সোনেলা ব্লগের নাম চুড়ান্ত হবার পরেই চিন্তা এলো, কার মাধ্যমে এই ব্লগ সাইট তৈরী করাবো? কখনো ভাবিনি যে লেখার জন্য আমরা নিজেরাই একটি ব্লগ বানাবো? একারণেই মাথা আবার চুলকাতে আরম্ভ করি। কি করি কোথায় যাই, কার কাছে পরামর্শ নেই। মাথা চুলকাতে চুলকাতে ছাইরাছ হেলালের মাথার চুল কমে গিয়েছে এমন সম্ভাবনাও তুড়ি মেরে উড়িয়ে দেয়া উচিৎ হবে না।
হঠাৎ মনে এলো শারমিন সোনালী এর কথা। ও নিজে একটা অফিসে জব করে, গরম চা ডট কম নামে ওর বসের একটা সাইট আছে। জিসানকে ভাইয়া মানে, অত্যন্ত শ্রদ্ধা করে ও। শারমিন সোনেলাকে আমাদের সোনেলা ব্লগের প্রায় সবাই চিনে ফেলেছেন অনিচ্ছাকৃত ভাবে। মনে আছে নিশ্চয়ই, কিছুদিন আগে সোনেলা ব্লগে ক্লিক করলেই সবাইকে ‘ রান্নাঘর ‘ এ নিয়ে যেতো। ঐ রান্নাঘরটা সোনালীর সাইট। তার সাইটের প্রচার সোনেলার কারনে ভালোই হয়েছে 🙂
ওকে আমাদের পরিকল্পনার কথা জানালে ও বললো ওর পরিচিত এক ছোট ভাইর কথা যার নাম মুক্তো। মুক্তো নতুন এসব কাছ আরম্ভ করেছে, খুব আন্তরিক এক ছেলে- এটিও বললো। যেভাবে হোক মুক্তোকে রাজি করাতে বলি ওকে, নতুন হোক সমস্যা নেই। সবাই তো একসময় নতুনই থাকে, আমি নতুনদের নিয়ে কাজ করতে বেশী পছন্দও করি।
মুক্তোর সাথে কথা বলে দেখা করার আয়োজন করি। সম্ভবত ঢাকার মেট্রো শপিং মলে বসে আমরা প্রথম আলোচনা করি। মুক্তোকে দেখে খুবই অবাক হই, এই ছেলে ব্লগ বানাবে! আমার মনের ভাব প্রকাশ না করে কি কি চাই আমাদের সোনেলায় তা বলি। একটি সাইটে ব্লগিং করার সুবাদে জানতাম ব্লগাররা কেমন সাইট পছন্দ করেন। সে আলোকে মুক্তোকে লিস্ট দিয়ে দেই।
এরপর ফেইসবুকে একটি গ্রুপ ( সোনেলার জন্মকালীন চিন্তা ভাবনা এই নামে ) করি, মেম্বার আমি বাদে ছাইরাছ হেলাল আর মুক্তো। আরম্ভ হয় দীর্ঘ সময়ের লেখার পরিশ্রম। প্রথম থেকেই মোবাইল ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে সাইট বানাতে বলি। বিভিন্ন অপশন যুক্ত হতে থাকে। এর অসুবিধা সমূহ বলি, কোনোটা কাজ করে- কোনোটা করেনা। ধীরে ধীরে মুক্তো তৈরী করতে থাকে সোনেলা ব্লগ। মুক্তোর প্রথম দিকের বড় কাজই সোনেলা ব্লগ। খুব বেশী পারিশ্রমিক নেয়নি ও। তবে যা চেয়েছিল তা দিয়েছি। আর কেমন এক মায়ায় জড়িয়ে গেলাম মুক্তোর উপর। ভালো লেগেছিল ওর আন্তরিকতা। আমি যখন কাজ শেষ করার পরে টাকা দেই, ভালোবাসা শ্রদ্ধায় আচ্ছন্ন মুক্তো কিছুটা লজ্জায়ই টাকা হাতে নিয়েছিল মনে মনে হয়েছে আমার। ও কখনো আমাকে ক্লায়েন্ট ভাবেনি। সাইট শেষ করার পরে ডেভলপার সাইট পার্টির কাছে বুঝিয়ে দেয়। বুঝিয়ে দিয়েছিল ও, কিন্তু আমি বুঝে নেইনি ইচ্ছে করে। থাকুক আমার চাবি মুক্তোর কাছে, ছোট ভাইই তো আমার। বড় ভাইর দায়িত্ববোধ থেকে চেষ্টা করি কিছু কাজ পাইয়ে দেয়ার জন্য। সম্ভবত আমার বন্ধু এবং সোনেলার ব্লগার নাসির সারওয়ার দু একটা কাজ দিয়েছিলো মুক্তোকে।
