরকি!
ইঞ্জা
ওরে বাবারে, এতো হপন না, পুরাই বাঁশ। 🙄
যাক বাঁশ দিলেন ঠিক আছে, তবে এহন আমাগোরে ফ্রি খাওন কেমনে খাওয়াইবেন তা কন বইনা? 😁
শিরিন হক
হপ্পনে বাঁশ, তেল, আইক্কা সবই থাকে খাওন থাকে তয় খাইলে পেট ভরেনা।
নিশ্চই খাওয়াবো একা একা খাওয়ালে মোর খবর আছে সবাইকে নিয়ে প্রোগ্রাম করেন একটা। আমি রেডি থাকবো খাবার নিয়ে সোনেলার ব্লগার বলে কথা। কেউ আমার পর নয়।এটা আমার আর একটা পরিবার।
ইঞ্জা
হপনের নাম দিইয়া যা দিলেন, সবার পেট না ভরে যাবেনা আপু। 😆
হাঁ ঠিকই বলেছেন আপু, সবাইকে নিয়ে খাওয়ার আনন্দই অনেক বেশি। 😊
শিরিন হক
নিশ্চই সবাইকে খাওয়াতে পারলে আমি খুশি হবো। দোয়া করবেন আমার জন্য
রেজওয়ানা কবির
😁😁😁
শিরিন হক
আপু শুধু ইমোজি দিলে বুকে চোট লাগে একটুু কিছু কইয়া যান।
ফয়জুল মহী
অনবদ্য লেখা , পড়ে বিমোহিত হলাম।
শিরিন হক
ধন্যবাদ ভাই
রেহানা বীথি
ইহা এক অতীব চমৎকার লেখা ( পাম নহে)। তবে কি-না বন্যাপুর চরিত্র নিয়া টানাটানি করিলেন নারী হইয়া? তাঁহার প্রতি এবং সকল নারী ব্লগারগণের প্রতিই কিঞ্চিৎ পক্ষপাতিত্ব রহিয়াছে আমার মনে। আপনার লেখাটি পড়িতে পড়িতে বেশ কয়েকবার হাসির দমকে বিষম খাওয়ার জোগাড় হইয়াছে। মনে হইলো, শুধু পদ্য কেন, গদ্য লিখিয়াও সকলকে মাৎ করিবার দক্ষতা আপনার মধ্যে বিদ্যমান।
সমস্ত ব্লগারগণ এখন হইতে আপনার রান্নার হোম ডেলিভারি পাওয়ার আশায় বুক বাঁধিয়া অপেক্ষায়। জানি, নিরাশ করিবেন না। সুস্থ এবং নিরাপদ থাকুন। শুভকামনা রহিলো।
শিরিন হক
বন্যাকে নারীর কাতারে ফেলিয়া আমাকে ব্যাথিত করবেননা। তিনি নারীর উর্ধে উঠিয়া আমার মনের সবটুকু জায়গা দখল করে মিতার আসন দখল করে বসে আছেন। তাকে নিয়া তাই যখন-তখন হাসি তামসা ভালোবাসায় অথবা চুলছিরিতেও দিধা করিনা। সে আমার মিতা!
