যদি শান্ত নদী হই
ভাসবে আমার জলে ?
আজ আসবে কথা দাও
ভালোবাসবে ?
মেঘের ডালি সাজিয়ে রেখেছি
রূপালী বৃষ্টি হয়ে ঝরবে তো?
পুনঃশ্চ :- আসবে তো ? হিম পাহাড়ী উপত্যকায় রাত্রিতে থাকবো আমি । আসবে তো ?
ল্যুভেন – লা – ন্যুউভ, বেলজিয়াম
৩১ মার্চ, ২০১০ ইং।
**ছবিটি তুলেছিলাম বেলজিয়ামের নামুর শহরে, মেঘ-মাখা আকাশের গায় বৃক্ষ ঘুমায়।
৪২টি মন্তব্য
রিমি রুম্মান
লেখায় ছবিতে চমৎকার। ছুঁয়ে গেল। কি মিষ্টি প্রশ্ন !
নীলাঞ্জনা নীলা
ওই ছবিটা তোলার পর এই লাইনগুলোর জন্ম হয় কিন্তু।
আপনার মিষ্টি-কোমল মন্তব্যে -{@ ছড়িয়ে দিলাম। ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
যদি অশান্ত নদীও হও
ডুবে যাব তোমার অতল জলে,
আজ না এলেও, আসবো
ভালোও বাসবো;
মেঘের ডালি রেখেছ সাজিয়ে
তোমাতেই আসবো ঝড় হয়ে।
♥ পুনশ্চ……আসবো, গনগনে কাঠ কয়লার আগুন নিয়ে হিম পাহাড়ি উপত্যকায়।
আসবো না মানে, আলবাৎ আসবো। এমন করে ডাকলে কেউ না এসে পারে?
নীলাঞ্জনা নীলা
এমন করে ডাকলে না এসেও পারে। ২০১০ সালে লিখেছিলাম,
২০১৫ এসে চলেও যাচ্ছে, আসেনি। ;(
“মন যদি ভেঙ্গে যায়, যাক কিছু বলবোনা।” এর পরের লাইন জানিনা।
তবে এভাবে নকল করিলে হাজতবাস করাইবো বলিয়া রাখিলাম আগেই। :p
ছাইরাছ হেলাল
হাজতে যে এত মধু কে জানিত তাহা আগে!!
মন ভেঙ্গে চুরচুর হয়ে যাক।
২০০০০১৫ তে হলেও না এসে পারবে না।
নীলাঞ্জনা নীলা
এইভাবে মন্তব্য করিয়াই পলায়ন?
ভয় পেয়ে এটা তো সম্ভব না!!
তবে কি এড়ানো? ;?
ছাইরাছ হেলাল
পরাজয়ে ডরে না বীর।
নীলাঞ্জনা নীলা
বীর? মহাবীর কর্ণ?
ছাইরাছ হেলাল
অর্জুন বেসে চিত্রাঙ্গদাকে খুঁজি!
নীলাঞ্জনা নীলা
অর্জুন বাবু এখানে চিত্রাঙ্গদা দিদি কোথায়? ;?
ছাইরাছ হেলাল
আমাকে ল্যাং মেরে ভেগে গেছে। ‘শ্রান্তিহীন ব্যস্ততা’ দ্রষ্টব্য।
নীলাঞ্জনা নীলা
হায় হায়!!!
আপনাকে ল্যাং মেরে ভেগে গেছে? ;?
এ কিভাবে সম্ভব! ;?
সত্যি করে বলুন তো চিত্রাঙ্গদা কি মেহজাবিনের কথা জানে?
ছাইরাছ হেলাল
যাহা বাহান্ন তাহাই তেপান্ন।
আম্মায় সব জানে।
নীলাঞ্জনা নীলা
তার মানে চিত্রাঙ্গদা আর মেহজাবিন এক!!! 😮 😮 😮 😮
ছাইরাছ হেলাল
আবার জিগায়!!!
