এক।।
মতিন মেয়া যাত্রাপালা দেখে অনেক রাত করে বাড়ি ফিরেছে। রাতের খাবারের আর প্রয়োজন হয় নি। যাত্রা দেখেই তার পেট ভরে গেছে। সকালে তার ঘুম ভাঙলো এক মিস্টি কন্ঠের হাসি শুনে। তড়িঘড়ি করে উঠেই নিজের লাল রংয়ের শার্টখানা পড়ে নেয়। বাইরে যেয়ে জানতে পারে এ মিস্টি হাসির উৎস তার বড় খালার মেয়ে লুবনার। গতকালই তারা এসেছে। লুবনার কলেজ বন্ধ। গ্রীষ্মকালীন অবকাশ চলছে। মতিন লজ্জা সরমের মাথা খেয়ে তার মাকে একটু দূরে নিয়ে বললো ….
– মা, আমার বয়স কত হৈল?
– আহা! এই সাত সকালে নিজের বয়স কেন জিগাইতেছস?
– বলো না….
-তুই নিজে জানোস না! তোর বয়স কত? তুই না আমার বিএ পাশ করা ছেলে!
-হ্যাঁ! মা জানি, আমার বয়স গতকালই ২৭ বছর পূর্ণ হইছে।
– সেটা তো আমিও জানি। কি বলতে চাস বল না – বাবা!
– ইয়ে! মানে! মা … লুবনাকে আমার মনে ধরেছে। আমি তাকে বিয়ে করতে চাই।
– তোর কি লজ্জা সরম কিছু নাই! তোর বাপ ও কথা নাই বার্তা নাই আমাদের বাড়িতে গিয়ে আমার মাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো!
– সেকি! তোমার মা কি এত সুন্দর ছিলো!
– ধেত! গাঁধা! আমাকে বিয়ে করতে চায়, এই প্রস্তাব দিয়েছিল।
– ও আচ্ছা! তাই বলো, আমি তো ভাবলাম তোমার মাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলো। মা তুমি কথা ঘুরালে কেন! আমি তো আর খালাকে গিয়ে বলি নি যে আমি তার মেয়েকে বিয়ে করতে চাই! আমি তো তোমার কাছে বলেছি। তুমি খালাকে রাজি করাবে।
– হয়েছে। আর ন্যাকামি করিস না! দেখি তোর বাবার সাথে কথা বলে নেই আগে। ‘
মতিন মেয়া এটাকেই তার মায়ের গ্রীন সিগন্যাল হিসেবে ধরে নেয়। সে এখান থেকে সোজা তার রুমে গিয়ে দাঁত মাজার ব্রাশ নিয়ে পুকুর ঘাঁটের দিকে চলে গেল। যাওয়ার আগে লুবনার সাথে তার একবার চোখাচোখি হলো।
পুকুর ঘাটে গিয়ে দাঁত ব্রাশ করতে করতে মতিন মেয়া গান ধরলো – “বিয়ার সাজনি সাজো কন্যা লোওওও ” বলিয়াই নিজের জিব্বায় কামড় দিয়ে খিট খিট করে হাসে। এ গান তো গাইতে হয় মেয়ে পক্ষের অনুষ্ঠানে। মতিন এবার নতুন গান ধরলো – “যদি বউ সাজো গো, বড় সুন্দর লাগবে গো ” গান গায় আর হাসে! এই হাসি গভীর অনুভূতির হাসি! গভীর আবেগের হাসি। তার খুশি যেন ধরে না!
দুই!