মুক্তো কত ভালো কাজ করেছিলো? এর উত্তর হচ্ছেঃ কিছুদিনের জন্য কানিজ ফাতিমা লিজাকে আমাদের সোনেলার ব্যানার বানানোর দায়িত্ব দেই, এবং আমাকে সাইট কিছুটা বোঝানোর জন্য ডেভলপার বানাই। সোনেলার অভ্যন্তরীণ কাজ দেখে লিজা অবাক হয়েছিল খুব। বিশাল এক সাইটের চেয়েও বেশী কাজ করেছিল মুক্তো। এমন এমন অপশন সাইটে যুক্ত ছিলো যা কখনো লিজা বা ওর সহকর্মীদের মাথায় আসেনি। লিজা নিজেও সাইট বানায় একটা অফিসে জব করার সুবাদে।
মুক্তো হচ্ছে আমাদের নাজমুল আহসান, যাকে মুক্তো নামেই ডাকি আমি।
#সোনেলার_জন্মকালীন_চিন্তাভাবনা- ২
ছবি কৃতজ্ঞতা আমার এক বন্ধু কায়কোবাদ হোসেন, সচিব, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
৪৩টি মন্তব্য
মনির হোসেন মমি
বাহ্ এতো কিছু ছিলো সোনেলার তা জানা ছিলো না।মুক্তো মানে আমাদের প্রিয় ভাই সহ ব্লগার নাজমুল আহসানকে অবশ্যই ধন্যবাদ দেবো আমাদের জন্য এতো এতো শ্রম দেয়া এবং এখনো চালিয়ে যাচ্ছেন বলে।আশা করব যত
দিন রবে এ সোনেলা
ততদিন রবে ভালবেসে
আমাদের পাশে নাজমুল আহসান।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই
ব্লগ কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সবার প্রতি।
জিসান শা ইকরাম
আরো আসবে সামনে, অপেক্ষা করুণ।
দোয়া করবেন যেন লেখার জন্য হলেও সুস্থ্য থাকি।
শুভ কামনা মনির ভাই।
মনির হোসেন মমি
আমীন।আল্লাহ ভরসা।
শাফিন আহমেদ
আপনার আর ছাইরাছ হেলাল ভাইয়ের অসীম ভালোবাসা আর মুক্তো ভাইয়ের কঠোর পরিশ্রমের ফসলই হচ্ছে জনপ্রিয় “সোনেলা ব্লগ” । ব্লগ ও ব্লগের প্রতিষ্ঠাকালীন সকল সদস্য সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা আর ভালোবাসা ।
জিসান শা ইকরাম
তোমার প্রতিও অনেক ভালোবাসা,
ব্যস্ততা কমলে নিয়মিত হবে সোনেলায়।
শুভ কামনা।
শাফিন আহমেদ
ইন শা আল্লাহ্ অবশ্যই।
ছাইরাছ হেলাল
লেখা চাই।
তৌহিদ
আপনার লেখার মাধ্যমে সোনেলার ইতিহাস জানতে পারছি আমরা সবাই এটা কিন্তু কম প্রাপ্তি নয়! তাইতো বলি হেলাল ভাইয়ের মাথার চুল সব গেলো কই? নাজমুল আমাদের ব্লগের পিছনে নিজের শ্রম মেধা সবটুকুই ঢেলে দিয়েছে, দিচ্ছে। আর আপনি না থাকলে এই ব্লগে আজ আমরা লিখতেই পারতামনা।
ধন্যবাদ নয় কৃতজ্ঞতা জানাচ্ছি ভাই।
জিসান শা ইকরাম
সোনেলার জন্মের আর একটি পোষ্ট বাকি আছে,
এরপর একই শিরোনামে আরো কিছু পোষ্ট আসবে, যদি সুস্থ থাকি।
শুভ কামনা।
অশোকা মাহবুবা
