ঘুম ভেঙ্গেই এই ভোরবেলা মনটা বেশ ফুড়ুৎ ফুড়ুৎ করছে।
বাইপোলার ডিজঅর্ডারের হাইপারমেনিক স্টেজের মত অবস্থায় আছি এখন, সেরাম একখান স্বপ্ন দেখে উঠেছি। আপনাদের না শোনাইলেই না।
স্বপ্নে দেখলাম, আমাকে সোনেলা ব্লগের মডারেটর বানিয়ে দেয়া হয়েছে। নাচতে নাচতে ঐশ্বরিয়া স্টাইলে স্যুটেড, কোট প্যান্ট পরে প্রথম দিন ব্লগে ঢুকলাম। জবে আমার প্রথম দিন, কিন্তু কেউ আমারে অভিনন্দন জানাইলো না। টেবিলের উপরে ফাইল নাই, কোন কাগজপত্র নাই, এইটা কেমুন অফিস? কোনই কাজকর্ম নাই। তবে যে ড্যাস ড্যাস ভাই বলছিল, কাজের চাপে হিমশিম অবস্থা, আমি আবার কাজ ছাড়া একদম থাকতে পারিনা।
আরামে আরামকেদারায় বসে টেবিলের উপরে পা উঠাইয়া মনে মনে কি করা যায় কাজ খুঁজতেছি, হঠাৎ-ই ইউরেকা! কবে কোন জ্ঞানীগুনীজন বলে গিয়েছিলেন, অলস মস্তিস্ক নাকি শয়তানের কারখানা, আমার কি আর সাধ্য জ্ঞানীর মুখের উপর কথা বলি!!
ঠিক করলাম, পোস্টে লেখকের জায়গায় সব নাম উল্টায় পাল্টাইয়া দিমু, সবাই সোনেলায় ঢুইক্কা ক্যাম্নে তব্ধা খাবে –এইটা ভেবেই মনটা পুলকিত হয়ে গেলো, আশেপাশে কোন বড়ভাই থাকলে নির্ঘাত মুখে আংগুল ঢুকিয়ে দিয়ে সিটি দিয়েই ফেলতাম (সৎ পোস্টে স্বর্গবাস, অসৎ পোস্টে সর্বনাশ)।
ফি আমানিল্লাহ বলে, কাজ শুরু করে দিলাম।
শুরুতেই রিমি রুম্মান আপুর লেখা কত কি-ই তো কথা ছিল কবিতায় লেখকের নাম দিলাম ব্লগার সজীব। রম্য পন্ডিত ব্লগার সজীব এমন কঠিন আবেগী লেখা, তাও আবার কবিতা দেখে কি পাগল হয়ে হেসেই উঠবে? তার তো আবার হাঁসের খামার থুক্কু মুরগীর খামার আছে।
দেবশিশু লেখায় লেখকের নাম আনলাম, মেহেরী তাজ। তাজ খুবই কবিতা পছন্দ করে, পৃথিবীর কোন কঠিন ভাষাই তাজকে দমিয়ে রাখতে পারেনি, ওর কাছে পানির মতো ব্যাবাক কিলিয়ার। তবে এইখানে বেশ প্রতিযোগিতা হইছিল, কবি নাসির ভাই, যিনি সারাজীবন কবিতা লিখতে লিখতে শব্দের অবস্থা জলবৎ তরলং বানিয়ে ফেলেছেন, তার নামও আনতে চাইছিলাম, যাই হোক, কবি বলেছেন, বেটার লাক নেক্সট টাইম। 🙂
মায়া আপুর একলা পাখি কবিতায় লেখকের নাম পোস্টাইলাম জিসান শা ইকরাম।
একলা পাখি কাঁদে
জীবন যুদ্ধে পরাজিত বন্দী ভবের ফাঁদে
একলা পাখি বোঝে
