এক স্টেশনে কেটে যাওয়া দিন,
রঙ্গিন লাগেজে ভরা এলোমেলো টিফিন।
কানে গোজা এয়ার ফোনে একঘেয়ে সুর,
আমার জন্য তুমি আর তোমার জন্য আমি
সব মিথ্যে বাহাদুর।।
দেয়ালে হেলান দেয়া সাহসী যুগল
লজ্জার ন্যাকামি ছেড়ে আদরে পাগল,
চোখের লাগামে মুখ নামিয়ে নেয়া,
গুরুজি ঠিকই বলে,
যাব প্যায়ার কিয়া তো ডারনা কেয়া ।।
কোথা থেকে উড়ে আসা এক সাদা পাখি
পায়ে পায়ে কাছে আসে
চিপস খাবি আয়, করি ভাগাভাগি।
মোবাইলে ফেসবুক, অপেক্ষায় বন্ধু হালি হালি
শুধু ইনবক্স খালি 🙁
আমার অপেক্ষার ট্রেন থামে আড়মোড়া ভেঙ্গে
সন্ধ্যে নামে স্টেশনে অন্যরকম রঙ্গে,
নামে তারা ওঠে কেঊ,
আমিও করি সময়ে আরোহন
চেয়ে দেখি, পরে থাকে একা এক স্টেশন ।।
৩২টি মন্তব্য
নীলকন্ঠ জয়
গুরুজি ঠিকই বলে,
যাব প্যায়ার কিয়া তো ডারনা কেয়া ।।
দারুণ (y)
শুন্য শুন্যালয়
হুম লজ্জা ভয় ভালোবাসায় নয় 🙂
ছন্নছাড়া
কবিতা টা বেশ মজার …………… 😀
ভালো লেগেছে …………… (y)
শুন্য শুন্যালয়
ছেলেমানুষি কবিতা ..
লীলাবতী
বন্ধু হালি হালি , ইনবক্স খালি , আমারো , কেউ মনে রাখেনা । ইনবক্স খালি হলেও আপনি লিখতে পারেন এমন সুন্দর কবিতা , আমি পারিনা 🙁
শুন্য শুন্যালয়
আহারে … :p
জিসান শা ইকরাম
খারাপ হয়না একঘেয়ে সুর বাদ দিয়ে নতুন নতুন সুর শোনা
নতুন সুর
নতুন স্বাদ 🙂
ভালো লেগেছে কবিতা ।
শুভ কামনা –
শুন্য শুন্যালয়
জিসান ভাইয়া কি খোঁচা মারলেন নাকি? ;?
আপনাকেও শুভ কামনা ..
স্বপ্ন
একা ষ্টেশনে কত কিছু ভাবনা খেলা করে কবির মনে 🙂 মজা পেলাম আপু -{@
শুন্য শুন্যালয়
আরে আপনি এপিটাফ থেকে কবে বের হয়েছেন? 🙂
অনেক ধন্যবাদ ভাইয়া.
নীলাঞ্জনা নীলা
ভালো লিখেছেন শুন্য , সর্বদা ভালো থাকুন ।
শুন্য শুন্যালয়
আপনি ও সবসময় ভালো থাকুন আপু..শুভ কামনা ..
প্রিন্স মাহমুদ
বেশ যদিও কবিতার চেয়ে গানের দিকে বেশি চলে গেছে এই লেখা
শুন্য শুন্যালয়
কবিতায় সুর দিলে যদি গান হয়, সুর ছাড়া গান কেনো কবিতা নয়?
খসড়া
একা একা কেন ভাল লাগে না।
শুন্য শুন্যালয়
আপনার আবার কি হলো? ভাবি বাসায় নেই?
তন্দ্রা
এক ষ্টেশনে এত কিছু অথচ জীবন গেল কিছুই ”আমিও করি সময়ে আরোহন
চেয়ে দেখি, পরে থাকে একা এক স্টেশন ।।”
শুন্য শুন্যালয়
হুম স্টেশন পরে থাকে একা..
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া.
মা মাটি দেশ
অনেক মন্তব্যে আমারটা হারিয়ে যাবে সেই ভয়ে এবার পালাই,ইনবক্স খালি (y)
শুন্য শুন্যালয়
আপনার ইনবক্স ও খালি?
মন্তব্য না করে পালানো যাবেনা.
ওয়ালিনা চৌধুরী অভি
কিছু একটা আছে হাইড করা লেখার মাঝে :p
শুন্য শুন্যালয়
রেখেছিলাম তো হাইড করে ..আপনি কেমন করে দেখলেন? 😮
ছাইরাছ হেলাল
নাহ্ , ইনবক্স কিছুতেই খালি থাকতে পারে না ।
ভাল হচ্ছেতো লেখা ।
শুন্য শুন্যালয়
আপনি এতো দেরি করে এলেন, ট্রেন তো মিস করেছেন. 🙂
বনলতা সেন
আবার ও সাহসী হতে চান বুঝি ?
শুন্য শুন্যালয়
ঠিক ধরেছেন … 🙂 সাহসী হতে মন চায়
আফ্রি আয়েশা
এমন চমৎকার আপুটার ইনবক্স খালি থাকে কিভাবে !!!
আজকালকার পোলাপাইন গুলা এমন ভীতু ! আপুরে ভয় পাবার কি আছে ? আরে গুরুজি তো বলেই গেছেন-
//যাব প্যায়ার কিয়া তো ডারনা কেয়া ।। // 😉
সুন্দর লেখছো আপু 🙂
শুন্য শুন্যালয়
আমারতো তাই কথা, আমারে সবাই ডড়ায় ক্যান ? 🙂
জুলিয়াস সিজার
পরে থাকে একা এক স্টেশন।
শুন্য শুন্যালয়
হুম হাজার হাজার স্বাক্ষি হয়ে…
ব্যতিক্রমী
প্রথম অংশটা গানের মতো লাগল। পুরোটা এভাবে টেনে নিতে পারলে দারুণ হতো।
শুন্য শুন্যালয়
🙁 পারিনা তো