আবু খায়ের আনিছ। সোনেলা ব্লগবাড়ির কনিষ্ঠতম সদস্যদের একজন। কনিষ্ঠ!! কে বললো? লেখা পড়েই দেখুন তো আন্দাজ করতে পারেন কিনা!! আমিতো পারিনি। শুরু থেকেই দূর্দান্ত বিশ্লেষণ সমৃদ্ধ সমসাময়িক লেখা দিয়ে অভিজ্ঞ ব্লগারের মতই হাতেখড়ি হয়েছে তার। এরপর থেকে বুলেট গতিতে ছুটে চলেছে তার কলম ক্ষুরধার। অত্যন্ত ধৈর্য্যশীল লেখক বেশ কএকটি বড় ধারাবাহিক ( যেমন লাশ, ওরা চারজন) উপহার দিয়েছেন আমাদের, পুরোমাত্রায় সাসপেন্স সহকারে। তার সবচাইতে বড় গুণ, সমালোচনা কে পজিটিভলি গ্রহণ করতে পারার ক্ষমতা। বানান ভুল, বানান ভুল বলে কানা তালা লাগিয়ে দিয়েছি, ভয়ে ভয়েই থাকতাম, এই বুঝি রেগেমেগে বলে বসে ধুরছাই লিখবোই না আর। কিন্তু না, যত্ন সহকারে তার ভুল গুলো সে দূরে সরিয়ে দেবার চেষ্টা করে যাচ্ছেন, যা একজন সত্যিকারের লেখকই করে থাকেন।
প্রচুর বই পড়েন তিনি, যা তার লেখার অক্ষরেই প্রতিফলিত হয়।
আজ এই লেখক তার শততম লেখা পোস্ট করলেন আমাদের ব্লগে। আমি হিংসিত, তিন বছরে যা করেছি, সে কিনা মাত্র ১ বছর ১৫ দিনেই!! আমার চোখে আনিছের সেরা ১০ টি পোস্ট শেয়ার করছি।
১। আমার যত ভাবনা
শিক্ষক দেরী করে এলে, কিংবা মাঝে মাঝে পড়ায় ফাঁকি দিয়ে লিখে ফেলেছে কত শত ভাবনা। ভাবনাগুলো সত্যিই চমৎকার, ভাবিয়ে দেবার মতো। আমার পছন্দ ছিল “প্রকৃতির কি খেয়াল, যখন আমি কাঁদি তখন আমার চশমা কাঁদে না, কিন্তু যখন চশমা কাঁদে (বৃষ্টির পানি কাচের উপরে লেগে নিচে পড়ে) তখন আমি কাঁদি না।”
২। খুনির কোন ধর্ম নাই, খুনি কখনো কোন ধর্মের হতে পারেনা।
সমসাময়িক পোস্টে সে সবসময়ই সিদ্ধহস্ত। লেখাটি বেশ ভালো ছিল।
৩। বাড়ী
সবাই একটি বাড়ী চায়, একটি নিজস্ব বাড়ি, যেখানে নিঃশ্বাস গুলো এয়ারকুলারের মতো জীবানুবিহীন করে বাঁচিয়ে রাখে পরবর্তী নিঃশ্বাসগুলো। লেখাটি সুন্দর ছিল।
৪। ভিউ কার্ড
নস্টালজিক পোষ্ট
৫। অসমাপ্ত প্রেম
সুন্দর একটি মেসেজ ছিলো লেখায়। ইদানিং সিগা্রেটের এর বিজ্ঞাপন গুলো খুব সুন্দর বানায়। নিরুৎসাহিত করার নামে উৎসাহিত করে।
৬। একান্ত অনুভূতি
কিছু গান আর কবিতার লাইনকে নিজের অনুভূতি দিয়ে সাজিয়েছেন এই লেখায়। আমার কাছে নাম্বার ওয়ান এই পোস্ট।
৭। বন্ধু তোমায় মনে পড়ে
বন্ধু হামিদুল কে নিয়ে বেশ আবেগময় লেখা।
৮। বাস্তবতা
কবিতা বেশি লেখেন না তিনি। এটি কবিতার আদলে নিজের একান্ত কিছু অনুভূতির কথা।
৯। ভাবনা
আমি পার্কের বেঞ্চিতে বসা অই তাকে দেখে কি ভাবছি, লিখে ফেলা যায় অনায়াসে? কি সে আমাকে নিয়ে কী ভাবছে? তা কি কখনো ভাবি আমরা? আনিছ ভাবে। 🙂 তার ভাবনার পথ বেশ সুদীর্ঘ।
১০। আমার বই পড়া…স্মৃতিচারণ
এটি আনিছের শততম পোস্ট, এবং সেঞ্চুরি যা দিয়ে হলে সবচাইতে বেস্ট হতো, সেরকমই পোস্ট। আজো বই এর বিকল্প কাউকে খুঁজে পাওয়া যায়নি, যাবেও না।
—————————————এভাবে লেখার মাঝেই আগামী প্রত্যেকটি দিন তার হোক, সোনেলা ব্লগের সবার পক্ষ থেকে শুভকামনা তার জন্য অফুরন্ত। -{@ -{@
৮৭টি মন্তব্য
মৌনতা রিতু
অভিন্দন! অনেক অনেক অনেক শুভকমনা।
মুই কবে যামু শততম পোষ্টে !
