টকশোতে আমন্ত্রিত রাজনীতিকদের মধ্যে
প্রতিদিন চলে অসমাপ্ত সংলাপ
দিন-মাস-বছর ফুরোয়
ক্ষমতার পালাবদল ঘনিয়ে আসে
শহরে উড়ে আসে বিপ্লবী বাতাস
মিছিলে মিছিলে ঠোঁটের কপাট খুলে
উঁকি দেয় উত্তেজিত জিভ
রাস্তায় লেগে থাকে রক্তের দাগ
তবু মগজের চারপাশে দুর্ভেদ্য কারফিউ…
১১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
একটি অক্টোপাস আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে ।
দারুণ বলেছেন ।
ব্যতিক্রমী
বৃত্তাবদ্ধ!
খসড়া
একে কারফিউ তাও দূর্ভেদ্য।
ব্যতিক্রমী
-:-
আদিব আদ্নান
সব কিছুর পালা বদল হয় , মানসিকতার বদল হয় না ।
ব্যতিক্রমী
সেটাই।
আমীন পরবাসী
মিছিলে মিছিলে ঠোঁটের কপাট খুলে
উঁকি দেয় উত্তেজিত জিভ
রাস্তায় লেগে থাকে রক্তের দাগ
তবু মগজের চারপাশে দুর্ভেদ্য কারফিউ…
শুভেচ্ছা নিবেন।
নীহারিকা
(y)
ব্যতিক্রমী
-{@
শুন্য শুন্যালয়
অনেক কথা বলে গেলেন ..
আপনি টকশোতে বেমানান. এতো অল্পে এতো কথা বলার গুণ তাদের নেই.
ভালো লাগলো.
ব্যতিক্রমী
আবারো অভিনন্দন! -{@