নিদান কালে শূন্য ডালে কেউনা তারে খোঁজে…….. জিসান ভাই ছন্দ দিয়ে দুলে দুলে কবিতা লিখতে গিয়ে চেয়ার সমেত উল্টে পড়েছে এইটা ভাবতে ভাবতেই তো আমি ছান্দিক হয়ে গেলাম। :p
অনিকেত নন্দিনী আপুর মহাভারতের গল্প-ব্রক্ষ্ম এ লেখকের নাম আঁঠা দিলাম নাসির সারোয়ার। এতদিনে টিচারের কাছ থেকে শিখে শিখে অবশেষে তিনি লিখেই ফেললেন মহাভারত।
নীলাঞ্জনা নীলাপুর অক্ষরের আনন্দ পোস্টে লেখকের নাম দিলাম অপার্থিব। এমন কবিতা পেয়ে সিরিয়াস টাইপের লেখক অপার্থিব ভ্যাবাচ্যাকা খেয়ে কি করবে ভাবতেই আছি, আর নীলাপু তার অক্ষরেরর আনন্দ খুঁজতে চলে যাবে মৌনতা রিতু আপুর বাড়ি। প্রেম ছাড়া যে কিছুই লিখতে পারেনা, তাকে যদি দিয়ে দেই রিতু আপুর আমার তুঘলকি চিন্তা-১? 🙂
ইলিয়াস মাসুদ ভাইয়ার স্মৃতি ও স্কেচ পোস্টে লেখকের নাম জোড়া দিলাম মজিবর রহমান। আমাদের সবার প্রিয় মজিবর ভাইয়া, নিশ্চিত দৌঁড়াবে চোখ অথবা পাগলের ডাক্তারের কাছে। আমি কবে থাইক্কা ছবি আঁকতেছি? আমি কোথায়? আমি কে? আমার বউ কই?
খসড়া ভাইয়াপুর অবধারিত মুক্তিযুদ্ধ -২ ও রুখে দাও সন্ত্রাস পোস্টটির লেখক যদি হয় অরুনি মায়া? মায়াপুকে এমন প্রতিবাদী চরিত্রে দারুন মানিয়ে যাবে, পোলাগো কাপড় কাঁচার মত যে ধোলাই দিতে পারে, সে সন্ত্রাসীও পারবে।
মনের হাহুতাশ পুরনের জন্য নীতেশ দা র নাম লাগায় দিলাম লীলাবতীর লাইফ সাইকেল-বউ-অবাধ্য লাড়কি পোস্টে। লীলাবতী আসতেছে না বহুদিন, ইচ্ছা আছে তার সব পোস্ট অন্য লেখকদের দিয়া দিমু আস্তে আস্তে।
আরেকটা ইচ্ছে আছে, সবার সুন্দর পোস্টগুলোতে লেখকের নামের জায়গায় শুন্য শুন্যালয়ের নাম লাগায় দিমু। সবার আগে কৃন্তনিকার দেবী পোস্ট নিমু। এইভাবে নিতে থাকলে ডাবল, ট্রিপল এমনকি ব্রায়ান লারার মতো চারশো পোস্ট আমার জন্য কুনই ব্যাপার না। আপাতত জিসান ভাইয়ার ফিরে ফিরে আসা‘তে শুন্য শুন্যালয়ের নাম বসিয়ে দিয়েছি। সবাই এখন বন্ধুদের মধ্যে শুন্যরে খুঁজতেছে, আরে বোকা, শুন্য থাকে জলে, স্থলে, আকাশে, মুগ্ধতায়, সবখানে।
ব্লগার সজীবের অর্থ বুঝে রঙিন হার্টের ইমো দিন-বিপদ আছে পোস্টের লেখকের ঘরে নাম দিলাম মারজানা ফেরদৌস রুবা। আপুর আবার হার্ট এটাক না হয় :p
মা মাটি দেশ ভাই যদি মুহাম্মদ আরিফ হোসেইনের রসিকের মত এমন কিছু পোস্ট লেখা শুরু করেন, তাইলে কেমন হবে?