আজ মতিন মেয়ার বিয়ে। এক লক্ষ ত্রিশ হাজার টাকা নির্ধারিত হয়েছে বিয়ের কাবিন। লুবনার বাবা মেয়ের বিয়ে বড় ধুমধাম করে দেয়ার পরিকল্পনা করে রেখেছিলেন। পরিকল্পনা অনুযায়ী সব করছেন। তিন গ্রামের মানুষ খাওয়ানো যায় এমন গরু এনে জবাই করেন। এছাড়াও তিন গ্রামের মানুষ খাওয়ানোর আরেক সূক্ষ কারন ছিলো। লুবনার বাবা জরিপ করে দেখেছে তিন গ্রামে বিবাহ উপযুক্ত অনেক ছেলে মেয়ে আছে। এ খাওয়ানোটা ভবিষ্যতে খাওয়ার একটা দূরদর্শি ভাবনার বহিঃপ্রকাশ মাত্র।
বিয়ের কাজ চলছে। মানুষ খাচ্ছে, যাচ্ছে, আসছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পর মতিন মেয়ার প্রকৃতির ডাক আসে। কিন্তু মতিন মেয়া জুতা খুঁজে পাচ্ছে না। জুতা নাকি শালি পক্ষ গুম করে ফেলছে। তাদের দাবি ছিলো পাঁচশত টাকা মাত্র। কিন্তু যখন জানতে পারে মতিন মেয়ার প্রকৃতির ডাক আসে তখন দাবি বেড়ে এক হাজার হয়ে যায়! অবশেষে কোন উপায় অন্ত না পেয়ে সম্পূর্ন টাকা দিয়ে জুতা উদ্ধার করে এবং প্রকৃতির ডাকে সাড়া দেয়।
এরপর আসলো বিদায় বেলা। মতিন মেয়ার সদ্য বিবাহ করা বউ কান্না শুরু করে। কান্না দেখলে সব সময় সবার কান্না আসে না। কান্না হাসির মতো অতটা ছোঁয়াছে না। কিন্তু আজ বিদায় লগ্নে এ কান্নায় তাল মিলালো মতিনের খালা বর্তমানে শাশুমা। খালু ওরুপে শশুরআব্বা এবং শালিকাদ্বয়।
শশুরআব্বা বাংলা সিনেমার ধাছেই বললেন -“বাবা, মাইয়াটারে তোমার হাতে তুলিয়া দিলাম! বড্ড আদরের মেয়ে আমার। কোন কষ্ট দিও না ”
মতিন ডানে বামে মাথা ঘুরিয়ে জবাব দিলো
-“কোনো চিন্তা কইরেন না। আপনার মেয়ে মানে আমার মেয়ে। ” কথাটা বলার পরই এক শালী চিমটি কাটলো, আক্কেল আছে বলেই আবার বললো ” থুক্কু মানে আমার বউ মানেই আপনার মেয়ে। কোন অযত্ন হবে না। ”
মাটির রাস্তা দিয়ে মতিন তার বউকে নিয়ে রিক্সায় করে বাড়ি ফিরলো। বাকীরা হেঁটে, সাইকেল চড়ে সঙ্গে সঙ্গে এলো। বাড়িতে এসে যাবতীয় নিয়ম কানুন শেষ করতে রাত দশটা পার হয়ে গেল। গ্রামে তখন গভীর রাত। তাদের বাসর ঘর সাজিয়ে দিয়ে যে যেখানে পেরেছে ঘুমিয়ে পড়েছে।
বাসর ঘরে ঢুকে লুবনা প্রথম কথা বললো,
– বালিশ একটা কেন মতিন ভাই?
-ভাই ডাক শুনার জন্য মতিন প্রস্তুত ছিলো না। কিঞ্চিত লজ্জা পেয়ে বললো ” ইয়ে মানে, অনেক মেহমান তো! তাই বালিশ সংকট আরকি।।
মতিন মেয়ার এমন বাক্য শুনে লুবনা ফিক করে হেসে দিলো। লাল লিপস্টিক দেয়া ঠোঁটের সেই হেসে দেখে মতিনের হৃদয়ে এক অজানা ঢেউ খেলে গেল।
– আপনি কি মনে করেন আমি এসব বুঝি না! কেন বালিশ একটা দেয়া!
– কি বুঝো?
– যা বুঝি তা আপনিও বুঝেন।
-………
-………
এরকম আরো অনেক কথা চলিলো।
তারপর এক মাস গত হলো। মতিন এরই মাঝে খবর পেল সে বাবা হতে চলছে …….
