টিং টিং টিং, সবার দৃষ্টি আকর্ষন করছি।
আপনারা সবাই ইতিমধ্যেই দেখেছেন আমাদের সোনেলাব্লগ কর্তৃক আয়োজিত চিঠি প্রতিযোগিতায় কিরকম হৈ হৈ রৈ রৈ সাড়া পড়ে গেছে। আমিতো ভাবতেই পারছিনা এতো সুন্দর চিঠিগুলোর মধ্যে থেকে কিভাবে নির্বাচিত হবে সেরাদের সেরারা। ঘুমও প্রায় হারাম করে ফেলেছি পুরষ্কার পাবো এই আনন্দে। তর সহ্য করতে না পেরে চুরির জন্য সিঁধ কেটেছি ব্লগটীমের কক্ষে। সেখান থেকে এই নোট চুরি করে এনেছি………
আমাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সোনেলাব্লগ কর্তৃক আয়োজিত “চিঠি প্রতিযোগিতা”য় আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। এজন্য সকলকে ব্লগটীমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদসহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতা হয়ে উঠেছে বেশ জাঁকজমকপূর্ণ। প্রতিযোগিতায় প্রাপ্ত চিঠিগুলো থেকে সেরা নির্বাচন করতে গিয়ে সম্মানিত ব্লগটীম এবং বিচারকমণ্ডলীদের প্রায় খেই হারিয়ে ফেলার মতো অবস্থা। এমতাবস্থায় ব্লগ কর্তৃপক্ষ প্রতিযোগিতার নিয়মাবলী এবং নির্বাচন প্রক্রিয়ায় বাড়তি কিছু সংশোধন আনার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
১- প্রতিযোগিতার ফলাফল নিরপেক্ষ ও স্বচ্ছতার অভিপ্রায়ে চার সদস্য বিশিষ্ট একটি নির্বাচক প্যানেল গঠন করা হয়েছে।
২- ব্লগটিম কর্তৃক প্রাপ্ত চিঠিগুলো হতে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে ১৫টি চিঠি।
৩- প্রাথমিকভাবে নির্বাচিত ১৫টি চিঠি, চূড়ান্ত বিজয়ী নির্ধারণের জন্য পাঠানো হবে বিচারক প্যানেলে। সম্মানিত বিচারকমণ্ডলীরা সেখান থেকে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করবেন।
৪- পূর্বঘোষিত ৩ জন চূড়ান্ত বিজয়ীর পরিবর্তে ৫ জনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৫- সোনেলাব্লগ কর্তৃক এই “চিঠি প্রতিযোগিতা” প্রথম কোনো প্রতিযোগিতামূলক আয়োজন উপলক্ষ্যে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য বিশেষ পুরষ্কার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৬- চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ১৪ই এপ্রিল ২০১৭।
৭- পুরষ্কার প্রদান করা হবে আগামী ২৩শে সেপ্টেম্বর সোনেলার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে।
