আবার ঘুষ? 😮 কি জামানা আসলো ? বন্ধুত্বের কি কোনই দাম নাই?
মশাই
ও মাই গড!!! মিষ্টি কোথায় চিড়া ভেজানোর চেষ্টা!!! :Ssshh: :Caveman:
শুন্য শুন্যালয়
ও মাই গড!!!! সামান্য এক চিড়া ভেজাতে এতো কথা খরচ করা লাগে!!!
মশাই
:Angry:
মশাই
আপনে এই মিষ্টি খান দ্যাইখা আপনার মুখে কোন রস কস নাই। যাকগা যেই মিষ্টি দিছেন মনে হইতাছে দ্যাইখা দ্যাইখা নিজের মাথা ফাডাই আর কই …………………থাক কি কই শুনতে অইব না।
বাকিটা ব্যক্তিগত মানে কি? ব্যক্তিগত যে কাউকে বলা যায়না সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে?
এই তিনখান লাইন লিখতেই জান বেজান হইয়া গ্যাছে ভাইজান, আমি কি আর ত্রিমূর্তি? এখন নাকি আবার মন্তব্যও বলে দিতে হবে। যা লিখছেন তাতেই আমি বেজায় খুশি… অনেক অনেক ধইন্যাপাতা।
সংবিধানের ধারায় নাই বইলাই তো। ধারা টারা দিয়া লাভ হয়না তো। সবকিছু আজকাল অধারায় চলে 🙂
হা হা হা মন্তব্য কইয়া দিবার ভয়ে যদি কন এতেই খুশি এইড্যা কিন্তু মানা যাইবো না। নিজস্ব ধারা বানাইয়া আর কত দিন পাবলিকের হাত থাইক্যা বাঁচতে পারবেন তা ঠিক বলা যাচছে না এখন। আর এই তিন খান লাইন লেখতেই যদি যানবাহন বেজান হইয়া পরে তাহলে বাকী লাইনগুলো ক্যামনে আইলো ? :The-Incredible-Hulk:
শুন্য শুন্যালয়
বাকিগুলা কোনরকমে দিয়া দিছি। কবি, লেখক নিয়া বহুত সমস্যা, খালি লেখা খোঁজে । কই যে যাই? পাবলিক কি আর আগের মতো আছে, দিন বদলাইছে না? সবাই এখন নিজের ধারায় চলে, এই যেমন আপনি। লেখার কোন খবর নাই কয়দিন হইলো ?
মশাই
আপনি কোনরকম করে দিয়ে দিলেই এত সুন্দর লেখা আসে!!! পুরাই টাস্কি খাইলাম। তাও ভালো এভাবে তাহলে কোনো রকম লিখে যান। আমি খালি লেখার কথা বলি কিছু বৃষ্টিস্নাত পাতার ছবি তুলে দেন প্লিজ লাগে। হাদিয়া লাগেল দিমুনে কিছু।
এখন আমার লেখার সময় না বুঝলেন? এখন হল লেখা কিভাবে লিখতে হয় তার সময় আর আপনার তোলা ছবি দেখার সময়।
শুন্য শুন্যালয়
বৃষ্টি তে কাঁপাকাঁপি অবস্থা, ছবি তুলুম ক্যামনে? লেখা কিভাবে লিখতে হয় সেই সময়? 😮 ভালো ভালো। অনেক বড় লেখক হবার ২০০% সম্ভাবনা দেখা যাচ্ছে, আমিও সেই একই অবস্থা ছবি কিভাবে তুলতে হয় তাই শিখতেছি বস। হাদিয়া কি দেবেন?