সকলের প্রতি সন্মান আর ভালোবাসার বহিঃপ্রকাশের জেরে হয়তো আমার এ লিকার জন্ম।
ধন্যবাদ প্রসংসাটুকু শুনে।
হোমডিলিভারির কাজ যখন শুরু করেছি আমিও আশা করবো সকলে নিক আমার পন্য। তাই গোপনে গল্পের ছলে ইহা প্রচার করিলাম কিংচিৎ ব্লগে। ফেইসবুক লিং অবশ্যই দিবো আমার বিজনেসের।
আশাকরি সকলের সাহযোগীতায় আমিও ধন্যহতে পাড়বো।
অফুরন্ত ভালোবাসা আপু।
বন্যা লিপি
তোমার ভালবাসায় যখন আমি তোমার স্বপ্নে তোমারই কলিজায় আঘাত করার মতো দুঃসাহস দেখাই, তখন কিন্তু তুমি মোটেও বুকফাটা কান্নায় রিফাতরে মারতে ভুল করোনাই😁😁
নিশ্চিন্ত থাকো আলতা, শাড়ি, চুড়ি, গোলাপ ওসব নিয়া কোনোদিনই রিফাত আমারে নিয়া রিকসায় ঘোরার সাহস করবে না😊 তার আগে আমিই ওর ঠ্যাং ভাঙমু😂😂😂
ফাটিয়ে দিয়েছো মিতা🌹🌹🌹❤❤❤ ভালবাসা তোমাকে।
বন্যা লিপি
উকিল আপু, শিরিন হক আমার সাথে যা করিলো….. ইহার বিচার আপনার কাছে সোপর্দ করিলাম।
শিরিন হক
ধন্যবাদ জিসান ভাই
শিরিন হক
উকিল আপার কাছে আর্জি আমি সব কিছু স্বপ্নে দেখেছি। বাস্তবে এর সাথে কোনো মিল নাই। কাজেই বিচার করবার আগে ভেবে বিচার করবেন। দোষ আমার নাকি স্বপ্নের
শিরিন হক
আফা স্বপ্নের ভেতরে যা দেখেছি তাতে আমার কোনো হাত ছিলোনা। ঘুমের ঘোরে মানুষ কত কি দ্যাখে।
আমাকে না বলে আলতা চুড়ি ফিতা যদি বাস্তবেও আপনাকে দেয় বা ঘোরে তাতে ব্যথিত বা কুণ্ঠিত হবোনা কারন আপনারা দুজন ছোটকালের বন্ধু সেখানে খারাপ চিন্তা করার আগে আমার যেনো মরন হয়।
ভালোবাসা তোমার আর রিফাতের প্রতি
মনির হোসেন মমি
এবারের স্বপ্নের নোট অফ পয়েন্ট-সোনেলা ব্লগারদের নো টেনসন; খাবার আসবে আপনা আপনি।
জিসান ভাইজানের ইট ভাটায় আমনৃত্রনের অপেক্ষা-পির্জা খাওয়াবেন বোন আমার শিরিন।
বাই দা বাইই,,, আমি যে বিড়িখোর তা কে কইলো আননেরে?
চমৎকার লেখা পাম নয় ভাগ্য ভাল দুলাভাইয়ের নাকটা ফাটে নাই।
আপনাদের মিতা সম্পর্কটি এমনি সদা সুন্দর হাসি খুশিতে ভরে থাক সারা জীবন।
শিরিন হক
বিড়ির গন্ধ পাচ্ছিলাম স্বপ্নের ভেতর।ধন্যবাদ ভাই তবে নিশ্চই পিৎজা খাওয়াবো আপনাদের এটা স্বপ্ন নয় সত্যি।
ঠিক মিতা আমার এমন এক বন্ধু ওকে নিয়ে যা খুশি লিখতে পাড়ি। ভালোবাসার দাবি বলে কথা। আমার সবাই সবার ভালো বন্ধু সোনেলায়।এটা আমার বিশ্্বাস কাজেই যতই এক্টিভ কম থাকি এখানে মিস করি সবসময় তাই গল্পের লোভ সামলাতে না পেরে চলে এসেছি সবার ভালোবাসায় সিক্ত হতে। দোয়া করবেন আমার জন্য।
জিসান শা ইকরাম
মনির ভাই, আপনি সহ সোনেলার সমস্ত ব্লগারদের আমার ব্রিক ফিল্ডে স্বাগতম।
শিরিন হক
ধন্যবাদ জিসান ভাই
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইজান।
আরজু মুক্তা
একচোট হাসি আগে। বললেন নাতো কি কি খাবার অর্ডার করা হয়? এই রকম স্বপ্ন বাপের জন্মেও দেখবো কিনা জানিনা। বাঁশ টাস সবাই ভালোই খাইলো। গল্পও এগিয়ে গেলো। দুই জনার পর আমার পালা। দেখি আপনার স্বপ্নের লেজুড় ধরে কতদূর আগাতে পারি।
তবে, দারুণ একখান গল্প হইছে।
শিরিন হক
স্বপ্নের সিড়ি বেয়ে চলেন এগিয়ে যাই বহুদুর
লিখেন শুভ কামনা।
স্বপ্নে বাঁশ আমার কোনো দোশ নাই
জিসান শা ইকরাম
এইডা কোনো স্বপ্ন হইলো?
