৫ অক্টোবর ২০১৮ ভিয়েতনাম যুদ্ধে আমারিকান সৈন্যদের ঘায়েল এবং বিভ্রান্ত করার একটি প্রধান পদ্ধতি ছিল টানেল যুদ্ধ। হাজার হাজার ভিয়েতনামি যুদ্ধকালীন সময়ে এই টানেলে থাকত। সুযোগ বুঝে আমেরিকান সৈন্যদের আক্রমন করে আবার টানেলে গিয়ে আশ্রয় নিত। গহীন অরন্যে আমেরিকানরা বুঝতেই পারতনা কোথায় থাকে ভিয়েতনামিরা, কোথা দিয়ে আক্রমন করে। টানেলের শত শত মুখের একটির সামনে দাঁড়ানো [ বিস্তারিত ]