যদি

শুন্য শুন্যালয় ২৮ মার্চ ২০১৭, মঙ্গলবার, ০২:৪১:৫৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৯ মন্তব্য

আজ যদি হঠাৎ জড়রা নড়েচড়ে ওঠে!!
বলকে ওঠা গরম চা চুমুকে পোড়াবে অধর
ওদিকে তোমার চোখ সেঁটে আছে
দূরের য ফলা ম্যাসেজে
ক্লান্ত চা অপেক্ষায় শীতল হয়ে হঠাৎ যদি বলে বসে
“খুব বেশি কী চেয়েছিলাম”?

পথের ধারে পড়ে থাকা সোনালী কয়েন
যদি ট্যাঁরা চোখে তোমায় দেখে ডেকে ওঠে
“বন্দী হতে চাই তোমার মিকি মাউস বক্সে
কতোই না যত্ন করে গোনো এক, দুই, তিন
এক রত্তির ঐ ভালোবাসাতেই চলে যাবে ঢের”।

অভিমানে যদি হুট করে বলেই বসে
ফাঁটল ধরা পথ
“অনেক তো পিষ্ট করলে পা এ, হেঁটে গেলে,
দৌঁড়ে দৌঁড়ে সেই যে সময়ে পৌঁছালে আর তো ফিরলে না!
একটিবার শুয়ে পড়ো, হাত দিয়ে ছুঁয়ে দেখো
ভালোবাসার খাজনা যে আমারও চাই”।

কিংবা ধরো মিছিল হলো জড়য় জড়য়
১৪৪ ধারা কিংবা ধারা ছাড়াই
ইট পাটকেল, গাড়ির কাঁচ
ভালোবাসার অবহেলার বিচার চাই,
নইলে আমরণ অনশন!

ভয় পেয়েছো? খুব বেশি কি?
ভয় পেয়োনা। জড়রা বলতে জানেনা
তবে যদি জীবন্ত জড়রা কখনো ভালোবাসা চেয়ে বসে!!

৬৯৪জন ৬৯৪জন
0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