সুপ্রিয় ব্লগারবন্ধুগণ, যেহেতু এটি একটি প্রতিযোগিতা সেহেতু স্বভাবতই চূড়ান্ত বিজয়ী নির্ধারণের একটি প্রক্রিয়া সৃষ্টি হয়। প্রতিযোগিতায় নির্বাচন প্রক্রিয়ায় বাদ পড়ে যাওয়া লেখকদের লেখা মানসম্পন্নহীন এমনটা ভাবার কোনো অবকাশ নেই বা মনঃক্ষুণ্ণ হবারও কোনো কারণ নেই। পূর্বেই বলেছি ব্লগটিমকে প্রচুর বেগ পেতে হয়েছে নির্বাচন প্রক্রিয়া শুরু হবার পর। তবুও চূড়ান্ত বিজয়ী নির্ধারণের জন্য বাছাই প্রক্রিয়া সম্পাদন করতেই হয়। যেকোন নির্বাচন বা নির্ধারনেও সোনেলার পাশে থাকবেন সবাই এই বিশ্বাস সকলের প্রতি আছে আমাদের। শুভাশিস সকলের জন্য।
৬৪টি মন্তব্য
চাটিগাঁ থেকে বাহার
অনেক ধন্যবাদ ব্লগটীমসহ আপনাকে। একটি ব্লগ পরিচালনা করা অনেক কঠিণ কাজ।
তার উপর প্রতিযোগিতা/পুরস্কার সব মিলে কষ্ট/ঝামেলার সাথে আছে বাড়তি খরছও।
শতত শুভ কামনা সবার জন্য।
শুন্য শুন্যালয়
আনন্দের কাছে সব ঝামেলা তুচ্ছ। ব্লগটিম যতো কঠিন কাজই করুক সবচাইতে কঠিন ছিলো চিঠি লেখা, তা হাড়ে হাড়ে টের পেয়েছি।
সোনেলার সাথেই থাকবেন ভাইয়া, শুভকামনা।
ছাইরাছ হেলাল
প্রথমবারে এমন আয়োজনে নানান ঝক্কি থাকে, থাকাই স্বাভাবিক, অনুমান করি মাত্র।
ব্লগটিম এই হ্যাপা কি করে কীভাবে সামলাচ্ছে তা আমাদের জানা নেই, জানতে চাই-ও না।
গায়ে ফুঁ-দিয়ে প্রথমতম স্থানটি পাচ্ছি ধরেই নিচ্ছি, ল্যাহার যা ছিরি তাতে তা পাওয়াই স্বাভাবিক।
তবে সবাই এ প্রতিযোগিতা উপলক্ষে মনের আনন্দে লিখেছেন এবং পাঠক হিসাবে তা পড়ার সুযোগ পেয়ে সত্যি অনেক ভাল লেগেছে।
যারা জীবনেও চিঠি-ফিঠি লেখেন-নি এমন ভাব ধরে থাকেন তাদের কাছ থেকেও হুর হুর করে মিষ্ট মিষ্ট চিঠি সুরুৎ করে বের হয়ে এসেছে।
হৃদয়াবেগ বাঁধ মানে না, প্রমানিত, শুধু চান্স পেলেই হয়।
তর সইতে পারছি না, এত্ত দেরি করার কী আছে!!
তবে যতই লাফালাফি করেন আপনি কিছুই পাচ্ছেন না।
আপনার চিডি ভালু না।
শুন্য শুন্যালয়
আপনি লেখার এই ছিরি নিয়ে কিভাবে আশা করছেন প্রথম হবেন? আমরা কি বাণে ভেসো? আমি পুরষ্কার পাবোই, দেখি কে ঠ্যাকায়!
ঝক্কি অনেক থাকলেও সবকিছু সুন্দর ভাবে শেষ হলে ওসব মনে থাকেনা।
আমরা আবারো এমন বাঁধ ভেঙ্গে ফেলার অপেক্ষায় থাকবো। তবে সেটা মান অভিমানের আবেগ না হলেই হয়।
সব ঠিকঠাক মতো হোক। আপনি এখানে কী করছেন? কাজ করুন।
ছাইরাছ হেলাল
আ-কামা মানুষ কাম-কাইজ পারে না।
মিষ্টি জিন
এ এ এ আইছে পুরস্কার নিতে.., আয়না ভাল কইরা দেইখা আসেন। পুরস্কারে খালি হাত দিয়া দেখেন .,,, :@ :@ :@
আমনেও যে চিডি চুডি ল্যাহায় পোক্ত হেইয়াও বোঝা গ্যাছে। :D) :D)
কুবিরাজ মশাই.,,,
শুন্য শুন্যালয়
এইয়া চুরি কিনা কেডায় জানে তাইনা মিষ্টি আপু!!
ছাইরাছ হেলাল
কেডা পোক্ত আর কেডা পিয়নপোক্ত তা তো দেখতেই পাচ্ছি!!
আপনি নিজের সুন্দ্রি মোবারকের দিকে তাকালেই অন্যদেরও দেখতে পাবেন,
ছাইরাছ হেলাল
অবশ্যই চুরা!! এ কাজতো আমরা এক সাথেই করি!!
