
* ব্লগ (Blog) যেখানে একই সাথে লেখা, পড়া, শেখা, শেখানো, অপরের ভিন্ন মতবাদ সম্পর্কে জানা, এবং বিভিন্ন বিষয় নিয়ে অগুণতি মানুষের সাথে নিজের মনোভাব সহ মতবাদ স্বাধীন ভাবে আদান-প্রদান খুব সহজেই করা যায়।
এছাড়া নিজেদের ভালোলাগা, আনন্দময় মুহুর্ত গুলো একইস্থানে জমা করা, দৈনন্দিন জীবনের খেরো খাতা ( ডায়েরি ) , চোখের সামনে ঘটা পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ভ্রমন, রোগ-শোক, শুভদিন-শুভেচ্ছা বিনিময় করার জন্যেও ব্লগ হতে পারে অন্যতম একটি মাধ্যম।
ব্যস্ততম সময়ে খাতা-কলমের নিয়মিত ব্যাবহার আমরা ছেড়ে দেই প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করেই। কিন্তু তারপরেও লেখা-লেখি থেমে থাকেনা। পত্র-পত্রিকায়, অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, কখনো বা ব্যাক্তিগত একটি ডায়েরিতে দিন শেষে কিছু না কিছু লিখেই রাখি। লেখা-লেখি বা পড়ার মাধ্যম হিসেবে অনলাইন মাধ্যম গুলো এখন জনপ্রিয়তার শীর্ষে। যার বেশির ভাগটাই দখল করেছে ব্লগ এবং ফেসবুক।
ফেসবুকটা শুধুই প্রতিদিনের জন্যে। এখানকার লেখা-পড়ার পরিসর সীমিত বলা চলে। নামই যেহেতু ফেসবুক, তাই এর মুল আকর্ষণই হলো ব্যাক্তির ফেস ( মুখ)। ছবি, ভিডিও, স্টাটাস এগুলোই এখানে মুখ্য। লাইক-কমেন্ট-শেয়ার তারপর পোস্টের মর্যাদা কমে যাবে পরবর্তী পোস্ট দেয়ার সাথে সাথেই।
ফেসবুকে আপনি যাই লিখুন তার মুল পাঠক বা পাঠ-প্রতিক্রিয়া কাঙ্খিত মানের পাবেন, এই ধারণা করা ভুল। আপনার পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা ছবিতে আপনি যে মন্তব্য পাবেন, পোকা ধরা আম খাওয়ার ছবিতেও সেইম কমেন্ট পাবেন। অথবা আপনার বিয়ে বা মায়ের মৃত্যুর পোস্টেও আপনি লাইক পাবেন! কারণ ফেসবুকে আপনার মুল বক্তব্য পড়ার পাঠক অতি নগণ্য। এখানে লাইক-কমেন্ট দিয়ে পাশে থাকাকেই বন্ধুত্ব/ ভক্ত/ পাঠক হিসেবে ধরে নেয়া হয়।
যিনি লেখেন, তিনি চান তার ভাবনার জগৎটা আরো বিস্তৃত হোক। তার লেখাটি পাঠকের কাছে পৌছে যাক। পড়ার পর পাঠকের কাছে তার লেখাটি কতটুকু সমাদৃত হয়েছে বা পাঠকের মনে বিরূপ কোন প্রভাব ফেলেছে কিনা সেটা জানার প্রতিও লেখকের মাঝে একটা আগ্রহ থাকে। আর এই আগ্রহটা শুধু মাত্র ফেসবুকে লিখে কখনোই মিটবেনা।
ফেসবুকের বন্ধুরা লাইক-রিয়েক্ট দিয়ে যাবে। কিন্তু লাইক-রিয়েক্ট পেয়ে আর যাই হোক লেখক তার লেখার মান সম্পর্কে পূর্ণ ধারণা পেতে সক্ষম হবেন না। এক্ষেত্রে ব্লগ অগ্র ভুমিকা পালন করে।
ব্লগে প্রকাশিত লেখাটি মুহূর্তেই ছড়িয়ে যায় পাঠক থেকে পাঠকে। এখানে পাঠক গন লেখকের নাম/পরিচয় নিয়ে দ্বিধা-দ্বন্দে থাকেনা। পক্ষপাতিত্ব নেই। লাইক-রিয়েক্ট এর পরিসংখ্যা নিয়েও প্রতিযোগিতার অবকাশ নেই। এখানে লেখক নিজে লেখেন, পাঠ করেন, নিজের লেখার বিশ্লেষণ করে দেন বুঝতে না পারা পাঠকের মন্তব্যের জবাবে। এখানে পাঠকও লেখক। পাঠক লেখাটি নিজ আগ্রহে পড়েন, মতামত দিয়ে প্রকাশ করেন তার পাঠ-প্রতিক্রিয়া।
ফেসবুককে যদি দৈনন্দিন খোঁজ-খবরের জগৎ হিসেবে ধরি, বা বাড়ির ঘর-উঠোন বলি, তাহলে ব্লগকে আমরা বলতে পারি লেখক-পাঠকের মিলনস্থান। একটি ফ্লাটে বা বাড়িতে একটি পরিবার থাকে, কিন্তু একটি মিলন স্থানে বা মিলন মেলায় কত পরিবার অংশ নেয় তা গুনে শেষ করা যাবেনা।
* সোনেলা দিগন্তে জলসিঁড়ির ধারে…
