শূন্যে আলোর খণ্ড ঝুলে আছে
মেঘেরা পরস্পরকে
আবদ্ধ করছে আলিঙ্গনে
•••
শুভ্রতার অপরূপ সৌন্দর্য
ক্রমে পরিবর্তিত হয়
কালোর চুম্বনে
•••
ভাবনাগুলো সর্বদাই স্বাধীন
এক প্রান্ত হতে অপর প্রান্তে
অবরোধের সীমা ডিঙিয়ে
•••
মিশে থাকে―
নীড়ে ফেরা পাখির চোখে
দিনের সমস্ত রঙ
•••
বৃক্ষের শিকড়ে জমা
দীর্ঘ ক্লান্তি
মুছে দেয় ইঁদুর
•••
প্রতিক্ষার ক্ষণ
দীর্ঘতর হয়
হাওয়া ও ঢেউয়ের উল্টোদিকে
৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অভিনন্দন আপনাকে , এখানে লেখার জন্য ।
সংক্ষিপ্ত কিন্তু বেশ সুন্দর আপনার লেখা ।
তিন লাইনে লেখা আমার কাছে বেশ কঠিন মনে হয় ।
ব্যতিক্রমী
খণ্ড ভাবনাগুলোকে চিত্রিত করার সামান্য প্রয়াস।
জিসান শা ইকরাম
খন্ড খন্ড দৃশ্যকল্প গুলো অসাধারন লাগলো ।
অত্যন্ত গুছানো , সুন্দর ।
ব্যতিক্রমী
নির্জন একটা ব্লগ মনে হলো সোনেলাকে। তাই এখানে আসলাম। আর লেখালেখিতে বকলম বলতে পারেন।
শুন্য শুন্যালয়
সত্যিই ব্যতিক্রমী ..খুব সুন্দর .. -{@
ব্যতিক্রমী
ধন্যবাদ।