তিন।।
মতিনের ঘর আলোকিত করে জন্ম নিলো এক ফুটেফুটে শিশু। প্রথম সন্তান হয়েছে। ছেলে সন্তান দেখে সকলেই খুশি। মতিনের ছেলেটা জন্ম হওয়ার পর বেশিক্ষন কাঁদে নি। সবাই হাঁসাহাসি করছে! সে কেন কাঁদবে! কোন দুঃখে কাঁদবে – বিষয়টা যেন এমন! মতিন তার ছেলেকে ছুঁয়ে দেখছে। নাক, মুখ সব মতিনের মতো। মতিন তার ছেলেকে দেখছে আর তার ছেলে তাকে দেখছে। মতিন অস্পস্ট স্বরে তার ছেলেকে একটা নামে ডাকলো। ছেলে যেন অবাক করা চোখে তাকিয়ে রইলো! মতিন এবার সবাইকে শুনিয়ে বললো আমার ছেলের নাম হবে রসিক। এমন কথা শ্রবণ করে সকলে হাসতে লাগলো। কিন্তু প্রতিবাদ করলো লুবনা। বলে উঠলো………
বাকী অংশ পরে…..
যদি বলেন যে খারাপ হৈচে তাহলে কিন্তু লেখা বন্ধ! :p :@
৩৪টি মন্তব্য
অরুনি মায়া
না না বন্ধ করবেননা ভালই লেগেছে | রম্যের পাশাপাশি আবার সমাজের কিছু বাস্তব চিত্রও তুলে ধরেছেন | মন্দ লাগেনি মোটেও | বাকী অংশের জন্য অপেক্ষায় রইলাম 🙂
মুহাম্মদ আরিফ হোসেইন
ঐটা মজা করে বলছি। :p
বেঁচে থাকলে একশো তম পর্ব ও পাবেন।
আপনার অপেক্ষার পর্ব সফল করে ছাড়বো ইনশাআল্লাহ।
অনিকেত নন্দিনী
লেখা বন্ধ করার প্রশ্নই আসেনা।
লেখালেখি চলুক, লগেই আছি। 😀
মুহাম্মদ আরিফ হোসেইন
রসিক মেয়া তো সবে জন্মাইলো।
লেখা কি আমিও বন্ধ করমু নাকি!!
লেখা চলবে। আপনি খালি দেইখ্যা যাবেন।
অনিকেত নন্দিনী
উঁহু। খালি দেইখ্যা যামুনা, পইড়াও যামু। 😀
মুহাম্মদ আরিফ হোসেইন
পড়তে হলে যে কিনতে হবে আপু।
আমি যে শত পর্ব লেখার পরিকল্পনা করিয়া ফেলছি!
ব্লগে ২০ পর্ব পর্যন্ত পাইবেন।
বই বের করার আগেই বিজ্ঞাপন শুরু করে দিছি :D) :D) :D)
সালমা আক্তার মনি
খুব মজা পাচ্ছিলাম, আপনি হিন্দি সিরিয়ালের মতো টান টান মজার মধ্যে স্টপ করে দিলেন আবার হুমকিও দিলেন লেখা বন্ধ করার! লিখুন লিখুন তাড়াতাড়ি
মুহাম্মদ আরিফ হোসেইন
হিন্দি সিরিয়াল!! ;( ;( ;( ;( ;( ;( ;(
বাংলা সিরিয়াল হবে এখন।
রসিক সিরিয়াল।
মজা নিতে ভুলবেন না যেন।
খসড়া
তারপর
মুহাম্মদ আরিফ হোসেইন
তারপর বলুন আগে কেমন লাগলো?
ছাইরাছ হেলাল
কিচ্ছুতেই বলব না লেখা খারাপ,
তার যে পর আছে।
মুহাম্মদ আরিফ হোসেইন
😀 😀 😀 😀
এবং আসিতেছে …..
হা ভাই, মুহাম্মদ আরিফ হোসেইন লিখিত, সোনেলায় প্রকাশিত রম্য দ্যা রসিক। শুধু মাত্র ব্লগ দিয়ে ইন্টারনেট চালাইতেছেন পারলেই দেখতে পারবেন :p
মুহাম্মদ আরিফ হোসেইন
*চালাইতে
ছাইরাছ হেলাল
অসুবিধা নেই, ব্লগ দিয়াই ইন্টারনেট চালাই।
জিসান শা ইকরাম
দারুণ দারুণ এবং দারুণ ………
প্রকৃতির ডাকের কারনে দাবি বেড়ে এক হাজার হয়ে যায় :D)
আপনার মেয়ে আমারো মেয়ে :D)
বালিশ কেন একটা ? :D)
অনেক দিন পরে একটা মজার লেখা পড়লাম।
রসিক চান এর কথা জানার অপেক্ষায় থাকলাম।
মুহাম্মদ আরিফ হোসেইন
😀
😀
একদম চিহ্নিত পয়েন্ট :D)
শিগ্রই আসবে বাকী পর্ব।
একশোতে গিয়ে থামবো ইনশাআল্লাহ।
জিসান শা ইকরাম
মাত্র একশত? এমন লেখা তো হাজার পর্ব হলেও পড়ার ইচ্ছে শেষ হবে না।
উপস্তাপনা দারুন হৈসে 🙂
মুহাম্মদ আরিফ হোসেইন
😀
বাহ্!
