গত ২২শে ফেব্রুয়ারী অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হলো সোনেলা ব্লগ মিলনমেলা-২০২০। আমন্ত্রিত ব্লগার ও অতিথিদের সমাগমে সারাক্ষণ উৎসব মুখোর ছিলো সেদিন। পরিচিতি পর্ব, আড্ডা, মধ্যাহ্নভোজ, পুরস্কার বিতরনী, সবশেষে বইমেলায় বই সংগ্রহের মাঝে অত্যন্ত আনন্দে কেটেছে স্বরনীয় দিনটি। সম্মানিত ব্লগ কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত মিলনমেলায় প্রধান আকর্ষণ ছিলো ক্রেস্ট বিতরণের সময়টি। এডমিনদের নিরলস প্রচেষ্টার মুল্যায়ন, প্রবীণ ব্লগারদের যথাযথ সম্মাননা, এবং প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী লেখকদের উৎসাহিত করার জন্যে ক্রেস্ট বিতরণের সিদ্ধান্তটি ব্লগ পরিচালকের অবারিত আন্তরিকতার নিদর্শন হয়ে রইলো। এই জন্যে সোনেলা পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে মাননীয় ব্লগ প্রতিষ্ঠাতা কে ধন্যবাদ জানাই।
ব্যাক্তিগত কারণে আমি সেদিন উপস্থিত হতে পারিনি। তাই বলে সোনেলা আমায় ভুলেনি। আমার সম্মাননা স্বারকটি আমার হাতে পৌঁছে দিয়েছেন সোনেলারই অত্যন্ত গুণী লেখক, সম্মানিত প্রিয় ব্লগার নাসির সারওয়ার ভাই। এটা আমার জন্য কত সম্মানের, কতটা আনন্দের, তা ভাষায় প্রকাশ করতে অক্ষমতা প্রকাশ করছি। যার উৎসাহ-উদ্দিপনায় সোনেলায় নাম লিখিয়েছিলাম, তার হাত থেকেই সম্মাননা পাওয়া! এই অনুভূতির পক্ষে বলার মতো আসলেই কোনো শব্দ মনে করতে পারছি না। অনেক ধন্যবাদ নাসির ভাই। যুগ যুগ ভালো থাকুন প্রতি মুহুর্তের শ্রদ্ধায়- ভালোবাসায়।
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
– মিলনমেলায় কি পরে আসবে? শাড়ি?
= উহু,শাড়িতে আমি একদম কমফোর্ট নই 🙂
– তবুও এসো। একদিনে কিছু হবে না। 🙂
= আমাকে কিন্তু ট্রিট দিতে হবে, 😉
– আচ্ছা দিবো 🙂
= এইইইইইরে! আমি গোপন কথা বলে ফেলেছি! আমি শেষ!! 🙆🙆
– হাহাহা, সাবিনা, চিন্তা করো না। আমি এমন অবাক হওয়ার ভাণ করবো যে,সবাই অবাক হয়ে যাবে 😀😀
আমি যেতে পারিনি ময়না। জানো? খুব কষ্ট হচ্ছিলো। একটু পরপর মিলনমেলার ভিডিও, ছবিগুলো নিজে দেখছিলাম আর মেয়েদের দেখাচ্ছিলাম, আর চোখ দিয়ে টুপটাপ পানি পড়ছিলো। ওদের বলেছি,খুশিতে কাঁদছি। কিন্তু তুমি বুঝবে,খুশির কান্নাতেও কস্টের জল কখন গড়ায়। সবাই একসাথে ছিলো,কত কাছে ছিলো, চাইলেই যেতে পারতাম। চোখের / মনের তৃষ্ণা নিবারণ হতো,, কিন্তু পারলাম না। জানিনা আগামীতে কে কোথায় থাকবো। তবে ফুরিয়ে যাওয়া ২২শে ফেব্রুয়ারীর আক্ষেপ আমি কখনো ভুলতে পারবো না।
