আমি কৃষ্ণ কোথায় পাই গো-রাধারমণ এর গান-৪

শিশির কনা ৩০ জানুয়ারি ২০১৫, শুক্রবার, ১১:৩২:৫৯অপরাহ্ন সঙ্গীত ৩২ মন্তব্য

রাধারমন এর গানের নেশা থেকে বের হতে পারছিনা আমি।এ এক কঠিন নেশা।বের হতেও চাইনা 🙂 আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার বর্তমান নেশার গান।

*******************
আমি কৃষ্ণ কোথায় পাই গো
আমি বন্ধু কোথায় পাই গো
বল গো সখি কোন দেশেতে যাই
আমি কৃষ্ণ প্রেমের কাঙ্গালিনী
আমি নগরে বেড়াই গো
বল গো সখি কোনবা দেশেতে যাই।

আপন জাইনা প্রাণ বন্ধুরে
হৃদে দিলাম ঠাঁই
আমার ছিল আশা ভালবাসা
আমি কারে বা শুধাই গো
বল গো সখি কোনবা দেশেতে যাই।

সুচিত্র পালংকের মাঝে
শুইয়া নিদ্রা যাই
এগো ঘুমাইলে স্বপন দেখি
আমি শ্যাম লইয়া বেড়াই
বল গো সখি কোনবা দেশেতে যাই।

ভাইবে রাধা রমণ বলে
শুন গো ধ্বনি রাই
এগো এই আদরের কুন মনি
আমি কোথায় গেলে পাই
বল গো সখি কোনবা দেশেতে যাই।

গানটি শুনুন এখানে ক্লিক করে

ব্যান্ড মিউজিকে ইউটিউবে দেখুন ও শুনুন    < তবে গানের বারোটা বাজিয়েছে এখানে।

রাধারমন দত্তঃ পূর্বের পোষ্টঃ

রাধারমণ দত্ত-১

এমন মায়ার কান্দন আর কেদোনা রাই বিনোদিনী – রাধারমন এর গান-২

শ্যামকালিয়া সোনা বন্ধুরে- রাধারমণ এর গান-৩

১জন ১জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