সোনেলা ব্লগ স্বাধীন ব্লগারদের বিচরণ করা সমস্ত ব্লগের মাঝে অন্যতম। কারণ এই ব্লগের সুষ্ঠ নীতিমালা, আভ্যন্তরীণ সুবিধা, বিভাগ সমূহ, কারিগরি দিক, আনলিমিটেড পাঠক সংখ্যা, কোন্দলমুক্ত পরিবেশ অন্য যে কনো ব্লগ থেকে উন্নত মানের। এছাড়াও সোনেলার কিছু আলাদা বৈচিত্র্য ব্লগটিকে ভিন্নরূপে নিজেকে প্রকাশিত করেছে। অন্য অনেক ব্লগগুলোতে প্রায় ললক্ষাধিক ব্লগার /পাঠক থাকা সত্বেও মন্তব্যের সংখ্যা ১০/১৫ অতিক্রম করেনা, সেখানে সোনেলা ব্লগের প্রতিটি পোস্টে লেখকগণ গড়ে ২০ টি কমেন্ট পাচ্ছে! বিশ্বের ৪৭ টিরও ( এই মুহুর্তের হিসেবে ) বেশি দেশ থেকে গুগল সার্চ এর মাধ্যমে পাঠক আসে এই ব্লগে। সোনেলা ব্লগের ইউনিক পাঠক বর্তমানে ৯৫৩ জন ( অর্থাৎ এই সংখ্যক পাঠক প্রতিদিন সোনেলা দেখবেনই, এর পরে আছেন অস্থায়ী পাঠক যারা প্রতিমুহূর্তে গুগল সার্চ দিয়ে আসেন এই ব্লগে ) যা যে কোনো ব্লগের চাইতে কয়েকগুণ ছাড়িয়ে। দেশের অন্যান্য ব্লগ যখন ম্রিয়মাণ, তখন সোনেলা ব্লগ তার প্রতিষ্ঠার আট বছরে পদার্পন করেছে। এটি সম্ভব হয়েছে সোনেলার ব্লগার, লেখক, পাঠক, শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার কারনেই।
সোনেলা ব্লগের একজন হতে পেরে আমি নিজেকে সম্মানিত মনে করি। কাছের-দূরের যারাই লেখা-লেখি বা ব্লগিং করতে ইচ্ছুক, তাদেরকে সোনেলা ব্লগ পরিবারে স্বাগতম। আসুন, লিখুন, বাংলা ব্লগ সাইট জগতের অন্যতম সোনেলা ব্লগ। এই সুন্দর উঠোনে সবাইকে আমন্ত্রন জানাই।
৮২টি মন্তব্য
জিসান শা ইকরাম
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোষ্ট দিয়েছেন ম্যাডাম,
যারা ব্লগে লেখার উপকারিতা কি এই প্রশ্ন মনের মধ্যে লালন করেন,
তাঁদের সমস্ত প্রশ্নের উত্তর এই লেখায় পাবেন তারা আশাকরি।
এমন পোস্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
লেখাটি সোনেলার সমস্ত ব্লগারের শেয়ার দেয়া উচিৎ।
শুভ কামনা সোনেলা ব্লগ
শুভ কামনা ম্যাডাম।
সাবিনা ইয়াসমিন
আপনি সোনেলায় কেন লেখেন বা আমি সোনেলায় কেন লিখবো,ফেসবুকে আর ব্লগে লেখার পার্থক্য কি…. এই টাইপের প্রশ্নগুলো থেকেই লেখাটি লেখার প্রয়োজনীয়তা অনুভব করছিলাম।
সুন্দর এবং প্রথম মন্তব্যের জন্যে ধন্যবাদ।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভিন
আমি এই পরিবারের সদস্য হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি।মেধা বিকাশের চমৎকার মাধ্যম এই সোনেলা ব্লগ। অজস্র শুভ কামনা রইলো এই ব্লগের জন্য।
হ্যাপি ব্লগিং 💓💓
সাবিনা ইয়াসমিন
সোনেলার নিরন্তর জয় হোক
ভালো থাকুক সোনেলার লেখক-পাঠক সহ অগুণতি শুভাকাঙ্ক্ষীরা।
ধন্যবাদ ও শুভ কামনা আপনাকে 🌹🌹
মনির হোসেন মমি
ভাল বলেছেন।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ছোট্ট ভাই।
জয় হোক আমাদের ব্লগ পরিবারের।
শুভ কামনা 🌹🌹
এস.জেড বাবু
পরিবারের সদস্য মনে হচ্ছে নিজেকেও, ধন্যবাদ সোনেলার প্রিয় মানুষদের যারা অল্প সময়ের ব্যাবধানে প্রতিটি লিখায় পাশে থেকেছেন।
সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী এই সময়টা মূলত স্বাভাবিক কাজ কর্ম থাকলেও অনেকাংশেই ফ্রি থাকি। আমি মূলত গরমের সিজনের ব্যাবসায়ি। বছরের বাকি সময়টা নিঃশ্বাস ফেলার সময় থাকে না।
তবু পরিবার তো পরিবার, বেশ ছন্দময়তায় কেটে যাচ্ছে দিন।
ভাবছি আসছে সিজনে সোনেলার বিরহে কেমন কাটবে আমার।
চমৎকার এই প্লাটফরমের সকল কুশলীদের আন্তরিক ধন্যবাদ জানাই।
সাবিনা ইয়াসমিন
সোনেলা শুধু একটি ব্লগ প্লাটফর্ম নয়, বড় পরিসরের একটি পরিবার। এখানে আসতে দেরি হয়, কিন্তু পরিবারের একজন হয়ে উঠতে দেরি হয় না ভাই। আর এটাই সোনেলা শক্তি। আন্তরিকতা, একাগ্রতা, বন্ধন সব কিছুই পাওয়া হয় এই উঠোনে। তাই যেখানেই থাকুন, যত ব্যস্ততম সময় কাটান, সোনেলা থেকে দূরে থাকতে পারবেন না। আত্মার টানে আসতে হবে বারবার এই জলসিঁড়ির ধারে।
খুব সুন্দর কমেন্ট এর জন্যে একরাশ ধন্যবাদ বাবু ভাই। ভালো থাকুন।
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
এত কিছু!