নীলাঞ্জনা নীলা
না জিগাইয়া উত্তর কুন+ফার্ম(মুরগীর না) করি ক্যামতে? 😀
মেহেরী তাজ
যাবো যাবো। কিন্তু বেশি ঠান্ডা আবার নয় তো……..???? :p :p
নীলাঞ্জনা নীলা
নাহ এখন তো গ্রীষ্মকাল পিচ্চি আপু।
চলে আসো 🙂
অরণ্য
নীলা আপু, মেহেরী তাজ কে পিচ্চি বলা যাবে না। অন্যকিছু বলুন। সুইট, কিউট কিংবা অন্যকিছু; কিন্তু পিচ্চি বলা মানা। 😀
নীলাঞ্জনা নীলা
🙂🙂
খেয়ালী মেয়ে
ইশশশশশশশশশশ্ কেউ যদি আমায় এভাবে বলতো একবার ;(
বাই দ্যা ওয়ে এই কবিতা আমার অনেকককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককক ভালো লেগেছে -{@
নীলাঞ্জনা নীলা
চলে এসো পরী আপুউউউউউউউউউউউউউউউউউ
এই নাও (3 রাখলাম। সাথে -{@
আর উম্মাআআআআআআ 🙂
খেয়ালী মেয়ে
(3 -{@
ব্লগার সজীব
হিম পাহাড়ি উপত্যকায়? মোটেও না,ঠান্ডায় জমিয়ে মারার প্লান এটি বুঝতে পেরেছি।
দিদি ছোট কবিতাটি খুবই ভালো লেগেছে। (y)
নীলাঞ্জনা নীলা
সজীব ভাইয়া মাথা খারাপ নাকি আমার! 😮 ঠান্ডায় জমিয়ে মারলে আমি গীটার কার থেকে শেখবো? ;?
তানজির খান
যদি কেউ এই প্রশ্ন করতো আমায় তবে আমি আগুন হলেও ঝাপ দিতাম। আপি আবারো আপনার অসাধারণ কবিতা দিয়ে পাঠকের মন জয় করলেন। সবার মন্তব্যই বলে দিচ্ছে কবিতা কেমন হয়েছে।
নীলাঞ্জনা নীলা
আগুণে ঝাঁপ তো দিতে দেবো না ভাইয়া।
তোমার আনন্দের কবিতার মুখ দেখতে হবে যে 😀
সীমান্ত উন্মাদ
ক্লান্ত হয়ে ঘরে ফিরলাম কিছুক্ষন আগে, এসে যখন সোনেলায় লগিন করলাম এবং আপনার ছোট্ট ছবিতা পোষ্টটা পড়ে কেমন জানি একটা হাহাকার তৈরি হল আমার মনে, সকালের সূর্য ফাগুনদিন ফিরিয়ে আনবে জীবনে এই প্রশ্ন বাজছে তো বাজছেই।
ভাললাগা রেখে গেলাম। শুভকামনা নিরন্তর জানিবেন আপু।
নীলাঞ্জনা নীলা
আমাদের উন্মাদ ভাইয়া তো আমার মনকে উচ্ছ্বল ঝর্ণা করে দিলেন।
এখন থেকে আবার ফাগুণ দিন ফিরে আসার দিন গুণতে শুরু করলাম।
কিন্তু যদি ফিরে না আসে, তাহলে কিন্তু শাস্তি আছে। :p
মিথুন
নীল অঞ্জনের প্রলোভন
মারার আগে ভেবো মরবে না তো নিজে?