কি সব আজগুবি কথা লিখলেন স্বপ্নের মধ্যে!
প্রথম চার প্যারা গল্পটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। খুবই সুন্দর সুচনা।
পরে তো শুধু ফান আর ফান,
পাম কিন্তু দিচ্ছি না আমি।
গল্পের আগাম মন্তব্য ভালোই হয়েছে, এতে লেখাটি ভিন্নতায় পরিনত হয়েছে।
বন্যা লিপিরে নিয়া এমন স্বপ্ন! দেখা হইলে লিপির মাইর কি একটাও মাডিতে পারবে?
আমার ব্রিক ফিল্ডে সোনেলার সব ব্লগারদের আমন্ত্রন রইল। হোম ডেলিভারি তো আছেই।
সব নিয়ে স্বপ্ন পর্বটি ভালোই হয়েছে।
নিয়মিত লেখুন।
শুভ কামনা।
বন্যা লিপি
হা হা হা হা হা…….. মি.জিসান সাহেব😊🙊🙉 গত জানুয়ারিতে দেখা হয়েছিলো, তার পর ইতিহাস😁😁 পোলাগো সামনে রিফাত ডার্লিং ডার্লিং কইয়া ডাকতাছে, ওদের ছেলেরাও এখন আমারে ডার্লিং ডাকে😁
শিরিন হক
নিয়মিত লিখতে চাই। মাঝে মাঝে অপারগতার কষ্টে স্বপ্নেও ব্লগে লিখা দেই বাট বাস্তকে সময় দেয়া আমার জন্য সত্যই একটু টাফ। তবে চেষ্টা করবো ইনশাল্লাহ
তৌহিদ
আরেব্বাস! এ স্বপ্ন নাকি পুরাই বাঁশ! আপনার কাছ থেকে তেল নিয়ে কোম্পানি ভেজাল মেশায়! এখন থেকে আপনার তৈরী তেলই কিনবো। ভাগ্গিস বিয়ে করেছি নচেৎ…………. থাউক কইলাম না।😃😃
সব্বাই শুধু পাম দেয়, আর আপনি যে এত্তগুলান মানুষকে খাবারের লোভ দেখালেন এটা কি পাম নয়!!
জিসার ভাইয়ের ব্রিক ফিল্ডে পিৎজা খাওয়াতে চাইলেন তা ঢাকায় নয় কেন? জিসান ভাইয়ের ওখানে কেউ সহজে যেতে চাইবেনা তাই এই মতলব নাকি! আচ্ছা ঘোল দিলেন আপু।
আপনার লেখা পড়ে ভুলেই গিয়েছি মনি কাশফিতার স্বপ্ন ভেংগেছিলো কোথায়? যাই সেই পর্বটি আবার পড়ে আসি।
ভালো থাকুন সবসময়।
শিরিন হক
স্বপ্নে বাঁশ 🤗আমার কোনো দোষ নেই সব স্বপ্নের দোষ। পাম কই পাইলেন সুযোগে বিজনেসের প্রচার টা সেরে নিলাম আরকি 😛
এক সময় কথা উঠেছিলো জিসান ভাইয়ের ওখানে পিকনিক হবে। সেটাই স্বপ্ন দেখেছি। ঢাকা বসে খেতে চাইলে ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে আপনি আয়োজন শুরু করেন মিলন মেলার।
সিকদার সাদ রহমান
