সোনেলায় এখন প্রচুর লেখা আসে । বেশ কিছু ব্লগার অন্যের লেখা দেখতে পারেন না। কিছু টেকনিক্যাল কারনে তাঁরা অন্য কোন লেখা দেখতে পাননা , গবেষণা করে এই ফলাফল পাওয়া গিয়েছে । আপনারা জেনে আনন্দিত হবেন যে , এ বিষয়ে আমি থিসিস সাবমিট করার সাথে সাথে আমাকে ডক্টরেট ডিগ্রী প্রদান করা হয়েছে। আমি এখন হতে ড: শিশির কনা :p
তো আসুন কিভাবে অন্য ব্লগারের লেখা দেখতে পাবেন তার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি।
১ ) প্রথমেই আপনি একটি দূরবীন হাতে নিন। আপনি যেহেতু এই পোস্ট দেখে অত্যন্ত রেগে গিয়ে চোখ লাল করে ফেলেছেন , এজন্য লাল গ্লাসের দূরবীন নিতে হবে হাতে। দুরবীন হাতে নিয়ে সামনের দিকে তাকান । দূরেএএএএএএএ দেখতে পাচ্ছেন সোনেলা ব্লগকে ? হ্যা হ্যা এটাই সোনেলা ব্লগ । লগইন হোন , মানে সোনেলার বাড়ী প্রবেশ করুন।
২ ) দেখতে পাচ্ছেন এখন ? প্রথম পাতায় মোট ১৫ টি পোস্ট । পাচ্ছেন না ? তাহলে আপনার চোখে সমস্যা । চোখের ডাক্তার দেখান । সোনেলা ব্লগ আপনাকে চোখের ডাক্তার দেখানোর খরচ দিবেন , সাথে চশমাও 🙂
৩ ) ডাক্তার এবং চশমা নেয়া শেষ । এখনো দেখতে পাচ্ছেন না ? তাহলে এই নিন ম্যাগনিফাইং গ্লাস । চশমা চোখে দিয়ে এটা দিয়ে দেখুন । কি বললেন ? এবার দেখতে পাচ্ছেন ? 🙂 গুড গুড ।
৪ ) এই আমার লেখা , দেখছেন আপনি জানি 🙂
৫ ) এবার লেখার নীচে তাকান , একটা বক্স দেখতে পাবেন । ওখানে লিখুন , ড: শিশির কনা আপনাকে ধন্যবাদ এমন টেকি পোষ্টের জন্য -{@ এরপর মন্তব্যে জমা দিন এ ক্লিক করুন । দেখলেন , আপনি কত সুন্দর মন্তব্য করতে পারেন ? আপনার কাজ শেষ , এবার অন্য এক লেখা পড়ুন , ১ থেকে ৫ নং নির্দেশনা মেনে চলুন । শুধু নিজের লেখা নয় , অন্যের লেখাকেও ভালো বাসুন , নইলে আপনার লেখাকেও কেউ ভালো বাসবেনা (3
৬৭টি মন্তব্য
নীলকন্ঠ জয়
ড. শিশির কণা আপনাকে ডক্টরেট না দিলেও আজ থেকে আমি ডক্টর বলেই ডাকবো। চোখে আমার চশমা আগে থেকেই আছে। এই জন্যই সবার লেখা দেখতে পাই।
থিসিস পেপারে গোলাপ ফুল দেওয়া নিষেধ জানেন না? এটা ঘুষের মতো দেখায়। আপনার মার্কস কর্তন করা হবে। ও হ্যাঁ প্রেজেন্টেশন ভালো হয়েছে।
৯৯/১০০ মার্কস দিলাম।
কি বুঝলেন? ডক্টরেট নিতে হয় আরেকজন ডক্টরেটধারীর কাছ থেকে । সো আজ থেকে আমাকে “প্রফেসর ড. জয়” বলে ডাকবেন। :v
শিশির কনা
আমি তো আপনার কাছ থেকেই নিলাম প্রফেসর ড. জয় স্যার :p
নীলকন্ঠ জয়
এক মার্কস আর কেটে কি হবে? দিয়ে দিলাম।
১০০/১০০ :c
শিশির কনা
প্রফেসর ড. জয় স্যার আপনি মহান , আপনি মহান -{@ 🙂
নীলকন্ঠ জয়
😀 \|/ :p
শিশির কনা