ইঞ্জা
ধন্যবাদ আপু খবরটি জানানোর জন্য, বিজেতাদের আগে থেকেই অভিনন্দন, শুভকামনা ব্লগ টিমের জন্য।
শুন্য শুন্যালয়
ভাইয়া আমাদের সবাইকে অভিনন্দন দেয়া উচিৎ টিমের। দিয়েছেও। একটা খাতা কলম পুরা শ্যাষ করছি চিঠি লিখতে গিয়া..
ইঞ্জা
আহা আপনি না থাকলে কি যে হতো আমাদের :p
ধন্যবাদ আপু।
শুন্য শুন্যালয়
ভাইব্যেন ন ভাইয়া, আমিতো আছিই। 😀
নীহারিকা
১ম থেকে ৫ম স্থান দখলকারীদের সকলকে অগ্রীম অভিনন্দন। আর সবার জন্য স্বান্তনা পুরস্কার থাকবে শুনেতো লাফাচ্ছি। একটা কিছু তো পামু 🙂 তয় আফা, পর্থম আর লাষ্টো চিডি পুষ্টানোর জইন্য বিশেষ কইরা লাষ্টো মিনিটে পুষ্টানোর লাইগ্যা কুনু পুরুস্কার রাহা যায় কি না একটু ভাইব্যা দেইক্ষেন।
সোনেলা ব্লগটীম এই প্রতিযোগিতা নিয়ে কি পেরেশানিতে আছেন তা কিছুটা হলেও ধারণা করতে পারছি। সামনে থেকে দেখা আমার মত সকল দর্শকদের পক্ষ থেকে পর্দার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
প্রিয় সোনেলার চিঠি প্রতিযোগিতা ও ই-ম্যাগাজিনের সাফল্য কামনা করছি।
মিষ্টি জিন
মাষ্টার আফা ব্লগ টিম আফনের্ পুরস্কার দিক আর না দিক আমি দিমুই দিমু। সময় শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে পোষ্টাইলেন। এক মিনিট আগেও না পরেও না।
কি করিৎকরমা আফনে।
বাউরে বাউ।. :D) :D)
নীহারিকা
আফা, একমাত্র আফনেই বুঝলেন ব্যাফারডা। আর কেউ বুঝলো না। আফনে কি ভালা গো আফা। আফনের লাইজ্ঞা গুলাপ ফুল -{@
মিষ্টি জিন
এইডা আমনের লইগ্গা। (3
শুন্য শুন্যালয়
হেয়তে বিশ্বরেকর্ড করছে। বিনা পার্মিশনে রেকর্ড করার জন্য শাস্তির বিধান, নো পুরষ্কার 🙂
নীহারিকা
এইতা কিতা কইন? আমার কিনু দুষ নাই। ব্যাক দুষ ঘড়ির।
শুন্য শুন্যালয়
ঘড়ি বন্ধ কইরা ল্যাকতারেন নাই?
নীহারিকা
ভুল হয়া গ্যাছে আফা, আর ভুল হবে না।
এখন থাইক্কা মুবাইল, ল্যাপটপ সব বন্ধ কইরা ল্যাখবো।
মৌনতা রিতু
আমি পুরষ্কার না পাইলে, খামু না ;(, রানমু না ;( শুধু কাঁদুম আর কাঁদুম। নিজেরে কমু,”মনু এইবার বুঝবা কেমুন লাগে প্রতিযুগিতা।”
সত্যি, অনেক ভাল এক উদ্যোগ এটা। কতো যে কথা কত যে সব চমৎকার চিঠি উঠে এসছে!