বাহ কতকিছু জানা হচ্ছে! এই গল্প কিন্তু সত্যি কাহিনীগুলো এতদিন কোথায় ছিল? একটা ব্লগ কিভাবে একটু একটু করে শিশু থেকে পরিণত হয় এবং সদর্পে মাথা উঁচু করে দাঁড়ায় সোনেলা তার দৃষ্টান্ত। এভাবেই আজীবন সোনেলা মাথা উঁচু করে চলুক সেই শুভ কামনায়।
জিসান শা ইকরাম
সোনেলা জন্মকালীন ঘটনাবলী কেহ জানে না, জানা উচিৎ সবার, তাই জানাচ্ছি এখন।
২২ সেপ্টেম্বর সাত বছর শেষ হবে সোনেলার বয়স, ২৩ সেপ্টেম্বর অস্টম বছরে পরবে।
এটি অবশ্যই সোনালের ব্লগার, লেখকদের ভালোবাসার কারনে হয়েছে।
সাথে থাকুন সোনেলার
শুভ কামনা।
ইঞ্জা
বাহ, বেশ কিছু অজানা জানা হলো আজ, যদিও অল্প কিছু আপনার মুখ থেকেই শুনেছিলাম।
ভাইজান সোনেলার জন্মমাস এইবার ভিন্নমাত্রা নিয়ে এসেছে, চারিদিকে কেমন যেন সাজ সাজ রব উঠেছে, এর জন্য আমরা অবশ্যই আপনাকে আর তৌহিদ ভাইকে ধন্যবাদ দিতেই পারি, ধন্যবাদ অফুরান ভাইজান আমাদেরকে লেখার জন্য সুন্দর এক ফ্ল্যাটফর্ম দেওয়ার জন্য।
জিসান শা ইকরাম
সবাই অত্যন্ত আন্তরিক ভাবে সোনেলাকে নিয়ে পোষ্ট গিউলো দিচ্ছেন,
দেখে গর্বে ভরে যাচ্ছে হৃদয়।
আপনাদের কারনেই সোনেলা আজ এই পর্যায়ে এসে দাড়িয়েছে।
শুভ কামনা।
ইঞ্জা
এ আমাদের ভালোবাসা আপনার আর সোনেলার জন্য। 😊
জিসান শা ইকরাম
ভালোবাসা জানবেন ভাই।
ইঞ্জা
❤💕
শাহরিন
নাম না জানা সবার প্রতি কৃতজ্ঞতা। লেখার এতো সুন্দর একটি প্লাটফর্ম এর জন্য। ছাইরাছ হেলাল কবিতা লেখা ছাড়া অন্য কাজ করার সময় পায়!!!! হায় হায়
জিসান শা ইকরাম
ধন্যবাদ মন্তব্যের জন্য।
পায় পায়, সময় পাবে না কেন? 🙂
ভালো থেকো, শুভ কামনা।
লেখা দিও।
মোঃ মজিবর রহমান
সোনেলা দুই বন্ধুর স্বপ্নসাধনা
সোনেলা দুই বন্ধুর আত্তভালবাসা
সোনেলা নাম জানা নাজানা সকল ব্লগারের মিলন্মেলা
সোনেলা সাহিত্য ও কাব্যিক গণের সাধনেস্থল।
আপনর আকাংখ্যা স্বপ্ন সাধ আর নাজমুলের মেধা সোনেলা আজ জগত জোড়া।
ভালবাসি ভালবাসি ভালবাসি।
জিসান শা ইকরাম
সোনেলা আপনার আমার সকলের ব্লগ মজিবর ভাই।
ভালো থাকবেন,
শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
হ্যা সোনেলার ব্যাক্তির ছেড়ে সমগ্র মানুসের জন্য উম্মুক্ত।
আপনি কেমন আছেন।
নাজমুল আহসান
পুরো পোস্ট আর কমেন্ট জুড়ে তো দেখি খালি ডেভেলপারের কথাই লেখা! দোয়া করি, সোনেলার ডেভেলপার দীর্ঘজীবী হোক!
জিসান শা ইকরাম
এই পোষ্ট ডেভলপারের জন্যই। তিনটি ধাপে শেষ করবো সোনেলা জন্মকালীন চিন্তা ভাবনা।
সোনেলার ডেভেলপার দীর্ঘজীবী হোক।
শুভ কামনা।
নাজমুল আহসান
আমি তখন পেশাদারিত্বের খাতিরে (আরও স্পষ্ট করে বললে টাকার জন্যে) সোনেলার কাজে হাত দিয়েছিলাম, এটা সত্যি। তবে ধীরে ধীরে যে সোনেলায় মায়ায় আটকা পড়ে গেছি, সেটা বলাই বাহুল্য!