আবু খায়ের আনিছ লেখায় বিস্তর ছবির ব্যবহার করেন (?), তাই মরুভূমির জলদস্যুর জাফলং-এ জল-পাথরে পোস্টে লেখকের নাম দিয়া দিলাম তার নাম।
অরণ্যের পোস্ট বিদায় বন্ধু যদি দিয়ে দেই খসড়া ভাইয়াআপুকে? হায় হায় আপু, আপনি এতদিন সিগারেট খেতেন বুঝি? :p
নন্দিনী আপুর পোস্ট জাবেদাখাতার নিচে নাম দেখতেছি লেখক ছাই ভাউ, মানে ছাইরাছ হেলাল। কেউ একটু নন্দিনী আপুরে খবর দ্যান, তার সব পোস্ট কারা জানি নিয়া যাইতেছে।
স্বপ্ন-মিথুনের পোস্টে আর কোন লেখকের নাম আনার সাহস করলাম না, তা বড্ড বেমানানও হতো, এই দুজনের লেখা শুধু তাদের দুজনকেই মানায়। আসল কথা হচ্ছে, ভ্যাকুয়াম ক্লিনারের ভয় আছে না (ভালোবাসাবাসি দ্রষ্টব্য) !! :p
কেউ পোস্ট পেয়ে সুখী, কেউ দিয়ে, কেউ দিয়েও সুখী, পেয়েও সুখী। আর কেউ হয়তো সুখের অর্থই জানেনা।
বিনা বেতনে একদিনে এরচেয়ে বেশি কাজ করা সম্ভব না। স্বপ্নও আজকাল বিনা বেতনে বেশি লম্বা হয়না! ইশ্ যদি সত্যিই মডারেটর হওন যাইতো!! 🙁
৪৩টি মন্তব্য
ইলিয়াস মাসুদ
বিকাল থেকে ফ্রান্সিস্কোর গল্পের ভেতরে ডুবে গেছি,সোনেলায় কি হচ্ছে সোনেলায় থেকেও দেখতে পারিনি, ইচ্ছা ছিল আজি বাই ফ্রান্সিস্কো শেষ করে দিব কিন্তুক ………… উল্টাপাল্টা দেইখ্যা তো আমার মাথা উল্টাপাল্টা হয়ে গেছে…..।নাচতে নাচতে ঐশ্বরিয়া স্টাইলে স্যুটেড, কোট প্যান্ট পরে প্রথম দিন ব্লগে ঢুকলাম।
হাহাহা……… আমাদের সবার প্রিয় মজিবর ভাইয়া, নিশ্চিত দৌঁড়াবে চোখ অথবা পাগলের ডাক্তারের কাছে। আমি কবে থাইক্কা ছবি আঁকতেছি? আমি কোথায়? আমি কে? আমার বউ কই? হাহাহাহ হাসতে হাসতে মরে গেলাম … আমার বৌ কৈ ?
স্বপ্নও আজকাল বিনা বেতনে বেশি লম্বা হয়না! কথা কিন্তুক একশ তে একশ …….
এমন পোষ্ট যদি মাসে চাঁদেও এক টা পায় নিশ্চিৎ আয়ু বেড়ে যাবে সক্কলের :D) :D)
শুন্য শুন্যালয়
নানী দাদী থাকলে তো অত্যাচারে অসহ্য হয়ে বলবে, অই তুই মরোস না ক্যান? 😀
জিসান শা ইকরাম
এইডা কিছু হইলো?
‘ উল্টাপাল্টা ‘ পোষ্ট টা দিলাম আমি, তা আপনার নামে নিয়ে গেলেন?
আমরা কি এমন মডু চেয়েছিলাম?
শুন্য শুন্যালয়
হা হা হা, ওরে চাল্লু, আমার ইট আমার মাথাতেই ছোড়ে। মডু নাতো আমি, তবে মডুদের শিখিয়ে দেয়া পথেই চলবো ইনশাল্লাহ্, যদি হই। তা ড্যাস ড্যাস ভাইকে কই পাবো ভাউ? আপনার সাথেতো খাতির আছে তার, যদি মডু বানানোর একটু সুপারিশ করতেন!!