গর্বিত আমি এই পরিবারের সদস্য।
মিষ্টি জিন
কুবিরাজের পুরস্কার চুরি করে আমি তোমারে এনে দিব। হইছে? এবার কান্না বন্ধ কর। নাকের পানিতে চোখের পানিতে মুখ এক্কেবারে মাখামাখি।
নে শূন্যর ওডনা দিয়া এবার নাক মোঝ। :D) :D) :D)
শুন্য শুন্যালয়
একি কথা! আগে জানলে প্রতিযোগিতায় অংশই নিতে দিতাম না, আমার ভাইডার এখন কি হপে? ;(
মৌনতা রিতু
শুন্যের ওড়না জর্জেট। কাজ হচ্ছে না। নাকটা ছিলেই গেলো।
হুম, তোমার ভাইর খাওন বন্ধ।
শুন্য শুন্যালয়
আমিতো ওরনাই পরিনা। মিষ্টি আপুর শাড়ির আঁচলে সামলাও।
আমির ইশতিয়াক
সোনেলাব্লগ কর্তৃক পক্ষকে অসংখ্য ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য। ফলাফলের অপেক্ষায় রইলাম। -{@
শুন্য শুন্যালয়
ধন্যবাদ আপনাকে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বিশেষ ভাবে কৃতজ্ঞ ব্লগটিমের কাছে তাদের শ্রম ও মেধায় সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করা তাও চিঠি”র মতো একটি ঐতিহ্য হারিয়ে যাওয়া বিষয় নিয়ে।
কর্তৃক্ষের ফলাফল যে কোন সিদ্ধান্ত মেনে নেয়ার মানষিকতা সোনেলার সোনাদের আছে।আমরা আছি থাকব আর ঐ যে স্বপ্ন আসছে
পুরষ্কার প্রদান করা হবে আগামী ২৩শে সেপ্টেম্বর সোনেলার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে।অপেক্ষায় চাতুকী আমি।
শুন্য শুন্যালয়
আমিও ভাইয়া। আপাতত ১৪ তারিখের চাতকী আমি। পুরষ্কার পাবই পাবো। 🙂
মিষ্টি জিন
মডুরা কত কষ্ট করলো কত ঘাম ঝরাইলো তা শুনে আমাগো কাম নাই.. পুরস্কার চাই পুরস্কার .. নইলে মডুদের ঘাড় নিয়ে ভাবতে হবে। :@
অসাধারন একটি উদ্যোগ ছিল এই চিঠি প্রতিযোগিতা। সরাক্ষনই ভাবতাম কি লিখবো কাকে লিখবো চিঠি? চিঠি নিয়ে ভাবতে গিয়ে পুরোনো কত কিছু যে মনে পডে গেল। এই প্রতিযোগিতা না হলে হয়তো এ নিয়ে কখন ও ভাবাও হোত না। অসংখ্য ধন্যবাদ বল্গ কতৃপক্ষকে।
পুরস্কার পাওয়ার চাইতে অশং গ্রহন করাটাই অনেক বডকিছু আমার কাছে।
লাব্বিউ সোনেলা ।
😀
নীহারিকা
মডুরাতো কষ্ট করবেই। সেজন্যইতো তারা মডু। বিরাট ব্যাফার।
আফা, তারা নাকি সবাইরে (সান্তনা) পুরস্কার দিবে। মডুরা কি ভালো, দেখছেন?