এই পোষ্টের উল্লেখিত লেখাগুলোর বাইরেও ছিল, তাবলিগ জামাত নিয়ে লেখাটা, তারপর ধারাবাহিক উপন্যাসটি।
শূণ্য মানে ননদিনি তোমায় ধন্যবাদ এইভাবে তাকে অভিনন্দন জানানোর জন্য।
আারও অনেক শুভকামনা আনিছ ভাই।
আবু খায়ের আনিছ
অনেক অনেক ধন্যবাদ আপু। লিখতে থাকুন আপনি এক সময় চলে যাবেন। শুভ কামনা আপু।
শুন্য শুন্যালয়
হ্যাঁ তার আরো অনেক লেখাই ছিল, আনতে গেলে দুইটা পোস্ট দেয়া লাগতো আপু। লিংক দিতে দিতে তো হাত ব্যাথা করে 🙁 লিংক দেবার পোস্ট দিতে গেলে আমার শুধু মনির ভাইয়ের কথা মনে পড়ে। শতশত লিংক উনি কিভাবে লেখায় দিতেন এটা ভেবেই গায়ে জ্বর আসে। থাংকু ভাবিজান। আমিও তো কই, কবে আপনার শততম পোস্ট আসিবেক? তাড়াতাড়ি করেন দেখি, আমরা একটু পার্টি দেই। 🙂
ছাইরাছ হেলাল
ঈগল দৃষ্টিতে এড়িয়ে যাওয়ার উপায় নেই।
ব্যক্তিগত ভাবেও আমি তাঁর কাছে কৃতজ্ঞ, হাসপাতালে আমাকে সঙ্গ দিয়েছে অনেক ব্যস্ততা সত্ত্বেও।
আমি তার ধৈর্য্যের প্রশংসা করি, বড় বড় লেখা অত্যন্ত সাবলীল ভাবে উপস্থাপন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
হ্যা, বানান সমস্যা অচিরেই কাটিয়ে উঠবে এ আশা করতেই পারি।
সে অনেক পড়াশোনা করে যা নিজে একজন পাঠক হিসাবে এটা অনেক পছন্দের কারণ।
আবু খায়ের আনিছ
ধন্যবাদ ভাইয়া, বানান সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ইদানিং যে বানানগুলো বারবার ভুল হয় সেগুলো বারবার লিখার চেষ্টা করছি, পড়ার সময় খেয়াল করছি যাতে বানান ভুল থেকে মুক্তি পাই। চেষ্টা থাকবে নিজেকে শুধরে নেওয়ার।
শুভ কামনা ভাইয়া আপনার জন্য। দোয়া করবেন, যেন সব সময় সবার সাথে থাকতে পারি।
শুন্য শুন্যালয়
তাও ভালো শকুন দৃষ্টি বলেন নাই। অন্তঃকরণ সুন্দর না হলে, সেই লেখক লেখকই না। খাতায় বড় বড় কথা লিখতে পারে অনেকেই। সব লেখকের ভীড়ে পাঠকের সংখ্যা সত্যিই কমে গেছে, লিখতে হলে পড়ার বিকল্প নেই। আনিছের জন্য শুভকামনা অনেক। আপনাকেও ধন্যবাদ ভাউ।
জিসান শা ইকরাম
আবু খায়ের আনিছ এর পোষ্টের সেঞ্চুরী হয়ে গিয়েছে?