তোমার পাঠানো উপহারে আমি তোমার হাতের ছোঁয়া পেয়েছি। ভালোবাসো জানতাম,উপহার এসে তোমার মনের বার্তাটি আরও স্পষ্ট বলে দিলো। অনেক ভালোবাসি তোমাকে বন্যা। প্লিজ অভিমান করে থেকো না। ইনশাআল্লাহ ছোট্ট এই শহরে আমাদের একদিন দেখা হয়েই যাবে। সেদিন তোমাকে অনেএএএএক গুলো পান কিনে দিবো। 🙂
**********************************************************************
মিলনমেলার পোস্ট গুলো পড়ে যা বুঝলাম, আমার অনুপস্থিতি অনেকের মনেই কষ্ট দিয়েছে। সবার কাছে আমি করজোড়ে অনুরোধ করছি এবারের মত স্যরি। ইনশাআল্লাহ আগামীবার মিস করবো না 🙂
সোনেলা ব্লগ পরিবার এগিয়ে চলুক এমন আন্তরিকতা আর পরিবারের সকল সদস্যদের ভালোবাসায়। ❤❤
সোনেলায় ব্লগিং সবার জন্য শুভ হোক 🌹🌹
শুভ কামনা ❤❤
৪২টি মন্তব্য
নিতাই বাবু
সোনেলা থেকে আপনার সন্মাননা প্রাপ্তিতে আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলিতে চাই, সেদিন সবচেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি, দিদি। আপনাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে এদিক-সেদিক তাকিয়ে থেকেছিলাম। কিন্তু না, আপনি আর আসলেনই না। অবশ্য না আসার কারণটা শ্রদ্ধেয় মনির দাদা’র কাছ থেকে জানতে পেরেছিলাম। তারপর বুঝতে পেরেছি, কেন সোনেলার মিলনমেলায় আসেননি ! যাহোক দিদি, আগামীতে কিন্তু এমন করবে না, প্লিজ!
সাবিনা ইয়াসমিন
না আসতে পারার জন্যে আমি সত্যিই খুব দুঃক্ষিত দাদা। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আমাদের দেখা হবে। বৌদির এত অসুস্থতায় রেখে আপনি ঢাকায় এসেছিলেন আমার সাথে দেখা করার জন্যে জেনে বেশ কষ্ট পেয়েছি। দোয়া তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন।
অনেক অনেক ধন্যবাদ দাদা,
ভালো থাকুন সৃষ্টিকর্তার আশীর্বাদ নিয়ে।
শুভ কামনা 🌹🌹
নিতাই বাবু
সোনেলা দিগন্তে সোনালি মানুষগুলো সবাই৷ সবার মনের মাঝে। একে অপরের ভালোবাসার বন্ধনে আবদ্ধ!
এখানে দেখুন! এই ভালোবাসা চিরদিন অটুট থাকুক!
ছাইরাছ হেলাল
এ বিনিময় কখন কী ভাবে হলো আমারা জানতেও পারলাম না!
অবশ্য আমাদের কেউ কিছু দিলে/টিলে আমরা ও হয়ত এমন করেই জানান দিতাম।
তবে পৃথিবী গোলাকার ও ছোট-ই মনে হয়।
আমাদের তো একজন-ই, আপনি!
বন্যা লিপি
😄😄😄😄😄বিনিময় গোপনে তো হয়নি!! আপনার চোখ এড়িয়ে গেলে দোষ তো কারো না! নেক্সট টাইম চিন্তায় থাকবে আরো কারে কারে এই “বিনিময়”বিতরন করা যায়।
সাবিনা ইয়াসমিন
আমরা বলছেন কেন? আমি বলুন। বন্যার কমেন্টেই স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি অন্য ধ্যানে ছিলেন। নইলে সবাই দেখলো আপনি কেন দেখলেন না!!!?