মিষ্টি জিন
শোনেন আফা হেরা তো মডুই .মডুরা কষ্ট করবে না তো করমু আমরা চিলিমরা.. :D) :D)
যে পুরস্কারই হোক না কেন পুরস্কার যে পাবো তাতেই তো নাচতে ইচ্ছা করতাছে । \|/ \|/
শুন্য শুন্যালয়
মিষ্টি আপু প্লেট নিবা নাকি হাফপ্লেট? নাকি কাপপিরিচ? :D)
শুন্য শুন্যালয়
আচ্ছা তুমি ঘাড়ে মারার প্র্যাক্টিস করো, আমি মাথায়। ঘুমের মতো ব্যাপারস্যাপার রে আমি জাগায় রাখছি কতোক্ষন, এমন তেলেসমাতির জন্য আমারে পুরষ্কার না দিলে আমি ব্লগে আগুন লাগায় দিমু, সে আগুন কোন ফায়ারসার্ভিস নিভাইতে পারবোনা! :@
জিসান শা ইকরাম
” তর সহ্য করতে না পেরে চুরির জন্য সিঁধ কেটেছি ব্লগটীমের কক্ষে। সেখান থেকে এই নোট চুরি করে এনেছি………” কি দিনকাল আইল! চুরি করে তা আবার প্রকাশ্যে বলা হয়। এতো চুরি নয় রীতিমত ডাকাতি। এ কোন ব্লগে আসলাম! শেষ পর্যন্ত ডাকাতের সাথে ব্লগিং করবো? ভাইরে আমি খুব শান্ত শিষ্ট মানুষ, কোপাইবেন না তো আবার ডাকাত বলেছি এজন্য? 🙁
অপেক্ষা করছি ফলাফলের জন্য।
আপনারা খুব ভাল একটা উদ্যেগ নিয়েছেন,
আশাকরি ভবিষ্যতেও এটি চালু থাকবে।
মিষ্টি জিন
আমরা ও খুব শান্ত শিষ্ট লক্ষী পক্ষী.. কোপাকুপি করি না..
শুধু ঢিসকা…. :D)
জ্বী এটা আমাগো বল্গ আমরা সব সময় ভাল উদ্দোগই নেই। 😀
শুন্য শুন্যালয়
দেখো মিষ্টি আপু কোপাকুপি একটা আর্ট, ইহা সবাই পারেনা। তবে ঢিসকাও অচিরেই পপুলারিটি পাবে আশা রাখি, চর্চা জারি রাখো 😀
শুন্য শুন্যালয়
কোপানের আর দেখছেন কী ভাইসাব? ডাকাতি কোপাকুপি এইসব শান্তশিষ্ট মানুষের উপরেই এপ্লাই করোন লাগে জানেন না বুঝি? আমি কোপানি এক্সপার্ট 😀
এই আপনারা কারা? উদ্যোগ এর খেতা পুড়ি পুরষ্কার না পাইলে!
সঞ্জয় কুমার
অসংখ্য ধন্যবাদ সোনেলা কে ।
যদি পুরষ্কার হিসাবে সোনেলার চিঠি বই টির হার্ড কপি পাওয়া যায়, সেটা নিশ্চয়ই চমৎকার হবে ।
শুন্য শুন্যালয়
আপনার মতামতের জন্য ধন্যবাদ সঞ্জয় ভাই। আশা করি তারা এটা বিবেচনা করবেন।
প্রহেলিকা
প্রতিযোগিতাতে অংশগ্রহণ করা হলো না। ম্যাগাজিনে লেখা দিব। ম্যাগাজিনে অংশগ্রহণ নেয়ার জন্য যদি এমন কইরা বিশেষ পুরষ্কারের ব্যবস্থা থাকতো একটি পুরষ্কারের আশা করতেই পারতাম। ভাবতেছি আমার মত যারা আছে প্রতিযোগিতাতে অংশ নেয়নি কিন্তু ম্যাগাজিনে নিয়েছে তাদেরকে জড়ো করে আন্দুলন করিব।
শুন্য শুন্যালয়
