নিঃসঙ্গ চিল

ব্যতিক্রমী ১৬ ফেব্রুয়ারি ২০১৪, রবিবার, ১০:৪৯:৩৪পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

শূন্যে আলোর খণ্ড ঝুলে আছে
মেঘেরা পরস্পরকে
আবদ্ধ করছে আলিঙ্গনে
•••
শুভ্রতার অপরূপ সৌন্দর্য
ক্রমে পরিবর্তিত হয়
কালোর চুম্বনে
•••
ভাবনাগুলো সর্বদাই স্বাধীন
এক প্রান্ত হতে অপর প্রান্তে
অবরোধের সীমা ডিঙিয়ে
•••
মিশে থাকে―
নীড়ে ফেরা পাখির চোখে
দিনের সমস্ত রঙ
•••
বৃক্ষের শিকড়ে জমা
দীর্ঘ ক্লান্তি
মুছে দেয় ইঁদুর
•••
প্রতিক্ষার ক্ষণ
দীর্ঘতর হয়
হাওয়া ও ঢেউয়ের উল্টোদিকে

৫৩০জন ৫৩১জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