অন্য ব্লগে মডু হয়ে আমাদের গেলেন ভুলে? কি আর করা \|/
জিসান শা ইকরাম
ড: শিশির
কনা আপনাকে ধন্যবাদ এমন
টেকি পোষ্টের জন্য 🙂
শিশির কনা
আপনাকেও ধন্যবাদ জিসান শা ইকরাম ভাই -{@
আদিব আদ্নান
ডাকদর সাব কে বিপুল হাতছানি ! না না ভুল হয়েছে বিশাল হাততালি
এই টেকি পোষ্টের জন্য ।
শিশির কনা
আমি এত হাততালি কোথায় রাখি ? :p
মা মাটি দেশ
কই যাই এত আইতে চোরা চরতে পদ্ধতি সারছে আর ফাকি চলবেনা,,,,,,সুন্দর এবং মজার একটা পোষ্ট। \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ :T :T :T :T :T :T :T :T :T :T :T :T :T :T :T :T :T (y) (y) (y) (y) (y) (y) (y) (y) -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ (3 (3 (3 (3 (3 (3 (3 (-3 (-3 (-3 (-3 (-3 (-3 :c :c :c :c :c :c :c :c :c :c এবং হাত তালি।
শিশির কনা
এত্ত গুলো ইমো :p
লীলাবতী
ড: শিশির কনা আপনাকে ধন্যবাদ এমন টেকি পোষ্টের জন্য । 🙁 আমার কিন্তু মন খারাপ । আমি ব্লগার্স ,প্রফাইল দিয়ে ড। ডিগ্রী নিতে চেয়েছিলাম , তা আর হলো না 🙂 ————– ভালো পোস্ট , মজা পেলাম (y)
শিশির কনা
মন খারাপ করবেন না দিদি । আমি হওয়া আর আপনি হওয়া তো একই কথা :p
আবু জাঈদ
হা হা হা খুব মজা পেলাম আপনার লেখা টা পড়ে।
শিশির কনা
ধন্যবাদ ভাইয়া ।
খসড়া
দাকতার না দেনটিস দাত দাত
শিশির কনা
দাত দিয়ে লেখা পড়বে কিভাবে ^:^
আবু জাঈদ
আরেক টা কথা, আমি আসলে সময় খুব কম পাই, যতটুকু পড়ি তার সব টা তে কমেন্ট করাও হয়ে ওঠে না, কিন্তু এটা ঠিক যে কমেন্ট করা উচিত- তা না হলে এক সময় আমার পোষ্ট এ ও কমেন্ট আসবে না।
তাছাড়া যারা নিয়মিত আমার লেখায় কমেন্ট দিচ্ছেন আমি তাদের লেখায় খুব কম কমেন্ট ও দিতে পারছি না, এ অবশ্যই অন্যায়।
শুধু এই একটা অপরাধ বোধের কারনে আমি ব্লগ ও গ্রুপে লেখা শেয়ার করা বন্ধ করে দিয়েছি। এবার সম্ভবত সোনেলাতেও বন্ধ করে দেব।
তবে এই ব্লগ টা আমার ভাল লাগে, তাই সময় পেলে অবশ্যই আসব আপনাদের লেখা গুলো পড়ার উদ্দেশ্যে।
শিশির কনা
‘ এবার সম্ভবত সোনেলাতেও বন্ধ করে দেব। ‘ — এটি কেমন কথা বললেন ভাইয়া ? আমার এই পোস্ট দেখেই আপনি এমন কথা বলেছেন বুঝতে পেরেছি। আমি এটি শুধু ফান করার জন্যই দিয়েছি। বিভাগ দেখুন – রম্য। আমি স্যরি ভাইয়া। এমন সিদ্ধান্ত নিবেন না । আপনি ভালো লিখেন খুব। আপনার সব লেখা আমি পড়ি। আমার ভুলের কারনে , অন্য সবাইকে বঞ্চিত করবেন না প্লিজ।
” তবে এই ব্লগ টা আমার ভাল লাগে, তাই সময় পেলে অবশ্যই আসব আপনাদের লেখা গুলো পড়ার উদ্দেশ্যে। ” – এটিও আপনি বলেছেন । ভালো লাগার স্থানে কেন আপনার লেখা দিবেন না ?
