আমি সংশোধিত

সীমা সারমিন ১৩ ফেব্রুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, ১২:২৬:৫২অপরাহ্ন বিবিধ ১৩ মন্তব্য

না আর না
এ ভাবে আর চলতে দেওয়া যেতে পারে না
এই একঘেয়েমি কল্পনার জগৎ নিয়ে বিরক্ত আমি,
যে কল্পনার নেই কোন বাস্তবতা নেই কোন ভিত্তি
যার ফলাফল শুধু শূন্য আর শূন্যতা।

সব কিছু ঝেড়ে ঝুড়ে, ধুয়ে মুছে পরিষ্কার করে,
সুগন্ধি মেখে ফুলে ফুলে সাজাবো নিজেকে
কোকিলের সাথে গলা মিলিয়ে গান গাইবো
সুখের গান, আনন্দের গান।

জীবন তো একটাই
তাতে কিছু সংযোজন বিযোজন ঘটবে
তাই বলে বিরহে কষ্টে আর বিষাক্ত হয়ে নয়
ভাল ভাবে বাঁচিয়ে রাখব এই জীবনকে
সংশোধিত করে গড়ে উঠবো শ্রেষ্ঠ মানবী হয়ে।
——————————————সীমা সারমিন

৫৯২জন ৫৯২জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