মশাই
ভুল হইছে এখন হচ্ছে লেখা কিভাবে লিখতে হয় তা শেখার সময়। আপনি আর কি শিখবেন সে ছবি তুলেছেন তাতেই অমর্ত্য থেকে পুরস্কার আসবে নিশ্চিত। আরে হাদিয়ার কথা আগে কেন চিন্তা করেন ? আগে তুলেই দিন না তখনই দেখবেন। ঠকাব না।
-{@ (y) এক্সিলেন্স।বেচে থাকার জন্য সত্যিই খুব সুন্দর পোষ্ট।মরেও শান্তি পাবেন না কবর থেকে তুলে এনে বলব,আপা একটা অটোগ্রাফ দেন আর একখান ছবি তুলেন। :Woodstock:
হা হা হা, এই অশান্তি কিন্তু অনেক শান্তির … এখন মনে হচ্ছে মরে গেলে বেশি কস্ট হবেনা । অনেক ধন্যবাদ ভাইয়া। বেঁচে থাকতেই যা নেবার নিন, মরে গেলে টানাটানি না করাই ভালো 🙂
অনেক ধন্যবাদ স্যার, আসলে খামখেয়ালী নয়, যত্ন করেই দিয়েছি। ফুলের ছবিটা তে বারবার খেয়ালী ক্যাপশান মনে এসেছিলো কেনো জানিনা। আর আমি শিরোনাম নিয়ে সবসময়ই সমস্যায় পড়ি। শিরোনাম না দেয়ার এই ছাড়টি কি আমাকে দেয়া যায়?
আপনাকেও শুভ কামনা।
আসতে যে হয়ই । একটু বিরতি সত্যিই প্রয়োজন হয়ে পড়েছিল ।
একটি অদৃশ্য সম্পর্ক তৈরি হয়েই আছে সবার সাথে এখানে ।
ছবি আপনি মনে হয় ভালই তুলবেন , আন্তরিকতা তাই বলে । ছবির বিষয়ে আমার তেমন ধারনা নেই ।
তবে ছবির সাথে যে লেখা আপনি দিয়েছেন তা কিন্তু বুঝতে পারি । ভালো লেগেছে কথাগুলো ।
চাইব সবসময় কিছু না কিছু লেখা যেন ছবির সাথে থাকে ।
অন্যের প্রয়োজন বুঝি নাতো 🙁
তবু এই যে এলেন, ভালো লাগলো খুব। লেখা আপনি না বুঝলে বুঝবে কে?
ছবি তুলি যখন ইচ্ছে হয়, তবে পড়তে হবে অনেক নইলে এই ক্লিক ফ্লিকে কাজ হইবো না।
লেখা থাকবে আশা করি। এবার যে আপনার লেখা পড়তে চাই।
তৃতীয় ছবিটি আমার ভালো লেগেছে , না জেনে না বুঝেই বলছি ।
ছবি তোলাকে ভালোবাসুন প্রাণ দিয়ে , আপনি তাহলে অবশ্যই পারবেন ,
শেখার জন্য পড়ার বিকল্প নেই ।
ছবির সাথে লেখাটুকু থাকলেই হবে , হতে পারে তা এক বা দু’শব্দের । তাতেই আমার চলে যাবে ।
লিখব ভাবছি আবার ,সামান্য কিছু ।
শুন্য শুন্যালয়
আমিও না জেনে বুঝেই তুলছি, তবু যে একটা ভালো লাগলো।
লেখার জন্য একটা পরিবেশ লাগে, স্থিরতা লাগে, দুটোই দুষ্প্রাপ্য আজকাল। তবু চেস্টা থাকবেই। অপেক্ষা করছি আপনার লেখার ।
অদ্ভুত সুন্দর একটি পোষ্ট দেখলাম । শিরোনাম এবং ছবি গুলো আমাকে অন্য কোন স্থানে নিয়ে গিয়েছিলো। মন ভালো করার জন্য এমন কিছু ছবি আর কথা যথেষ্ঠ ।
আচ্ছা ব্যক্তিগত থেকে সামান্য কিছু শেয়ার করা যায় ? জানেনই তো বন্ধ জানালা খুলে দেখার একটা তাড়না থাকে আমাদের সবার মাঝে । ‘ বাকীটা ব্যক্তিগত ‘ হচ্ছে বন্ধ জানালা 🙂
৫৮টি মন্তব্য
মশাই
প্রথম মন্তব্যকারী হইছি। মিষ্টি খাওয়ান তারপর কথা।
শুন্য শুন্যালয়
ঘুষখোরে দেখি দেশ ভইরা গ্যাছে 😀
এই নিন oooooooooooooooo কত্তোগুলা মিস্টি ।
শুন্য শুন্যালয়
লেখার এমন বিশ্রি হাল হইলো ক্যান ;( একটা বড় একটা ছোট ।। এতো স্পেস, মডু বাহিনী হেল্প পিলিজ্জজ্জজ্জ ।
মশাই
পাথর মিষ্টি খাইলে মাথা আর কত ঠিক থাকব???? মুডু বাহিনীরে ডাকেন তা ঠিক আছে কিন্তু ফি টা দেবার কথা মনে রাইখ্যান।
শুন্য শুন্যালয়
আবার ঘুষ? 😮 কি জামানা আসলো ? বন্ধুত্বের কি কোনই দাম নাই?