এ জীবনে কতো কাজ করলাম, কতো লক্ষ লক্ষ লাইন কোড লিখলাম, সোনেলার মতো এতো যত্ন আর আন্তরিকতা নিয়ে অন্য কোনো কাজ করি কিনা মনে করতে পারছি না।
আর একটা ব্লগ তৈরি করা বড় কোনো ব্যাপার নয়। এমন কারিগরি দক্ষতা অনেকেরই আছে। কিন্তু একে তিলে তিলে বড় করার মতো অসাধ্য সাধন আপনারা করেছেন। আপনাদের ডেডিকেশন (উপযুক্ত বাংলা পাচ্ছি না) অবাক করার মতো।
সোনেলা বেঁচে থাকুক হাজার বছর।
জিসান শা ইকরাম
মানুষের মনের মত কাজ করা অত্যন্ত কঠিন।
আপনি আমাদের সকলের মনের মত কাজ করে সমস্ত ব্লগারদের চাহিদা পূরণ করেছেন।
এখনো সামান্য ত্রুটি যা দেখা যায়, আপনাকে বলার সাথে সাথে আপনি তার সমাধান করে দেন।
সোনেলার প্রতি আপনার আন্তরিক টান এবং ভালোবাসা আমি ফিল করি সব সময়,
ভালোবাসা না থাকলে সোনেলার এই নতুন ভার্ষন আপনি করতেন না, আমরা তো এটির দাবী করিনি কখনো।
এক্ষেত্রে আপনার সহধর্মিনী যাকে বৌমা হিসেবে দেখি, তিনি আপনার পাশে ছিলেন। আপনাদের দুজনকেই আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। দোয়া করি আপনাদের দুজনের পরিবারকে- হাসি আনন্দ বজায় থাকুক সারাক্ষণ।
ডেডিকেশন অবশ্যই আছে, আমাদের ( আপনি সহ ) এবং সকল ব্লগারদের।
শুভ কামনা।
আরজু মুক্তা
নাজমুল ভাই আসেন আগে হাত মিলাই। আমার বাবামা আমাকে মুক্তো বলে ডাকে।
আপনি এতো সুন্দর ও পরিশ্রম দিয়ে যে সোনেলার কাজ করেছেন, সে জন্য ধন্যবাদ। না হলে এতো চমৎকার প্লাটফরম কই পেতাম? আর জিসান ভাইকে ও ছাইরাস ভাইকে ও শুভেচ্ছা! ওনাদের পরিশ্রম আর আমাদের ভালোবাসা, এই দুই মিলেই সোনেলা!
জিসান শা ইকরাম
সোনেলায় তো দেখছি এখন মুক্তোর মেলা বসেছে।
আপনারা দুজন বাদেও আর একজন মুক্তা আছেন এখানে।
মন্তব্যের জন্য ধন্যবাদ,
শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
বাহ্
আজ সত্যিই মন ভরে গিয়েছে কিছু অজানা কথা জেনে।
অশেষ কৃতজ্ঞতা জানাই হেলাল ভাই ও নাজমুল ভাইকে।
প্রিয় সোনেলার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
আপনিও ভালো থাকুন দাদা সবসময়।
আপনার হাত ধরে আমার ব্লগে প্রথম চলা।
জিসান শা ইকরাম
তোমরা সোনেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছো,
দিন রাত সোনেলাকে নিয়ে আছো।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তোমাদেরই প্রাপ্য প্রদীপ।
শুভ কামনা
শুভ ব্লগিং।
সাবিনা ইয়াসমিন
ভালো লাগছে ইতিহাসের ২য় পাতায় এসে। অনেক জানার মধ্যে নতুন এক তথ্য জানলাম। মহারাজ সোনেলাকে ভালো বাসেন বুঝতাম, কিন্তু সোনেলার জন্যে নিজের মাথার চুল বিসর্জন দিয়েছিলেন শুনে পুলোকিত বোধ করছি। 🙂 ( তবে রহস্য ফাঁস করা ঠিক হয়নি, এখন যদি সে নিজের মাথার চুল ফেরত চায় ক্যামনে দিবেন?) 😉
