তুমি মুসলিম, হিন্দু,বৌদ্ধ বা খ্রিস্টান,
দিতে শিখো ভাই সবাইকে তুমি সম সম্মান।
পুজা দেখে ঘৃণা করো?
আজানের ধ্বনিতে বাণ?
মনে রেখো তবে-
জন্মে তুমি পেয়েছো ধর্ম;
নিজ বিবেচনায় নয়।
আজ যে তুমি মুসলিম
হেতু জন্মেছো মুসলিম ঘরে;
সেই ঘর যদি হিন্দুর হতো
তবে তুমিও হিন্দু নিশ্চয়!
মনে রেখো ভাই
ভেদাভেদ নাই,
মানুষে মানুষে;
উৎসবে যদি না-ই হতে পারো এক
তা-ই বা মানুষ কিসে?
৪টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
আপনি লেখাটা যদি গদ্য আকারে লিখতেন ভালো হতো। ধর্ম যার যার, উৎসব সবার।
সিহাব
আচ্ছা 🙂
মৌনতা রিতু
এই বিষয়ে চমৎকার একটা বই হাতে পেয়েছি। পড়ছি। দারুন বইটা।
হুম গদ্য আকারে দিলে আরো বিস্তরিত ফুটে উঠত।
ইঞ্জা
সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নাই।
ধর্ম যার যার, উৎসব সবার।