সময়ের নাড়িতে এখন আঙ্গুল রেখে পথ চলি আমি
নির্মম বাস্তবতাকে পিঠে করে বয়ে নিয়ে যাই সুদূরের পথে
আদর্শ লিপি পড়া তো দূরে থাক ছুঁয়েও দেখিনি কোন দিন
সময়ের সঠিক ব্যবচ্ছেদ তাই করা হয়নি জীবনে
জীবনের ভাঙ্গা অলিন্দে বেজে ওঠে জীবনের কর্কশ কণ্ঠ
চড়কির মত ঘুরে ফিরে একই জায়গায় এসে থেমে যায় জীবন।
তারপরেও বোকা পথিক আমি পথ খুঁজে হাঁটার বৃথা চেষ্টা করি
জীবনের সর্পিল পথে শুধুই দৌড়াই, বিশ্রাম নিই না একরত্তিও
পেছন থেকে কুটিল সময় যে তাড়া করে ফিরছে আমায়।
২২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
জীবনের সর্পিল পথে শুধুই দৌড়াই, বিশ্রাম নিই না একরত্তিও
পেছন থেকে কুটিল সময় যে তাড়া করে ফিরছে আমায়। (y)
তাইতো সবাই দোরাই
বৈশাখী ঝড়
ধন্যবাদ কবিতা পাঠ করার জন্য
লীলাবতী
জীবন মানেই এটি -{@
বৈশাখী ঝড়
জীবন মানেই তো পুষ্প শয্যা নয়।
খসড়া
জীবন মানে পাগলা ঘোড়া নয়, আমাদের জীবনের প্রয়োজনে পাগলা ঘোড়ার মত ছুটে চলা উচিত নয়।
বৈশাখী ঝড়
তারপরেও জীবন ছুটে চলে, থেমে থাকে না। ধন্যবাদ
জিসান শা ইকরাম
জীবন আসলেই এক পাগলা ঘোড়া —
ভালো লিখেছেন ।
বৈশাখী ঝড়
ধন্যবাদ ভাই ভাল থাকবেন সতত
নীলকন্ঠ জয়
জীবন সত্যিই একটা পাগলা ঘোড়া। ভালো লেগেছে। -{@
বৈশাখী ঝড়
ভাল লেগেছে জেনে খুশি হলাম
মা মাটি দেশ
দে দৌড় জীবন (y)
বৈশাখী ঝড়
ধন্যবাদ
রিমি রুম্মান
ব্যস্ততার মাঝেও অবসর খুঁজে নিতে হয়। জীবন সুন্দর।
বৈশাখী ঝড়
অশেষ ধন্যবাদ জানাই
হলুদ পরী সাদা নাকফুল
বোকা পথিক আমি পথ খুঁজে হাঁটার বৃথা চেষ্টা করি
জীবনের সর্পিল পথে শুধুই দৌড়াই, বিশ্রাম নিই না একরত্তিও…………………অনেক সুন্দর বলেছেন।
বৈশাখী ঝড়
ধন্যবাদ কবিতা পাঠ করার জন্য । ভাল থাকবেন সতত
শুন্য শুন্যালয়
অনেক ভালো লেগেছে (y)
বৈশাখী ঝড়
-{@ -{@ -{@
ছন্নছাড়া
জীবন যেন সত্যি এক পাগলা ঘোড়া
কবিতা ভালো লেগেছে
বৈশাখী ঝড়
আপনাদের এমন ভাল লাগাই আমাকে বার বার এই ব্লগে টেনে নিয়ে আসে। ধন্যবাদ
ছাইরাছ হেলাল
সময়ের তাড়া লেখায় ও ছবিতে সঠিক ভাবেই তুলে ধরেছেন ।
বৈশাখী ঝড়
খুশি হলাম আপনার মন্তব্যে। ভাল থাকবেন