খুশি হইলাম।
ইলিয়াস মাসুদ
এক বালিশের তো বহুত ক্ষামতা ……
সুন্দর হয়্ছে কিন্তু, মজা পাইছি 🙂
মুহাম্মদ আরিফ হোসেইন
:D)
:D)
এক বালিশ ই কাছে টানে।
ধন্যবাদ।
মজা চলিতে থাকিবে, নিতে থাকিবেন তো? :p
আবু খায়ের আনিছ
হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। পরের পর্ব চাই চাই,,,,,,,,,,,,,,,,,
আপনার রম্য লেখার হাত অনেক ভালো ভাই। লিখা চালিয়ে যান।
মুহাম্মদ আরিফ হোসেইন
:D) :D)
চেষ্টার কোন ট্রুটি থাকবে না।
আমার লেখার হাত ভালো না। আপনাদের রসবোধ ভালো। অল্পতেই খুশি।
আবু খায়ের আনিছ
একবার কে যেন বলেছি, বেশি বিনয়ী হয়ে কখনো এটা বলবে না যে, আমার কিছুই ঠিক মত হয় না তাহলে লোকে বলবে সে নিজেই যদি বলে তার কিছু হয় না তাহলে আমরা কি বলব।
মুহাম্মদ আরিফ হোসেইন
এটা যে বলেছিলো সে নিশ্চয়ই আত্ম অহমিকায় মসগুল থাকে
অপার্থিব
ভাল লাগলো। পরের পর্ব চলতে থাকুক।
মুহাম্মদ আরিফ হোসেইন
ধন্যবাদ।
পরের পর্বগুলো শীগ্রই পাবেন।
স্বপ্ন
মজাই মজা, রম্য ভালো লেগেছে। পরের পর্ব দিয়ে দিন ভাইয়া।
মুহাম্মদ আরিফ হোসেইন
দিবো ভাইজান।
পরীক্ষা দরজায় টোকা দিতাছে।
তাই দেরি হচ্ছে।
নীলাঞ্জনা নীলা
:D) এতো হাসানো ভালো না।
মুহাম্মদ আরিফ হোসেইন
কেন কেন কেন???
হাসলে কি পেট ব্যথা করে!!! :D) :D) :D)
একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, ঐটা দেখেও কি আপনে হাসছেন! 😀
শুন্য শুন্যালয়
হা হা হা এইটা আপনার কাহিনী নাতো? না মানে আপনার বাড়িতে রসিক নামে কেউ ডাকতেও পারে। পরে দেখা গেল আপনার বাবার মত আপনিও মা-কে গিয়ে বয়স জিজ্ঞেস করছেন।
বহুত মজা পাইছি। মতিন মেয়ার বাবা নানীকে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে, এইটা বহুত মজারু হইছে 😀
বাকি অংশ হই? তিনদিন তো পার হইলো।
মুহাম্মদ আরিফ হোসেইন
আমার কাহিনী হবে কেন!!
আমি কি রসিক নাকি!
রসিকরা বেশি কথা বলে। কথা শুনলেই হাসি পায়। মিস্টার বিনের মতো চেহারা দেখলেই হাসি পায় :D) :D) :D) :D)
এই কাহিনীর নায়ক আমি নই।
বাকী অংশ আমার পরীক্ষার পর। পরীক্ষা আগে, রসিক পরে।
ধন্যবাদ আপু মনি।
নাসির সারওয়ার
এক বালিশ! ভাববার কি আর সুযোগ আছে!!
চালিয়ে যান রসিক চান!
মুহাম্মদ আরিফ হোসেইন
হা হা হা!
রসিকের আগামী পর্ব আসিবে।
তবে একটু দেরী হইবে।