ভাইয়া আপনি লিখুন , আমিই না হয় আর লিখবো না । আমার তেমন লেখাও নেই। আপনার লেখা একটি ব্লগ সাইটের জন্য অনেক মুল্যবান।
শুন্য শুন্যালয়
শিশির উনি আপনার পোস্টের জন্য মনে হয়না এই সিদ্ধান্ত নিয়েছেন …আমরা নানা সময়েই মন্তব্যের জন্য বলি হয়তো সেজন্য…আপনার এটা যে একটা ফান পোস্ট, আমার মনে হয়না কেউ এটা না বুঝেছে…তাই নিজের মধ্যে অপরাধ বোধ নেয়ার কিছু নেই…আর জাঈদ ভাই অবশ্যই আবার লিখবে আমার বিশ্বাস …পরবর্তী টেকি পোষ্ট এর অপেক্ষায় থাকলাম …
শিশির কনা
আমার খারাপ লাগছে আপু ।
নীলকন্ঠ জয়
জাঈদ ভাই আপনাকে আমরা বুঝলেই তো হলো। নিজেকে এভাবে কষ্ট দেওয়া মানে আপনার ভাই-বোনগুলোকেও পক্ষান্তরে কষ্ট দেওয়া নয় কি? সোনেলাকে বঞ্চিত করবেন না প্লিজ। 🙁
শিশির কনা
আমি আসলে কি করবো বুঝতে পারছিনা নীল কন্ঠ ভাই । প্রচন্ড মন খারাপ আমার।
প্রিন্স মাহমুদ
আমি প্রায় লেখা পড়ি । এবং ধারনা রাখি । নেট স্লো হওয়ার কারনে সব লেখায় কমেন্ট করিনা এটা সত্য । তাই বলে এই না যে আমি পড়ি না । যেমন- জিসান ভাইয়ের লেখা আমি পড়ি । কিন্তু খুব কমেন্ট করিনা । কারন উনার কমেন্টের দরকার নেই । নতুন যারা আসছেন তাদের কমেন্ট করা উচিত । তারা উৎসাহ না পেলে সোনেলা জমবে না । এই কারনেই করি । ( জিসান ভাই – মাইন্ড খাইএন না )
জিসান শা ইকরাম
আমি হেব্বি মাইন্ড খাইছি । চোউক্ষের পানিতে সোনেলায় বন্যা বহাইয়া দিমু 😛
শিশির কনা
🙂 -{@
প্রিন্স মাহমুদ
হে শিশির , তুমিই কি সেই যে জিসান ভাইকে সান্তনা দিবে ? :p
শিশির কনা
:p :p @প্রিন্স
শুন্য শুন্যালয়
আপনার নির্দেশনা অনুযায়ী কাজ করলাম ডক্টর শিশির কনা…ঠিক মতো হইছে তো?
বিনামূল্যে চশমার সুযোগ টা অবশ্য হাতছাড়া হয়ে গেলো…
টেকো পোষ্ট জটিল হইছে … (y) (y)
শিশির কনা
খুব খুব খুশি আমি আপু -{@ -{@
প্রিন্স মাহমুদ
শুন্য শুন্নালয় … উনি মেয়ে নাকি ? জানতাম না
শুন্য শুন্যালয়
শুধু লিখলেই চলবে নাকি? হেড এ কিছু মাথা রাখুন :p
প্রোফাইল এ এত্তো সুন্দর একটা মেয়ে দেখেও বোঝেনা, আর লেখাতো পড়েই না 🙁
শিশির কনা
লেখা পড়ে না সে , বুঝা গেলো :p :p
জি.মাওলা
হুম ভালই তো
শিশির কনা
ভালোই তো বুঝলাম , লেখা পড়েন অন্য ব্লগারের ? 🙂 -{@
প্রিন্স মাহমুদ
উনি খুব একটা পড়েন না আমি জানি । কারন উনি যা লিখেন ওগুলা লিখতে অনেক সময়ের দরকার হয় । এই থেকে অনুমান করতে পারি
শিশির কনা
জি না প্রিন্স ভাই , এই যে আমার লেখা পড়লেন ? লেখা লিখতে জানতে হয় । আমি যেমন লিখি , তা না পড়ে উপায় নেই :p :p ডক্টর শিশির কনা বলে কথা :p
রাতুল
😀 😀
শিশির কনা
-{@ 🙂
বনলতা সেন
ডাক্টার সাব , কেমুন আছেন ?
আপনার চৌক্ষের অবস্থা কিরাম ?