তাহলে তো এখানেই লিখতে হবে এবার থেকে! এতদিন বলেন-নি কেন!
অনন্য অর্ণব
Hahaha😄
সাবিনা ইয়াসমিন
এতদিন ভাবছিলাম এসব সুযোগ-সুবিধা নিয়ে আপনি লিখবেন। তাই অপেক্ষায় ছিলাম কবে ডাইনির দঙ্গল হতে ফুরসত পাবেন। কিন্তু নাহ, আপনিতো চলে গেছেন পরীদের দখলে…😜😜
অনন্য অর্ণব
পাশে থাকার প্রত্যয় নিয়ে এসেছি। আশা করি সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ।
সাবিনা ইয়াসমিন
নতুন যে কজন ব্লগার সোনেলায় এসেছে তাদের মধ্যে আপনি নিজের লেখনি, অসাধারন মন্তব্য, এবং চমৎকার ব্যাক্তিত্ব দিয়ে সবার মনে স্থান করে নিয়েছেন। আমরাও আপনাকে সব সময় পাশে পেতে চাই অনন্য। আশা করি সোনেলা উঠোন সবার কলরবে সারাক্ষণ প্রানবন্ত হয়ে থাকবে।
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
সত্যি আমি এই পরিবারের সদস্য হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি।মেধা বিকাশের চমৎকার মাধ্যম এই সোনেলা ব্লাগ। অসংখ্য ধন্যবাদ দিদি ভালো থাকুন সব সময় শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
আপনি সোনেলায় আমার অনেক সিনিয়র। তাই সোনেলা নিয়ে আপনার অনুভব, অনুভূতি নিঃসন্দেহে বেশি। আমরা কৃতজ্ঞ এখানে একসাথে আমাদের উপলব্ধি গুলো প্রকাশ করতে পেয়ে।
ভালো থাকুন দাদা,
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
না দিদি আমি না , আপনি আমার সিনিয়র,ধন্যবাদ।
ব্লগ সঞ্চালক
সঞ্জয় মালাকার এর সোনেলার বয়স আজ ৫ মাস ২১ দিন। আপনিই সিনিয়র সাবিনা ইয়াসমিন ম্যাডাম।
সাবিনা ইয়াসমিন
উহু, আমি যখন সোনেলায় এসেছি তখন সঞ্জয় দাদা গ্রুপে নিয়মিত লিখতেন। সোনেলা গ্রুপে আমি প্রথম কমেন্ট করেছিলাম দাদার লেখায়। সেই হিসেবেই সঞ্জয় দাদাকে আমি সিনিয়র মানি। 🙂
তৌহিদ
দারুণ একটি পোষ্টের জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপু। আমরা অনেকেই ফেসবুক এবং ব্লগকে গুলিয়ে ফেলি। এই পোষ্ট পড়লে নিশ্চিত তাদের কিছু ধারনা হবে ব্লগ সম্পর্কে। এবং সেটি পজিটিভ।
সোনেলা নিয়ে এতকিছু বলেছেন আর নতুন করে কিছু বলার নেই। আমি গর্বিত সোনেলার একজন সদস্য বলে। সোনেলা এগিয়ে চলুক আপন গতিতে এটাই কাম্য।
ভালো থাকবেন আপু।
সাবিনা ইয়াসমিন
ফেসবুক এবং ব্লগ দুটোই প্রায় এক মনে হলেও এদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সেটাই কিছু তুলে ধরার চেষ্টা করেছি।
সোনেলা এগিয়ে যাক সফলতার সাথে।
শুভ কামনা 🌹🌹
রাফি আরাফাত
একদম ঠিক কথা আপু। এ কারনেই লেখি৷
সাবিনা ইয়াসমিন
শুভ কামনা সব সময়ের জন্যে 🌹🌹
কামাল উদ্দিন
কি দারুণ ব্যাপার,
। তবে এখানে সকলে আমাকে যতোটা স হযোগিতা করছে আমার মনে হচ্ছে আট বছরের পুরোটা সময়ই আমি সবার সাথে ছিলাম। বাংলা ব্লগগুলো নির্বিগ্নে এগিয়ে চলুক, এই কামনা করছি…………….ব্লগের বয়স আট বছর, আর আমার বয়স আট দিন
সাবিনা ইয়াসমিন