মনে পরে, এইত সেদিন আসলেন তিনি সোনেলায়
শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ব্লগার আবু খায়ের আনিছ -{@
আপনি তো দেখছি সোনেলার সব খবরই রাখেন
সোনেলার রানী হলেই মানাতো আপনাকে, রাজ্যের সব খবর যখন রাখছেন -{@
সোনেলার মডুরা কোন কাজের না, কিছুই জানায় না আমাদের,
আপনি কেন যে মডু হন না 🙂
বিশ্লেষন মুলক পোষ্টে আপনি সেরা,
প্রমাণ করেছেন ২০১৫ এর সেরা ৫০ টি পোষ্ট দিয়ে
২০১৬ শেষ হতে মাত্র পাঁচ মাস বাকী অবশ্য 😀
আবু খায়ের আনিছ
ধন্যবাদ ভাইয়া। আপনাদের অনুপ্রেরণা আর উৎসাহ আমাকে এতগুলো লেখা লিখতে সাহস জুগিয়েছে।
জিসান শা ইকরাম
এই এক বছরেই এই ব্লগে আপনি একটি আলাদা স্থান করে নিয়েছেন। একজন ব্লগারের যে সমস্ত গুন থাকা প্রয়োজন, আপনার মাঝে তা আছে। শুভ কামনা @আবু খায়ের আনিছ -{@
আবু খায়ের আনিছ
ধন্যবাদ ভাইয়া।
শুন্য শুন্যালয়
হ্যাঁ তাইতো মাত্র ৫ মাস বাকী। এইবার এই শীর্ষতালিকা আপনি তৈরি করবেন, তবে বুঝবেন কত ধানে কত মুড়ি। লিস্ট একখান ধরাই দিয়া মজা নেয়া টের পাইবেন এবার। লীলারেও মানা করে দিব সে যেন না দেয়। এইবার জিসান ভাই দেবে মাস্ট মাস্ট।
মডু বানায় না ক্যান আমারে মডুরা? আপনি কানপড়া দেন নাইতো আবার? ঠিক করে বলেন। হ, আমিতো রানীর দেশেই থাকি, তাই রানী রানী ভাব 😀
লীলাবতী
আমার কাছে তথ্য আছে, সজুর পোস্ট আছে, শুন্য আপু মডু মনে হয় 🙂 এখন আবার রানী রানী ভাব। আমারে কেউ কিছু বানায় না 🙁
জিসান শা ইকরাম
শীর্ষতালিকা পোষ্ট সোনেলায় দেন আপনি আর লীলাবতী। এটি খুব সম্মানের, আমি জেনে শুনে আপনাদের এই সম্মানে ভাগ বসাতে চাই না। আর আমি এটি পারিও না। সর্বোপরি মডুরা আমাকে শীর্ষতালিকার লিষ্টেই দেয় না, আমি তাদের চিনি না। আপনাদের কাছে লিষ্ট দেয়, আপনারা মডু চেনেন 🙂 , আপনি যে মডু না তার কোনই প্রমান নাই।
তাতো দেখতেই আছি, রানী হইয়া সবার ভাল মন্দের খোঁজ খবর নেন।
মেহেরী তাজ
শুন্য আপু রানী হইলে সমস্যা নাই। মুকুট তো ঘুরেফিরে আমিই! 😀 \|/
শুন্য শুন্যালয়
মুকুট? ইউরেকা, এইবার শীর্ষ ৫০ পোস্ট তাজ দেবে। 😀
মেহেরী তাজ
জীবনেও না! মরে গেলেও না….
ও সব রাজা রানী, ছোট রানীদের কাজ। মুকুটের না!
