কাঁটাতার

সিহাব ২৩ অক্টোবর ২০১৩, বুধবার, ১২:০৫:৪৪অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য


 

একটি ভূখন্ড

হয়েছে শত খন্ড

হৃদয় করেছে রক্তাক্ত !

যে আনন্দগুলো ছিল সবার

তা আজ এ পাঁড়ার বা ও পাঁড়ার !

এ কি হওয়ার কথা ছিল?

ধরণী আমাদের

স্বরণী বিস্বাদের !

কথা ছিল হবো মুক্ত বিহঙ্গের ন্যায়

ডানা মেলে উঁড়বো মুক্ত আকাশে

বাতাসকে সঙ্গি করে !

হল না,

সেই মুক্ত বিহঙ্গ হওয়া !

সৃষ্টির সেরা জীব হয়েও আজ

করেছি আত্মাকে বন্দি,

ঘরের ভিতর শত খাঁচা তৈরী করে !

কাঁটাতার,

কী নিষ্ঠুর সেই কাঁটাতার !

মানবতাকে করেছে খাঁচায় বন্দি

গেয়ে মানবতার বিপরীত গান !

হায়রে,… তার !!

১জন ১জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