আটদিনে আট বছরের সময়ের মতো করে নিজেকে এখানে পাওয়া সম্ভব হয়েছে এখানকার সহ-ব্লগারদের সীমাহীন আন্তরিক মনোভাবের কারনে। সোনেলা ব্লগের সাফল্যের মুলে এই আন্তরিকতা অন্যতম উপকরন। নিরবিচ্ছিন্ন হয়ে সবাই এখানে থাকবেন এটাই প্রত্যাশা।
বাংলা ব্লগ জগতে সোনেলা তার স্বকীয় মর্যাদায় এগিয়ে যাক।
শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
বাংলা ব্লগ জগতে সোনেলা তার স্বকীয় মর্যাদায় এগিয়ে যাক এই কামনায় আমিও আছি সবার সাথে…………
ব্লগ সঞ্চালক
আমরা ব্লগ টীম আশা করি আপনি থাকবেন সোনেলার সাথেই ব্লগার কামাল উদ্দিন।
কামাল উদ্দিন
ব্লগ আমার নেশা, থাকতে তো হবেই ভাই
ব্লগ সঞ্চালক
এমন একটি পোষ্ট দেয়ার জন্য সোনেলা ব্লগ টীমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সোনেলাকে যেভাবে ধারণ করেছেন নিজের মাঝে তা অন্য সমস্ত ব্লগারের জন্য অননুকরণীয়।
শুভকামনা, শুভ ব্লগিং।
সাবিনা ইয়াসমিন
সোনেলা ব্লগ পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের জন্য এত সুন্দর একটি প্লাটফর্ম দেবার জন্যে।
শুভেচ্ছা ও অভিনন্দন সোনেলা ব্লগ টিমের প্রতি 🌹🌹
বন্যা লিপি
সোনেলার একজন সদস্য হিসেবে নিজেকে আরেকবার আনন্দিত অনুভব করছি, আপনার এই পোস্ট পড়ে। আপনি সঞ্চালক বৃন্দের একজন বিধায় আপনাকে যথাযথ সন্মান প্রদর্শন পূর্বক সম্বোধনে ভূষিত করে মন্তব্য দিচ্ছি।
কি?কেন? কোথায়?কেমন? কেন নয়? এমন সব প্রশ্নের চুলচেরা ময়নাতদন্তের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন ব্লগ এবং সোনেলা ব্লগের রূপরেখা। ধন্যবাদ শব্দটা খাটো হয়ে যাবে আপনার জন্য।আপনাকে অভিবাদন।
কেউ যখন কোনো উপাধি পায়! তা সে নিজ কর্মগুণের কারনেই অর্জন করেন। আজ এই পোস্ট পড়ে আরেকবার উপলব্ধি করলাম, আপনাকে দেয়া উপাধির আপনি যথাযথ মর্যাদা রেখে চলেছেন বলেই, আপনি সাবিনা ইয়াসমিন স্থলে ★সোনেলা ইয়াসমিন★ উপাধিতে উজ্বল এক নক্ষত্র।
ওরে……আর পারতেছি না। এবার আসি সখী ময়না-২’র জন্য। তোমার তুলনা তুমি।
ভাগ্যিস সোনেলায় এসেছিলাম বলে, তোমাকে পেয়েছি বন্ধু বলে। এটাও আমার আরেকটা বড় অর্জন। তোমার জন্য ভালবাসা ফুরাবার নয়।
তোমার সর্বাঙ্গীণ কুশল কামনায় অফুরন্ত ভালবাসা❤❤💚💚❤❤ শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
সোনেলার এই উঠোনে না এলে আমি তোমার মত বন্ধু পেতাম না বন্যা। এটা আমারও অর্জন। তোমার কমেন্ট এবং অভিবাদনের প্রতিউত্তরের জবাব দিতে আমি অক্ষম। ভালোবাসার গভিরতা মানুষকে নির্বাক, কখনো বা শব্দহীন করে দেয়। আজ সেটা আরেকবার উপলব্ধি করলাম।
যে যেখানেই থাকি, যেভাবেই থাকি আত্মার বন্ধনে আবদ্ধ হয়ে থাকবো ইনশাআল্লাহ।
একরাশ ভালোবাসা তোমাকে ❤❤
রেহানা বীথি
সুন্দরভাবে তুলে ধরেছেন ব্লগকে। ভালোলাগা তো ছিলই, আরও বেড়ে গেল ।
সাবিনা ইয়াসমিন
এই লেখাটিকে ব্লগ এবং সোনেলা নিয়ে বৃহৎ অনুভব প্রকাশ করার ক্ষুদ্র প্রয়াস বলতে পারেন আপু। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শুভ কামনা 🌹🌹
নৃ মাসুদ রানা
গুরুত্বপূর্ণ….