জিসান শা ইকরাম
খবরে প্রকাশ সোনেলার ব্যানার বানাতে গিয়ে আজ ড্যাশ ড্যাশ ভাইয়ের চুল অর্ধেক উধাও হইয়া গিয়াছে
অবশেষে রনে ভঙ্গ দিয়া নিদ্রাদেবীর কোলে আশ্রয় নিয়েছে।
সুপারিশ করতে হবে না, তিনি আপনার হস্তে দায়িত্ব অর্পন করিতে এক পায়ে দাঁড়িয়ে আছেন, আপনার হ্যাঁ বলার অপেক্ষায়।
গুনে গুনে ১৭ টি লিংক দিয়ে বুঝিয়ে দিলেন যে আপনি সব লেখাই পড়েন।
লেখার সাথে বিপরীত মুখী ব্লগারকে জুরে দিয়ে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন,
প্রচন্ড পরিশ্রমী লেখার জন্য ধন্যবাদ,
রম্য আপনি ভালোই পারেন, যা ক্লাসিকের পর্যায়ে যায়।
শুন্য শুন্যালয়
পরিশ্রম যে করে তার কষ্ট কি অন্যে বুঝবে ভাইয়া?
দায়িত্ব রক্ষা করা বড় কঠিন। কিছু পরিশ্রমী লেখা শুধুই অন্যদের আনন্দ দেবার জন্য, জানিনা কতটা পেরেছি। আপনাদের প্রশংসায় শিক্ত হলাম। অনেক ধন্যবাদ আপনাকে। -{@
খসড়া
কি হল? কে তোমাকে বিনা বেতনের এই কাজ দিল। না না না আমাদের অনুমতি না নিয়ে আমাদের লেখার বিজ্ঞাপন —– এই শূন্য মামলা যানি কোন আদালতে, কিসের মামলা করতে হয়? 😛
শুন্য শুন্যালয়
আপু, খুনীকে পাগল প্রমান করতে পারলে খুন মাফ, আর আপনি উল্টাপাল্টা পোস্টের জন্য মামলা করবেন? আমরা কি এমন ভাইয়াআপু চেয়েছিলাম? 🙁
স্বপ্নে করা অপরাধের শাস্তি কি গো?
অরণ্য
“আর কেউ হয়তো সুখের অর্থই জানেনা।” – হেভি ওয়েট লাইন।
(y)
শুন্য শুন্যালয়
থ্যাংকস অরণ্য। ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
এমন খাটুনি আপনাকেই মানায়, আগেই প্রমাণিত। রম্যের প্রথমাস্থান পাক্কা ভাইয়া।
অবশ্য ছল করে হলে আসল কথা বলার জন্য এক কলসি ঠান্ডা জল আপনি পেতেই পারেন।
অবশ্য কলিকালে নিজের ঢোল অন্যের হাতে না দিয়ে ভালই করেছেন, পিউর বুদ্ধিমতী !!
তা মডুগিরি!! তদুপলক্ষ্যে হাওয়াই খানাপিনা অন্তত দিয়েন।
এতক্ষণে বুঝলাম আমার ভালু ভালু লেখাগুলো কই কই যায়!! কিন্তু আমার সন্দেহ হচ্ছে, আমি শিউর আমার সব ভালু ভালু
ল্যাখা আপনি ই নিয়ে গেছেন!!
কেমনে সম্ভব এমন লেখা ভাবতেই উদাস হই যাউ।
ধন্যবাদ মডুজী!!
শুন্য শুন্যালয়
মডু বলে লজ্জা দেবেন না ভাইয়া। স্বপ্ন কি আর সত্যি হয়!! আপনার সব ভালু ল্যাখা আমি নিয়ে গেলে, ইদানিইং এত ভালু লেখা কোথা থেকে বের করছেন? যাদুর কলসি আছে নাকি আপনার?
মৌনতা রিতু
মুই কিন্তু কোর্টে পোষ্টিং নিছি। মামলা যেভাবেই হোক সাজোবোনে। আহা ! আমিও যদি হইতাম ! সবার পোষ্ট নিজের নামে নিতাম।
বিঃদ্রঃ আমি কিন্তু প্রেমের কবিতাও একখান লিখা ফালাইছি। *ঐ ঘাস যদি হয় বুক তোমার* তবে নিলাপুর পোষ্ট সব আমার পোষ্টে নিব।আর অপার্থিব ভাবাচ্যাকা খাইয়া শুন্যশুন্যালয়ের পোষ্টে চলে যাবে।
বিনা বেতনে এর থেকে বেশি মন্তব্য লিখতে পারব না।
শুন্য শুন্যালয়
রিতু আপু শুধু প্রেমের কবিতা না, পাগলির মত ফানও লিখেছে। এই পোস্টে সবার বিপরীত ধরনের পোস্ট গছিয়ে দিয়েছি এক একজন কে আপু। 🙂 নীলাপু এক মন্তব্যে বললো সেদিন, সে প্রেম ছাড়া আর কিছু লিখতে পারেনা, তাই তুঘলকি চিন্তা তাকে দিয়েছি। ভালো করেছি না? কেঁদেন না আপু, আল্লাহ্র ইচ্ছায় সব সম্ভব :p
ইয়ে মানে আমি কিঞ্চিত বেতন দিতে রাজি আছি আপনাকে আপু। 🙂
মৌনতা রিতু
তাইলে তো কথাই নেই। আজ থেকে আরো বড় বড় পোষ্ট হবে। মন্তব্য আরো জোরালো হবে। বেতন বলে কথা। :D)
নাসির সারওয়ার
ও টিচার, আফনে কোম্মে????