জিসান শা ইকরাম
হা হা হা হা , তাজ পালাইয়া যাইব দেশ থেকে শীর্ষ পোষ্ট এর কথা শুনে।
শুন্য শুন্যালয়
তাইলে ওরে ১০০ লিস্ট দিতে কমু মডুরে 😀
মেহেরী তাজ
৫০ এই পালায়ে যাচ্ছি! আবার কয় ১০০। অদৃশ্য হয়ে যাবো কিন্তু!
গাজী বুরহান
আবু খায়ের আনিছকে অভিনন্দন। তার পথ হোক আরো সুদূর, এই কামনা করি। (y)
আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম যদি কেউ আমার লেখায় বানান ভুল ধরে কান ঝালাফালা করে দিত ;(
আবু খায়ের আনিছ
লিখতে থাকুন, নীতেশ দা, হেলাল ভাই সহ আরো অনেকেই আছে ধরে ফেলবে, আমি নিজেও সমালোচনা করি কিন্তু প্রচুর।
শুভ কামনা।
শুন্য শুন্যালয়
তাই? ভুল ধরিয়ে দিতে আমার দারুন মজা লাগে, এবার টের পাবেন তাহলে 😀
তবে আমার ভুলও ধরিয়ে দিতে হবে।
ইঞ্জা
অভিনন্দন @আবুল খায়ের আনিছ ভাই আর শুভেচ্ছা ও শুভকামনা। 🙂
ইঞ্জা
থুক্কু আবু খায়ের আনিছ ভাই ভুল করে আবুল হয়ে গেছে। :p
আবু খায়ের আনিছ
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ ইঞ্জা ভাইয়া। আনিছ অনেক পরিশ্রমী আর যত্নশীল লেখক। তার আরো সুদূর উন্নতি প্রার্থনা করি। -{@
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ আনিছ ভাই আর শুন্য শুন্যালয় আপু। 🙂
আবু খায়ের আনিছ
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপু আমাকে এই ভাবে উৎসাহিত করায়। সত্যি বলতে আমারও এখনো মনে হয় এই ত মাত্র সেইদিন এলাম সোনেলায়। আর এসেই যে এতটা আপন হয়ে যাব সবার মাঝে ভাবতেও পারিনি। অনেক অনেক শুভ কামনা আপনার এবং সোলেনা পরিবারের সবার প্রতি।
শুন্য শুন্যালয়
আমাদেরও মনেহয় আপনি সেদিন এলেন। লেখায় আপনার প্রথম লেখাটা এড করে দিলে ভালো হতো। সম্ভবতঃ শিক্ষাব্যবস্থা নিয়ে একটা লেখা দিয়েছিলেন। আপনাকে অনেক বড়সর আর অভিজ্ঞ মানুষ মনে করেছিলাম লেখা পড়ে, অনেক পরে জানতে পারি আপনি এখনো ছাত্র, আর আপনি যে পিচ্চি বলা পছন্দ করেন না, তাও জানি 🙂
এই পোস্ট আপনার প্রাপ্য, আপনার নিজের অর্জন। ভালো থেকে অনেক অনেক লিখুন আরো। সোনেলা ছাড়িয়ে আপনার নাম যেন ছড়িয়ে পড়ে। শুভকামনা সবসময় আনিছ। -{@
আবু খায়ের আনিছ
ধন্যবাদ আপু। অনেকদিন আগে একবার বলেছিলাম, সব বড় বড় ভাইবোনদের কাছে আপনি ডাক শুনতে আন ইজি লাগে। ছোট মানুষ, তাই ছোট থাকতেই ভালো লাগে।
এই যে স্নেহ, ভালোবাসা, আদর প্রকাশ করে ছোট ভাইকে উৎসাহ দিয়ে যাচ্ছ এ আমি আর পাবো কোথায়? আমার মনে পড়ে অরুনি মায়া আপু আর তুমিই সর্বপ্রথম আমাকে তুমি বলে ডাকতে।
দোয়া করবে আপু, যেন ছোট ভাই বড় না হয়ে যায়, আর সব সময় যেন তোমাদের সাথেই থাকতে পারে।
শুন্য শুন্যালয়