স্বপ্নে আছেলাম এতক্ষণ। হপায় ঘুম ভাংলে। তয় দয়া করে শেখ হাসিনা বানান টা ঠিক করেন। আর কোন ডা না করলেও সমেস্যা নাই। স্বপ্ন ভালো দেখছেন। এক স্বপ্নে রথ দেখা কলা বেচা সব হইছে। আমরা আপনার স্বপ্নের উছিলায় যদি এক বেলা খাইতে পারি হেয়া খারাপ অয় না। ইট ভাটায় ইট পোড়া খাইতে যামু হগল্ডি মিল্যা। অপেক্ষায় রইলাম। আপনার স্বপ্ন আপনার জীবনে বাস্তব হউক। ভালো থাকুন।
শিরিন হক
ওর বাই রাত চারটার সময় বানান ঠিক করার ফুসরত ছিলোনা। আর মোবাইল খানও তেমন আগেই কইছি। সেই খোচা দিয়া তো দিলা।
শিরিন হক
ওরে বাই
মণি কাশফিতা
আপু, মমি ভাইয়ের মুখ থেকে বিড়িটা টান দিয়া নিয়া আসেন আর নিজের মুখ চোখ কালা বানায়া গরম একটা ভাব দেখায়া বলেন, ধুরু মিয়া এসব কি টানেন? বিড়ির রাজা হইলো আকিজ বিড়ি, এখন থাইক্কা যেন তেন বিড়ি নয় শুধুমাত্র আকিজ বিড়ি 😁😁😁 হি হি হি জীবনটা বেদনা
শিরিন হক
মুখ থেকে টানটা আপনি দিলে বোধয় বেশি সুন্দর হবে। আমি নাহয় চোখটা রাঙিয়ে দিয়ে বলবো বেচারার সুখটানটায় বেঘাত দিলেন আপু?
বিড়ি তো বিড়ি সে যে ব্রান্ডের হোক। ধুমপান স্বাস্হের জন্য ক্ষতিকর। ফের বিড়ি খাইলে নিজের মরন নিজেই ডাকবো। আমি কেবল বলবো বেচারা অকালে প্রানটা দিলো বিড়ি খেয়ে।
রোকসানা খন্দকার রুকু।
অনেক হাসলাম। আমার সাথে তো আপনার পরিচয় হয়নি আমি নতুন। মাত্র একমাস হল।আপনাদের স্বপ্ন পড়ছি॥ ভালো লাগছে। ভাগ্যিস লেখা টেকার মানে স্বপ্ন দেখার দায়িত্ব পড়েনি।আপনারা যত ভালো ভালো স্বপ্ন দেখছেন॥ ভালো থাকবেন॥ শুভ কামনা।
শিরিন হক
প্রথমে দুঃখিত যে একমাসে একবারও আপনার সাথে পরিচয়টা সেরে নিতে পাড়িনি।
আমার অপারগতা স্বপ্নে উঠে এসেছে। ধন্যবাদ দেবো পরিচয়টা হবার জন্য।
স্বাগত সোনেলায়। নিয়মিত থাকবেন আশা করবো তাহলে মাঝে মাঝে আসলে দেখা হবে আমাদের। শুভ কামনা আপু
সাবিনা ইয়াসমিন
আমার মাথা ভোঁ ভোঁ করছে! এমন কঠিন ভাষায় স্বপ্ন দেখেছেন যে, এর অর্ধেকটা বুঝতেই অন্যদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকতে হলো।
** সাবিনা আপা একই কথা কইতে ছাড়বেন না। তবে আমার গল্পে বিশাল একখান প্রেরনামুলক মন্তব্য করবেনই হে। (বুদ্ধিচীবী সুন্দরী মহিলা )***
বুদ্ধি সব চিবিয়ে খেলেও এমন স্বপ্ন আমার হাতে ধরা দিবে না। কিভাবে লিখেছেন?