যাক, আমার সোনেলা ডিকশোনারি বানানোর সুফল হাতেনাতে পেলাম। মহাভারতের তর্জমা ! আচ্ছা, কথাটা কি জলবৎ তরলং নাকি তরলং জলবৎ ?
আপনার বাসস্থান থেকে হেমায়েতপুর কতদুর? রিকশার টিকেট বুক করে রাখি।
মানুষের মাথায় এরকম উদ্ভট আইডিয়া আসে কি করে!!!!
শুন্য শুন্যালয়
রিকশাতেও টিকেট লাগে? 😮 আমার বাসা থেকে হেমায়েতপুর বেশি দূরেনা, একজন ডাক্তার হিসাবে রোগীর সাথে যাওয়া দায়িত্বের মধ্যে পড়ে, আমি যাবো আপনার সাথে সমস্যা নেই। 🙂
ডিম আর মুরগী, যেই-ই আগে হোক, তাতে কিবা যায় আসে!!
নীলাঞ্জনা নীলা
;( ;( আমার অক্ষর নিয়া যায়। হায়রে আনন্দরে কোথায় পাবো? ;( ;(
শুন্য আপু মডারেটরের ভোট তোমারে দিমু নাইক্কা। (-3
শুন্য শুন্যালয়
ব্যালট বাক্স তোমার বাড়িত নিয়া যামু আপু, চিন্তাইয়োনা। ভোট না দিয়া যাবা কই? অক্ষর আমি এখন নিতে পারি, দিতেও পারি, বুঝেছ? -{@
নীলাঞ্জনা নীলা
মা গো এ কেমন! ব্যালট বাক্স লইয়া আসার আগে পলায়ন করিবো। \|/
নাজমুস সাকিব রহমান
আমি বাদ পড়ে গেছি! ;(
শুন্য শুন্যালয়
দুঃখিত ভাইয়া, সব নাম মনে পড়ছিলো না 🙁
অপার্থিব
এইটা তো গুগলি পোস্ট। শেইন ওয়ার্ন অবসরের পর বিশ্ব ব্রহ্মান্ড এমন গুগলি আর কখনো দেখেছে কিনা সন্দেহ -:-
বাংলার আপামর জনগণ , আবাল বৃদ্ধ বণিতার প্রাণের দাবী পূরণ করা হোক অর্থাৎ আপনাকে মডারেটর বানানো হোক।
শুন্য শুন্যালয়
চিন্তাভাবনা করেছিল, এই পোস্ট পড়ে চিন্তা বাতিল করেছে মডুরা। 🙁
আবু খায়ের আনিছ
ইস, যদি দেশ-বিদেশ ঘুরতে পারতাম আর ফডু উঠাইতে পারতাম তাইলে ত আমার নামের পরে (?) চিহ্ন দিতে হত না।
শুন্য শুন্যালয়
লেখায় ছবি কম দেন বলেই প্রশ্নবোধক। পোস্টের শিরোনাম উল্টাপাল্টা বুঝতে হবে 🙂
ছবি তুলতে দেশ বিদেশ ঘুরতে হবেনা আনিছ। আজ থেকেই শুরু হোক এক গ্লাস জলের ছবি দিয়ে।
আবু খায়ের আনিছ
কি করব বলুন, ছবি তোলা হয় মাঝে মধ্যে, কিন্তু আমি যে লেখা দেই তার সাথে কোন ছবিই আমি খুজেঁ পাই না।
পোষ্ট পড়ে খুব আনন্দ পাইছিলাম, এখন আবার পেলাম।
আন্টি কেমন আছে?
