কেউ কি মনে রেখেছে আমায়? একজন শিশির কনা, একসময় ছিলো এই সোনেলায় ? কারো হৃদয়ে কি এই গানটি একবারো  বেজেছে ? তোমাকে মনে পরবে যখনি জোসনা হাসে, তোমাকে মনে পরবে যখনি আকাশ ভেঙ্গে বর্ষা কাঁদে

এখনো পুর্নিমা আসে এখানে, কোন বন্ধু কি এমন ভাবনায় আপ্লুত হয়েছেন ? সেই রাতে রাত ছিলো পুর্নিমার, রং ছিলো ফাল্গুনের হাওয়াতে

কেউ কি নেই এখানে? এই শিশির কনার জন্য এমন আবেগ দিয়ে কিছু বলার? হয়ত তোমার জন্য হয়েছি প্রেমের বন্য …

কত আপন মানুষ এখানে আমার। লীলাবতী দিদি, বনলতা দিদি আরো কত কত সোনার মানুষ। কত হাসি আনন্দ সুখ দুঃখ এই সোনেলার বাগানে। কিন্তু কে গেয়েছেন এই গান ? আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পরবে মনে কাছে দুরে যেখানেই থাকো

মনে পরে সেই রাতের কথা, তুমি আমি নদী তীরে একা বসে কত যে গান কত যে সুর কত যে গান
ভেবেছিলাম এমন কোন গান রচিত হবে আমার জন্য। কিন্তু এই সামান্য শিশির কনাকে কে মনে রাখে ?

তবে আমার ঠিকই মনে পরে সেই সব দিন এর কথা, কত আবেগ দিয়ে ভালোবেসেছিলাম এই সোনেলাকে সবাই। ভালোবাসার ঝরনা ধারা এখনো বহমান।

শ্রাবন এর সন্ধ্যায়  সবাই তো এমনই কথা ভেবেছি এক সময়।

সোনেলা তোমার জন্য এই গান আমার
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ।।

বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি

কত দূরে যাবে বলো।
তোমার পথের সাথী হবো আমি।।

একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি

কোন দূরে যাবে বলো।
তোমার চলার সাথী হবো আমি।।

১২৫১জন ১২৫১জন
0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