সাবিনা ইয়াসমিন
তাই! আমার তা মনে হচ্ছে না মাসুদ ভাই। যারা ব্লগিং লাইনে আছেন তারা প্রায় সকলেই ব্লগ এর উপকারীতা সম্পর্কে জ্ঞাত। নতুনদের জন্যে এর বৈশিষ্ট্য গুলো তুলে ধরা। এটা উপকারী পোস্ট হতে পারে,,,, কিন্তু গুরুত্বপূর্ণ না 🙂
শুভ কামনা অবিরত 🌹🌹
মোঃ মজিবর রহমান
আমিতো লেখক না মনের আনন্দে আসি আপনাদের মুল্যবান লেখা পড়ি মনের ত্রিপ্তির জন্য তাতেই খুশি। লিখুন নতুন ব্লগারদের সুযোগ দিন লেখার আমি আসব ক্ষন।
সুন্দর একটি পোস্ট । শুভেচ্ছা অবিরত।
সাবিনা ইয়াসমিন
নতুনদের জন্যেই এই প্রচেষ্টা। যারা লিখতে-পড়তে চাচ্ছেন কিন্তু ব্লগ বিষয়ে অজ্ঞতা থাকার কারনে বিভ্রান্ত হয়ে পরেন তাদের জন্যে এই পোস্ট। আমরা চাচ্ছি নতুনরা মনের আনন্দে এখানে বিচরণ করুক কোনো ভ্রান্ত ধারণা না রেখেই।
আপনি আমার সিনিয়র ব্লগার। পাঠক, লেখক, মন্তব্যকারির ভুমিকায় আপনাকে সোনেলার পাশে দেখেছি সব সময়। শ্রদ্ধা রাখি আপনার প্রতি। আর এটা আপনি আপনার নিজের যোগ্যতায় অর্জন করেছেন। ভালো থাকুন সারাক্ষণ।
শুভ কামনা মজিবর ভাইজান 🌹🌹
মোঃ মজিবর রহমান
আসলে কি আপু অনেক ব্লগার ফেসবুক আর ব্লগ এক করে আমি তা মানতে বেরাজি। আকাশ পাতাল পার্থক্য এই দুইটাই।
১. ফেবিতে লাইক, শেয়ার কমেন্ট আসে বাট ভুল, ভাল লেখার মান্সম্পন্ন হল কিনা তা যাচাই হইনা।
৩. ব্লগ একটি পরিপূর্ণ লেখা স্থান, যেখানে একটি কবিতা, গল্প , প্রবন্ধ, উপ্যনাস পরিপূর্ণতা পায়।
যাদের ভবিতসতে লেখক বা লেখার শখ বা ইচ্ছা তারা একমাত্র ব্লগেই হাত বা লেখক হওয়ার সুবর্ণ সুযোগ।
আপনাকে এই জন্যই আরেকটি ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
আভ্যন্তরীণ সুবিধা কি কি আপুমনি।
সাবিনা ইয়াসমিন
এটাও আমাকে বলতে হবে!!
* অন্যান্য ব্লগে লেখকরা নিজ দায়িত্বে যান। ভালো লেখক না হলে তার লেখায় কমেন্ট দূরের কথা, পাঠক খুঁজে পাওয়া যায়না। সোনেলায় এমন নজির নেই।
* এখানে লেখক যদি লেখাতে কোনো ভুল করেন তাহলে সোনেলার মডারেটর গন নিজেদের উদ্যেগে লেখাটির সম্পাদনা করে দেয়, যেটা লেখক নিজেও বুঝতে পারেন না।
* অন্যান্য ব্লগে ব্লগিং শিখে ঢুকতে হয়, কিন্তু সোনেলা ব্লগে ব্লগাররা হাতেখড়ি নেয়ার সুবিধা পান। মানে, কিভাবে লিখবেন থেকে শুরু করে কি লিখবেন পর্যন্ত সমস্ত সাজেশন গুলো সহ ব্লগারদের মাধ্যমে জেনে নিতে পারেন।
* যারা আইডি খুলতে না পারার জন্যে ব্লগে লিখতে/ কমেন্ট করতে পারেন না, তাদেরকে আইডি তৈরি করে দেয়া হয়।
* সোনেলার নিজস্ব পেইজ, এবং গ্রুপ অলটাইম এক্টিভ থাকে। যার ফলে এই ব্লগের পোস্ট গুলো শেয়ার করার কোনো ঝামেলা ব্লগারদের পোহাতে হয়না। ব্লগারদের যেকোনো সমস্যা, অজানা বিষয় গুলো খুব সহজেই গ্রুপে পোস্ট দিয়ে জেনে নিতে পারেন।
* সোনেলা গ্রুপের এডমিন এবং মেম্বারের মাঝে খুব বেশি পার্থক্য নেই। তাই প্রতিটি সদস্যই সমান মর্যাদা পান।
*এখানে সুযোগের সদ্বব্যবহার করে কেউ চলে গেলেও তার প্রতি কোন বিরুপ ব্যবস্থা নেয়া হয়না।
★ এছাড়াও আরো অনেক অনেক সুযোগ সুবিধা ব্লগার/ মেম্বাররা পায় / পাচ্ছেন। সব লিখতে গেলে হয়রান হয়ে যাবো 🙂
মোঃ মজিবর রহমান
এইটা লেখার মাঝে হাল্কা করে এডিট করুন। অনেক উপকৃত হবেই। দেখলেন এক খোজাতেই কতগুলা পয়েন্ট এল। সবাই জানুক।
ব্লগ সঞ্চালক
মন্তব্যও পোস্টের একটি অংশ ব্লগার মজিবর। তাই মুল লেখা সংশোধন আবশ্যক নয়।
চাটিগাঁ থেকে বাহার
যারা নিজেকে লেখক হিসেবে দেখতে চায় তাদের উচিত ব্লগ থেকে লেখা শুরু করা। কারণ ব্লগ হচ্ছে লেখক তৈরীর সূতীকাগার। এখানে ব্লগাররা পরস্পরের প্রতি এতই আন্তরিক থাকে যে অপরের লেখায় পজেটিভ সমালোচনার মাধ্যমে নিজের লিখনী শক্তির ভীত মজবুত করতে পারেন।
সোনেলা ব্লগের পরিবেশ পরিচ্ছন্ন। বলা যায় লেখার সুন্দর পরিবেশ বিরাজমান। এখানে ব্লগাররা অপর ব্লগারের লেখা পড়ে মন্তব্য করেন। এটা সবচেয়ে ভাল লাগে। ব্লগে হয়তো সবসময় ৩/৪ জন ব্লগারও থাকেন না। ক্ন্তিু প্রায় প্রতিটি পোস্টেই গড়ে ২০/২৫ টি মন্তব্য আসছে। এটা অবশ্যই ভাল দিক। সোনেলা এগিয়ে যাক বহুদূর এই কামনা করি।
সবার জন্য শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
আপনার সুন্দর মন্তব্যের ধন্যবাদ বাহার ভাইয়া।
আমাদের ব্লগের নাম সোনেলা ব্লগ। বানানটা ঠিক করে নিন প্লিজ 🙂
শুভ কামনা অবিরত 🌹🌹
চাটিগাঁ থেকে বাহার
দুঃখিত বানান ভুলের জন্য। কিন্তু কীভাবে ঠিক করব? মন্তব্য তো এডিট করা যায় না!