শুন্য শুন্যালয়
ছবি সিলেকশানের বস হচ্ছে জিসান ভাই, লাগলেই জানান দেবেন। অনেকে লেখায় ছবি দিতে চায়না, (কিছু লেখাতে ছবি অবশ্য না দেয়াই ভালো) আমি ভেবেছি আপনিও হয়তো। আম্মা ভালো আছে, ঘুমের একটু সমস্যা হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ আনিছ আম্মার খবর নেবার জন্য।
রিমি রুম্মান
স্যুটেড, কোট প্যান্ট পরে নতুন মডু সোনেলায় সব উলট পালট করলেও সমস্যা নাই। আমি এমন মডু ভাল পাই 🙂
লেখাটি পড়ে হাসতে হাসতে উল্টে পরলাম জিশান ভাইয়ের মতন :p
শুন্য শুন্যালয়
আহারে স্বপ্ন কেন সত্যি নয়? 🙁
লীলাবতী
আপনাকে মডারেটর বানালে আমরা অনশন করবো, বলে কি, আমার পোস্ট নাকি সবাইকে দিয়ে দেবে!! 😮
এমন ভয় পাওয়া পোস্ট দিলে তো আরো আগে আসবার চেষ্টা করতাম। :p
শুন্য শুন্যালয়
থাক থাক বুঝেছি আপনিই মনে হয় মন্ত্রণা দিয়েছেন আমাকে মডু না বানানোর জন্য। এই পোস্টের মেয়াদকাল প্রায় চারমাস এখনো কোন নিমন্ত্রণ নাই 🙁
রাইসুল জজ্
মজারু পোস্ট :D) 😀 :D)
শুন্য শুন্যালয়
ধন্যবাদ 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হা হা হা দিদি নতুন জব পাইলেন অথচ মিষ্টি খাওয়ালেন না।ভালই ধরেছেন আমাদের চরিত্রগুলো বেশ ভাল লাগল। -{@
শুন্য শুন্যালয়
স্বপ্নে পাওয়া চাকরির মিষ্টি স্বপ্নেই বিতরণ করে দিয়েছি মনিরভাই।
ব্লগার সজীব
রিমি রুম্মান আপুর লেখা কত কি-ই তো কথা ছিল কবিতা আমার নামে? !!!! হা হা হা হা হা হা , আমি কি এমন রম্য লেখি? রম্যের রানী তো আপনি, আমি বেশী হলে আপনার রাজ্যের প্রজা :D) :D)
শুন্য শুন্যালয়
আপনি কি বিলিয়ে বিলিয়ে নি:স্ব হয়ে গেলেন নাকি সজু ভায়া?
ব্লগার সজীব
না না নিঃস্ব হবো কেন? আসিতেছে আসিতেছে কিছু একটা 🙂
শুন্য শুন্যালয়
কবে কখন? শুনেই তো দন্ত্য বিকশিত। সজুর পোস্ট শুনেই এই অবস্থা। আনুন তাড়াতাড়ি।
মেহেরী তাজ
আপনি দেখি একায় সবায়রে মাইরালাবেন!
দেবশিশু তে আমার নাম? তাইলেই হইছে….
সোনেলার আসল মডুরা কই? (দৌড়ে পালানোর ইমো চাই)
শুন্য শুন্যালয়
মার্চের উত্তর জুলাইতে?
দৌড়ে পালানোর ইমো না, দৌড়ে সোনেলায় ফিরে আসার ইমো চাই। সবাই আলসে হয়ে গেছে। দেবশিশু জানি কোন লিখাডা? ;?
মেহেরী তাজ
ওরেব্বাস এটা মার্চের লেখা!
আমি তো খেয়ালই করি নি!
যে মাসের লেখায় হোক তাতে কি হইছে? উত্তর তো দিছি! ^:^
দেবশিশু কোনটা? যেটা পড়ে আমার মাথা ঘুরে গেছিলো…. .. :p