বঙ্গবন্ধু মুজিব
মুজিব তুমি সৃষ্টির উল্লাস
তুমি রাজসভা, তুমি উচ্ছ্বাস,
তুমি বাঙালী’র প্রাণ।
মুজিব তুমি জনতার
তুমি সংগ্রাম,
তুমি স্বাধীন বাংলাদেশ।
মুজিব তুমি
৭ই মার্চে রেইসকোর্স ময়দানে
মুক্তির শ্লোগান
এবারের সংগ্রাম
আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম
স্বাধীনতা সংগ্রাম
২৩টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বাহ চমৎকার অনেক শুভেচ্ছা জানাই
শান্ত চৌধুরী
ধন্যবাদ ভাই
অনাবিল শুভ কামনা…
সুপর্ণা ফাল্গুনী
মুজিব মানে একটি দেশ, একটি জাতি , হাজারো স্বপ্নের নাম। ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো
শান্ত চৌধুরী
ধন্যবাদ আপু
সতত শুভ কামনা…
সুপায়ন বড়ুয়া
মুজিব মানে আর কিছু না
এক নদী রক্ত।
তাই তো সবাই মুজিব সৈনিক
আমরা মুজিব ভক্ত।
শুভ কামনা।
শান্ত চৌধুরী
ধন্যবাদ দাদা
নিরন্তর শুভ কামনা…
এস.জেড বাবু
ভালো লিখেছেন
সুন্দর
শান্ত চৌধুরী
ধন্যবাদ দাদা
সতত শুভ কামনা….
রাফি আরাফাত
শুভ হোক মুজিব বর্ষ
শান্ত চৌধুরী
ধন্যবাদ ভাই
শুভ কামনা সতত…
মোঃ মজিবর রহমান
দারুন উপস্থাপন।
শান্ত চৌধুরী
ধন্যবাদ ভাই
অনাবিল শুভ কামনা…
মোঃ মজিবর রহমান
শুভুচ্ছা রইল মুজিবীয় বর্ষের।
হালিম নজরুল
প্রথম লাইনে ভুল আছে বোধ হয়
শান্ত চৌধুরী
ধন্যবাদ দাদা
শুভ হউক পথচলা
নাজমুল আহসান
বিষয়টা কেমন?
শান্ত চৌধুরী
ধন্যবাদ ভাই
সতত শুভ কামনা….
ফয়সাল খান
লেখা হওয়া উচিত সবার জন্য। দলীয় লেখা কিংবা রাজনৈতিক লেখা না লেখাই ভালো। অরাজনৈতিক কবিতা লিখু্ন, ভালো লাগবে ।
শান্ত চৌধুরী
আপনি কি বুঝাতে চেয়েছেন ?
মুজিব দলীয় হলো কি ভাবে?
মুজিব বাঙালি ও বাংলার ।
রাজনৈতিক লিখা ছাড়া কি শুধু
কখগঘ …. লিখবো ।
যত্তোসব ।
ফয়সাল খান
এইটা আপনার পারসোনাল ওয়েবসাইট না । এবং কথাবার্তা কিভাবে বলতে হয় সেটা আগে শিখুন । “যত্তোসব ” এইটা কি ধরনের শব্দ। রাজনৈতিক বিষয় ছাড়া কিছু না পারলে লিখার দরকার নাই ।
শান্ত চৌধুরী
আপনার থেকে শিখার কিছু নেই।
আপনাকে আমার লিখায় মন্তব্য করতে বলেছে কে?
ফয়সাল খান
ফালতু কাজ করলে সবাই কথা বলবেই। মুখ বুজে মেনে নিতে হবে !! সমস্যা নাই, আমি আপনাকে শিখাবো কিভাবে ভালো ব্যাবহার করতে হয় । দুশ্চিন্তার কোন কারন নাই ।
শান্ত চৌধুরী
আগেই বলেছি আপনার কাছে কিছু শিখার নেই। ফালতু কাজের কি দেখেছেন ?
কথার লাগাম ঠিক করুন ।।