সম্পর্ক এক নাজুক নগ্ন লতা
তা কখনো ভেঙ্গে যায় না
মাঝে মাঝে নুইয়ে পরে
বা লুকিয়ে পরে কোনো কিছুর আড়ালে।
সম্পর্ক গুল অনেক মধুর
তাদের কে মাঝে মাঝে,
খুজে বের করে নিতে হয়
বুঝতে হয় সম্পর্ক কে ।
কোনো কিছুর আড়ালে
আড়াল হওয়া সম্পর্ক কে
খুজে নিয়ে নতুন ভাবে রুপ দিলে
তাতে কখনো কষ্ট বাড়ে না,
বরং সম্পর্ক হারিয়ে যাওয়ার,
কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।
আর সম্পর্কে নতুন ভাবে,
ফিরে পাওয়ার আনন্দে ,
জীবনকে করে তোলা যায় রঙ্গিন ।
………………সীমা সারমিন
৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
একটু মনোযোগ দিলে লেখা কিন্তু আরও সুন্দর হবে ।
সম্পর্ক বিশ্লেষণ সুন্দর হয়েছে ।
প্রিন্স মাহমুদ
আমার ভালো লেগেছে । হেলাল ভাই কিন্তু ভালো বলেছেন । মনোযোগ দিলেই আপনি সেরা হয়ে জাবেন ।
আদিব আদ্নান
সম্পর্কের সম্পর্ক নিয়ে চমৎকার ভাবনা ।
বনলতা সেন
অনেক করেই ভাবছেন দেখছি ।
লিখুন নিয়মিত ।
খসড়া
ভাল লাগলো বিষয়টায় চমক আছে। ধন্যবাদ।
নীলকন্ঠ জয়
ভাবছি কি মন্তব্য করবো। ^:^
ভালো, চালিয়ে যান… (y)
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন (y)
পোস্ট দিয়ে উধাও হয়ে যাওয়া ভালো না
শিরোনামে ” সম্পরক ” হবে , নাকি ‘ সম্পর্ক ‘ হবে ?
শুন্য শুন্যালয়
ভালো লেগেছে আপু…
শুভেচ্ছা .. -{@