দুর্ভেদ্য কারফিউ

ব্যতিক্রমী ৭ মার্চ ২০১৪, শুক্রবার, ০৮:২৮:০৭অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

টকশোতে আমন্ত্রিত রাজনীতিকদের মধ্যে
প্রতিদিন চলে অসমাপ্ত সংলাপ
দিন-মাস-বছর ফুরোয়
ক্ষমতার পালাবদল ঘনিয়ে আসে
শহরে উড়ে আসে বিপ্লবী বাতাস
মিছিলে মিছিলে ঠোঁটের কপাট খুলে
উঁকি দেয় উত্তেজিত জিভ
রাস্তায় লেগে থাকে রক্তের দাগ
তবু মগজের চারপাশে দুর্ভেদ্য কারফিউ…

৫৩৯জন ৫৩৯জন

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