কর্মক্ষমতা শরীর থেকে কেড়ে নেয় সময় বিগত দিনগুলো ছিল হায় কত না স্বপ্নময়; শরীরে দাপটে চলেছি রঙ্গময় জীবন-যাপন, কত আপন হয়েছে পর, পর হয়েছে আপন। কাজের ফাঁকে আড্ডা,মশগুল কথা দেয়া-নেয়া ধীরে ধীরে চলে গেল তরতরিয়ে হায় কাল-খেয়া। অফিস ফাঁকি দিয়ে কত করে যাচ্ছি কেনাকাটা সুযোগ ফেলে আড্ডা দিতে অফিসকে দেই টাটা। কর্মক্লান্ত জীবনের শেষ অনুষ্ঠানে [
বিস্তারিত ]