কেউ কি মনে রেখেছে আমায়? একজন শিশির কনা, একসময় ছিলো এই সোনেলায় ? কারো হৃদয়ে কি এই গানটি একবারো বেজেছে ? তোমাকে মনে পরবে যখনি জোসনা হাসে, তোমাকে মনে পরবে যখনি আকাশ ভেঙ্গে বর্ষা কাঁদে
এখনো পুর্নিমা আসে এখানে, কোন বন্ধু কি এমন ভাবনায় আপ্লুত হয়েছেন ? সেই রাতে রাত ছিলো পুর্নিমার, রং ছিলো ফাল্গুনের হাওয়াতে
কেউ কি নেই এখানে? এই শিশির কনার জন্য এমন আবেগ দিয়ে কিছু বলার? হয়ত তোমার জন্য হয়েছি প্রেমের বন্য …
কত আপন মানুষ এখানে আমার। লীলাবতী দিদি, বনলতা দিদি আরো কত কত সোনার মানুষ। কত হাসি আনন্দ সুখ দুঃখ এই সোনেলার বাগানে। কিন্তু কে গেয়েছেন এই গান ? আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পরবে মনে কাছে দুরে যেখানেই থাকো
মনে পরে সেই রাতের কথা, তুমি আমি নদী তীরে একা বসে কত যে গান কত যে সুর কত যে গান
ভেবেছিলাম এমন কোন গান রচিত হবে আমার জন্য। কিন্তু এই সামান্য শিশির কনাকে কে মনে রাখে ?
তবে আমার ঠিকই মনে পরে সেই সব দিন এর কথা, কত আবেগ দিয়ে ভালোবেসেছিলাম এই সোনেলাকে সবাই। ভালোবাসার ঝরনা ধারা এখনো বহমান।
শ্রাবন এর সন্ধ্যায় সবাই তো এমনই কথা ভেবেছি এক সময়।
সোনেলা তোমার জন্য এই গান আমার
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ।।
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি
কত দূরে যাবে বলো।
তোমার পথের সাথী হবো আমি।।
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো।
তোমার চলার সাথী হবো আমি।।
৪৩টি মন্তব্য
ঘুমন্ত আমি
অনলাইন জগৎ টা এমন এখানে পেজ রিফ্রেশ হওয়ার সাথে সাথে মানুষ ভুলে যায় পুরনোদের।
শিশির কনা
তাই বুঝি ? 🙂 হবে হয়ত। সেক্ষেত্রে কি আর বলা যায় ? ভুলো না আমায় 🙁
ছাইরাছ হেলাল
শিশির কনা চাইলেও তাকে সোনেলা ভুলে যেতে পারবে না।
সে যে সৃষ্টি যন্ত্রণার মত মিশে আছে সোনেলার পড়তে পরে।
শত ব্যস্ততার মাঝেও ঢু মারছেন লিখছেন দেখে সত্যি ভালো লাগল।
শিশির কনা
সোনেলা মনে রেখেছে এটিই আমার বড় প্রাপ্তি ভাইয়া। সোনেলা বাড়ি নির্মানের কারিগর, সৃষ্টি যন্ত্রনার আনন্দ সব কিছুই যে মিশে আছে যে শিশির কনার সাথে।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
গানদিয়ে সুন্দর এক পোষ্ট দিলেন। এখন হতে আমি মনে রাখবোই আপু।
শিশির কনা
ধন্যবাদ মেঘকুমারী (3
শুন্য শুন্যালয়
আমার এখানে প্রায় সারাবছর শিশির পরে, ভুলি কেমন করে?
এত্তো গুলো সুন্দর গানের জন্য আপনাকে এত্তো গুলো ধন্যবাদ।
মাঝে মাঝে আসা যায়না বুঝি?