শিশির কনা
চোখ ভালো , মন ভালো না 🙁
মর্তুজা হাসান সৈকত
ব্যাপক মজা পাইলাম পইড়া। এমন পোস্ট আরও চাই।
শিশির কনা
কিন্তু ডক্টর শিশির কনা তো বললেন না 🙁
নীলসাধু
ও মাইগো, কিতা পুষ্ট দিসেন
আমি পড়িতো। সবার লেখা পড়ি। মন্তব্য কম করি কারণ অনেক ব্যস্ততা। তবে তার জন্য মার্জনা চাইছি।
আমি আশাবাদ ব্যক্ত করছি সবাই আরও বেশী বেশী পোষ্ট পড়ে মন্তব্য কইরা ভাসাইয়ায় দেয়া উচিত সবাইর \|/
শিশির কনা
সবার লেখা পড়েন জেনে আনন্দিত হলাম 🙂 কিন্তু প্রমান তো নাই আপনি যে পড়েন । লেখার সময় পাননা , ঠিক আছে (y) এই ইমোতে একটা ক্লিক করলেও তো হয় :p মন্তব্যের জোয়ারে ভেসে যাক সোনেলা (3
নীলসাধু
ওকি। ইনশাল্লাহ! -{@
তন্দ্রা
\|/ আপুরে যেই ১০০ টে ১০০ দিল আর মাইরা দিলেন মার হাবা মার হাবা। :D)
এই ঘুসেই কাত। সামনে তো আরও দিন আছে। -{@
মনে মনে নাম্বার চান তাইত!!!! \|/
শিশির কনা
ডক্টর শিশির কনা না বলায় কস্টিত হলাম :p
নিশিথের নিশাচর
ডাক্তার আপা ডাক্তার আপা আপনি তো আমার চোখ খুলে পরিস্কার করে দিলেন আমি নেট সমস্যার কারনে পড়তে পারি না। তবে নেট সমস্যা সমাধান হলে সব পড়বো ইনশাআল্লাহ্।
শিশির কনা
সোনেলা ব্লগ বিনামূল্যে চশমা প্রদান করে । হেলায় এ সুযোগ হারাবেননা । :p
হতভাগ্য কবি
আহা ব্যাপক্স। (y) (y) \|/ \|/ \|/ 😀 😀
শিশির কনা
-{@ \|/
ভোরের শিশির নীতেশ
ড:(!?) শিশির কনা আপনাকে ধন্যবাদ এমন টেকি পোষ্টের জন্য -{@
দেখলেন , আমি কত সুন্দর মন্তব্য করতে পারি ?
আমার কাজ শেষ , এবার অন্য এক লেখা পড়ুন , ১ থেকে ৫ নং নির্দেশনা মেনে চলুন । শুধু নিজের লেখায় নয় , আমার লেখাকেও ভালো বাসুন , নইলে আপনার লেখাকেও কেউ ভালো বাসবেনা (3
শিশির কনা
আপনাকেও ধন্যবাদ ড:শিশির কনার পোষ্টে মন্তব্য দেয়ার জন্য । আপনি তো একজন গুড ভাইয়া , সুন্দর মন্তব্য তো করবেনই 😀
স্বপ্ন
ড:শিশির কনা আপনাকে ধন্যবাদ এমন টেকি পোষ্টের জন্য -{@ -{@
শিশির কনা
আপনাকেও ধন্যবাদ স্বপ্ন ভাইয়া। অল্প সময়েই তাল মিলিয়ে ফেললেন দেখা যাচ্ছে ।
ছাইরাছ হেলাল
এ সব লেখা ফেলে কোথায় যে গেলেন দাক্তার ছাব !
শিশির কনা
আমার পড়াটা যদি কেউ পড়ে দিতো 🙁
লীলাবতী
শিশির কনাকে মিস করি খুব। কবে যে আবার এমন পোষ্ট পাবো ? 🙂
শিশির কনা
আপনাদেরও মিস করি আপু । দিয়ে দেবো এমন পোষ্ট আবার :p
সাইদ মিলটন
ড: শিশির কনা আপনাকে ধন্যবাদ এমন টেকি পোষ্টের জন্য -{@
শিশির কনা
খুব খুব খুশি হয়েছি ড: সম্বোধন করায় ভাইয়া। আপনার জন্য দুটো ফুল 🙂 -{@ -{@
সাইদ মিলটন
😀 থ্যাঙ্কু
শিশির কনা
ওয়েল্কাম 🙂
প্রজন্ম ৭১
ড: শিশির কনা, এমন লেখা সব সময়েই প্রযোজ্য 🙂
শিশির কনা
এটি হচ্ছে ব্লগ বাক্য :p