ভাই যদি পড়তে জানেন,তবে পোস্টটা এড়িয়ে যাবেন না,আমরা মোটেও খুব ভালো অবস্থানে নেই। মাত্র ৩ জন আক্রান্ত হইছে,আবার সুস্থও হয়ে গেছে এটা ভেবে শান্তিতে থাকিয়েন না,ভুলে যাবেন না ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা যখন ১ হাজার ছাড়িয়েছে,তখনো কিন্তু সরকারি ঘোষণা ১০০/২০০ তে পরে ছিলো। তাই চিন্তামুক্ত থাকার কোন কারন নেই। উন্নত দেশে আমাদের মতো এতো বেশি মানুষের [ বিস্তারিত ]