প্রশ্ন ছিল?
জ্বী হুজুর- আছে একটা মহান।
লাশের কথা শুনেই কেন হাসলেন শাহজাহান?
এমন হাসি ক’জন হাসেন
বলতে পারো ভায়া?
দেশটা যখন মগের মুল্লুক
থাকে তাতে হায়া?
হাসুন হাসুন, আরো হাসুন
হাসুন খুলে প্রাণ।
এক হাসিতেই বেরিয়ে এলো
দেশের অবস্থান !
বাচ্চারা আজ পথে নেমে শেখায় মোদের আইন
লাইসেন্সবিহীন গাড়ি চালিয়ে পুলিশ খেলো ফাইন!
ওদেরই সেদিন স্বভাব ছিল
কোমলমতি শিশুর
হঠাৎ করেই বড় হয়ে
ভূমিকা নিল যিশুর!
নেই রাজনীতি, নেই কোন নেতা
নিজেরাই তারা এক।
কাজে কর্মে দেখিয়ে দিল
কেমন হবে “বিবেক”।
এমন প্রজন্ম প্রতিটা দেশের বড়ই আশির্বাদ
এগিয়ে যাবে দেশের চাকা ভেংগেগুঁড়ে সব বাঁধ!
৩টি মন্তব্য
মায়াবতী
বাহ ! খুব সুন্দর লিখেছেন তো ! -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
চমৎকার ছন্দময় কবিতা।
তৌহিদ ইসলাম
বাহ বাহ দারুন দারুন। ভালো লেগেছে কবিতাটি ভাই।