মশাই
ও মাই গড!!! মিষ্টি কোথায় চিড়া ভেজানোর চেষ্টা!!! :Ssshh: :Caveman:
শুন্য শুন্যালয়
ও মাই গড!!!! সামান্য এক চিড়া ভেজাতে এতো কথা খরচ করা লাগে!!!
মশাই
:Angry:
মশাই
আপনে এই মিষ্টি খান দ্যাইখা আপনার মুখে কোন রস কস নাই। যাকগা যেই মিষ্টি দিছেন মনে হইতাছে দ্যাইখা দ্যাইখা নিজের মাথা ফাডাই আর কই …………………থাক কি কই শুনতে অইব না।
বাকিটা ব্যক্তিগত মানে কি? ব্যক্তিগত যে কাউকে বলা যায়না সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে?
***পায়ে পায়ে ঘুরে বেড়ায় শহুরে গন্ধ,
দিয়ে গেলাম তোকে,
নাকি মনের ভেতর নিয়ে গেলাম তোকে?***
কেউ যদি এমন তিন লাইন লেখে তার লেখার কি মন্তব্য করতে হয় দয়া করে বইল্যা দেন।
শুন্য শুন্যালয়
এই তিনখান লাইন লিখতেই জান বেজান হইয়া গ্যাছে ভাইজান, আমি কি আর ত্রিমূর্তি? এখন নাকি আবার মন্তব্যও বলে দিতে হবে। যা লিখছেন তাতেই আমি বেজায় খুশি… অনেক অনেক ধইন্যাপাতা।
সংবিধানের ধারায় নাই বইলাই তো। ধারা টারা দিয়া লাভ হয়না তো। সবকিছু আজকাল অধারায় চলে 🙂
মশাই
হা হা হা মন্তব্য কইয়া দিবার ভয়ে যদি কন এতেই খুশি এইড্যা কিন্তু মানা যাইবো না। নিজস্ব ধারা বানাইয়া আর কত দিন পাবলিকের হাত থাইক্যা বাঁচতে পারবেন তা ঠিক বলা যাচছে না এখন। আর এই তিন খান লাইন লেখতেই যদি যানবাহন বেজান হইয়া পরে তাহলে বাকী লাইনগুলো ক্যামনে আইলো ? :The-Incredible-Hulk:
শুন্য শুন্যালয়
বাকিগুলা কোনরকমে দিয়া দিছি। কবি, লেখক নিয়া বহুত সমস্যা, খালি লেখা খোঁজে । কই যে যাই? পাবলিক কি আর আগের মতো আছে, দিন বদলাইছে না? সবাই এখন নিজের ধারায় চলে, এই যেমন আপনি। লেখার কোন খবর নাই কয়দিন হইলো ?
