মার শান্তি নীড়

সীমা সারমিন ১১ ডিসেম্বর ২০১৩, বুধবার, ০৫:৩৩:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৭ মন্তব্য

মনের মাঝে কষ্ট পেলে
যাই যে মায়ের পাশে ভিরে
তার খোলা শান্তি নীড়ে।

মা যে দেখেই বুঝতে পারে
বলে আমায় কি হয়েছে
সত্তি করে বলনা ওরে ,
আমার সুখ যে তোকে ঘিরে
থাকিস যখন তুই দুরে
আমার মনটা বলে কি রে
এতো সময় হল তবু
আসছেনা সে কেন ফিরে ।

রাখ মাথা আমার কোলে
হাত বুলাবো তোর চুলে
সব কষ্টই যাবি ভুলে
গড়বো নতুন সপ্ন,
আবার আমরা সবাই মিলে ।
……………………………………সীমা সারমিন

৬৬২জন ৬৬২জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