জানালার পাশেই একটা টিনের চালাঘর। টিনের চালে ঝমঝম শব্দে সকালের ঘুমটা আজ তাড়াতাড়িই ভেঙে গেলো। চোখ মেলে সরাসরি তাকালো জানালার দিকে। বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। ঘুমের ভেতর কি জানি একটা স্বপ্ন দেখছিলো তরু! ভালো লাগছিলো স্বপ্নটা। কিন্তু এখন মনে করতে পারছে না। হঠাৎ ঘুম ভেঙে গেলে কেমন যেন বোকা-বোকা লাগে! মাথার ভেতরটা ফাঁকা হয়ে [ বিস্তারিত ]