১ এই রিক্সা, কি সমস্যা, এইভাবে রাস্তা ব্লক করে রাখলে যাবো কিভাবে? বাবা রিকশাওয়ালার উপর চিল্লাচ্ছেন। মোটরসাইকেলের পিছনে বসে আছি। আজ প্রথম ক্লাস। না না, ক্লাস ওয়ান বলিনি কিন্তু। ক্লাস সেভেনের প্রথম ক্লাস। বাবা সরকারি চাকুরীজীবী। প্রতি বছরই বাবার বদলি হয় আমার স্কুল চেঞ্জ করতে হয়। নতুন স্কুল, নতুন বন্ধু। ওহ, স্কুলে চলে এসেছি। একটু [ বিস্তারিত ]