আবাহন

নীলাঞ্জনা নীলা ৮ আগস্ট ২০১৫, শনিবার, ০৯:৪৭:২৫পূর্বাহ্ন কবিতা ৪২ মন্তব্য
রাত্রি আমার সাজবে তো?
রাত্রি আমার সাজবে তো?

যদি শান্ত নদী হই
ভাসবে আমার জলে ?
আজ আসবে কথা দাও
ভালোবাসবে ?

মেঘের ডালি সাজিয়ে রেখেছি
রূপালী বৃষ্টি হয়ে ঝরবে তো?

পুনঃশ্চ :- আসবে তো ? হিম পাহাড়ী উপত্যকায় রাত্রিতে থাকবো আমি । আসবে তো ?

ল্যুভেন – লা – ন্যুউভ, বেলজিয়াম
৩১ মার্চ,  ২০১০ ইং।

**ছবিটি তুলেছিলাম বেলজিয়ামের নামুর শহরে, মেঘ-মাখা আকাশের গায় বৃক্ষ ঘুমায়।

১৩২৪জন ১৩২৪জন
0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