হ্যাঁ আনিছ আমার মনে আছে। আসলে বেশকিছু নেগেটিভ ফিডব্যাক পাওয়ায় সবাই কে পরে আপনি বলা শুরু করি কএকজন বাদে। ব্লগে আমাদের এই আন্তরিকতা অনেকেই ভালো চোখে দেখেনা, এমনকি যারা একসময় ব্লগে ছিলো, আমাদের সাথে নিয়মিত আড্ডা দিতো এখন তারাও বিভিন্ন জায়গায় আজেবাজে বলে। এসব দেখে কিছুটা গুটিয়ে এনেছি বা আনছি। তোমাকে তুমি বলবো, সমস্যা নেই আনিছ। ভালো থেকো।
আবু খায়ের আনিছ
নিন্দুকেরা নিন্দা করবেই, আর সেটা ছাড়াবেও। তাতে কি? কাক যেমন ময়ূর হয় না, তেমনি ময়ূর কখনো কা কা করে না।
অনিকেত নন্দিনী
সোনেলা ব্লগের সবার পক্ষ থেকে তার জন্য অফুরন্ত শুভকামনা ও শুভেচ্ছা। -{@
আবু খায়ের আনিছ
ধন্যবাদ আপু। শুভ কামনা সবার জন্য।
শুন্য শুন্যালয়
শুভেচ্ছা আপু। -{@
মিষ্টি জিন
শততম পোষ্টের জন্য অভিনন্দনন আনিছ ভাইয়া
-{@ সেই সাথে শুন্য আপুকেও অনেক ধন্যবাদ এই পোষ্টের জন্য।
আবু খায়ের আনিছ
ধন্যবাদ আপু। শুভ কামনা আপনার এবং সবার জন্য।
অনিকেত নন্দিনী
ভাইরে, এই সোনেলায় যখন নিয়মিত লিখতে শুরু করলাম তখন “শুভকামনা” লিখতে গিয়ে অটোটেক্সটের কল্যাণে ‘অশুভকামনা’ লেখা হয়ে গিয়ে ঘোর বিপত্তি বাঁধিয়েছিলাম। :p
আবু খায়ের আনিছ
:D) :D) :D)
টাইপিং এরর এর কারণে অনেক বানান ভুল হয়ে যায়, আর মন্তব্য সম্পাদনা করা যায় না তাই অনেক সময় সেগুলো ভুল ভাবেই থেকে যায়।
শুন্য শুন্যালয়
হা হা হা আমারো মনে আছে আপু :p কার পোস্টে তা আর বললাম না। 😀
মিষ্টি জিন
হা হা হা নন্দীনী আপু এই ভূল কয়দিন আগে আমার ও হয়েছিল। ভাগ্যিস মন্তব্য জমা দেয়ার আগে খেয়াল করেছিলাম.. নইলে
লীলাবতী
নন্দিনী আপুর ওই মন্তব্য পড়ে আমি তো তব্দা খাইছিলাম :D)
শুন্য শুন্যালয়
আপনাকেও অনেক ধন্যবাদ আপু। আপনার শততম পোস্টের অপেক্ষাতেও থাকবো আমরা। কবে পাচ্ছি? 🙂
মোহাম্মদ আয়নাল হক
-{@ প্রিয় ব্লগার আবু খায়ের আনিছ ভাই কে
অসংখ্য অসংখ্য অভিনন্দন ও শুভ কামনা রইল।
শততম পোষ্টের জন্য।
আবু খায়ের আনিছ
ধন্যবাদ ভাই। শুভ কামনা এবং শুভেচ্ছা নিবেন।
শুন্য শুন্যালয়
আপনাকেও ধন্যবাদ আয়নাল ভাই।
ইলিয়াস মাসুদ
সোনেলায় আমার সবচেয়ে ভাল লাগা লেখকদের মধ্যে আনিছ ভাই অন্যতম একজন, তার লেখা এবং মন্তব্য দুইয়ের-ই ভক্ত আমি। আনিছ ভাইকে সারা জীবন একজন লেখক হিসেবেই দেখতে চাই……… -{@
শুন্য শুন্যালয়
জ্বি ভাইয়া, আমার লিস্টে কিন্তু আপনিও আছেন। 🙂
আনিছের লেখক জীবনের লম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্বা আয়ু কামনা করছি। -{@
আবু খায়ের আনিছ
ধন্যবাদ মাসুদ ভাই। দোয়া করবেন।
শুভ কামনা, শুভেচ্ছা নিবেন।
শামীম আনোয়ার আল- বেপারী
সোনেলা ব্লগের আমার পক্ষ থেকে আবু খায়ের আনিছ ভাই কে শুভকামনা অফুরন্ত। -{@ -{@ -{@ :c :c