মশাই
আপনি কোনরকম করে দিয়ে দিলেই এত সুন্দর লেখা আসে!!! পুরাই টাস্কি খাইলাম। তাও ভালো এভাবে তাহলে কোনো রকম লিখে যান। আমি খালি লেখার কথা বলি কিছু বৃষ্টিস্নাত পাতার ছবি তুলে দেন প্লিজ লাগে। হাদিয়া লাগেল দিমুনে কিছু।
এখন আমার লেখার সময় না বুঝলেন? এখন হল লেখা কিভাবে লিখতে হয় তার সময় আর আপনার তোলা ছবি দেখার সময়।
শুন্য শুন্যালয়
বৃষ্টি তে কাঁপাকাঁপি অবস্থা, ছবি তুলুম ক্যামনে? লেখা কিভাবে লিখতে হয় সেই সময়? 😮 ভালো ভালো। অনেক বড় লেখক হবার ২০০% সম্ভাবনা দেখা যাচ্ছে, আমিও সেই একই অবস্থা ছবি কিভাবে তুলতে হয় তাই শিখতেছি বস। হাদিয়া কি দেবেন?
মশাই
ভুল হইছে এখন হচ্ছে লেখা কিভাবে লিখতে হয় তা শেখার সময়। আপনি আর কি শিখবেন সে ছবি তুলেছেন তাতেই অমর্ত্য থেকে পুরস্কার আসবে নিশ্চিত। আরে হাদিয়ার কথা আগে কেন চিন্তা করেন ? আগে তুলেই দিন না তখনই দেখবেন। ঠকাব না।
মশাই
দিতাছি একটা ল্যাহা।
শুন্য শুন্যালয়
হাদিয়া পেয়ে গেছি, ভাল্লাগছে 🙂
মা মাটি দেশ
-{@ (y) এক্সিলেন্স।বেচে থাকার জন্য সত্যিই খুব সুন্দর পোষ্ট।মরেও শান্তি পাবেন না কবর থেকে তুলে এনে বলব,আপা একটা অটোগ্রাফ দেন আর একখান ছবি তুলেন। :Woodstock:
শুন্য শুন্যালয়
হা হা হা, এই অশান্তি কিন্তু অনেক শান্তির … এখন মনে হচ্ছে মরে গেলে বেশি কস্ট হবেনা । অনেক ধন্যবাদ ভাইয়া। বেঁচে থাকতেই যা নেবার নিন, মরে গেলে টানাটানি না করাই ভালো 🙂
মা মাটি দেশ
বেচে থাকাটাই যত কষ্টের আর বদনামের মরে গেলে আহা!মেয়েটি কত ভাল ছিল।
ছাইরাছ হেলাল
নিয়মের নিয়মটি জানা থাকলে ভাঙ্গা বা গড়া নিয়ে চিন্তার কিছু নেই ।
সে তার নিজের নিয়মেই ভাঙ্গবে বা গড়বে ।
আপনি লিখছেন আবার ছবিও দিয়েছেন ! না চাইতেই ঝর্না ।
শুন্য শুন্যালয়
আমি কিন্তু আগেই বলে দিয়েছি, আমাকে দিয়ে লেখাটেখা হবেনা। 🙁
এখানে তুষারপাত হচ্ছে, তার ছাঁট যাচ্ছে মনে হয়। আপনিও কিন্তু ফাঁকি দিচ্ছেন ।
শুন্য শুন্যালয়
যে ইচ্ছে করে ভাঙ্গে তার যে নিয়মই জানা নেই ।
ছাইরাছ হেলাল
হ্যাঁ ,আমরা দু’জনকেই মিস করি ।
আসবেন এমন আশাও রাখি ।
অন্য ঘাটে নাও ভেড়ানোর কাজ বনলতা করতে পারেন না ।
সে আসবেই , এখানে এই ঘাটেই ।
শুন্য শুন্যালয়
জানিও আমি, শুধু অপেক্ষায় আছি তার…
ছাইরাছ হেলাল
‘বাকিটা ব্যক্তিগত ‘
রিভিউ কই?