সুপর্ণা ফাল্গুনী
ঠিক না, ঠিক না। আসলেন না আবার ডাবল গিফ্ট , এটা মানা যায় না । ভালো থাকবেন আপু। শুভ কামনা রইলো
বন্যা লিপি
ছোটদি,জোর আন্দোলন করতি হবি বইলে মুনে হচ্ছে। ডাবল গিফট মানা যায়না কিচুতেই😊😊😊তারওপর অনুপস্থিতীর সাজা তো পাওনা আছেই।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক ঠিক ঠিক। পরেরবার আমরা ত্রিপল গিফট চাই বন্যা আপু। তা না হলে গোমর ফাঁস হয়ে যাবে। ধন্যবাদ আপু ছোটদি ডাকার জন্য।
সাবিনা ইয়াসমিন
আমায় এভাবে ভয় দেখানোও ঠিক না দিদিমণি 🙁
যেতে পারিনি বলেই এম্নিতেই আফসোস হচ্ছে, না গিয়ে ডাবল গিফট পেলাম। গেলে জানি আর কি কি পেতাম 😀😀
সাবিনা ইয়াসমিন
@ বন্যা! গিফট দিয়ে আবার ঝগড়া/সাজার ভয় দেখাচ্ছো? যতই ভয় দেখাও এই গিফট আমি ফেরত দিবো না ☺☺
ফয়জুল মহী
আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহী ভাই।
আপনার জন্যেও শুভেচ্ছা শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
শুভকামনা রইল।
সাবিনা ইয়াসমিন
আপনাকে ভিডিওতে দেখেছি। ছবির মতো বাস্তবেও বেশ প্রানবন্ত লেগেছে। ধন্যবাদ ও শুভ কামনা রইলো হালিম ভাই 🌹
সুপায়ন বড়ুয়া
না এসে ও থাকা যায়
লেখায় প্রমান করে।
মিলন মেলা মিস করে তাই
আনন্দাশ্রু ঝরে।
অভিনন্দন ! শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
আমি আপনাদের সাথেই ছিলাম দাদাভাই, যেমনভাবে সব সময় থাকি। অনেক ধন্যবাদ আর শুভ কামনা রইলো 🌹🌹
ইঞ্জা
অভিনন্দন প্রিয় আপু, আসলে এতোদিন বলিনি কিন্তু এখন বলছি, আমি ভীষণ মনোকষ্ট পেয়েছি বোনটা না আসাতে, খুব ইচ্ছে ছিলো বোনটাকে সামনে থেকে দেখবো, কিন্তু এলেননা, এই জন্য আপনার সাথে আর কোন কথা নয়, কাট্টি আপনার সাথে। 😭
সাবিনা ইয়াসমিন
হু, সবাই এভাবে কাট্টি নিলে আমি যাবো কই? একদিন সরাসরি দেখা হয়নি বলে এত্ত মন খারাপ, আর দেড় বছর ধরে এক উঠোনে একসাথে আছি, এর বুঝি কোনো দাম নেই। আমি কাট্টি কুট্টি নিতে পারি, হুহ 😎
ইঞ্জা
না আপু, আমরা সবাই আপনার পথ চেয়ে থেকেছিলাম, আপনি আসেননি। 😭
প্রদীপ চক্রবর্তী
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিদি
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ প্রদীপ। সফল বই প্রকাশনার জন্য তোমাকেও অভিনন্দন। আরও লিখো, আগামীর পথ চলা সুন্দর ও সাবলীল হোক।
শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
এমন ছোট বড় ঘটনাগুলো নিয়েই তো আমাদের জীবন। আমারও ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু পারিনি। কোন একদিন হয়তো আবার অন্য কোন মিলন মেলায় দেখা হবে সবার সাথে সবার।
সাবিনা ইয়াসমিন
অন্য কোনো মিলনমেলায় নয়, আমরা মিলিত হবো আমাদের সোনেলার মিলন মেলায়। সবাই সবাইকে আরেকবার চিনবো-জানবো নতুন করে।
শুভ কামনা রইলো কামাল ভাই 🌹🌹
কামাল উদ্দিন
হুমম।
বন্যা লিপি
সেদিন প্রথমেই তোমাকে খুঁজেছিলাম ওখানে পৌঁছে। জানলাম, হঠাৎ করে তোমার কাজ পরে গেছে বলে আসোনি।খুব বিগড়ে গিয়েছিলো মনটা। ইচ্ছে করছিলো ওখান থেকে চলেই যাই,
হ্যাঁ, বলছি এখন এ কথা এখানে এই কমেন্ট বক্সে। তোমার সাথে দেখা হবে।এই ভাবনাটাই আমাকে এই মিলন মেলায় যেতে সবচে বেশি উৎসাহিত করেছিলো। তবু হলো না। আমার রাগ হচ্ছিলো।
তবু প্রাপ্তি ছিলো অমায়িক। ইঞ্জা ভাই,মমি ভাই,অনন্য অর্নব,নৃ মাসুদ রানা,সুপায়ন বড়ুয়া,নিতাই বাবু, নাজমুল আহসান,নাসির সরোয়ার( যদিও আগেও তাঁর সাথে দেখা হয়েছে, তাঁর মনে নেই) হালিম নজরুল, সুরাইয়া,যুথী,সুপর্ণা দি, রেহানা বিথী আপু, এবং আরো অনেকের সাথে দেখা, পরিচয় হওয়াটা ছিলো আমার প্রাপ্তি।
তোমাকে মাফ করা যায়না আসলে।কেন যায়না জানো? থাক এখানে আর বললাম না। এত কিছু লিখলে, উপহার পছন্দ হলো তো?