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ আপনাকে শামীম ভাই।
আবু খায়ের আনিছ
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা জানবেন।
সঞ্জয় কুমার
সেঞ্চুরি অভিনন্দন
শুন্য শুন্যালয়
হুম ধন্যবাদ।
আবু খায়ের আনিছ
ধন্যবাদ ভাই।
লীলাবতী
আনিছ ভাইয়ার ১০০ পোষ্ট হয়ে গেলো ;? অভিনন্দন আনিছ ভাইয়া -{@ এই বছরেই ডাবল সেঞ্চুরী চাই 🙂
শুন্য আপুকে ধন্যবাদ দিতেই হয় এত সুন্দর একটি পোষ্ট দেয়ার জন্য। জানুয়ারীতে সেরা ৫০ দেবেন নাকি সেরা ১০০? :p
আবু খায়ের আনিছ
ধন্যবাদ আপু, স্বভাবিক ভাবেই যখন লেখি তখন প্রকাশ করি। দেখতে দেখতে কিভাবে একশো হয়ে গেলো। শুভেচ্ছা আপু।
এবার নাকি আপনার নয়ত জিসান ভাই এর উপর এই দ্বায়ীত্ব চাপিয়ে দিবে, তাই ত দেখলাম।
লীলাবতী
আমি আর দায়িত্বে নাই ভাইয়া, ২০১৫ তে এই দায়িত্ব নিয়ে আমার খাওয়া, ঘুম সব বরবাদ হয়ে গিয়েছে 🙁
শুন্য আপু এটি সবচেয়ে ভাল পারেন 🙂
শুন্য শুন্যালয়
২০ করতেই খাওয়া ঘুম বরবাদ হয়ে গিয়েছিল, আমি করেছি ৫০ আর এখন আপনি বলছেন ১০০ করবো কিনা? কানে ধরে আপনাকে ২০০ লিস্ট ধরিয়ে দেয়া হবে, দাঁড়ান। ভেবেছিলাম জিসান ভাইকে দিয়ে করাবো, প্লান চেঞ্জড। আপনাকেই করতে হবে, নইলে মডুদের বলবো আপনারে ব্লক করতে :p @লীলাবতী
মেহেরী তাজ
এমন পোষ্ট সব সময় আমরা মেয়েরা রেডি করি। এবার না হয় কোন ছেলে মানে ভাইয়া করলো! আমরা সবায় রাজা!
দাদা, হেলাল ভাইয়া, সজীব, মনির ভাই যে কেউ একজন কে দিলেই হবে।
নাসির ভাইয়া কেও দেওয়া যেতে পারে……….. :D)
অপার্থিব
এক বছরে একশো পোস্ট। বাহ!!! দ্রুততম সেঞ্চুরি হাঁকানোয় অভিনন্দন। আনিছকে পুরস্কৃত করার জন্য মডু আংকেল /আন্টির প্রতি দাবী জানালাম।
আবু খায়ের আনিছ
ধন্যবাদ ভাইয়া। আপনার বহু পুরুনো একটা লেখা পড়ছিলাম সেইদিন, অসাধারণ লেখনি। সোনেলার ই-বুকে। শুভ কামনা ভাইয়া।
শুন্য শুন্যালয়
আমিও মডু আংকেল/ আন্টির প্রতি দাবী জানাইলাম 🙂
নীলাঞ্জনা নীলা
ওমা আনিছ ভাই দেখি একশ’তে পৌঁছে গেছে! 😮
এই তো সেদিন এলেন, আমাদের সোনেলার ক্ষুদে সদস্য হলেও বৃহৎ গল্পকার হিসেবে খুবই চমৎকার একটি স্থান তৈরী করে নিয়েছেন।
আপনার পোষ্টগুলো খুবই উন্নতমানের।
অভিনন্দন আমাদের গল্পকার আনিছ ভাইকে। -{@
আর শুন্য আপু তোমাকে কি বলবো! তোমার তুলনা শুধুই তুমি। -{@
আবু খায়ের আনিছ
অনেক অনেক ধন্যবাদ দিদি, শুভ কামনা। দোয়া করবে যেন সব সময় এভাবেই তোমাদের সাথে থাকতে পারি।
শুন্য শুন্যালয়
হ্যাঁ আনিছের পোস্টগুলো অনেক উন্নতমানের। থ্যাংকস নীলাপু।
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু ঠিক বুঝতে পারছিনা তুমি এমন ফরমাল মন্তব্য? ;?
