খামখেয়ালী

শুন্য শুন্যালয় ২৫ জুন ২০১৪, বুধবার, ০৮:১২:২৬পূর্বাহ্ন ছবিব্লগ ৫৮ মন্তব্য
এইসব সুন্দর নিয়ে চলে যাবো একদিন,
ধুলোয় মিশে যাওয়া ধুলোতে আমার সুন্দরেরা
অপেক্ষায় থাকবে আবার নতুন হবার………

 

আমার এক একটি ইচ্ছে দিয়ে সাজানো এই পৃথিবীর সবকিছু,
তাই হতাশ হয়ে বলবোনা, যদি একটি পাখি হতে পারতাম……… 

 

পায়ে পায়ে ঘুরে বেড়ায় শহুরে গন্ধ,
দিয়ে গেলাম তোকে,
নাকি মনের ভেতর নিয়ে গেলাম তোকে?

 

উড়ে উড়ে ঘুরে ঘুরে এসে যাবি আবার,
হবি কি দুঃখী, মানুষ না হওয়ায়?
নিয়ম ভাঙতে না পারার আনন্দ রয়ে যে গেলো অধরাই………

 

যেভাবেই তুমি আকাশ দেখো, আকাশ কিন্তু আমারই 🙂

 

অপেক্ষায় থাকো,
সবচেয়ে মধুর ব্যথা এই যে এই “অপেক্ষা”………

 

এভাবেই চলতি পথে,
বাকিটা?
বাকিটা ব্যক্তিগত ………

 

 উৎসর্গ : এমন কি পোস্ট, তাও আবার উৎসর্গ । তবু দুজন কে মিস করছি খুব।

খসড়া ভাইয়া । যখন কাছে থাকে তখন তো কাছেরই, যখন দূরে যায় তখন ও কেমন করে যেনো কাছেরই থাকে।

বনলতা দি । বলে কয়ে নির্বাসনে যাওয়া ঠিক না। ফিরে আসতে বলবোনা, জানি আসবেনই ।।

৭৪৯জন ৭৪৯জন
0 Shares

৫৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