১. শত্রুপক্ষ আমাদের দিকে ধেয়ে আসছিল জ্যোৎস্নাহীন রাতে একসময় তারা বিপর্যস্ত হলো বাতাসের বর্শায় ২. তারা তাকিয়ে দেখত গোধূলির আলোয় কিছু বিষণ্ন মুখ প্রেমের প্রহসনে যারা পুড়ে গেছে ৩. আমরা আটকা পড়েছিলাম কিছু বাদুরের সাথে মধ্যরাতের ময়াজালে হঠাৎ বেজে উঠল গীর্জার ঘণ্টাধ্বনি ৪. শীর্ণ কিছু কুকুর বালির ওপর শুয়ে আছে বিস্ফারিত চোখে খদ্যভর্তি গাড়িগুলো চলে [
বিস্তারিত ]