শুন্য শুন্যালয়
স্বভাব বিরুদ্ধ কাজ তো আমাদের হয়ে যায় সময় সময়। কেমন আছো নীলাপু?
ব্লগার সজীব
শততম পোষ্টের জন্য শুভেচ্ছা আনিছ ভাইকে। প্রচুর লিখতে পারেন উনি। সমালোনায় রাগ করেন না, যুক্তি দিয়ে জবাব দেন, এটি সবচেয়ে বড় গুন ওনার। একজন পারফেক্ট ব্লগার উন।
শুন্য আপুকে ধন্যবাদ এমন সুন্দর ভাবে সহ ব্লগারকে উপস্থাপন করার জন্য।
শুন্য শুন্যালয়
হ্যাঁ আমার ঈর্ষা হয় এমন লিখতে পারা মানুষ দেখলে। আরেকজন লেখেন মনির ভাই। আনিছ রাগ করেনা হ্যাঁ এই গুন থাকাটা একজন লেখকের জন্য অনেক গুরুত্বপূর্ণ তবে সবাই তা বোঝেনা। আপনার ধন্যবাদ গ্রহণ করা হইলো 🙂
আবু খায়ের আনিছ
ধন্যবাদ সজীব ভাইয়া। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু নীতি থাকে, যেমন আমার আছে। সোনেলায় সমালোচনা করে এবং সমালোচনা গ্রহন করে নিজে দেখেছি এবং অন্যদেরকেউ দেখেছি। শুধু একটা কথাই বলব, ঠিক এক বছর আগে ফিরে তাকালে মনে হয়, কত ভুল করতাম সহজ সহজ বিষয়ে। এখনো করি, তবে আগের থেকে কম, আর সেটা সম্ভব হয়েছে, সোনেলার এই আলোচনা সমালোচনার জন্যই।
মোঃ মজিবর রহমান
ঈশরে কেন আগে লিখলাম না!
খুবই আনন্দিত আনিস ভাই ইয়ের লেখা পড়ে খুব ভাল লাগে।
শুভেছা আনিস ভাই।
আরও এগিয়ে যান হাজার হাজার এমন পোষ্ট আসুক অপেক্ষায় রইলাম। -{@ -{@ -{@ -{@ -{@
শুন্য শুন্যালয়
ধন্যবাদ মজিবর ভাইয়া, আনিছ আমাদের ব্লগের একজন একনিষ্ঠ লেখক। ওর জন্য অনেক শভকামনা আমাদের।
আপনি এখনই শুরু করুন ভাইয়া, আপনার ১০০ তম পোস্টেও আমি পোস্ট দেবো। 🙂
মোঃ মজিবর রহমান
পাগল্কে আর মাথায় তুইলেন না।
এখানেই থাক আপুমনি।
ধন্যবাদ। ভাল থাকুন। আমি পাথক হয়ে আছি আপনাদের সঙ্গে।
আবু খায়ের আনিছ
ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন, যেন আপনাদের সাথে থাকতে পারি সব সময়। শুভ কামনা এবং শুভেচ্ছা।
মোঃ মজিবর রহমান
সকল ক্ষেত্রে এগিয়ে যান শুভকামনা রইল ভাই।
মেহেরী তাজ
অভিনন্দন ভাইয়া!
