না আর না এ ভাবে আর চলতে দেওয়া যেতে পারে না এই একঘেয়েমি কল্পনার জগৎ নিয়ে বিরক্ত আমি, যে কল্পনার নেই কোন বাস্তবতা নেই কোন ভিত্তি যার ফলাফল শুধু শূন্য আর শূন্যতা। সব কিছু ঝেড়ে ঝুড়ে, ধুয়ে মুছে পরিষ্কার করে, সুগন্ধি মেখে ফুলে ফুলে সাজাবো নিজেকে কোকিলের সাথে গলা মিলিয়ে গান গাইবো সুখের গান, আনন্দের [ বিস্তারিত ]