নাজমুল / মুক্তো তার কাজ নিয়ে বেশি বলার নেই। তার দক্ষতা কেমন দুর্দান্ত তাতো আমরা ব্লগে লেখা-লেখি করতে গিয়েই বুঝি। আমাদের ব্লগিং হ্যাপি করে দিয়েছে সে। সোনেলার মত পারফেক্ট সাইড খুব কমই আছে আমাদের দেশে।
” এই পিচ্চি ছেলেটা আমাদের ডেভলপার স্যার ” ভাবতেই গর্ব হয়। 🙂
নাজমুল আহসান
বুঝেন অবস্থাডা 🙁
জিসান শা ইকরাম
হা হা হা
জিসান শা ইকরাম
ছাইরাছ হেলালের চুলের ইতিকথা কিন্তু আমি নিশ্চিত বলিনি, সন্দেহের অবকাশ আছে এ বিষয়টিতে। লেখার মধ্যে একটু ফান আনা ভালো 🙂
ঠিক বলেছেন, সোনেলার মত পারফেক্ট সাইট আমাদের দেশে খুব কমই আছে, অবশ্য একটি ব্লগ আমাদের এই সোনেলাকে সম্পুর্ন নকল করে তৈরী হয়েছে।
হ্যা এখনো সে ছোটই 🙂
ভালো থাকবেন,
শুভ কামনা।
নিতাই বাবু
আপনার পোস্ট এবং লেখা থেকে সোনেলা ব্লগের পুরো ইতিহাস জানা হলো। যা আগে জানা ছিল না। অনেক তেল খড়ি পুড়িয়ে সোনেলাকে এতদূর এগিয়ে নিয়েছেন, শুধু আপ্রাণ চেষ্টার বিনিময়ে। বিশেষ করে সোনেলার পিছনে আপনার পরিশ্রমই অত্যন্ত বেশি। আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। সাথে আছে। জয় হোক সোনেলার। জয় হোক সোনেলা পরিবারের সকলের। শুভ ব্লগিং।
জিসান শা ইকরাম
সোনেলা জন্মের ইতিহাস এর একটু বাকি আছে, এ সম্পর্কে আর একটি পোষ্ট আসবে।
আপনারা ব্লগাররাই সোনেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন,
আমরা কেবল সহায়ক শক্তি মাত্র।
সোনেলার সাথে থাকুন-
শুভ কামনা।
রেজওয়ান
অনেক অজানা তথ্য জানলাম। শুভকামনা সকল ডেভলপার, লেখক-লেখিকাদের জন্য❤আর অনেক ভালবাসা মুক্ত ভাইয়ের জন্য এত সুন্দর সাইট তৈরি করেছেন বলে✌আর জিসান ভাইতো আমার বড় ভাই উনার সম্পর্কেযত কম বলা যায় ততই ভাল😂
জিসান শা ইকরাম
ধন্যবাদ তোমারও প্রাপ্য, তোমাদের সকলের হাত ধরেই সোনেলা এত দূর অগ্রসর হয়েছে।
হ্যা, আমার কথা যত কম বলা হবে ততই মঙ্গল 🙂
প্রবাসে ভালো থেকো।
শুভ কামনা।
রেজওয়ান
ভালবাসা নিবেন ভাইজান❤
ছাইরাছ হেলাল
স্মৃতির ঝাঁপি খুলে বসেছেন দেখছি!
জিসান শা ইকরাম
স্মৃতির আর কি দেখলেন?
আরো বাকি আছে তো 🙂
শুভ কামনা।
নাজমুল হুদা
সোনেলার ইতিহাস সম্পর্কে জানলাম।
সোনেলার প্রতিটি অপশন অনেক আর্কষনীয় আমার অনেক ভালো লাগে।
আপনাদের উৎসাহ আর মন্তব্যের হাত ধরে আমিও সোনেলায় হাঁটতে চাই 😍
জিসান শা ইকরাম
সোনেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছো তোমরা,
সোনেলার মুল গর্ব তোমারা ছোট ভাই।
সোনেলার সাথে থেকো,
শুভ ব্লগিং,
শুভ কামনা।
চাটিগাঁ থেকে বাহার
ইমারতের গাঁথুনির ইতিকথা জানলাম। আরো জানলাম ইঞ্জিনিয়ার, কারিগর, পৃষ্ঠপোষকবৃন্দের কর্মতৎপরতা সম্পর্কে। সবার জন্য সম্মান ও ভালোবাসা।