না আর না
এ ভাবে আর চলতে দেওয়া যেতে পারে না
এই একঘেয়েমি কল্পনার জগৎ নিয়ে বিরক্ত আমি,
যে কল্পনার নেই কোন বাস্তবতা নেই কোন ভিত্তি
যার ফলাফল শুধু শূন্য আর শূন্যতা।
সব কিছু ঝেড়ে ঝুড়ে, ধুয়ে মুছে পরিষ্কার করে,
সুগন্ধি মেখে ফুলে ফুলে সাজাবো নিজেকে
কোকিলের সাথে গলা মিলিয়ে গান গাইবো
সুখের গান, আনন্দের গান।
জীবন তো একটাই
তাতে কিছু সংযোজন বিযোজন ঘটবে
তাই বলে বিরহে কষ্টে আর বিষাক্ত হয়ে নয়
ভাল ভাবে বাঁচিয়ে রাখব এই জীবনকে
সংশোধিত করে গড়ে উঠবো শ্রেষ্ঠ মানবী হয়ে।
——————————————সীমা সারমিন
১৩টি মন্তব্য
এই মেঘ এই রোদ্দুর
ইনশাল্লাহ তোমার জীবন হবে অনেক আনন্দময়
হ্যা জীবন একটাই …..
শুভকামনা সতত -{@ -{@ -{@ -{@
সীমা সারমিন
ধন্যবাদ আপু ………… -{@
মা মাটি দেশ
জীবন তো একটাই
তাতে কিছু সংযোজন বিয়োজন ঘটবে -{@ (y) রাইট এটাই সঠিক সিন্ধান্ত।
বাসন্তী শুভেচ্ছা -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@
সীমা সারমিন
ধন্যবাদ ভাইয়া -{@
লীলাবতী
শুগন্ধি মেখে ফুলে ফুলে সাজাবো নিজেকে
কোকিলের সাথে গলা মিলিয়ে গান গাইবো
সুখের গান, আনন্দের গান।
জীবন তো একটাই
তাতে কিছু সংযোজন বিয়োজন ঘটবে (y)
সীমা সারমিন
আপু 🙂 -{@
ছাইরাছ হেলাল
আপনি শ্রেষ্ঠ মানবী হোন আপত্তি নেই কিন্তু ভাল
মানব কিন্তু প্রায় নেই-ই ।
সীমা সারমিন
ঠিক বলেছেন ভাইয়া
জিসান শা ইকরাম
শুভ কামনা -{@
সীমা সারমিন
🙂 -{@
শুন্য শুন্যালয়
এই তো চাই… শুভ কামনা নিরন্তর… -{@
সীমা সারমিন
শুভকামনা আপনারও জন্য 🙂
সীমান্ত উন্মাদ
জীবনের হোক সুখের সাগরে ভাসমান এক তরীর মত শুভকামনা জানিবেন নিরন্তর