মনের মাঝে কষ্ট পেলে
যাই যে মায়ের পাশে ভিরে
তার খোলা শান্তি নীড়ে।
মা যে দেখেই বুঝতে পারে
বলে আমায় কি হয়েছে
সত্তি করে বলনা ওরে ,
আমার সুখ যে তোকে ঘিরে
থাকিস যখন তুই দুরে
আমার মনটা বলে কি রে
এতো সময় হল তবু
আসছেনা সে কেন ফিরে ।
রাখ মাথা আমার কোলে
হাত বুলাবো তোর চুলে
সব কষ্টই যাবি ভুলে
গড়বো নতুন সপ্ন,
আবার আমরা সবাই মিলে ।
……………………………………সীমা সারমিন
৭টি মন্তব্য
শিশির কনা
মা সব বুঝতে পারেন । মা ভালোবাসি তোমায় ।
জিসান শা ইকরাম
মা হচ্ছেন সবচেয়ে কাছের জন
সবচেয়ে বড় বন্ধু
সন্তানের কথা বুঝতে তো পারবেনই ।
ভালো লিখেছেন।
ব্লগার সজীব
মা এর চেয়ে আপন কেহ নেই এই জগতে (y) -{@
লীলাবতী
সোনেলার মিস্টি আপুটা খুব ভালো কবিতা লেখে -{@
শুন্য শুন্যালয়
(y)
এই মেঘ এই রোদ্দুর
মাই তো শান্তির নীড়
নীলকন্ঠ জয়
মায়ের চেয়ে আপন কেইবা আছে বলুন? মাকে সালাম জানাবেন।