শিশির কনা
আপনার একটি শিশিরের ফটো নিয়ে নিতে পারি আমার প্রফাইলের জন্য। আপনাকেও ধন্যবাদ আপু। আসার ইচ্ছে সারাক্ষনের আপু। আসবো সামান্য সময় পেলেই।
মরুভূমির জলদস্যু
ঘুমন্ত আমি বলেছেনঃ অনলাইন জগৎ টা এমন এখানে পেজ রিফ্রেশ হওয়ার সাথে সাথে মানুষ ভুলে যায় পুরনোদের।
সহ মত।
শিশির কনা
.তাই বুঝি ? 🙂 হবে হয়ত। সেক্ষেত্রে কি আর বলা যায় ? ভুলো না আমায় 🙁
আবু জাঈদ
বাহ, বেশ উপস্থাপন
শিশির কনা
ধন্যবাদ ভাইয়া। আছেন এখনো আপনি। দেখে ভালো লাগলো।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমরা তোমাকে ভূলবো না
এক সাগর কালি কলমেতে সোনেলাকে প্রসার করলে যারা
আমরা তোমাদের ভূলবো……………
শিশির কনা
🙂 দারুন বলেছেন মনিরা ভাইয়া 🙂
সঞ্জয় কুমার
ভার্চুয়াল জগত টাই এমন । ফিরে আসুন । নিয়মিত থাকুন আমাদের সাথে ।
কথায় আছে না
চোখের আড়াল হলেই মনের আড়াল ।
শিশির কনা
পুরানো কেউ ভুলেননি সঞ্জয় ভাইয়া। নিয়মিত যোগাযোগ আছে সবার সাথে 🙂
জিসান শা ইকরাম
নামটা কেমন পরিচিত পরিচিত লাগছে।
প্রশ্ন টা আমাদেরও
কেউ কি সোনেলাকে মনে রেখেছে ?
এতগুলো পছন্দের গান দেয়ার জন্য ধন্যবাদ।
শিশির কনা
রেখেছে রেখেছে 🙂 এটি তো গানের পোষ্ট, একটু নাটকীয়তা আনলাম শুধু :p
সোনিয়া হক
জি জি মনে রেখেছি, আপনি শিশির কনা।
শিশির কনা
কেমন আছেন আপু? আচার দিয়ে তো লোভি বানিয়ে দিচ্ছেন সবাইকে।
ব্লগার সজীব
আপনাকে মনে রাখতে হবে কেনো? আপনি জানি কে ? কতদিন পরে দেখলাম? এই নিন -{@ :T
মিস করি খুব, আসলেই মিস করি।
শিশির কনা
মিস করেন আবার বলেন মনে রাখতে হবে কেন? :p
ওয়ালিনা চৌধুরী অভি
অনেকেই আপনাকে ভালো করেই মনে রেখেছে।
শিশির কনা
জানি আমি আপু 🙂
লীলাবতী
কেউ কি ভুলে গেছে আমাদের প্রিয় শিশির কনাকে ? (3
শিশির কনা
(3 এটা দেখে বুঝলাম ভুলে গেছেন 🙂
মোঃ মজিবর রহমান
শিশির কনা।
এক নাম একটি নক্ষত্র
যা সনেলায় জ্বল জ্বল করে জ্বলে অবিরত
চলবে ……।।
শিশির কনা
ধন্যবাদ ভাইয়া।
অরণ্য
আপনাকে মনে নেই আমার। আমি তো এলামই সেদিন। তবে আপনাকে চিনতে আমার আর কষ্ট হবে না। আপনি যে সবসময় সুরের মধ্যে ডুবে থাকেন তা বেশ বুঝতে পারছি। খুব ভালো লেগেছে আপনার লেখা।
শিশির কনা
জি ভাইয়া আমি সুরের মাঝে ডুবে থাকতে লাইক করি। ধন্যবাদ ভাইয়া। নুতন এসেই সহজ ভাবে মিশে গেলেন আমাদের সাথে -{@
লীলাবতী
আপনাকে মনে রাখতে হবে কেনো? মিস ইউ (3
শিশির কনা
মিস (3 ইউ দিদি
নওশিন মিশু
চমৎকার গানের ভিন্নরকম উপস্থাপনা …. 🙂
শিশির কনা
ধন্যবাদ আপু।পুরানো পোষ্ট খুঁজে আমার এখানে আসার জন্য -{@
প্রজন্ম ৭১
ভুলিনি, আপনি ড: শিশির কনা
শিশির কনা
ধন্যবাদ ভুলে না যাবার জন্য।
নীতেশ বড়ুয়া
যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা, ততদিন রবে মনে শিশির কণা 😀
শিশির কনা
হে হে হে হে -{@
নীতেশ বড়ুয়া
প্রায় বছরখানেক পরে এসেও -{@ :D)
শিশির কনা
সেটিই তো দেখলাম।আপনাকে কিন্তু আমি দেখেছি।কোথায় বলা যাবেনা।আপনিও দেখেছেন আমাকে 🙂
নীতেশ বড়ুয়া
😮 কোথায় কিভাবে!!!!!!!!!!
শিশির কনা
বলা যাবে না 😀
নীতেশ বড়ুয়া
;( বলতেই হবে ;(