
ইচ্ছেগুলো বড্ড অবুঝ
দেখায় শুধু দূরের সবুজ।
বৃষ্টি ভেজা দিন তোমার আমার ইচ্ছে গুলো কল্পনাতেই মিল।
সব কিছু ঠিকই আছে নেই শুধু সে সুর
একলা পথে হাটি শূন্য সমুদ্দুর।
দূরের আকাশ নীলিমা তার সবুজ ঘাসের পরে
মন খারাপের গল্প শুনি বৃষ্টি হলে তবে।
কল্পনাতে ছন্দপতন গভীর রাতে
পাহারাওয়ালার বাঁশি
হঠাৎ করেই চমকে উঠি একলা চলার পথে।
তোর নুপূরের রিনিঝিনি বাজে বিকেল সাঁঝে।
হারাই বুঝি আমরা দুজন তেপান্তরের মাঠে
আবার কবে হবে দেখা বন্ধু তোমার সাথে।
বি দ্রঃ বন্যা লিপির “ফিরতি নোঙর ” কবিতার জবাব আমার এ কবিতা।
৩১টি মন্তব্য
শাহরিন
বন্যা আপুর উত্তরে কি লেখে সে প্রতিক্ষায় রইলাম। তবে স্মৃতি ছোয়াচের মত কেউ একজন এই বিষয়ে কথা তুললে সবারই মনে পরে যায়।
শিরিন হক
শুভকামনা রইলো।গাছের পাতার মতো স্মৃতির পাতা ঝরে পড়ে না। সব কথা ভুলে যাই তোমার কথা ভুলতে কেনো পারিনা।
শাহরিন
সঠিক আপু।
বন্যা লিপি
কল্পনাতীত! ভাবা যায়না মিতা! মন্তব্য করার ভাষা নিয়ে পরে আসছি। যেমন তেমন মন্তব্য তো করা যাবেনা এখানে। উপযুক্ত শব্দ খুঁজি আগে!!
শাহরিন
আমরাও অপেক্ষায় আছি 🙂
বন্যা লিপি
দেখুনতো আপু অপেক্ষার পরে কেমন হলো মন্তব্যের ভাষা?
শিরিন হক
বসে আছি পথ চেয়ে।
আসবে তুমি আমার কছে।
এক গুচ্ছ শব্দের মালা নিয়ে মিতা।
বন্যা লিপি
আমি এসেছি এবং রেখেও গিয়েছি তোমার অপেক্ষার উপযুক্ত সনদ! এবার তুমিতো কিছু বলো!!
নিতাই বাবু
ফিরতি নোঙর কবিতাটি কি এখানে?
শিরিন হক
জি নিতাই বাবু
নিতাই বাবু
প্রত্যুত্তরের জন্য! ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি।
জিসান শা ইকরাম
বন্ধুত্ব, বন্ধুর জন্য ভালোবাসা চির সবুজ থাকুক,
অবাক হলাম খুব,
কবিতার মাধ্যমে সহ ব্লগারের পোস্টের জবাব পোস্ট দিলেন!
শুভ কামনা।
শিরিন হক
জবাব পোস্টের অপেক্ষায় আছি। ধন্যবাদ আপনাকে।
সাবিনা ইয়াসমিন
জবাব পোষ্ট দেখে চমৎকৃত হলাম। খুব ভালো লিখেছেন। বন্ধু নিশ্চয়ই ফিরতি জবাব নিয়ে আসবেন। না এসে পারবেই না…
আসুন, আমরাও বন্ধুর প্রতিউত্তরের অপেক্ষা করি..
শুভ কামনা ❤❤
শিরিন হক
আমিও বসে আছি।কখন আসবে আমার সাথি। ধন্যবাদ আপু।
ছাইরাছ হেলাল
ফিরতি পোস্ট দেখে ভালই লাগল, এ এক দারুন প্রতিদান।
আমরা অবশ্যই অপেক্ষা নিয়ে থাকব।
শিরিন হক
নিশ্চয়ই সে আসবে। অপে
শিরিন হক
অপেক্ষায় আছি
শিরিন হক
ধন্যবাদ ভাই।
শামীম চৌধুরী
খুব সুন্দন লিখেছেন।
বন্যা লিপি
মাঝে মাঝে ইচ্ছে হয় বেপরোয়া হই…..
মাঝে মাঝে ইচ্ছের কান ধরে বলি,
এত কেন নচ্ছার তুই?
ইচ্ছেগুলোর ডানা কেটে একটার পর একটা বুনে যাই বাবুই পাখির বাসা।
রাত্রি থেকে নিয়ে নেই
একমুঠো জোনাক পোকা।
ইচ্ছের বাসায় জ্বলতে থাকে
দিবারাত্রি টিমটিমে আলো।
এই ভালো……
এই আছি বেশ ভালো।।
অকৃত্রিম ইচ্ছে গুলো বাজুক নুপুর হয়ে।
দেখা হবে বন্ধু!
তোমার আমার মনের নোঙরে //
ভালোবাসা মিতা 💕💕💕💕
শিরিন হক
তুমি যেমন তুমিই তেমন
ইচ্ছা ভোলা নদী।
ছোট আমার তরী খানি
সংঙ্গে আসবে কী?
মনের নোঙর একই ঘাটে যাই সেখান তোমার সাথে
কল্পনার ঐ তেপান্তরের মাঠে
আসবো আবার তোমার কছে
ছন্দ যেথায় গহীন সরবরে।
বন্ধু তোমার পথ চেয়ে
দিনের আলো পিছনে ফেলে
নিশিতে জেগেই রই
নোঙর তোমার ভিরাও বুঝি
সেই আসাতেই রই।
ভালো থেকো মিতা।
রেহানা বীথি
বাহ্, চমৎকার! কবিতার জবাব কবিতা দিয়ে, দারুণ!
মোঃ মজিবর রহমান
ইচ্ছে গুলে ডানা মেলে জান্তে-অজান্তে
কখন হই কন্ট্রোলে কখন বা বেপরোয়াতে
জ্বালায় জলে মনের গহীনের গভীরে
জ্বলে মন মালিকানাতে মনেতে।
ইচ্ছেরা হই স্বাধীন হইনা স্বাধীন মন মালিকনা
শুধু দেখি ভাবি, চলি থাকবকিনা।
আপনার প্রথম পর্ব দুই লাইন খুব ভাল লেগেছে।
শিরিন হক
ধন্যবাদ আপনার এতো সুন্দর মন্তব্যের জন্য
আরজু মুক্তা
দেখা হবে বন্ধু কারণে অকারণে।।
স্মৃতিরা পাখনা মেলে খুঁজে নিক অপার আনন্দকে।।
শিরিন হক
দেখা হবে বন্ধু সেই সময়ের নীড়ে যেখানে তোমার আমার কল্পনারা খেলা করে।
দেখা হবে ছন্দে সুরের মেলায়,
মেঘের পরে বাতাস যখন খেলায়।
দেখা হবে বৃস্টি ভেজা বিকেলে
আলতো ছুয়ে দিলাম তাকে তোমার হাতটি ভেবে।
শুভকামনা রইলো আপু
মনির হোসেন মমি
ইচ্ছেগুলো হউক পূরণ উভয়ের হাসি আনন্দে।চমৎকার জবাব।
শিরিন হক
ধন্যবাদ ভাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া কামনা করছি সবসময়।
মনির হোসেন মমি
আচ্ছা।
সিকদার সাদ রহমান
তোমরা দুই মিতা তো অসাধারণ লেখা শুরু করছো।