কাল কে কোথায় থাকি কেউ জানিনা আমরা।
পান চাইনা তোমার কাছে। মনে রেখো সবসময়,পৌঁছে যাবে সেটুকু আমার কাছে।ওটুকুই প্রাপ্য আমার জেনে রেখো।
অনেক ভালবাসা তোমার জন্য।💗💗💗💗💗❤❤❤💕💕💕💕💓💓💕💓
মনির হোসেন মমি
আপু আপনি পান হতে বঞ্চিত হলেন আর আমি বঞ্চিত বড় আপু হতে স্পেশাল খাবার।দুঃখে মন পুড়ে যাচ্ছে।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, এতো রেগে গিয়েছিলে!! যাইনি তো কি হয়েছে? ছিলামতো তোমার আশেপাশেই। ভালোবাসি বুঝতে পারো, আর সাথে ছিলাম সেটা অনুভব করতে পারলেনা? তবে আমি আসলেই ঐ দৃশ্যটা মিস করেছি। ক্রেস্ট হাতে নেয়ার আগ মুহুর্তে কতটা অবাক হয়েছিলে তা স্বচোক্ষে দেখার খুব ইচ্ছে ছিলো 😊😊
নেক্সট টাইম আবার ট্রাই করবো। পান তো তোমাকে আমি খাওয়াবোই। আগুন পান ট্রাই করবে নাকি?
মনির হোসেন মমি
আমরাও আনন্দিত-সময়ের ব্যাস্ততায় উপস্থিত না হলেও পৌছাতে পেরেছি আপনার প্রাপ্ত সন্মাননা।কিন্তু ছোট ভাইটি আশায় ছিলো বড় আফায় আসবেন খবারটা দ্বিগুণ হবে৴আফসোস !! থেকে গেল।জরিমানা পরের বার ডাবল হল।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, ওকে ডান। নেক্সট টাইম ডাবল জরিমানা নিয়ে পৌঁছাবো। 🙂
জিসান শা ইকরাম
আপনি মিলনমেলায় উপস্থিত হতে পারেননি, তারপরেও মনের চোখ ছিল সোনেলা মিলনমেলার দিকে তা আপনার পোস্ট না পড়েও ঠিকই আমরা উপলব্দি করেছিলাম। আপনার অনুপস্থিতি মিলনমেলার সবাইকে ব্যাথিত করেছে।
যিনি আপনাকে উৎসাহ দিয়ে সোনেলায় লেখার জন্য উদবুদ্ধ করেছিলেন তার কাছ থেকেই সম্মননা স্বারক পেয়েছেন, এটি কিন্তু দারুন ব্যাপার হয়েছে।
আপনার ময়না আপনাকে উপহার দিয়েছেন, কিছুটা হিংসা কিন্তু লেগেছে জেনে, আমরা অন্য কেউ তো আলাদা গিফট পেলামনা!
আগামী মিলন মেলায় আপনার উপস্থিতি চাইই চাই।
লেখায় সোনেলাকে নিয়ে আপনার গভীর আবেগ প্রকাশ পেয়েছে।
শুভ কামনা, শুভ ব্লগিং।
সাবিনা ইয়াসমিন
যার উৎসাহ উদ্দিপনায় ব্লগে আসা, তার হাতেই আমার স্বারক লিপি গ্রহণ হয়েছে। এটা আমার জন্যে শুধু আনন্দের নয়, গৌরবের বিষয়।
আপনাদের আন্তরিক সহযোগিতা না থাকলে এভাবে লিখতে পারতাম না। এই জন্যে আপনি সহ সোনেলার সবার প্রতি কৃতজ্ঞতা রইলো। সোনেলা একটি পরিবার। পরিবারের সবাই যখন একত্রিত হয়, তখন অনুপস্থিত জনকে মিস করার মাঝেই লুকিয়ে থাকে ভালোবাসা। আমিও টের পেয়েছি। হয়তো পরবর্তী কোনো অনুষ্ঠানে নিজেকে উপস্থিত রাখতে পারবো।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
শুভ ব্লগিং।
সামনে দেখা হবে।
সাবিনা ইয়াসমিন
ইনশাআল্লাহ, দেখা হবে।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
সোনেলা থেকে আপনার সন্মাননা প্রাপ্তিতে আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিদি,,
।দিদি ইচ্ছে ছিলো এমন আনন্দউপভোগ করার,
কিন্তু প্রবাস তা করতে দিলো’ না ?