হে হে আপনি একা পড়ে যাবেন 🙂 একা নিয়ে আন্দুলন কদ্দুর যাইবেন কিছু ভাবছেন? তবে আমি খুশি, যা একখান চিঠি লিখছেন, আমার প্রতিদ্বন্দ্বী একজন কমছে।
পুরষ্কার বড় কথা নহে, অংশগ্রহণ ই বড় 😀
নাসির সারওয়ার
আমি আছি। আমি আছি এই দলে।
শুন্য শুন্যালয়
আপনি ইস্পিশাল দলে কুবি ভাই, ন ম্যাগাজিন, ন চিঠি। আম্নেরে কোন দলে ফেলুম বুঝতেছিনা। জিন্দেগি তে কাউরে চিডি লিখেন নাই? আইচ্ছা বুঝলাম। এইবার অন্তত প্রমাণ করুন বৈশাখ বইল্যা কিছু মিছু আছে আম্নের লাইফে। সময় মাত্র দুইদিন।
আপ্নার জন্য কবিতার ক্লু…
কৃষ্ণচূড়ার ডালে ডালে
ঝুইলা গেলাম হেই বিহালে
ফুল পড়লো না, বউ মানলো না
উল্টা কয় এক্ষুনি বিদায় হও
আছো যেই হালে…
মোঃ মজিবর রহমান
জিতাদের প্রতিআরইল প্রান ঠালা শুভেচ্ছা আর সকল অংশগ্রহণ কারীর প্রতি রইল ভালবাসা না না সমবেদনা। সামনের জন্য অপেক্ষায় থাক্লুম।
শুন্য শুন্যালয়
সমবেদনা কেন ভাইয়া? আমি হ্যাপি এট লিস্ট আমার লেখা থাকছে ম্যাগাজিনে। 🙂
অরুণিমা
বাঃ খুব ভালো উদ্যোগ।
শুন্য শুন্যালয়
অরুনিমা আপু, সোনেলায় আপনার আরো একটিভিটি চাই -{@
মেহেরী তাজ
নির্বাচকদের কথা ভেবে খুব কষ্ট হচ্ছে। আর আমরা যেহেতু অন্যের কষ্টে গলা ফাটিয়ে হাসি তাই আমার এখন খুব হাসি পাচ্ছে। :D) :D) :D)
বুবু একটু ধৈর্য ধরতে পারলে না? শেষমেশ চুরি? আর এটাকে চুরিই বা বলি কেমনে এতো ডাকাতি।
আর পুরষ্কার দেওয়া হবে ৫ মাস পরে? এটা কিছু হইলো?
আচ্ছা ঠিক আছে মেনে নিলাম।
পুরষ্কার দেওয়ার কন্ডিশন কি? নিজে গিয়ে নিয়ে আসতে হবে? আর ধরো দেশের বাইরে যারা থাকে তারা যদি বিজয়ী হয় তখন তারা কিভাবে পুরষ্কার পাবে? ;?
সোনেলা কর্তৃপক্ষ কে অসংখ্য ধন্যবাদ। এতো সুন্দর কিছু লেখা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।
বুবু! চুরি করা পঁচা কাজ জানতো???
শুন্য শুন্যালয়
চুরি করা মহৎ কাজ যদি না পড়ে ধরা। বহুব্রীহি নাটক দেখোস নাই? রিকশা চালাইলে দশজনে দেখবো, চুরি করলে কেউ দেখবো না 🙂
যারা বিদেশে থাকে তারা পুরষ্কার পাইলে তোরে দিব? তুই এতো ভাবোস ক্যান?
তবে আমি পুরষ্কার পাইলে কিন্তু তোর নিয়ে আসা লাগবে, হুম্ম।
মেহেরী তাজ
আচ্ছা দেখে নেবো বহুব্রীহি।
ভাবতেছি কারন মনে করো কারর ভাগের টা যদি নিয়ে নিতে পারি আর কি? :p
বুবু তুমি পুরস্কার পাইলে আমি নিয়া যামু সমস্যা নাই। কিন্তু সেই খরচ ও কি ব্লগ ম্যানেজমেন্ট দিবে?
