প্রাপকঃ
মাননীয় প্রধানমন্ত্রী গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পুরাতন সংসদ ভবন
তেজগাঁও , ঢাকা- ১২১৫
বিষয়ঃ শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার উপর নির্যাতনের প্রতিকার প্রার্থনা
প্রিয় জননেত্রী শেখ হাসিনা ,
ছালাম জানবেন । আশাকরি ভালো আছেন ।
অন্যান্য সরকার প্রধান হলে এই চিঠি দেয়ার ইচ্ছেই হতো না , কারন তা গুরুত্ব পেত না । সাধারন জনতার যা কিছু আশা অবশিষ্ট আছে , তা আপনার কাছেই । একারনেই আপনি জননেত্রী ।
একজন নিবেদিত প্রান গানের শিল্পী কাঙ্গালিনী সুফিয়া । আপনি এই শিল্পীকে ফুফু বলে সম্মোধন করেন । আপনার আহবানে সরকার পতন আন্দোলনে কর্মীদের মনোবল বৃদ্ধির জন্য এই কাঙ্গালিনী সুফিয়া জাতীয় প্রেস ক্লাবের সামনের স্টেজে সারারাত গান গেয়ে শুনিয়েছেন । আমিও সারা রাত জেগে তার নেচে নেচে গাওয়া গান শুনেছি। আপনার মহানুভবতায় তিনি প্রতিমাসে পাঁচ হাজার টাকা ভাতা পাচ্ছেন । বয়সের ভারে গান গেয়ে জীবন ধারনে অক্ষম এই শিল্পী আপনার বরাদ্ধকৃত টাকা দিয়েই চলছেন এখন ।
প্রধানমন্ত্রীর প্রটোকল ভেদ করে এই শিল্পীর বর্তমানের করুন অবস্থা আপনার কাছে পৌঁছানো অত্যন্ত কঠিন। তাই এভাবে লিখলাম।
তিনি বর্তমানে অবরুদ্ধ হয়ে আছেন । তাঁর বাসা থেকে বেড় হবার পথ বন্ধ করে দিয়েছে স্থানীয় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা । ইটের দেয়াল দিয়ে দেয়া হয়েছে তাঁর চলাচলের রাস্তায় । একজন নাগরিকের বাস গৃহের চতুর্দিকে অন্যের জায়গা থাকলেও তাকে চলাচলের সুবিধা দিতে হয় । এটি একটি নাগরিক অধিকার । আপনি শুধু দলীয় নেত্রী নন,আপনি জননেত্রীও ।তাই এই অমানবিক বিষয়ে আপনার সুদৃষ্টি কামনা করছি ।
ইতি-
জিসান শা ইকরাম
সংযুক্তঃ এ সম্পর্কে বিস্তারিত খবরের লিংকঃ
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=3e7c2ff0d008c611bb925fde2de25082&nttl=26012014259563
ফ্যাক্সঃ 880-2-9143377 , 8128799 , 9113328 , 8111490
কেউ ইচ্ছে করলে প্রধানমন্ত্রী বরাবর এটি কপি করে দিতে পারেন। প্রেরক এর নাম পাল্টে আপনার নাম দিন । নিজের ঠিকানা এবং মোবাইল নাম্বারও দিবেন ।
( ফেইসবুকের ফয়সাল আহমেদ এর পোস্ট থেকে এটি জেনেছি আমি )
বিঃদ্রঃ জিসান ভাই এর অনুরোধে ওনার ফেইসবুকের পোষ্ট থেকে কপি করে , সোনেলায় দিলাম ।
১৭টি মন্তব্য
নীলকন্ঠ জয়
মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি পড়ুক এই কামনা।
লীলাবতী
প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি । কিন্তু এত সহজ নয় ।
জিসান শা ইকরাম
ধন্যবাদ এখানে দেয়ার জন্য ।
ফ্যাক্স এ সোনেলার রেফারেন্স দিয়েছি , তাই এখানে দিতে বলেছি , ল্যাপটপ সাথে ছিলা না আমার।
লীলাবতী
চাঁদাবাজদের সাথেই আপোষ করতে হবে শেষ পর্যন্ত ? 🙁
রিমি রুম্মান
দৃষ্টি পড়ুক একজন কাঙ্গালিনী সুফিয়ার সমস্যার দিকে…
লীলাবতী
দৃষ্টি পড়ুক একজন কাঙ্গালিনী সুফিয়ার সমস্যার দিকে (y)
এই মেঘ এই রোদ্দুর
চিঠি কি পৌছেছিল
লীলাবতী
আমিও ফ্যাক্স করেছি আপি ।
শিশির কনা
এমনটা খুব দুঃখ জনক ।
লীলাবতী
🙁 🙁
স্বপ্ন
কানে বাজে ; বুড়ি হইলাম তোরই কারনে ‘ গানটি । অবসান হোক এই ধরনের অত্যাচারের ।
লীলাবতী
খুব দুর্ভাগা জাতি আমরা 🙁
মা মাটি দেশ
লীলাবতীর সাথে সহ মত (y)
শুন্য শুন্যালয়
এদেশে আমরা গুনীদের কদর করতে জানিনা, এটাই দুঃখজনক…
আশা করছি কিছু একটা হবে…
ছাইরাছ হেলাল
অনেক কিছুই ঘটে যায় , থেকেও যায় অগোচরে ।
অপেক্ষায় থাকি ।
রকিব লিখন
আমরা এরকম অনেক ঘটনার সম্মুখিন হচ্ছি প্রতিদিন।। আমরা এর অবসান চাই।।
জুলিয়াস সিজার
সর্বশেষ কি হয়েছে জানেন?