সাবিনা ইয়াসমিন
মডারেটর আশা করি ঠিক করে দিবেন। টেনশন নট বাহার ভাইয়া 🙂
আসিফ ইকবাল
খুব সুন্দর লিখেছ সাবিনা! আসলে ফেসবুক সত্যি সত্যি “মুখবই”, ইন্সটাগ্রামের মতোই। ওখানে serious লেখার জায়গাটা কম। খবরের কাগজ, ছড়ার বই, ছবির Album, video এইসবের একটা জগাখিচুড়ি। সত্যিকার সাহিত্যচর্চার জায়গাটা ব্লগ। আর সোনেলা ব্লগটা যতোই দেখছি মুগ্ধ হচ্ছি। এইখানে লেখক এবং অবশ্যই পাঠকদের চিন্তগার গভীরতা, লেখার ঋদ্ধতা মুগ্ধ করার মতো। নিবেদিত সাহিত্যচর্চার এই আকালের দিনে সোনেলা একটা মোমবাতির মতো জ্বলে আছে, ছড়িয়ে যাচ্ছে রোশনাই। সোনেলার সাথে জড়িত সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।
ব্লগ সঞ্চালক
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ব্লগার আসিফ ইকবাল। অনেকেই ফেইসবুক আর ব্লগকে এক পাল্লায় মাপে। আপনি মন্তব্যের মাধ্যমে এর পার্থক্য বুঝিয়ে দিলেন।
সোনেলার সাথে থাকুন।
শুভ ব্লগিং।
সাবিনা ইয়াসমিন
আপনিতো ব্লগের উপকারীতা অনেএএএএএএএক ভালো বোঝেন! আমি আগে জানলে আপনার কাছ থেকে দু-চার লাইন হাওলাৎ করতাম।
আপনি কি পারফেক্ট লেখক হয়ে গেছেন নাকি আসিফ সাহেব? লেখা দেয়ারতো কোনো নাম-নিশানা দেখি না…
আসিফ ইকবাল
🙁 🙁 🙁
রুমন আশরাফ
“ফেসবুকে আপনি যাই লিখুন তার মুল পাঠক বা পাঠ-প্রতিক্রিয়া কাঙ্খিত মানের পাবেন, এই ধারণা করা ভুল। আপনার পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা ছবিতে আপনি যে মন্তব্য পাবেন, পোকা ধরা আম খাওয়ার ছবিতেও সেইম কমেন্ট পাবেন। অথবা আপনার বিয়ে বা মায়ের মৃত্যুর পোস্টেও আপনি লাইক পাবেন! কারণ ফেসবুকে আপনার মুল বক্তব্য পড়ার পাঠক অতি নগণ্য। এখানে লাইক-কমেন্ট দিয়ে পাশে থাকাকেই বন্ধুত্ব/ ভক্ত/ পাঠক হিসেবে ধরে নেয়া হয়।”
খুব সুন্দর উপস্থাপন এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরেছেন। বেশ ভাল লাগলো লেখাটি। শুভ কামনা রইলো।
ব্লগ সঞ্চালক
খুব অল্পদিনেই সোনেলাকে আপন করে নিয়েছেন আপনি ব্লগার রুমন আশরাফ।
সোনেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে।
শুভ ব্লগিং।
রুমন আশরাফ
সোনেলার সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।
সাবিনা ইয়াসমিন
আপনাকে আমাদের সাথে পেয়ে আমরাও আনন্দিত রুমন ভাই।
শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹
সিকদার সাদ রহমান
আপা আমি তো এমনি এম্নিই লিখি। এখন থেকে কারনে লিখবো। 🙂
ব্লগ সঞ্চালক
আচ্ছা, এখন থেকে কারন জেনেই লিখবেন প্রিয় ব্লগার।
শুভ ব্লগিং।
আহমেদ ফাহাদ রাকা
অনেক সুন্দর লেখা ম্যাডাম, বেশি কিছু বলবো না,তাইলেই বলবেন প্রতিদিন আসি না কেন আমি
তাই আপাতত থামি,
ব্লগ সঞ্চালক
তাতো বলবেনই সাবিনা ম্যাডাম। তার পক্ষ থেকে আমিই বললাম প্রতিদিন আসেন না কেন?