নীরা সাদীয়া
সাবিনাপু বুদ্ধিজীবী সুন্দরী মহিলা, এক্কেবারে হাচা কথা। আমাকেও যে রেখেছেন এই গল্পে তাই দেখে অবাক হলাম। আমিও তো অনিয়মিত।
আপনার রান্নার গন্ধ পাচ্ছি কিন্তু৷ কবে খেতে পারব, এই প্রত্যাশায় রইলাম।
সাবিনা ইয়াসমিন
@ নীরা, ভালোবাসা এত্তগুলা ❤❤
শিরিন হক
ম্যাডাম স্বপ্নের আমরা উদ্ভট কিছুই দেখি দেখি সুুন্দর কিছু সব মিলে হিজিবিজি হিজিবিজি স্বপ্ন। সেই চিন্তা থেকে স্বপ্নকে লিখে দিলাম।
মনে কষ্ট বা রাইখেন না আপনাকে শ্রদ্ধা সহকারে ভালোবাসায় কমতি নেই মনে রাখবেন।শুভ কামনা প্রিয় আপু।
শিরিন হক
আপনি রান্নার গন্ধে আবারও সুন্দর স্বপ্ন দেখুন আপা। নিশ্চই খেতে পাড়বেন আমার রান্না। আপনি মনে কষ্ট নিয়েন না আপু নিয়মিত ভাবে আমার ব্লগে আসা হয়না। তাহলে হয়তো আপনাকেও নিয়ে সুন্দর একটা স্বপ্ন দেখা হতো। শুভ কামনা।নীরা আপু শুভেচ্ছা আপনাকে।
সাবিনা ইয়াসমিন
@শিরিন হক,, আমি কিন্তু মোটেই অখুশি নই। মায়াটা টের পাই, তাই এম্নি লিখি 🙂
আপনার স্বপ্নের আশিভাগই বলেছেন আঞ্চলিকতার টোনে। এই জন্যেই বুঝে বুঝে পড়তে হয়েছে। আমার কি দোষ হুম?
তবে এই কথাটার ব্যাখ্যা কিন্তু আমার লাগবেই ** থিম হবে সাদা “সাদা হোল হোল হোন্দের মৈদ্যে হুতা ভরা” নয়তো “হোল হোল হ্যাচানো হ্যাচানো ”
এখানে হোল হোল হোন্দের মানে কি??
শিরিন হক
সাবিনা আপা
-” সাদা সাদা হোল হোল হোন্দের মৈদ্যে হুতা ভারা ” এটা মোম।
-“হোল হোল হ্যাচানো হ্যাচানো ”
জিলাপি।
এ দুটো শব্দের এমন নাম এর ব্যক্ষা কোনো এক লিখায় দিয়েদিবো। ইহা এক নোয়াখালী লোকের মুখে শোনা। যা আজো মনে পড়লে হাসি পায়।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, অপেক্ষায় থাকলাম ব্যখ্যা পোস্টের 😊😊
সাদিয়া শারমীন
আপু মজা পেলাম।প্রাণ গ্রুপের কান্ডও বেশ টের পেলাম। এই ঘটনা তবে? আপনার খাটি সরিষার তেলে ভেজাল মিশাচ্ছে! আপনি বেশি করে সাকিব আস হাসানের বাসায় খাবার পাঠান আর আমাদেরও একটু খাওয়া পরার সুযোগ কিরে দেন এই কামনা রইলো।
শিরিন হক
আপু খাবার অর্ডার করলেই পাঠিয়ে দিতে আমার কোনো অসুবিধা নেই।
ধন্যবাদ আপনাকে
উর্বশী
আমি বেশ কিছুক্ষণ হাসলাম।” সব লোবার গুষ্টি” হাসি ঠেকানোই মুশকিল। স্বপ্নেও যে এত বাঁশ সুচারুভাবে দেয়া যায় মা শা আল্লাহ। বেশ ভাল লেগেছে। স্বপ্নের গল্পের মাঝে ফান, উৎসাহ, উদ্দীপণা, প্রেরণা, আশা জাগানিয়া নিজের কাজের ধারাকে সুন্দর গতিময় ভাবে উপস্থাপন করা,একদম পয়েন্টে যেন ভাগ করে নিয়েছেন।কোথায়, কখন কি বসাতে হবে। আমিও নতুন,খুব বেশীদিন হয়নি। কিছুটা ব্যস্ততার মাঝে থাকতে হয়।তবে আশা করি দেখা, কথা সব ই হবে। বাকি আল্লাহ ভরসা। অফুরান শুভ কামনা।
শিরিন হক
ধন্যবাদ প্রিয়। আপনার মন্তব্যে অনুপ্রেরাণিত হলাম। নিশ্চই দেখা কথা দুটোই হবে। এবং লিখার সঠিক মুল্যায়ন করবার জন্য আপনার কাছে চিরো ঋণী হয়ে গেলাম।