রমজানের প্রথম দিনেই ঈদের আনন্দ পেতে মজা না? আমাদের প্রথম ঈদের ম্যাগাজিন “সোনেলার ঈদ ২০১৯” এর প্রচ্ছদ হাতে পেয়ে সত্যিই ঈদের আনন্দ অনুভব করছি। কেমন হয়েছে বলুন তো?
যিনি প্রচ্ছদটি বানিয়েছেন, তার নাম আর নতুন করে কী বলবো! প্রচ্ছদ বানানোর ইতিহাসে আরেকদিনে বলা যাবে না হয়।
ম্যাগাজিনে যারা লেখা দেন নি এখনো তাদের জন্য নিয়মাবলীগুলো আরেকবার তুলে ধরলাম।

নিয়মাবলীঃ

১। বিষয়বস্তুঃ উন্মুক্ত
২। বিভাগঃ গল্প/ কবিতা / ছড়া / প্রবন্ধ / চিঠি / স্মৃতিচারণ / রম্য / রান্নাবান্না / ভ্রমণকথা এবং ছবি পোষ্ট।
৩। একজন ব্লগার যেকোনো তিনটি বিভাগে একটি করে লেখা দিতে পারবেন।
৪। লেখা পোষ্ট আকারে সোনেলা ব্লগে প্রকাশ করতে হবে। অন্যকোনো ব্লগে বা প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত লেখা গ্রহনযোগ্য নয়।
৫। লেখার শিরোনামের পাশে “ম্যাগাজিন” উল্লেখ করা আবশ্যক।
৬। উপরোক্ত কোনো বিভাগ যদি ব্লগে অন্তর্ভুক্ত না থাকে তাহলে শিরোনামে বিভাগ উল্লেখ করতে হবে।
৭। একই বিভাগে যদি অধিক লেখা জমা হয় সেক্ষেত্রে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ই-ম্যাগাজিনে অন্তর্ভুক্ত করা হবে। (সেক্ষেত্রে কেউ মনক্ষুন্ন না হবার জন্য অনুরোধ করবো।)
৮। সদ্য নিবন্ধনকৃত ব্লগারদের লেখা পর্যবেক্ষণে রাখা হবে লেখা প্রকাশের শেষ তারিখ পর্যন্ত। ব্লগে সদ্য নিবন্ধনকৃত ব্লগারদের ব্লগ সক্রিয়তার উপর নির্ভর করবে তাদের লেখা প্রকাশের মনোনয়ন।
৯।ম্যাগাজিনের জন্য ব্লগে লেখা প্রকাশ করার শেষ তারিখঃ ২০ই মে।(আপডেটেড)
১০। ই-ম্যাগাজিন প্রকাশের সম্ভাব্য তারিখঃ ১৫ই জুন।

বি.দ্রঃ ই-ম্যাগাজিন সম্পর্কিত যে কোনো সিদ্ধান্তের সংশোধন বা পরিবর্তনের ক্ষেত্রে ব্লগ কর্তৃপক্ষের অধিকার সংরক্ষিত থাকবে।

মাত্র কিন্তু ১৩ দিন বাঁকি আর লেখা জমা দেবার। অতএব, আজই লিখে জমা দিন, অথবা এক্ষুনি।
কিছু ব্যাপারে সকল লেখকদের দৃষ্টি আকর্ষণ এবং সহযোগিতা কামনা করছি।

১। আপনারা যার যার লেখার বানানগুলো সঠিক করে নিন।
২। বানানের পাশাপাশি লেখাগুলো ঠিক যেভাবে দেখতে চান, স্পেস বাদ দিয়ে, ইমো বাদ দিয়ে সেভাবে সংযোজন বিয়োজন করে নিন।
এটি সম্পাদকের কাজ হলেও লেখাটি একান্তই আপনার।

যেই কথাটি আগেও বলেছি, আজ আরো একবার। একজন লেখক তিনটি বিভাগে একটি করে লেখা দিতে পারবেন, এর মধ্য থেকে আমরা লেখাগুলো বেছে নেবো। হতে পারে ম্যাগাজিনের আকৃতি, পৃষ্ঠাসংখ্যায় আমরা সব লেখা নিতে পারবোনা, তবে আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে যাতে সকলের লেখা থাকে। এই ম্যাগাজিন কোন প্রতিযোগিতা নয়, আমাদের ভালোবাসা।
আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা।

২০৯৬জন ১৬৯০জন
0 Shares

৫৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