নিয়মিত হয়ে যান সোনেলায়।
শুভ ব্লগিং ব্লগার রাকা।
আহমেদ ফাহাদ রাকা
অসংখ্য ধন্যবাদ ❤️ আসবো ইনশাআল্লাহ
শাহরিন
অনেক সুন্দর ও উপকারী একটি পোস্ট। আমি কিন্তু ফাকিবাজ না। অনেকের ফেসবুক স্টোরি তে লেখাটি পড়েছি। মোবাইলে অল্প সময় তাকালেই মাথা ব্যাথার কারণে বেশি সময় পড়তে পারি না। এর জন্য সাধারণ ক্ষমা পেতেই পারি 🙂
ব্লগ সঞ্চালক
অনেকেই লেখাটি তাঁদের স্টোরিতে দিয়েছেন। সাবিনা ম্যাডামের পক্ষ থেকে আপনাকে সাধারণ ক্ষমা করা হলো।
তবে পরবর্তি লেখা দেয়ার জন্য বেশী দিন সময় দেয়া যাবে না আপনাকে। চোখের ডাক্তার দেখান দ্রুত।
শুভ ব্লগিং।
ব্লগ সঞ্চালক
ষ্টিকি পোষ্ট আসলে ব্লগের পোষ্ট হয়ে যায়, তাই ব্লগার সাবিনা ইয়াসমিন এর হয়ে ব্লগ সঞ্চালক অনেকের মন্তব্যের জবাব দিল।
সবার জন্য শুভ কামনা।
শুভ ব্লগিং।
সাবিনা ইয়াসমিন
আপনি অসুস্থতা নিয়েও ব্লগে আসেন, পড়েন, কমেন্ট দেন এটাই অনেক আমাদের জন্যে। সোনেলা ব্লগের অবিচ্ছেদ ব্লগার যেকজন আছেন, আপনি তাদের মাঝে অন্যতম। নিজে ভালো লেখার পাশাপাশি সহ ব্লগারদের গঠনমূলক মন্তব্য দিয়ে প্রতিনিয়ত উৎসাহ অনুপ্রেরণা দিচ্ছেন।
আপনার সুস্থতার জন্যে দোয়া করি।
ভালোবাসা এবং ভালোবাসা ❤❤
শিরিন হক
আমি গর্বিত আমি একজন ব্লগার।আমি আনন্দিত এখানে এসে। সমাজের প্রতি প্রতিটি মানুষের দায়বদ্ধতা আছে সেই জায়াগা থেকে আমার লেখালেখির শুরু। ব্লগ এমন একটা জায়গা যেখানে এসে আমার কথাগুলো সারা বিশ্বের মানুষের কাছের পৌঁছে দিতে পারছি।
চমৎকার একটি পোষ্ট যেখান থেকে আরো অনেক কিছু একজন ব্লগার জানতে পারছে।
ধন্যবাদ আপনাকে
সাবিনা ইয়াসমিন
আপনাকেও অনেক ধন্যবাদ লেখাটি পড়ে ব্লগ নিয়ে নিজের মতামত ব্যাক্ত করার জন্যে। ব্লগের মর্ম এবং ব্লগিং এর গুরুত্ব বোঝার পর এর প্রতিই লেখক-পাঠক আগ্রহী হয়/ হবে।
শুভ কামনা আপনাকে 🌹🌹
সাবিনা ইয়াসমিন
আমার সাময়িক অবর্তমানে ব্লগ সঞ্চালক আমার হয়ে কমেন্ট এর জবাব দেয়ার জন্যে তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
সোনেলার জয় হোক 🌹🌹
শিপু ভাই
চমৎকার গোছানো পোস্ট!