ইকরাম মাহমুদ
আমি যখন লিখতে শিখি তখন নানা-নানুর কাছে চিঠি লিখেছিলাম। আব্বুর সাথে পোস্টঅফিসে গিয়ে চিঠি পোস্ট করেছিলাম। নানা চিঠিটা পেয়ে কি যে খুশি হয়েছিল!! চিঠিতে লিখেছিলাম, চিঠি পেয়েই নানুকে নিয়ে তুমি আমাদের বাসায় আসবে। নানা চিঠি পেয়েই ঐদিনই চলে এসেছিল। চিঠি লিখার ও পাঠানোর অানন্দটা সেই ছোট্টবেলায়ই শেষ হয়ে গেছিল। এরপর পরীক্ষার খাতায় লিখেছি। চিঠি লেখার সুযোগ এখন নেই। প্রযুক্তি আমাদের সে আনন্দ কেড়ে নিয়েছে। আনন্দের মন্দার দিনে সোনেলার চিঠি প্রতিযোগিতা নতুন মাত্রা যোগ করেছে। অনেক চিঠি পড়ার সুযোগ করে দিয়েছে এবং সেই সাথে চিঠি লেখার দুঃসাহসের জুগান দিয়েছে। ধন্যবাদ সোনেলা কে।
শুন্য শুন্যালয়
এই চিঠি প্রতিযোগিতার কথা শুনে কতো কতো কথা যে মনে এলো বোঝানো যাবেনা। প্রতি ঈদে অপেক্ষায় থাকতাম খালা আর ছোট মামার ঈদকার্ড আর চিঠির। দুবোনের কার ভিউকার্ড সুন্দর এই নিয়ে চলতো ঝগড়া। এতে বুঝতাম কাকে তারা বেশি ভালোবাসে। সত্যিই সেই দিনগুলো। এগুলো লিখবো ভাবছি। আপনিও শেয়ার করুন ভাইয়া।
ইকরাম মাহমুদ
হুম, অনেক অতীত মনে পড়ে যাচ্ছে। ঈদ মানেই আগের দিন থেকে ভিউকার্ড গিফট পাওয়া।
লিখব ভাবছি আমিও।
নীরা সাদীয়া
v আমি যদিও কিছুই লিখতে পারি না। তবু, আমাকে পুরষ্কার না দিলে খেলব না। আমার পুরষ্কার চাই ই চাই। ;(
শুন্য শুন্যালয়
সবাইকে পুরষ্কার দেবে নীরাপি, কেঁদোনা প্লিজ।
আবু খায়ের আনিছ
যাইহোক সোনেলার সাথেই আছি। পুরুস্কার আমার কাছে বড় কিছু নয়, অংশগ্রহণটাই বড় কথা আমার কাছে। এতগুলো মানুষের আনন্দ অনুভুতি ভাবনা পড়তে পারলাম এটাই বা কম কিসের। অসাধারণ উদ্যোগটি নেওয়ার জন্য সোনেলা ব্লগকে ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
তুমি ছোট্ট একটা ভাইয়া হলে কী হবে, তোমার কথাগুলো ওজনদার। সত্যিই তাই। ধন্যবাদ সোনেলা টিমকে।
বাবু
এটা খুবই খুশির খবর, সোনেলা ব্লগটিমকে অভিনন্দন । \|/
শুন্য শুন্যালয়
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
নীলাঞ্জনা নীলা
আমি পুরুষ্কার চাই-ই চাই। শুধু পুরুষ্কারে চলবে না। পরথম পুরুষ্কার লাগবে আমার। \|/
দুষ্টুমী থেকে সিরিয়াস কথায় আসি। সত্যি বলতে কি এতো চমৎকার কিছু চিঠি পড়েছি, মন ভরিয়ে দিয়েছে।
আমি জানিনা বিচারকমন্ডলীরা কেমন অবস্থায় আছে, বাছাই করা নিয়ে নিশ্চয়ই বেশ পরিশ্রম করছেন? বাছাই করার মতো কঠিন কাজ আর নেই। তবে সত্যি মজা পেয়েছি এমন প্রতিযোগিতায়। আশা করি আগামীতে আবারও এমন প্রতিযোগিতা হবে।
কিন্তু আমি পরথম পুরুষ্কার চাই। কাউরে দিমুনা ওইটা। 😀
শুন্য শুন্যালয়
নানা থাকলে কত্তো সুবিধা, নানাবাড়ির আবদার চলে। আমাগো তো কেউই নাই, পোড়া কপালি ;(
নীলাঞ্জনা নীলা
আচ্ছা যাও দ্বিতীয় পুরুষ্কার তোমার। তবুও কাইন্দোনা। 😀 -{@