একটি ভূখন্ড
হয়েছে শত খন্ড
হৃদয় করেছে রক্তাক্ত !
যে আনন্দগুলো ছিল সবার
তা আজ এ পাঁড়ার বা ও পাঁড়ার !
এ কি হওয়ার কথা ছিল?
ধরণী আমাদের
স্বরণী বিস্বাদের !
কথা ছিল হবো মুক্ত বিহঙ্গের ন্যায়
ডানা মেলে উঁড়বো মুক্ত আকাশে
বাতাসকে সঙ্গি করে !
হল না,
সেই মুক্ত বিহঙ্গ হওয়া !
সৃষ্টির সেরা জীব হয়েও আজ
করেছি আত্মাকে বন্দি,
ঘরের ভিতর শত খাঁচা তৈরী করে !
কাঁটাতার,
কী নিষ্ঠুর সেই কাঁটাতার !
মানবতাকে করেছে খাঁচায় বন্দি
গেয়ে মানবতার বিপরীত গান !
হায়রে,… তার !!
১৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এ দেখছি কাঁটাতার তাড়কাটা হয়ে বিঁধছে বূকে ।
সিহাব
হুম তাড়কাটার চেয়ে কম কি কিছু??
নীহারিকা
এই কাঁটাতার পেরোবার সাধ্য কারো নাই।
সিহাব
সাধ্য হয়ত এখন নাই… তবে ভবিষ্যতে হইতে কতক্ষন?
লীলাবতী
বিভাজন সব সময়ই কিছু মানুষকে রক্তাক্ত করে। ভাল কবিতা ।
সিহাব
ধন্যবাদ… 😀
বিভাজন=বিরাগ ভাজন !
জিসান শা ইকরাম
কাঁটাতার দিয়ে সীমানা দেয়া যায়
কিন্তু মন আটকে রাখা যায় না ।
ভালো লেগেছে ।
সিহাব
ধন্যবাদ… 😀
আদিব আদ্নান
পাখি হয়ে উড়ে যাব ঐ সুদূরে না মেনে বাঁধা ।
সিহাব
যখন সবাই পাখি হতে চায়, তখন হয়ত হব । তবে তখন কিন্তু খাঁচাই আমাদের কাঁটাতারের দুঃখ দিবে ! 🙁
খসড়া
এ পাড়ে আমার বাড়ি ও পাড়ে বন্ধুর বাড়ি মাঝখানে কাটাঁতারের বেড়া।
সিহাব
😮 ;( 🙁 ^:^
মা মাটি দেশ
বাস্তবতাই উকি দিচ্ছে কবিতায়।সুন্দর।