অনেক ধন্যবাদ +++++
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ শিপু।
ইলিশ পর্ব শেষ হয়েছে? তাহলে নতুন লেখা দিন প্লিজ।
শুভ কামনা 🌹🌹
মোহাম্মদ দিদার
সত্যি সোনেলায় আসতে পেরে আমি খুবই আনন্দিত। সাবিনা আপুর প্রতি আমার শ্রদ্ধা অসীম, আপনি না জানালে হয়তো আমি এখোনো ঐ গ্রুপেই পোষ্ট দিতাম, এখানে আসতে পারতাম না।
আপনার লেখাটা পরে বেশ ভালো লাগলো কিছু বুঝতে পারলাম।।।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ দিদার ভাই। আপনার লেখার জগৎ হিসেবে সোনেলা ব্লগকে বেছে নিয়েছেন দেখে খুশি হয়েছি। এখানেই থাকুন, মনের আনন্দে লেখা-পড়া করুন। আপনার সার্বিক শুভ কামনা করি। 🌹🌹
মাহবুবুল আলম
দারুণ বিশ্লেষণ। সহমত আপনার সাথে।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ প্রফেসর সাহেব।
নিয়মিত হন, নিয়মিত লিখুন, তাহলেই লেখাটি সার্থক হবে। 🙂
শুভ কামনা 🌹🌹
মাহবুবুল আলম
গতকাল থেকে সোনেলায় কোন পোস্ট করতে পারছি না। এমনকি খসড়ায় চেষ্টা করেও ব্যর্থ হলাম।
ব্যাপার কী? বুঝতে পারছি না।
সাবিনা ইয়াসমিন
আমিও বুঝতে পারিনি প্রফেসর সাহেব। আপনি কমেন্ট দিতে পারছেন, অথচ লেখা দিতে কেন পারছেন না এটা এখন গবেষণার বিষয় হয়ে গেছে। আপনার চোখ মাত্র অপারেশন করেছেন, বিশ্রামে থাকুন। কয়েকদিন পর নাহয় ট্রাই করবেন।
ভালো থাকুন। দোয়া ও শুভ কামনা অবিরত 🌹🌹
জাকিয়া জেসমিন যূথী
নিজেদের ভালোলাগা, আনন্দময় মুহুর্ত গুলো একইস্থানে জমা করা, দৈনন্দিন জীবনের খেরো খাতা ( ডায়েরি ) , চোখের সামনে ঘটা পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ভ্রমন, রোগ-শোক, শুভদিন-শুভেচ্ছা বিনিময় করার জন্যেও ব্লগ হতে পারে অন্যতম একটি মাধ্যম।—
আমি মূলত এইজন্যেই ব্লগে আগে লিখতাম। এখন আবার শুরু করলাম সোনেলায়।
সাবিনা ইয়াসমিন
ব্লগিং এ ফেরার জন্যে অনেক অনেক শুভেচ্ছা রইলো যুথী। এখানেই লিখুন, আমাদের সাথে, পাশে থাকুন।
শুভ কামনা 🌹🌹
নীরা সাদীয়া
ফেসবুকে লিখে নিজের লেখা সম্পর্কে তেমন কোন স্বচ্ছ ধারনা পাইনি। সর্বপ্রথম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিস্তৃত মন্তব্য পেয়েছি এই ব্লগে। ফলে লেখার মান উন্নয়নে তা সহযোগী ভূমিকা পালন করেছে। অনেকগুলো ওয়াও রিঐক্ট এর থেকে ১ টা গঠনমূলক মন্তব্যই বেশি জরুরী একজন লেখকের জন্য।
সাবিনা ইয়াসমিন
তোমার কথার সাথে সম্পূর্ন একমত। অনেক গুলো ওয়াও বা লাভ রিয়েক্ট এর চেয়ে একটি গঠনমূলক মন্তব্য লেখককে কয়েকগুন অনুপ্রেরণা দেয়। যেটা ব্লগেই পাওয়া যায়।
সোনেলায় তুমি আমার আগে এসেছো, সেই হিসেবে তুমি আমার সিনিয়র 🙂
আমাদের পারস্পারিক আন্তরিকতার কারনে আমরা সুন্দর একটি ব্লগ পরিবার গঠন করতে পেরেছি। এটাই ব্লগের কৃতিত্ব।
নিয়মিত লেখা দিও, ভালো থেকো সারাক্ষণ।
শুভ কামনা 🌹🌹
রেজিনা আহমেদ
আপনার লেখার সাথে একমত,,
আমি নিজেও আগে লেখালেখি করতাম, কিন্তু কর্মব্যস্ততায় সেই প্রতিভা অনেকটাই হারিয়ে গেছে, সোনেলা গ্রুপে কালকে এড হয়েছি, অনেকের লেখা থেকে অনুপ্রাণিত হয়েছি এবং ব্লগে আজকে আমার একটি ব্যক্তিগত মতামত শেয়ার করেছি.. নতুন করে লেখালেখি শুরু করার জন্য যথেষ্ট অনুপ্রাণিত হলাম,, ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
প্রথমেই আপনাকে সোনেলা ব্লগ পরিবারে সুস্বাগতম জানাই। ফেসবুকে না থাকায় আপনাকে গ্রুপে স্বাগত জানাতে পারিনি। এই জন্যে সর্যি 🙂
নতুন করে লেখায় ফিরে আসার জন্যে আপনাকে অভিনন্দন, আর শুরুটা আমাদের উঠোন থেকে করার জন্যে শুভেচ্ছা।
লিখুন যা ইচ্ছে হয়। আমরা পড়বো, আর আমাদের লেখা গুলো কেমন লাগছে তাও মন্তব্যে জানাবেন প্লিজ। আমরা এখানে সবাই সবার হয়ে থাকতে ভালোবাসি আপু।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
রেজওয়ান
অসাধারণ ও অনেক গুরুত্বপূর্ণ লিখা। আপু সাজেষ্ট করেন কিভাবে সময় দেয়া যায়!😪আমিতো সময়ই পাইনা..
ভাল থাকবেন আপু🥰😇
সাবিনা ইয়াসমিন
এইতো, আজ যেমন করে সময় ম্যানেজ করেছেন। এমনি করেই হুটহাট সময় বের করে লেখা দিয়ে দিবেন। আপনার লেখা অলটাইম ভিন্নরুপে উপিস্থাপন করেন, যা আমার কাছে খুবই ভালো লাগে। সময় করে আসুন, লিখুন।
ভালো থাকুন রেজওয়ান,
শুভ কামনা 🌹🌹