শুন্য শুন্যালয়
তাইতো রিভিউ কই? সব ব্যক্তিগত হয়ে গেছে মনে হয় 🙂
শুন্য শুন্যালয়
অনেক মজার একটি ছবি, সত্যিই মনে হচ্ছিলো এটা ডকুমেন্টারি । এমন একটা গ্রাম থাকলে কিন্তু মন্দ হতোনা 🙂
ছাইরাছ হেলাল
আরে ,আমি আপনার কাছ থেকে রিভিউ চাচ্ছি ।
অনেক গ্রামীন ঐতিহ্য উঠে এসেছে সুন্দর করে , যার মধ্যে ‘গাবু’
উল্লেখযোগ্য । ছেলেটির অভিনয় এক কথায় চমৎকার ।
শুন্য শুন্যালয়
আচ্ছা সময় করে লিখে ফেলবো ভাইয়া। পুরো মুভিটিই অনেক সুন্দর, গ্রামের চরিত্র গুলো তো প্রফেশনাল নয়, এজন্য আরো সহজ সরল ভাবে ফুটিয়ে তুলেছে সবাই।
প্রত্যাবর্তন
ছবিতে আর টুকরো বর্ণনায় সুন্দর পোস্ট ।
শুন্য শুন্যালয়
পড়েছেন দেখে ভালো লাগছে ভাইয়া, অনেক ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
অল্প কথায় জীবনের অনেক চাওয়া-পাওয়া না বলা কথা বলে চলে গেলেন। মনে ক্রন্দনের আভাস আসে।
সুন্দর পোস্ট। মনের অজান্তেই মনে ভাস থাকুক অনন্ত…………………………।
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।
লীলাবতী
প্রতিটি ছবিই যেন অনেক না বলা কথা। অসাধারন বললেও কম বলা হবে।
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ লীলাবতী দি। ইয়ে আপনাকে ঢংগী বলার কারন কি খুঁজে পাওয়া গেলো? 🙂
পুষ্পবতী
ভালো লেগেছে। -{@
শুন্য শুন্যালয়
ধন্যবাদ পুষ্পবতী 🙂 -{@
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
খুবই সুন্দর
-{@ -{@
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ পড়ার জন্য ভাইয়া -{@
স্বপ্ন নীলা
ছবি এবং লেখা দুটোই অসম্ভব সুন্দর ——- অসাধারণ
শুন্য শুন্যালয়
অসাধারন মন্তব্য আপু । -{@
জিসান শা ইকরাম
এই ছবি গুলো আপনার খামখেয়ালী ?
এটা যদি খামখেয়ালী হয় , তবে এমন ছবির শেয়ার আরো দিয়েন আপনি।
ছবি এবং ছবির ক্যাপশন দুটোই সুন্দর হয়েছে ম্যাডাম ।
শুভ কামনা ।
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ স্যার, আসলে খামখেয়ালী নয়, যত্ন করেই দিয়েছি। ফুলের ছবিটা তে বারবার খেয়ালী ক্যাপশান মনে এসেছিলো কেনো জানিনা। আর আমি শিরোনাম নিয়ে সবসময়ই সমস্যায় পড়ি। শিরোনাম না দেয়ার এই ছাড়টি কি আমাকে দেয়া যায়?
আপনাকেও শুভ কামনা।
বনলতা সেন
আসতে যে হয়ই । একটু বিরতি সত্যিই প্রয়োজন হয়ে পড়েছিল ।
একটি অদৃশ্য সম্পর্ক তৈরি হয়েই আছে সবার সাথে এখানে ।
ছবি আপনি মনে হয় ভালই তুলবেন , আন্তরিকতা তাই বলে । ছবির বিষয়ে আমার তেমন ধারনা নেই ।
তবে ছবির সাথে যে লেখা আপনি দিয়েছেন তা কিন্তু বুঝতে পারি । ভালো লেগেছে কথাগুলো ।
চাইব সবসময় কিছু না কিছু লেখা যেন ছবির সাথে থাকে ।
শুন্য শুন্যালয়
অন্যের প্রয়োজন বুঝি নাতো 🙁
তবু এই যে এলেন, ভালো লাগলো খুব। লেখা আপনি না বুঝলে বুঝবে কে?
