রাধারমন এর গানের নেশা থেকে বের হতে পারছিনা আমি।এ এক কঠিন নেশা।বের হতেও চাইনা 🙂 আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার বর্তমান নেশার গান।
*******************
আমি কৃষ্ণ কোথায় পাই গো
আমি বন্ধু কোথায় পাই গো
বল গো সখি কোন দেশেতে যাই
আমি কৃষ্ণ প্রেমের কাঙ্গালিনী
আমি নগরে বেড়াই গো
বল গো সখি কোনবা দেশেতে যাই।
আপন জাইনা প্রাণ বন্ধুরে
হৃদে দিলাম ঠাঁই
আমার ছিল আশা ভালবাসা
আমি কারে বা শুধাই গো
বল গো সখি কোনবা দেশেতে যাই।
সুচিত্র পালংকের মাঝে
শুইয়া নিদ্রা যাই
এগো ঘুমাইলে স্বপন দেখি
আমি শ্যাম লইয়া বেড়াই
বল গো সখি কোনবা দেশেতে যাই।
ভাইবে রাধা রমণ বলে
শুন গো ধ্বনি রাই
এগো এই আদরের কুন মনি
আমি কোথায় গেলে পাই
বল গো সখি কোনবা দেশেতে যাই।
ব্যান্ড মিউজিকে ইউটিউবে দেখুন ও শুনুন < তবে গানের বারোটা বাজিয়েছে এখানে।
রাধারমন দত্তঃ পূর্বের পোষ্টঃ
এমন মায়ার কান্দন আর কেদোনা রাই বিনোদিনী – রাধারমন এর গান-২
শ্যামকালিয়া সোনা বন্ধুরে- রাধারমণ এর গান-৩
৩২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বহুদিন পর আপনাকে পেলাম প্রিয় গান সহ।
শুনতে ভালই লাগছে।
শিশির কনা
আমার এই গান কেন যে এত ভালো লাগছে জানিনা,সবাই হাসে আমার এ আসক্তি দেখে।ভালো লাগাতে পেরে ভালো লাগছে।
প্রহেলিকা
গান নামিয়ে নিলাম যদিও এমন গান তেমন একটা শুনা হওয়া না তবে এই গানটি শুনে কিন্তু বেশ ভালো লাগলো, নেশা ধরার মতোই গান। ধন্যবাদ শেয়ার করার জন্য।
শিশির কনা
অনেকেই এমন গান শুনেন না।একটু মন দিয়ে শুনুন,দেখবেন অন্যন্য গানের তুলনায় ভালোই লাগবে।
স্বপ্ন নীলা
ভাল লাগলো
শিশির কনা
ধন্যবাদ আপু।
শুন্য শুন্যালয়
কৃষ্ণ বুঝি আপনার মতোই ফাঁকি দেয়া শিখে গিয়েছে? বেশ হয়েছে। এখন বুঝুন প্রিয় মানুষদের খুঁজে না পেলে কেমন লাগে। গানের কথাগুলো বেশ। শুনবো সকাল হলে। আগেরগুলো ভালো লেগেছে। এবার দেখি কি করে আপনাকে নেশায় পেলো।
শিশির কনা
চরম ফাঁকিবাজ সে,আমি আর কি ফাঁকি দেই? :p প্রিয় মানুষকে কাছে না পেলে বুক শুন্য শুন্য লাগে।কেমন লাগলো আমার নেশার গান জানার আগ্রহ রইল।
রিমি রুম্মান
এমন গান আমিও শুনিনা। তবে কেন যেন এটি ভাললাগছে। ধন্যবাদ।
শিশির কনা
শুনে দেখবেন আপু,ভালো লাগবে আশাকরি।
খসড়া
কালো কালো করিসনে ল ও গোয়ালের ঝি
শিশির কনা
😀 ধন্যবাদ আপনাকে -{@
মোঃ মজিবর রহমান
ভাল লাগা রেখে গেলাম।
শিশির কনা
ধন্যবাদ ভাইয়া।
জিসান শা ইকরাম
গানটিতে ঘোর লাগা একটি তাল আছে।
নেশা আসলেই ধরে…
ইউটিউবের গানটিতে আসলেই তো গানের বারোটা বাজাইছে…………
রাধারমন বিশেষজ্ঞ হয়ে যাচ্ছেন তো 🙂
পোষ্ট ভালো হয়েছে।
শিশির কনা
রাধারমন বিশেষজ্ঞ? লজ্জা পেলাম ভাইয়া :p
বনলতা সেন
শুনতে শুরু করলাম। এতদিন পরে এলেন?
শিশির কনা
ইচ্ছে থাকলেও আসা হয়না আপু।মিস করি সবাইকে।
শাহানা আফরিন স্বর্ণা
কৃষ্ণ (3
শিশির কনা
কৃষ্ণ (3
স্মৃতির নদীগুলো এলোমেলো...
বাহ! দারুন। অবসেসড …
শিশির কনা
ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
আগুন রঙের শিমুল
অসাধারন গান, ধন্যবাদ 🙂
শিশির কনা
আপনাকেও ধন্যবাদ ভাইয়া 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সুন্দর সব গানগুলো আত্ত্বাকে টানে বার বার। -{@
শিশির কনা
সুন্দর বলেছেন ভাইয়া -{@
খেয়ালী মেয়ে
এধরনের গানগুলো খুব একটা শোনা হয় না–তবে এখন দেখছি শুনে খারাপ লাগছে না, ভালোই লাগছে 🙂
শিশির কনা
আমার রুম মেটরা প্রথম দিকে বিরক্ত হতো,আমার পাগলামো দেখতে দেখতে এখন দেখছি তারাও রাধারমন ভক্ত হয়ে গিয়েছে 🙂
ব্লগার সজীব
অনেকদিন পরে রাধারমনকে নিয়ে এলেন।এই গানটি প্রথম শুনলাম।অসাধারন সুর,কথা।ধন্যবাদ আপনাকে।
শিশির কনা
রাধারমনেই আছি,প্রচুর গান সংগ্রহ করেছি।
অরণ্য
এ নেশা থেকে আপনি চাইলেও বের হতে পারবেন বলে মনে হয় না, যদিও আপনি আগেই বলে দিয়েছেন আপনি চানও না। গানটা শুনলাম। ভাল লাগলো। রাধারমণ সম্পর্কেও একটু জ্ঞান হলো। ধন্যবাদ আপনাকে।
কিছুদিন ধরে আমাকে একটা গান খুব পেয়ে বসেছিল। পাগলের মত শুনেছি নানাজনের কন্ঠে। ভুতটা এখনও পুরোটা যায়নি। ঠাকুরের গান “সেই ভাল সেই ভাল”। আপনাকে সার্চ লিংক শেয়ার করলাম।
https://www.youtube.com/results?search_query=sei+valo+sei+valo
আমার একলা পথের সঙ্গী হয়ে পড়েছে গানটি। আপনিও বেশ গান পাগল আছেন তাই শেয়ার করলাম।
শিশির কনা
সেই ভালো সেই ভালো গানটি আমারো খুব প্রিয়।প্রিয় গানটি আবার শুনলাম।ধন্যবাদ আপনাকে।