আপনার নিয়মিত নতুন নতুন লেখা পড়তে ভালো লাগে।
শুন্য আপু সব কি ভাবে মনে রাখেন? আমার শততম পোষ্টের অভিনন্দন বার্তা লিখে রাখুন এখনই। তা না হলে কাট্টি কাট্টি….. 🙂
শুন্য শুন্যালয়
আমারে ঘুষটুষ কিছু দিবিতো, তাইলে কুইন ভিক্টোরিয়ার সেলিব্রেশন স্টাইলে লিখুম নে, আর মডুদের বলে তোরে একটা তাজ কিনে দিমুনে। (ঘুষের পরিমান এবং কোয়ালিটির উপর নির্ভরশীল) 🙂
মেহেরী তাজ
আহা ঘুস ব্যাপার টা টেবিলের নিচ দিয়ে নিতে হয়। সবায় কে জানায়ে নয়….. ঘুসের পরিমানে আপনিও টাস্কিত হবেন!!! নিশ্চিত!! 🙂
শুন্য শুন্যালয়
বলিস কি, লেখা তাইলে এখনি শুরু করি, ৫৫ পোস্ট যা ১০০ পোস্টও তা, কি বলিস!! প্রত্যেক রানই গুরুত্বপূর্ন 😀
আবু খায়ের আনিছ
ধন্যবাদ তাজ আপু। শুভেচ্ছা নিবেন।
নাসির সারওয়ার
এইরকম আমার নামে কবে লেখা হবে তাই গুনছি। বছরে ৩/৪ টা। তা ১০০ হতে বেশীক্ষন লাগবেনা।
একজন মানুষকে সন্মান দেখাবার অনেক চেষ্টা এবং তা সফল।
আনিসের জন্য অনেক শুভেচ্ছা।
শুন্য শুন্যালয়
আপনি বললে কিন্তু একটা শুন্য ফালায় দিয়া এহনই পোস্ট দিতে পারি, তবে শর্ত সাপেক্ষে। কবিতে চাইইইইইইইইইইইই। যেই কবিতা পড়ে নাকি ঘরকুনো মাইয়ারা পথে নামে অনির্দিষ্ট কালের জন্য। কবিতা তো নাকি পকেটেই আছে, খবর পেলুম যে। দিন শিঘ্রই।
নাসির সারওয়ার
দুইখান শুন্য বাদ দিয়াও আপনি লিখতে পারেন। শুরুটা করে ফেললেই শেষ হয়ে যাবে। শুরু করুন।
আর আমি কবিতা লিখলে, সোনেলার সব লেখক / কবিরা আমার তেরোটা বাজিয়ে দেবে। তার চেয়ে দুএকটা একান্ত অনুভূতি নিয়েই থাকি এখানে।
ছড়া কাটতাম গেদা কালে
ভাব নিতাম কবির ছলে
কবিতাতো গাছে ধরেনা
জানলাম আমি বড় হয়ে।
কবিতা লেখার মেধা আমার কখনই ছিলনা। আমার ইংলিশ টিচারের কথা খুব মনে পরে। “সবার জন্য সব কিছু নয়।“
আর হ্যাঁ। ঐ ঘরকুনো মাইয়াগোর কি আর কাম নাই!!!!
শুন্য শুন্যালয়
ঘরকুনো মাইয়ারা সারাজীবন কামকাইজ করবে, এটা কিন্তু ঠিক না ভাইয়া 🙁
যাক আপনি তাহলে জেনেই গেছেন কবিতা গাছে ধরেনা, আমি কিন্তু এখনো গাছ ঝাঁকাই মাঝে মাঝেই। 😀
তেরোটা বাজাতে গেলে আগে চৌদ্দটা বাজাতে জানতে হয়, আমিতো নন্দদুলাল ছাড়া আর কাউরেই এখানে তেমন কবি দেখিনা। যাউকগা, আমাদের আর্সেনিকেই ভরসা, ভাগ্যিস আর্সেনিক ছিলো!!
আবু খায়ের আনিছ
ভাইয়া, কবিতা গাছে ধরে না, তবে নাসির ভাই এর মাথায় ধরে। প্রমাণ কিন্তু উপরের মন্তব্য।
দোয়া করবেন ভাইয়া।
শুভ কামনা।
Ikram Mahmud
তোমার শতকের দিনে
আমার প্রথম দিন। শুভকামনা তোমাকে