ছবি তুলি যখন ইচ্ছে হয়, তবে পড়তে হবে অনেক নইলে এই ক্লিক ফ্লিকে কাজ হইবো না।
লেখা থাকবে আশা করি। এবার যে আপনার লেখা পড়তে চাই।
বনলতা সেন
তৃতীয় ছবিটি আমার ভালো লেগেছে , না জেনে না বুঝেই বলছি ।
ছবি তোলাকে ভালোবাসুন প্রাণ দিয়ে , আপনি তাহলে অবশ্যই পারবেন ,
শেখার জন্য পড়ার বিকল্প নেই ।
ছবির সাথে লেখাটুকু থাকলেই হবে , হতে পারে তা এক বা দু’শব্দের । তাতেই আমার চলে যাবে ।
লিখব ভাবছি আবার ,সামান্য কিছু ।
শুন্য শুন্যালয়
আমিও না জেনে বুঝেই তুলছি, তবু যে একটা ভালো লাগলো।
লেখার জন্য একটা পরিবেশ লাগে, স্থিরতা লাগে, দুটোই দুষ্প্রাপ্য আজকাল। তবু চেস্টা থাকবেই। অপেক্ষা করছি আপনার লেখার ।
নীলাঞ্জনা নীলা
অদ্ভুত সুন্দর একটি পোষ্ট দেখলাম । শিরোনাম এবং ছবি গুলো আমাকে অন্য কোন স্থানে নিয়ে গিয়েছিলো। মন ভালো করার জন্য এমন কিছু ছবি আর কথা যথেষ্ঠ ।
আচ্ছা ব্যক্তিগত থেকে সামান্য কিছু শেয়ার করা যায় ? জানেনই তো বন্ধ জানালা খুলে দেখার একটা তাড়না থাকে আমাদের সবার মাঝে । ‘ বাকীটা ব্যক্তিগত ‘ হচ্ছে বন্ধ জানালা 🙂
শুন্য শুন্যালয়
আপনার মন ভালো করেছি, এবার আপনি করুন। অহম কে জলদি ফিরিয়ে আনুন। জানালা যতক্ষন বন্ধ থাকবে ততোক্ষনই কিন্তু তাড়না থাকবে 🙂
অজানা এক পথে চলা
খুব সুন্দর ছবি তুলেন আপনি আপু । ছবির সাথের কথাগুলো অসাধারন । -{@
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ পথে চলা আপু -{@
সাদিক মোহাম্মদ
আকাশ… জল… শব্দ… প্রাণ… ছড়িয়ে দেয় স্বস্তির গান…
শুন্য শুন্যালয়
এই স্বস্তিটূকূই যে চাই। ভালো লাগলো এখানে পেয়ে।
শিশির কনা
অদ্ভুত সুন্দর আপু। ছবি এবং শিরোনাম দারুন হয়েছে । কত কিছু মিস করলাম এতদিন সোনেলায় না এসে।
শুন্য শুন্যালয়
হুম অনেক কিছু মিস করেছেন কিন্তু, ভালো লেখা আসে এখন সোনেলায়। তবে সবার আগে পড়াশোনা, সময় পেলে চলে আসবেন অবশ্যই। শুভ কামনা।
আদিব আদ্নান
একটু ভয়ে ভয়ে আছি , কী না কী লিখি ।
ছবি আবার লেখা দুটোতেই ভয়ে থাকি ।
কেমন আছেন ?
শুন্য শুন্যালয়
যাক ভয় পেয়ে উল্টাপাল্টা বলে ফেলেন নি। ভালো আছি, আপনি তো আবার মহা ফাঁপরে আছেন আম, জাম নিয়ে। বলেছিলাম অনুপস্থিত থাকলে বাড়ি নোটিশ যাবে, মনে থাকে যেনো।