দিদ
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা🌹🌹
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ দাদা। ইনশাআল্লাহ, একদিন হয়তো আমরা সবাই সবার দেখা পাবো ব্লগের কোনো এক আয়োজনে। মন খারাপের কিছু নেই, ব্লগে প্রতিদিনই আমাদের দেখা-সাক্ষাত হবে/ হচ্ছে।
ভালো থাকুন প্রবাসে।
শুভ কামনা 🌹🌹
নাসির সারওয়ার
সোনেলা পরিবারের একজন সদস্য হিসেবে এখন আমি কিন্তু একটু ভাব নিতেই পারি।
আপনার মেদা, পরিশ্রম এবং আন্তরিকতা আপনাকে সঠিক জায়গায় বসিয়েছে সোনেলা।
আপনাকে যেভাবে সবাই মিস করেছে তা দেখে একটু হিংসিত হইলাম। অতএব, কোন অজুহাতে আর মিস করা যাবেনা।
তা আমার লেখার ক্লাস কবে শুরু হবে! একটু লিখতে মন চায় যে!!
সাবিনা ইয়াসমিন
আপনি আপনার সম্পুর্ন ভাব বজায় রাখুন শ্রদ্ধেয় ভাই সাহেব। আপনি আমার গুরু, আজ যা কিছু পেয়েছি সবই আপনার অবদান। আপনার কারনেই সোনেলায় আসা, লেখা-লেখির যত প্রকাশ সব আপনার অকৃত্রিম উৎসাহে। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে, আমায় লেখা-পড়া করার সুন্দর এই প্লাটফর্ম বেছে দেয়ার জন্য।
ক্লাস নিতে তো আমি প্রস্তুত! হোমওয়ার্ক কতটা করলেন একটু খুলে-মেলে দেখান। নোট বানানোর জন্যে একটা টিপ্স দিচ্ছি। যেকোনো একটা দিয়ে শুরু করুন,
★ কবি থেকে ব্লগারে রুপান্তর হওয়ার ফর্মুলা,
★ পাঠককে ব্লগার বানানোর গোপন রহস্য
১ ২ ৩ ৪,,,,, নিন, ঝটপট শুরু করুন।
তৌহিদ
আসলে আপনাকে কি বলবো? নিজে উপস্থিত থাকতে না পেরে মনে কষ্ট পেয়েছি, অনেক আক্ষেপ রয়ে গিয়েছে। তবে সফলভাবে এমন আয়োজন সম্পন্ন করার জন্য ব্লগ কতৃপক্ষকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সকল ব্লগার লেখকদের যারা উপস্থিত ছিলেন।
পৌষ সংক্রান্তি উৎসবঃ এই আইডিয়া যার মাথা থেকে বেরিয়েছিল সেই লোকটিও ধন্যবাদ। কারণ মানুষটি প্রথম থেকে শুরু করে বিচারকদের নম্বর প্রদান করা পর্যন্ত, আবার সেগুলো নিয়ে প্রতিদিন সোনেলায় আপডেট দেয়া ! এই কষ্টের কর্মটি নীরবে-নিভৃতে করে গিয়েছে। বিচারকদের কথা আর নাইবা বললাম! কারণ তারাও নিজেদের সময় নিয়ে নম্বর প্রদান করেছেন বলেই সফলভাবে পৌষ সংক্রান্তি উৎসব সম্পন্ন করা গিয়েছে। তাদের সবাইকে ধন্যবাদ।
আপনাকে অভিনন্দন এত সুন্দর উপহার পেয়েছেন দেখে। ভালো থাকবেন আপু
সাবিনা ইয়াসমিন
আপনাকেও অনেক ধন্যবাদ তৌহিদ ভাই। ক্রেস্ট হাতে পাওয়ার পর আপনার প্রতিক্রিয়া পড়ার জন্য রেডি হয়ে রইলাম। 🙂
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
আমি চিঠি লেখা দেখেছি। উপহার খানা তো দেখিনি।
অসংখ্য অভিনন্দন ময়না-১,ময়না-২এর জন্য
অভিমান হলেও জয় হয়েছে ভালোবাসার
সাবিনা ইয়াসমিন
দিন শেষে ভালোবাসারই জয় হয়।
আমাদের পক্ষ থেকে আপনাকেও আবারও অভিনন্দন। সেরা লেখকের ক্রেস্ট বারবার আপনার হাতে আসুক, দোয়া ও শুভ কামনা রইলো 🌹🌹