কাঁদবে তখন রাত্রির আয়োজন…
ছবিটা অনেক সুন্দর -{@
নীলাঞ্জনা নীলা
নীল রঙ তো মেরেছে আমায়।
এমনই মেরেছে, এ চোখ আর কোনো রঙ দেখেনা।
ছবিটার জন্যেই তো লিখতে পেরেছিলাম সেদিন। ছবিটা তুলেই লিখেছিলাম। 🙂
নীতেশ বড়ুয়া
ছবির গাছটির নাম কি! 🙁
নীলাঞ্জনা নীলা
ভালো প্রশ্ন করেছেন। এসব গাছ ‘বীচ’ গাছ মনে হয়। সঠিক বলতে পারবো না। আপনি আমায় সঠিক নামটা জানাবেন?
নীতেশ বড়ুয়া
উফফফফ…
গুগুল মামা বড্ডো পাজি!
জানতে চাইলেই গররাজী,
দিলেই দেয় রাশি রাশি ঠিকুজি!
হতে হয় আমাকেই কাজী। :p
ছবি দিয়ে সার্চ করে পেলামঃ https://www.google.com.bd/search?tbs=simg:CAESiwEaiAELEKjU2AQaBAgACAMMCxCwjKcIGl8KXQgDEifIFcMV7QqCHvwdwhVq5RXFFZ4ExyjKKMgo5DfeKKYq2CGjN9UhoyoaMPFskjuiQDM75LaPQLHl7VO-UimjfuAjN0JY9SFVoj6-l-u2DBQ5WPwOiCiDBS5lWQwLEI6u_1ggaCgoICAESBIL87LgM&q=birch+tree+&tbm=isch&sa=X&ved=0CCsQsw5qFQoTCPu4_tOqn8cCFciilAodSV8P9w&biw=1366&bih=623
আর এইগাছের কয়েক প্রকার আবারঃ http://bhort.bh.cornell.edu/tree/list.htm
১। Black Birch
(Betula lenta)
২। Gray Birch
(Betula populifolia)
আপনার জানাটাই ঠিক…
৩।Paper Birch
(Betula papyrifera)
৪। Yellow Birch
(Betula alleghaniensis)
আপনিই ঠিক…
মজার ব্যাপার হচ্ছে আপনার কবিতার মতই এই গাছ হিম পাহাড়ী উপত্যকায়, লেকের পাড়ে, নদীর পাশে জন্মে… গুগলের সব ছবি যেন আপনার এই কবিতায় উঠে এসেছে (ছবিগুলো দেখে তাই মনে হলো 😀 )
পারভীন সুলতানা
কবিতা ছোট্ট হলেও সুন্দর । ভাল লাগলো ।
নীলাঞ্জনা নীলা
পারভীন আপা অসংখ্য ধন্যবাদ। -{@
শিশির কনা
কত আবেগ রে বাবা (y) -{@
নীলাঞ্জনা নীলা
উছলে পড়ে। কি করবো বলুন!
কমানোর কোনো উপায় জানা থাকলে আমায় বলবেন, মরার আগ পর্যন্ত কৃতজ্ঞ থাকবো। -{@
জিসান শা ইকরাম
কত কি যে ভাব আসে কবিদের মাঝে! এত মিষ্টি প্রশ্নের উত্তর হ্যাঁ হবেই 🙂
নীলাঞ্জনা নীলা
নানা কি ব্যাপার এইটা ঠিক না। উত্তর হ্যাঁ দিয়েও আসোনি কিন্তু। :@ :@
রাগে বিপি অনেক বেড়েছে আমার। :@ :@
অরণ্য
না আসলে যদি সে ক্ষমা পায়, সে সেদিন আসবে না।
ডাকায় যদি শংকা থাকে, সে ভালোবাসবে না।
পড়েছি অনেক আগেই। মন্তব্য করিনি। আজ মনে হলো মন্তব্যে শরিক হই। 🙂 খুব মিষ্টি লেখা। (y)
নীলাঞ্জনা নীলা
বেশ বলেছেন কিন্তু। না আসলে যদি সে ক্ষমা পায়…
মিষ্টি মেয়ের মিষ্টি লেখা তো হবেই। :p
ফুলেল শুভেচ্ছা -{@